আপনার রুটেড এন্ড্রয়েড ফোন বার বার রিস্টার্ট নিচ্ছে? চালু করতে পারছেন না? তাহলে এই পোষ্ট আপনার জন্য

কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আমি এন্ড্রয়েড ফোনের একটা কমন সমস্যার সমাধান নিয়ে এসেছি।

এন্ড্রয়েড সম্পর্কিত আমার প্রথম পোষ্টটি পেতে হলে নিচের লিঙ্কে ক্লিক করুন...

Symphony W15 এ কাস্টম জেলী বিন রম ইন্সটল করুন, সাথে CWM রিকভারী ফ্রি, সাগরের প্রথম পোষ্ট On Techtunes

যারা ফোন রুট করেছেন, এবং যাদের ইন্টারনাল মেমোরী কম তারা প্রায় সবাই এই সমস্যাটার সম্মুখীন হয়ে থাকেন। তা হল Memory is too low বলে ফোন বার বার রিস্টার্ট নিতে থাকে।

এর মূল কারন হল ইন্টারনাল মেমরী কমে যাওয়া, আর যারা App to SD ব্যবহার করেন, তারা তো প্রায় সব এপকেই সিস্টেম এপ এ কনভার্ট করে ফেলেন, এতে যদি সিস্টেম মেমোরী ফুল হয়ে যায়, তাহলেও এই সমস্যা হয়।

যাই হোক, এখন কাজের কথায় আসি, এই সমস্যা থেকে বের হওয়ার জন্য অনেকে রিকভারির সাহায্য নিয়ে নতুন রম ফ্লাস দেন, অথবা স্টক রমে ফিরে যান। কিন্তু যাদের CWM রিকভারি নেই অথবা যাদের Symphony W15 এর মত সরাসরি রিকভারি মোডে যাওয়ার সিস্টেম নাই তারা কি করবেন? কাস্টমার কেয়ারে দৌড়ানো ছাড়া আর কোন পথ নাই। 😆

তাদের জন্যই মুলত আজকের এই পোষ্ট, বকবকানী মনে হয় বেশি হয়ে গেল... 😆

এবার মুল কাজে আসি............

প্রথমে এখান থেকে এন্ড্রয়েড ড্রাইভার ডাউনলোড করে নিন, যদি আপনার ADB Driver থেকে থাকে তাহলে লাগবে না।

আপনার ফোনটি চালু অথবা বন্ধ যে অবস্থায় থাকুক পিসিতে কানেক্ট করুন। ADB DriverInstaller.exe চালু করুন।তারপর যদি ড্রাইভার ইন্সটল করা থাকে তো ভালো, আর না হলে এরকম দেখাবে...

 

 

এবার Install এ ক্লিক করুন। ওয়ার্নিং দেখাবে কন্টিনিউ করুন,

 

কিছু সময় অপেক্ষা করুন,

 

আপনার ফোন এর ড্রাইভার ইন্সটল সম্পন্য হলে ড্রাইভার ইন্সটলার টি বন্ধ করে ফোন পিসি থেকে ডিস্কানেক্ট করুন।

এখান থেকে এন্ড্রয়েড মাল্টিটুল ডাউনলোড করুন। ZIP Password = shagar

আপনার ফোন ফাস্টবুট মোডে অন করুন, এর জন্য ফোন বন্ধ অবস্থায় পাওয়ার এবং ভলিউম ডাউন (Power and Vol - ) কী এক সাথে চেপে ধরুন। কিছুক্ষন অপেক্ষা করলে দেখবেন আপনার ফোনে Fastboot Mode লেখাটি এসেছে।

এবার ফোনটি আবার পিসির সাথে কানেক্ট করুন। আপনার ডাউনলোড কৃত এন্ড্রয়েড মাল্টি টুল ডেস্কটপে এক্সট্রাক্ট করুন।

 

সেখান থেকে Android Multi Tools By SK Shagar.exe ওপেন করুন তাহলে এরকম দেখতে পাবেন।

 

কমান্ড স্ক্রীনে ১ প্রেস করে এন্টার দিন, যদি এরকম সিরিয়াল দেখায়, তবে আপনার ফোনটি কাজ করার উপযুক্ত।

 

এবার ৮ প্রেস করে এন্টার দিন, কিছু সময় অপেক্ষা করুন, Success Message দেখালে ফোন রিস্টার্ট দিন।

আপনার প্রব্লেম সলভড...... 😀

আর কোন সমস্যা হলে আমার ফেসবুক পেজে যোগাযোগ করবেন। ধন্যবাদ...

Level 0

আমি সাগর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 324 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Dreambolt custom Rom e Uc/Opera mini dia kono website thikvabe visit kora jai na. Er sln ki?
Ar otate ei Restart prb ta hosse. Custom Rom er khetre Multitool dia restart prb slv hobe?

