আপনি Android ইউজার না? আসুন তাহলে, নিয়ে যান কাজের APK গুলো, সাথে কিছু বিবরণ [পর্ব-০২] :: আইফোনের Easy_Touch দিয়ে রক্ষা করুন Home বাটনের উপর অত্যাচার :P

🙂  •••• বিসমিল্লাহির রাহমানির রাহিম •••• 🙂

আসসালামুয়ালাইকুম... কথা না বাড়িয়ে সরাসরি আজকের Apps "Easy_Touch" এর দিকে যাচ্ছি...!

উবুন্টু স্মার্টফোনে Home বাটন থাকবে না, বেশ ভাল ! কারণ অনেকেরই কিছু দিন পরে  Home বাটনে Problem আসে, পরে Searvicng Center এ গিয়ে অনেক টাকা গুনতে হয় । নিশ্চিত ভাবে এই অ্যাপসটা আপনার Home বাটনের উপর চাপ কমাবে ৯০%  ।  i-Phone এর ডিবাইসগুলোতে  "Easy Touch" এর প্রথম ব্যবহার । এখন আপনি চাইলে আপনার Android Smart Phone এ ও এটা Use করতে পারবেন । নিচের লিঙ্ক থেকে APK টা নামিয়ে নিন, আর রক্ষা করুন Home বাটন এর উপর অত্যাচার ! 😀

ডাউনলোড লিঙ্ক : http://www.ansupload.com/2Vg/et.rar   [Size: 1.3 MB, Password: foysal]

অ্যাপসটা Install দেয়ার পর Screein এ চারকোণার বিতর একটা বৃত্ত দেখা যাবে, যেটায় টেপ করলেই নতুন একটা উইন্ডো চলে আসবে । সেখান থেকে Home এ টেপ করলেই আপনি Home Scrieen এ চলে আসবেন । এই উইন্ডোর উপর আঙ্গুল দিয়ে Swape করলে Next Window আসবে । সেখান থেকে One Tap RAM ক্লিনিং  ছাড়াও Easy Touch মেনুর ভিতর গিয়ে উইন্ডোর এখানে পছন্দসই অপশন অ্যাড করতে পারবেন । আর রুট User হলে সরাসরি মেনুতে আসার অপশন ও সয়ংকিয় হবে ।

আমি জানি সবাই হয়ত অ্যাপসটা  Use করেন, বা আপনার কাছে অনেক পুরাতন... নতুন একজন ও যদি পোস্টটা পড়ে উপকৃত হয়, তবেই সার্থক ! আজকের মত টা টা... আল বিদা । 

Level 2

আমি অন্য মানুষ ফয়সাল। President, Bekar Somiti, Sylhet। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 357 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 7 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

একসময় নদীর জলের মতো আইটি স্যাকশন-কে ভালবাসতাম, স্রোতের মতো এ ধারা বহমান ছিলো...! আজ এ নদী শুকিয়ে মরু হয়ে গেছে, সব স্বপ্ন হয়ে গেছে মরুর মরীচিকা ! তবুও উন্মাদ নেশায় বুঁদ হতে এখনও টেকটিউন এ ডুব দেই, যদি অতীত তৃষ্ণা কিছু মিঠে... এই আশায় :D


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ki sob altu faltu jaygay upload den mia download kora jay na :s