বাংলাদেশের সবচেয়ে কম দামের সেরা পাঁচটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন (৩)

আসসালামু আলাইকুম
যেহেতু নতুন নতুন মোবাইল বের হচ্ছে, এবং মোবাইলের চাহিদাও বাড়ছে তাই আবারও বিষয় অ্যান্ড্রয়েডের সবচেয়ে কম দামের মোবাইলফোন নিয়ে, এটা এই সিরিজের ৩য় টিউন।

আমি দাম ও স্পেসিফিকেশন হার্ডওয়্যার ও অন্যান্য সুবিধা বিবেচনা করে সেরা পাঁচটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন নিয়ে আলোচনা করব, সর্বোচ্চ ১২হাজারের মধ্যে। কারন আমাদের মধ্যে বেসিরভাগ মধ্যবিত্ত পরিবারের রয়েছে, আর যাদের বাজেট বেশি তাদের জন্য পরে টিউন করব।

WALTON PRIMO D3

দাম : 4790 টাকা

আরও তথ্যের জন্যঃ 

http://www.waltonbd.com/index.php?route=product/product&path=24_85&product_id=740

ভাল দিকঃ  কমদামের মধ্যে ৩জি ফোন।

খারাপ দিকঃ রেম মাত্র ২৫৬এমবি, ইন্টারনাল মেমরি মাত্র ৫১২এমবি।

WALTON PRIMO E2

দাম:  5990টাকা

আরও তথ্যের জন্যঃ 

http://www.waltonbd.com/index.php?route=product/product&path=24_85&product_id=747

ভাল দিকঃ  দাম মাত্র ছয় হাজার টাকা, এবং ৪" ডিসপ্লে, ৩জি, ৫১২রেম, পারফেক্ট মোবাইল এই দামের মধ্যে।

খারাপ দিকঃ  আমি মনে করি এই দাম হিসেবে সেরা মোবাইল।

SYMPHONY XPLORER W72

দামঃ 7990টাকা

আরও তথ্যের জন্যঃ

 

http://symphony-mobile.com/index.php?route=product/product&path=63&product_id=207

ভাল দিকঃ  ৪.৫" আইপিএস ডিসপ্লে, সাথে দারুন ডিজাইন।

খারাপ দিকঃ  ব্যাটারি আরেকটু বেশি হলে ভাল হত। বাকি সব পারফেক্ট।

WALTON PRIMO G4

দামঃ ৮৯৯০টাকা

আরও তথ্যের জন্যঃ

http://www.waltonbd.com/index.php?route=product/product&path=24_85&product_id=730

ভাল দিকঃ নয় হাজারের মধ্যে ৫" ফোন, যারা বড় মোবাইল পছন্দ করেন তাদের জন্য। দেখতে স্টাইলিশ।

খারাপ দিকঃ ডিসপ্লে রেজুলেশন আরেকটূ বেশি হলে ভাল হত। ওজন একটু বেশি প্রায় ১৮৪গ্রাম।

SYMPHONY XPLORER W125

দামঃ ১২১৯০ টাকা

আরও আরও তথ্যের জন্যঃ

http://symphony-mobile.com/index.php?route=product/product&path=63&product_id=148

ভাল দিকঃ ১২হাজারের মধ্যে ১জিবি রেম, সাথে কোআড কোর প্রসেসর। দারুন পারফমেন্স।

খারাপ দিকঃ ইন্টারনাল মেমরি মাত্র ৪জিবি।

 

 

 

https://www.facebook.com/easines (my profile)

https://www.facebook.com/onlytrue.es (like this page)

https://www.facebook.com/groups/Unemployeds.shop (fun group)

Level 0

আমি Muhammad Easin Islam। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 82 টি টিউন ও 113 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

পোষ্টটি ইডিট করা যাচ্ছে না, যার কারনে এরকম দেখাচ্ছে, দুঃখিত।

তাও ভালো হ য়েছে । ধন্যবাদ চালিয়েযান।

টিউনার ভাই অনেক ভাল সেটের ইনফো দিছেন কিন্তু Symphony W68 টা এড়িয়ে গেলেন কেন? এটা মনে হয় Symphony কোম্পানীর ইতিহাসে সর্বাদিক বিক্রীত সেট। এখন পর্যন্ত বাজারে টপ মোস্ট ওয়ান্টেডের খাতায় নাম আছে। টিউন করার জন্য ধন্যবাদ। ভাল থাকবেন।

আমার পছন্দ নকিয়া তবুও ভাল হয়েছে।

Level 0

যারা পারফরমেন্স ভালোবাসেন, w125 কে তারা অবশ্যই ভালোবাসবেন… 🙂 ।
আর অদারের উদ্যেশ্যে: মারাত্নক পোস্ট, সুন্দর হয়েছে… 😀