আপনি Android ইউজার না? আসুন তাহলে, নিয়ে যান কাজের APK গুলো, সাথে কিছু বিবরণ [পর্ব-০৩] :: সাজিয়ে নিন আপনার Android কে মনের মত করে ।

******** আসসালামুয়ালিকুম ********
বিসমিল্লাহির রাহমানির রাহিম ।

সরাসরি পোস্টে । আন্ড্রয়েড এর Lunchar জগতে মনে হয় এটাই সেরা Lunchar. কারণ আমি নিজেও অনেক Lunchar Use করেছি, এটাকেই সেরা মনে হয়েছে । তবে এই Lunchar এর পুরনো Verson নিয়ে অনেক পোস্ট হয়েছে, অনেকবার দেখেছেন । কিন্তু আমি একটু বর্ণনা সহ উপস্থাপন করলাম । 😀

"Next Lunchar 3D" ! Upgrade Verson এর বাংলাদেশ দাম 700 টাকা । বিশ্বাস না হলে এই লিঙ্কে গিয়ে দেখুন> http://goo.gl/rp9yA

আমি Upgrade করা Paid Verson টাই দিব । তাও একেবারে সর্বশেষ Verson 3.03 যার সাথে অনেক ফিচার অ্যাড করা হয়েছে । কি কি অ্যাড করা হয়েছে, তার বিবরণ-

1.(New) Hide app supports unlock pattern (App-drawer->Menu->Hide apps->Unlock pattern)
2.(Improved) Smoother for operation performance
3.(Improved) Resolution adaptation for different devices
4 (Fixed) Some FC bugs.

আগে নিচের লিঙ্ক থেকে Download করে নিন :

Direct Download Link : (যে কোন সময় Link ড্যামেজ হতে পারে)
1 >>  http://goo.gl/79TnvG    অথবা  >> http://goo.gl/hKornK

প্রথমে APK টা Install করে নিন । তারপর Home Scrieen এ থাকা অ্যাডগুলো Delete দিয়ে দিন, কারণ যখন তখন এতে ট্যাঁপ পরে প্লে-স্টোরে নিয়ে গেলে মেজাজ বিঘড়ে যেতে পারে । আপনার Lunchar Ready !
১/ Menu তে ট্যাঁপ করুন, Menu'র উইন্ডো ওপেন হবে, এবার নিচের Scrieen Short টা Follow করুন :

খ/ Menu Hide/Unhide : এখান থেকে আপনি আপনার ফোনের যেকোন মেনু Hide অথবা Unhide করতে পারবেন । যারা ফোনে আলাদা "Apps Locker" Use করেন, তাদের জন্য এই ফিচারটা খুবই প্রয়োজনীয়... কারণ এখান থেকে Hide করে রাখলেই চলছে, আর কেও মেনুটাই খুঁজে পাচ্ছে না, so Lock করার প্রয়োজন নাই । আর Unlocked করতে Patten তো লাগছে ই 😀
ঙ/ Apps drawer Setting: এই ফিচারটার দুইটি কাজের অপশন সম্পর্কে আর বলতে হবেনা, নিচে দেখুন-

শেষ হল ওই পর্ব, এবার শুরু করেন নতুন কারিগরি । ধরুন এত সময় Just নেক্সট লাঞ্চার নিয়ে কথা বলেছি, এখন কথা বলব তার  3D Site নিয়ে । আপনার Smart Phone এর Home Scrieen এর খালি জায়গায় নিচ হতে উপরের দিকে একবার Swape করুন, দেখবেন নিচের ছবির মত একটা উইন্ডো ওপেন হবে-

ছবিতে লাভের ভিতরের পয়েন্ট এর বর্ণনা :
1. অ্যাড করুন নিজের পছন্দসই ট্যাব ।
2. Download অথবা Set করুন নিজের Widget গুলো ।
3. Wallpeper Download অথবা Set করুন নিজের পছন্দ অনুযায়ী ।
4. নিত্যনতুন Theme দিয়ে রাঙ্গিয়ে নিন Exclusive এই লাঞ্চার কে ।
5. এডিট করে নিন  ৬ page এর Home Scrieen কে পছন্দমত ।
6. মুহূর্তে ফোনের Setting চলে যান ।
7. Lunchar সম্পর্কে আপনার Feedback ।

এখানে একটা ট্যাব সম্পর্কে বলা হয়নি, সরাসরি তীর দিয়ে নিচে এর পরবর্তী Page এর Scrieen Short দেখানো হয়েছে । মানে Perferences ট্যাবে টেপ করুন, নতুন ওপেন হওয়া উইন্ডোর  "Switch to 3D scene mode (beta)" অপশন এ টেপ করুন, একটু লোড হবে, Than Enjoy Your new 3D mode !!! কি Excellent না...?

