PC নিয়ন্ত্রণ করুন Android ফোন দিয়ে(Display+Control)!

কেমন হয় যদি টেবিলে থাকা কম্পিউটারটি লেপের মধ্যে থেকে Android ফোন দ্বারা পরিচালিত (Display+Control) করা যায়! নিশ্চই শীতের রাতে একটু উষ্ণ অনুভব হবে। আর এ কাজটি আমরা করতে পারি  Virtual Network Computing (VNC) দ্বারা। চলুন শুরু করা যাক –

Computer:

  • আপনার Wi-Fi সম্বলিত PC এর জন্য এখান থেকে VNC Server (RealVNC) এবং এখান থেকে Activation key  ডাউনলোড করে নিন।
  • ইন্সটল শেষে key দিয়ে অ্যাকটিভ করে নিন।
  • আপনার মোবাইল কে PC এর সাথ Wi-Fi দ্বারা কানেক্ট করুন (মোবাইলে পোর্টেবল হটস্পট তৈরি করে অথবা PCতে হটস্পট তৈরি করে)।
  • সব ঠিক থাকলে নিচের ছবির মত দেখাবে এবং Connectivityতে কিছু  IP address পাবেন।

    VNC Server

Mobile:

  • VNC Viewer download করে আপনার Android Mobile এ Install করে নিন।
    Download VNC Viewer

    Download VNC Viewer
  • VNC Viewer  ওপেন করে PC এর VNC Server এর IP address এবং পছন্দমত নাম দিন।

    VNC Viewer

Note: VNC Server এর Connectivityতে একাধিক IP address থাকতে পারে তাই Connect না হলে অন্য IP address গুলো ব্যবহার করুন।

  • এবার Connect করুন।

    VNC Viewer
  • এবার আপনার PC এর UserName এবং Password দিয়ে OK করুন। এবং

    VNC Viewer
  • উপভোগ করুন-

    VNC Viewer

ধন্যবাদ সকলকে। কোনো সমস্যা হলে অবশ্যই জানাবেন।

Level 2

আমি আবু সালেহ শেখ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 26 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ভাই আমি তো কম্বলের নিচে থাকি, এখন কি লেপ কিনতে হবে? 😀 😛
মজার জিনিষ, ধন্যবাদ শেয়ার করার জন্য 🙂

    @Sohag: ধন্যবাদ মজার মন্তব্যের জন্য । যেখানে খুশি সেখানে থাকেন:D 😛 তবে Wi-Fi রেন্জের মধ্যে থাইকেন।

Level 0

কানেক্টিং হতেই থাকে হতেই থাকে কিন্তু কানেক্ট আর হয়না। কি করা যায় বলুন তো।

    @Shoed: @Shoed: Connectivity তে IP address দুই টা থাকতে পারে ।পরেরটা ট্রাই করুন।

Level 0

vai, mobile a vnc viewar parcina plz help.

Level 0

ধন্যবাদ ভাই কাজ হইছে তবে একটু পরিবর্তন করে। আইপি এ্যাড্রেসটা ডিটেইলস এ দ্বিতীয়টি যা কানেক্টিফাই এর।

    @Shoed: Internet connection অন থাকলে দুইটা IP address দেখায় আর অফ থাকলে শুধু কানেক্টিফাই এরটা দেখাত।

kaj hoycaaa vaii….. jotil 🙂

ধন্যবাদ টিউনটি শেয়ার করার জন্য @ কাজে লাগবে।

vai ei kaj blutooth diye koror soft ace?

    @শুভ্র আকাশ: জাভা মোবাইল দিয়ে ব্লুটুথের মাধ্যমে অনেক আগে করছিলাম। কিন্তু সফটের নাম মনে নাই।

মোবাইলকে পোর্টেবল হটস্পট করেও এই পদ্ধতিতে পিসিকে নিয়ন্ত্রন করা যায়।

খুবই ভাল একটা টিউন। আমি ডেস্কটপ পিসি ব্যবহার করি। আমার একটা Aztech Wireless-N USB 2.0 Adaptor/ Aztech WL552USB আছে। এটা কি ওয়ারলেস ইউসবি কার্ড? এটা দিয়া কি আমার এন্ড্রয়েড মোবাইলের সাথে কানেক্ট করা যাবে? টিউন অনুযায়ী সুন্দরভাবে ট্রাই করলাম কিন্তু কানেক্ট হয় না। মোবাইলে লেখা আসে The computer’s domain name could not be resolved.

    @Emrul islam: পোস্ট আপডেট করা হয়েছে। আপনার পিসির ইউজার নেম এবং পাসওয়ার্ড সঠিক ভাবে দিয়ে ট্রাই করুন।

Portable Wi-Fi hotspot অন করলে পিসিতে আমার মোবাইল কানেক্ট হয়।

Level New

amar pc te wifi nai , bluetooth dia kaj korbe na ? 🙁

ডাউনলোড শেষ। এহনই ট্রাই করতেছি…..
দেখি কি হয়….

ভাই username & password কোথায় পাব? এখানে কি পিসির user account এর কথা বলা হয়েছে?

    @মিরাজ খন্দকার:হ্যা, এখানে আপনার পিসির user account এর কথাই বলা হয়েছে।

Level 2

Desktop এর জন্য হবে? Bluetooth

Level 0

onek onek thanks kaj hoise priyo tune e rakhlam !