আপনি Android ইউজার না? আসুন তাহলে, নিয়ে যান কাজের APK গুলো, সাথে কিছু বিবরণ [পর্ব-০১] :: আজ কথা হবে বাংলা কী-বোর্ড নিয়ে ।

◄•• ***** বিসমিল্লাহির রাহমানির রাহিম *****•••►
আসসালামুয়ালাইকুম...

বর্তমানে Smart Phone এর জগতে Android এর প্রতাপটা বলতে হবে না, কিন্তু Smart Phone এর Smartness টা তখনই সবচেয়ে ভাল প্রকাশ পায়, যখন এটা ফাটাফাটি সব Apps দিয়ে সাজানো হয় । চেষ্টা করব আমার Collection এ থাকা সব ভাল ভাল Application এর APK ফাইল গুলো Share করতে এবং তা সম্পর্কে সংকেপে কিছু বলতে ।

প্রথম দিন বাংলা কীবোর্ড নিয়ে । অতি পরিচিত Apps "Ridmik Kye-Board" ! সবার কাছেই আছে, হয়ত Use ও করছেন । কিন্তু এটা কনফিগার করতে অনেকে হিমশিম খান, তাদের জন্য RAR ফাইল এর সাথে Scrieen Short দেয়া আছে ।

(আমার মনে হয় পোস্টে Direct ছবি দিলে Loading এ সময় লাগে,  তাই SrieenShort গুলো RAR ফাইলে দেয়া আছে)

প্রথমে APK ফাইলটা Install করে নিন, তারপর Setting>Language and input> এখানে "Kyeboard and input methods" থেকে Defult হিসাবে "Ridmik Kye-Board" টা Select করুন । ব্যাস... কাজ খতম । এবার লিখতে গিয়ে দেখুন আপনার কীবোর্ড এর Space Bar এ "English" লিখা আছে, আর তার ডান এবং বা দিকে Arrow Icon আছে, আপনি এই Space Bar এ আঙ্গুল দিয়ে Swape করলে ই প্রথম এ "বাংলা কীবোর্ড" আসবে, যেটা দিয়ে আপনি বাংলিশ Style এ লিখতে পারবেন । Than আরও একবার Swape করলে "UniBijoy" কীবোর্ড আসবে... যেটা দিয়ে আপনি বিজয় কীবোর্ড Style এ লিখতে পারবেন ।

এছাড়া ও  Setting>Language and input>Ridmik Kye-Board এর সেটিং এর ভিতর প্রবেশ করে এর Theams Change করা সহ, অন্যান্য Setting পরিবর্তন করতে পারবেন । যেমন নতুন ওয়ার্ড সেভ, ওয়ার্ড সাজেস্ট, স্বয়ংক্রিয় ওয়ার্ড ফিলআপ, কীবোর্ড এ প্রেস কালিন ভাইব্রেট+সাউন্ড ইত্যাদি ।

ডাউনলোড লিঙ্ক : http://www.ansupload.com/2V6/Ridmik.rar   [Size: 2.21 MB, Password:  Foysal]

আশা করি নিজেই এগুলো পারবেন, ভাল থাকবেন । আগামী পোস্টে আরও একটা APK নিয়ে হাজির হব । আল্লাহ্‌ হাফেজ...

Level 2

আমি অন্য মানুষ ফয়সাল। President, Bekar Somiti, Sylhet। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 357 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 7 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

একসময় নদীর জলের মতো আইটি স্যাকশন-কে ভালবাসতাম, স্রোতের মতো এ ধারা বহমান ছিলো...! আজ এ নদী শুকিয়ে মরু হয়ে গেছে, সব স্বপ্ন হয়ে গেছে মরুর মরীচিকা ! তবুও উন্মাদ নেশায় বুঁদ হতে এখনও টেকটিউন এ ডুব দেই, যদি অতীত তৃষ্ণা কিছু মিঠে... এই আশায় :D


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনি Android ইউজার না।
হ্যা ভাই আমি অ্যান্ড্রয়েড ইউজার না উইনডোজ ফোন ইউজ করি । আমি এপিকে দিয়ে কি করব ।
টিউন এর হেডলাইন চেঞ্জ করেন ।

    @এসিড (সম্রাট দেওয়ান।): অনেক দিন পরে কারো সাথে দেখা হলে “তুমি অমুক না?” লিখা হয়… এক্ষেত্রে আমার শিরোনাম দেয়াটা টিক আছে…

    আপনি সরাসরি না পড়ে, একটু কাব্যিক ভাবে পড়ুন… হয়ে যাবে 😛

Level 0

@এসিড (সম্রাট দেওয়ান।): ভাই পোস্টের শিরোনাম চেন্জ নয় অাপনার স্কুেল যাওয়া প্রয়োজন। কারন লেখক “আপনি Android ইউজার না?” লেখার পরে প্রশ্নবোধক চিহ্ন ইউজ করেছেন। পোস্টে ঢুকার আগে সেটা আপনার দেখা উচিত ছিল। আর শিরোনামে “apk” কথাটাও উল্লেখ ছিল যেটা দেখে আপনার বুঝে নেয়া উচিত ছিল akp ফাইল খেলনা মোবাইলে চলেনা। নেক্সট টাইম পোস্টে ঢুকার আগে পড়ে নিবেন ভালো করে।

    @Ratul007: ধন্যবাদ ভাই… 😀

    এরকম কমেন্ট এর জন্য পোস্ট দিতেই ভয় লাগে… 😛 আগ্রহ থাকে না 😀

Level 0

শিরোনাম দেখে ধারনা করেছিলাম “বিশাল ভান্ডার” নিয়ে টিউন ! ভাইরে এপস এর নামটি শিরোনামে দিলে কারো অযথা সময় ও নেট খরচ হতো না। টিউনের জন্যে ধন্যবাদ। আশা করি আগামীতে ভাল টিউন উপহার দিবেন, এবং কোন সিঙ্গল এপস হলে শিরোনামে এপস এর নাম দিবেন।

    @Aslam: ভাই, আমি শিরোনামে বলেছি “আজ কথা হবে বাংলা কী-বোর্ড নিয়ে” ! এক্ষেত্রে আমি বাংলা কিবোর্ড নিয়ে কথা বলেছি… আর নিয়ে যান কাজের APK গুলো বলতে ধারাবাহিকথার একটা ইঙ্গিত দিলাম ।

    আপনার জানা মতে আর কয়টা বাংলা কীবোর্ড আছে যে বাংলা কীবোর্ড নিয়ে আমি মেগা পোস্ট করব…?

    সময়ের ব্যাপারটা মানলাম, তবে এত সল্প নেট “খরচ” নিয়ে টিটিতে আসার Need কি ?

ভাই আমি তো ডাউনলোড করতে পারছি না। copy.com or dropbox এ upload করে দেন প্লিজ।

    @হিমালয়: আমি লিঙ্ক Chack করলাম, সবই টিক আছে ! But আপনি কেন Download করতে পারলেন না, টিক বুঝলাম না ! :O

    আন্সআপলোড Server Free থাকে, তাই এটাতে দিয়েছিলাম ।

    আপনার জন্য Direct Download লিঙ্ক : dc662.4shared.com/download/4pm5l3cZ/Ridmik_Keyboard__Bangla_.apk?tsid=20140123-062643-74401207&dsid=40q212.11d8e79979d785b2ff8e9bead96626bc

    অথবা এই লিঙ্ক থেকে নামিয়ে নিন : http://koolwap.in/games_app/dld.php?url=/mobile/4pm5l3cZ/Ridmik_Keyboard__Bangla_.htm&ext=apk