৩ ঘণ্টারও বেশী সময় লাগল পোস্টটা লিখতে এবং Scrieen Short গুলা সাজাতে, জানি না আগে সাজাতে পারেন নি কেও আমার মত করে আপনার Smart Phone টা সাজাতে পারলেন কি না, যদি সাজান তবেই আমার ৩ ঘণ্টার সাজানোটা সার্থক । আর একটা কথা, ভাল না লাগলে এড়িয়ে যাবেন... এমন কিছু  কমেন্টে বলবেন না, যেটা পড়ে "পোস্ট লিখাই ভুল ছিল" জাতীয় কিছু আমার ভাবতে হয় ।

এই পর্বের প্রথম দুই টিউনের লিঙ্ক :
১ >> http://www.techtunes.io/android/tune-id/270154
২ >> http://www.techtunes.io/android/tune-id/270356

ভাল থাকবেন, আল্লাহ্‌ হাফেয ।:D

Level 2

আমি অন্য মানুষ ফয়সাল। President, Bekar Somiti, Sylhet। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 357 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 7 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

একসময় নদীর জলের মতো আইটি স্যাকশন-কে ভালবাসতাম, স্রোতের মতো এ ধারা বহমান ছিলো...! আজ এ নদী শুকিয়ে মরু হয়ে গেছে, সব স্বপ্ন হয়ে গেছে মরুর মরীচিকা ! তবুও উন্মাদ নেশায় বুঁদ হতে এখনও টেকটিউন এ ডুব দেই, যদি অতীত তৃষ্ণা কিছু মিঠে... এই আশায় :D


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমি আগেই এটা ইউজ করেছি। খুব সুন্দর লাঞ্চার এটা। শেয়ার করার জন্য ধন্যবাদ।

    @কাজী কামরুজ্জামান: স্বাগতম ।

সুন্দর টিউন

    @BURN THE WORLD: কমেন্টের জন্য ধন্যবাদ ভাই 😀

Level 0

ভাই একটু সাহায্য করবেন। আমার মোবাইল symphony w 150, লাউড স্পিকার দিয়ে কথা বললে একটু পরে লাউড বন্ধ হয়ে যায় । hanging up একটা মেসেজ দেয়। ধন্যবাদ

    @rajmeherab: ভাই, টিক কি ধরনের বার্তা প্রদান করে, এটা বলেন নি ! তবে আপনি প্রাথমিক ভাবে ফোন Reset করে দেখতে পারেন । অথবা আপনার নিকটস্থ symphony কেয়ার এ নিয়ে যান যদি ওয়ারেন্টি থাকে !

ধন্যবাদ সুন্দর একটা জিনিস দেয়ার জন্য

    @Abdullah Al Mamun: আপনাকে স্বাগতম ! 😀

Level 0

আমি আগেই এটা ইউজ করেছি। খুব সুন্দর লাঞ্চার এটা।

    @raj rajib: আগে Use করেছেন, খুব ভাল 😀 এখন নতুন Verson টাও Use করে দেখতে পারেন… আগের চেয়ে অনেক উন্নত 😀

সালাম নিবেন, আমি আজ আমার Android Phone Walton Primo G2 নিয়ে একটা বিপদে পড়ে আপনার সাহায্য কামনা করছি। আমি আমার ফোন টি কেনার পরপরই Root করে ফেলি এবং আমার ইচ্ছেমত কাস্টমাইজ করে ব্যবহার করি । ১ বছর পেরিয়েছে কোন সমস্যা ছাড়ায় । গত কয়েকদিন থেকে বাংলা ফন্ট নিয়ে ঝামেলায় পরি এবং কাস্টম ফন্ট ইন্স্টলার দিয়ে সমস্যা সমাধানের চেষ্টা করতে গিয়ে বিপদে পড়ি। কাস্টম ফন্ট ইন্স্টলার দিয়ে ফন্ট হিসেবে সলেমানি লিপি সিলেক্ট করি, সব ঠিকঠাক চলছিলো কিন্তু Reboot হতে গিয়ে এইযে Boot Screen আসলো আর যায়না, শুধু Boot Animation চলতেই থাকে………… ১ ঘন্টা…………২ ঘণ্টা ……………৩ ঘণ্টা …… কতক্ষণ আর অপেক্ষা করা যায় বলেন… Force Start করলাম একই ঘটনা শুধু Boot Animation চলতেই থাকে। T T- তে অনেক খুঁজলাম কিছুই পেলাম না… পেলেও হয়ত বুঝতে পারিনি। যাহোক Recovery Mode – এ গিয়ে Factory Reset দিলাম। Reset হল …… Restart দিলাম … কিন্তু একই ঘটনা শুধু Boot Animation চলতেই থাকে। এবার বুঝলাম আপনার সাহায্য করার সময় এসেছে, আর আমার সময় হয়েছে আপনার সাহায্য কামনা করার। কি আর করা লিখতে বসলাম …। এখন আমি কি করতে পারি ? plz ভাই সাহায্য করেন আমায় plz…….একটু বিস্তারিত সাহায্য দরকার আমি Android এর একজন আনাড়ি user…..