প্রথমত বলে নেই সবার রুচি একই না। তাই সবার ভাল নাও লাগতে পারে। আপনি যদি আগেই জেনে থাকেন, তাহলে প্লিজ নিরুৎসাহিত করার মত কমেন্ট করবেন না।
আমারা যারা jelly bean version এর Android Smart ফোন ইউজ করি তাদের মাঝে প্রায় ৯৫% (কম বেশী হতে পারে) ইউজার এই গোপন জিনিসটি লক্ষ্য করি নি।
আমরা সবাই মোবাইলের Setting থেকে About Phone এ গিয়াছি।
এখানে এসে যদি
1.System updates
2.Status
3.Legal information
এই ৩টা অপসন এ ক্লিক করা হয় তাহলে আরও ভিতরে প্রবেশ করতে পারবেন।
কিন্তু এর নিচের বাকি ৬টি অপসন
1.Model number
2.Android version
3.Baseband version
4.kernel version
5.Build number
6.Custom build version
এ ১বার অথবা ২বার ক্লিক করলে কিছুই হবে না।
এখন আপনি যদি "Android version" এ খুব দ্রুত ২-৫ বার ক্লিক করেন তাহলে আপনি jelly bean এর icon সহ version দেখতে পারবেন।
এখন আপনি যদি icon এ খুব দ্রুত ২-৫ বার ক্লিক করেন তাহলে আপনি সেই মজাদার জিনিস টি দেখতে পারবেন
যদি জেলি বিন এর আইকন এসে আর কিছু না আসে তাহলে ব্যাক দিয়ে পুনরায় শুরু করুন। ১০০% কাজ হবে ইনশাআল্লাহ
জেলি বিন এর আইকন গুলো কে নারাচারা করতে পারবেন, এক স্থান থেকে অন্য স্থান এ নিতে পারবেন।
Snapshot নিয়ে ওয়ালপেপার হিসেবে ইউজ করতে পারবেন।
ভাল লাগলে প্লিজ কমেন্ট করে জানাবেন।
সবাইকে সালাম ও শুভেচ্ছা।
ধন্যবাদ।
my technology blog site
http://OpenITblog.net
আমি ফুর্তি মামা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 43 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আগে ছাত্র জীবন শেষ করি তারপর স্বপ্ন দেখা শুরু করব
Good job :p