◄•• ***** বিসমিল্লাহির রাহমানির রাহিম *****•••►
আসসালামুয়ালাইকুম...
বর্তমানে Smart Phone এর জগতে Android এর প্রতাপটা বলতে হবে না, কিন্তু Smart Phone এর Smartness টা তখনই সবচেয়ে ভাল প্রকাশ পায়, যখন এটা ফাটাফাটি সব Apps দিয়ে সাজানো হয় । চেষ্টা করব আমার Collection এ থাকা সব ভাল ভাল Application এর APK ফাইল গুলো Share করতে এবং তা সম্পর্কে সংকেপে কিছু বলতে ।
প্রথম দিন বাংলা কীবোর্ড নিয়ে । অতি পরিচিত Apps "Ridmik Kye-Board" ! সবার কাছেই আছে, হয়ত Use ও করছেন । কিন্তু এটা কনফিগার করতে অনেকে হিমশিম খান, তাদের জন্য RAR ফাইল এর সাথে Scrieen Short দেয়া আছে ।
(আমার মনে হয় পোস্টে Direct ছবি দিলে Loading এ সময় লাগে, তাই SrieenShort গুলো RAR ফাইলে দেয়া আছে)
প্রথমে APK ফাইলটা Install করে নিন, তারপর Setting>Language and input> এখানে "Kyeboard and input methods" থেকে Defult হিসাবে "Ridmik Kye-Board" টা Select করুন । ব্যাস... কাজ খতম । এবার লিখতে গিয়ে দেখুন আপনার কীবোর্ড এর Space Bar এ "English" লিখা আছে, আর তার ডান এবং বা দিকে Arrow Icon আছে, আপনি এই Space Bar এ আঙ্গুল দিয়ে Swape করলে ই প্রথম এ "বাংলা কীবোর্ড" আসবে, যেটা দিয়ে আপনি বাংলিশ Style এ লিখতে পারবেন । Than আরও একবার Swape করলে "UniBijoy" কীবোর্ড আসবে... যেটা দিয়ে আপনি বিজয় কীবোর্ড Style এ লিখতে পারবেন ।
এছাড়া ও Setting>Language and input>Ridmik Kye-Board এর সেটিং এর ভিতর প্রবেশ করে এর Theams Change করা সহ, অন্যান্য Setting পরিবর্তন করতে পারবেন । যেমন নতুন ওয়ার্ড সেভ, ওয়ার্ড সাজেস্ট, স্বয়ংক্রিয় ওয়ার্ড ফিলআপ, কীবোর্ড এ প্রেস কালিন ভাইব্রেট+সাউন্ড ইত্যাদি ।
ডাউনলোড লিঙ্ক : http://www.ansupload.com/2V6/Ridmik.rar [Size: 2.21 MB, Password: Foysal]
আশা করি নিজেই এগুলো পারবেন, ভাল থাকবেন । আগামী পোস্টে আরও একটা APK নিয়ে হাজির হব । আল্লাহ্ হাফেজ...
আমি অন্য মানুষ ফয়সাল। President, Bekar Somiti, Sylhet। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 357 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 7 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
একসময় নদীর জলের মতো আইটি স্যাকশন-কে ভালবাসতাম, স্রোতের মতো এ ধারা বহমান ছিলো...! আজ এ নদী শুকিয়ে মরু হয়ে গেছে, সব স্বপ্ন হয়ে গেছে মরুর মরীচিকা ! তবুও উন্মাদ নেশায় বুঁদ হতে এখনও টেকটিউন এ ডুব দেই, যদি অতীত তৃষ্ণা কিছু মিঠে... এই আশায় :D
আপনি Android ইউজার না।
হ্যা ভাই আমি অ্যান্ড্রয়েড ইউজার না উইনডোজ ফোন ইউজ করি । আমি এপিকে দিয়ে কি করব ।
টিউন এর হেডলাইন চেঞ্জ করেন ।