    Level 0

    @Shadab: এটা রুটেড ফোনের জন্য বেশি কার্‍্যকর, আর আপনি Dreambolt কাষ্টম রম দিয়েছেন শুনে খুশি হলাম, কিন্তু ওটা তো রিস্টার্ট সমস্যা করেনা, আমি এখনো ইউস করছি।

Level 0

HELP! HELP! HELP!
HELP Chai Root xpert der kachay. plz ekto HELP KORBEN> R Amr Problm ta holo j Ami ekta Root software download korchi root korar jonno. software ta holo [ONECLICKROOT]. R Tai er product key ta need. so plz jodi karo kasey thakle plz ekto Help korben.

    Level 0

    @jamanj53: unlockroot ব্যবহার করুন।

Level 0

shagar vai kothay pabo? unlockroot ekto power jonno ekto help korben ki??

Level 0

Dreambolt chara Micromax A27/Symphony W15 er jonno onno kono Custom Rom nai?

    Level 0

    @Shadab: আছে কিন্তু জেলী বিন নাই, আর যেটা আছে তা আপনাদের পছন্দ হবে না।

Level 0

bhai amr sony xperia neo set ta sudu restart ney 10-15 sec on thake akn apnr dewa soft diye onek try korlam kin2 kn kajj e hocche na akn ki korle ai prlm theke uddhar hobo?
plz ans me

    Level 0

    @Rony: আপনার ফোনের ফাস্টবুট শর্টকাট হচ্ছে Menu and Power বাটন। এবার চেষ্টা করেন, অবশ্যই হবে।

Shagar Vhai. amar akta symphony xplore w15 ase seta te srsroot pc software dia root kore CWM Dia Wipe Chece kore update from sd card e gia Dreamboltxv2.zip chiniechi update o complete hoyche but on hoyna sympony uthe ase on o hoyna offf o hoy na,,,,, pleease help me?????

Level 0

Dreambolt Rom ta use korsi.Ami apnar process ta ei Rom er khetre apply koresi kintu kaj hosse na.Protibar shutdown er por 4/5 bar restart nisse.

    Level 0

    @Shadab: ফোন এর ইন্টারনাল মেমোরি খালি করেন

Level 0

Prai W15 er moto ekta mobile,KarbonA1 er jonno koekta custom Rom ase: xperia,Ultra V1. Ogulo mone hoi dekhe thakben. W15 e ki Rom gula cholbe?

    Level 0

    @Shadab: আমি ট্রাই করি নাই, তবে হতে পারে, একই রিব্র্যান্ড।
    আর নাহলে তো আগের গুলো আছেই 😆

ভাইয়া আমার একটা AOSON M85gG পিসি আছে আমি Android ar 4.12 Install করার পর টাছ কাজ করছে না ,এটা A10 processor 1 gb ram 8gb rom, ভাইয়া আমার অরজিনাল ওএস টা খুব দরকার একটু সাহায্য করবেন

Level 0

আমি 6মাস আগে Sony xperia zr সেট টি কিনি.সমস্যা হল আমি এখনও ফোনটি রুট করতে পারিনি.এবং রুট কিভাবে করতে হয় তা আমি জানি না.Klingon root try করেছি কিন্তু phone এর সাথে connect হয় না.আর 1টি কথা হলো ফোনটিকে কি bootloader unlock করে নিতে হবে রুট করার জন্য?

    Level 0

    @Robin: bootloader locked & unlocked দুই অবস্থাতেই রুট করা যায়। আপনার ফোনের মডেলটা আপনি ক্লিয়ার করেন নি। এই দুই মডেলের ভিতর আপনার কোনটা?
    Xperia ZR (M35h) {FW: 10.1.1.A.1.317}
    Xperia ZR (C5502/C5503) {FW: 10.1.1.A.1.317}
    ক্লিয়ার করেন, আর আপনার ফোন রুট হবে। বুটলোডার লক থাকলেও। ধন্যবাদ

Level 0

@sk shagar:আমার ফোনটি হচ্ছে xperia zr(model -c5502 and build number-10.4.B.0.569).ফোনটি 4.3 jelly been এ আপডেট দেওয়া আছে.

    Level 0

    @Robin: টেকটিউন্স এ চোখ রাখুন। আমি পোষ্ট দিয়ে দিব। ধন্যবাদ

Level 0

Thank you so much vaya:-) @sk shagar

Level New

আমার একটি এইচটিসি ডিজায়ার এইচডি ফোন অনেক চেষ্টা করেও রুট করতে সফল হতে পারিনি। কোন পরামর্শ দিতে পারবেন?

    @Iqbal Ahmed: আপনি কি কি টুলস ইউস করেছেন বললে আমি একটা সমাধান দিতে পারবো হয়তো…