যত্নে রাখুন আপনার প্রিয় এন্ড্রয়েড ডিভাইসটি-[পর্ব-১] :: টাচ প্যানেল

সবখানেই বর্তমানে এন্ড্রয়েড এর জয়জয়কার । বর্তমানে এন্ড্রয়েড এর অগনিত ব্যবহারকারী আর এর সংখা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তাই সবাইকে  শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এন্ড্রয়েডের যত্ন বিষয়ক  আমাদের ধারাবাহিক টিউন । এন্ড্রয়েড এর  মুল আকর্শন এর বড় বড় টাচ প্যনেলসমূহ। যা আমাদের দিচ্ছে ফোন ব্যবহারের নতুন অভিজ্ঞতা। আর আমাদের ডিভাইসগুলোতে যে সমস্যাগুলো সবচেয়ে বেশি আমাদের যন্ত্রনা দেয় তার মধ্যে অন্যতম হলো টাচ প্যানেল নষ্ট হওয়া । টাচ প্যানেল নষ্ট হওয়া মানেই হল আপনার ডিভাইসটি অকেজ হয়ে যাওয়া বা কোন কাজ করতে না পারা। অনেক ক্ষেত্রে টাচ প্যানেল পাওয়া যায় না, পাওয়া গেলেও অনেক খরচ পরে যায়। তাই না জেনে অসাবধানতা বশত টাচ প্যানেলটি যাতে নষ্ট না হয় তাই এই পর্বে থাকছে এন্ড্রয়েড ডিভাইসগুলোর টাচ প্যানেল এর যত্ন বিষয়ক কিছু কথা।

মোবাইলের টাচ্ পেনেল নষ্ট হওয়ার কারণগুলো দেখি ৷

১ ৷ টাচের উপর পানি পড়ে:

যখন কোন কারন বশত টাচের উপর পানি পরে ইয়াৱ পিছ ও মাইক্ৰোফোন হোল ও টাচেৱ চতুর্পাশেৱ জয়েন্ট গেপ দিয়ে সহজেই টাচ্ লেয়াৱে পানি জমে ধিরে ধিরে মরিচা ধরে, যা খোলা চোখে উপরিভাগ দেখে বোঝা দুঃসাধ্যের৷ আৱ যেহেতু তাৎক্ষনাত টাচ্ অপারেটিং প্ৰবলেম করে না বিধায় বুঝাই যায় না, নষ্ট হওয়ার কারণ ৷

২ ৷ অতিরিক্ত চাপ প্ৰয়োগে :

চাপ বলতে টাচেৱ উপরিভাগে শক্ত জিনিস দ্বারা অথা'ৎ বল প্ৰয়োগে চাপ খেলে কানেক্টিভিটি ফল্ট করে যার দরুণ টাচ উল্টা পাল্টা কাজ কৱে, প্ৰায় জায়গাতে কাজ করয়ে কিছু জায়গাতে কাজ করে না ৷ যেমন কোন কারন বশত পকেটে থাকা অবস্থায় চাপ লাগতে পারে।

৩ ৷ অতিরিক্ত তাপমাত্ৰায় :

অগুনেৱ সংস্পশ্বে ও ডিভাইস যদি অধিক গরম হয়ে গেলে টাচ্ নষ্ট হয় ৷

৪ ৷ আঘাতেৱ জন্যঃ

পরে যেয়ে অথবা কোন শক্ত জিনিসে আঘাত লেগে টাচ্ কাজ করা বন্ধ হয়ে যেতে পারে ৷

৫ ৷ ডিপ কাঁটা দাগঃ

টাচ্ পেনেলেৱ উপর সুচ, কলম ও ধারালো ছুরিকাঘাতে গভীর ভাবে দাগ পরলে টাচ্ পেনেল কাজ নাও কৱতে পারে ৷

৬ ৷ সর্বপরি টাচ্ পেনেল ভেঙ্গে গেলে ঃ

টাচ্ পেনেল ভেঙ্গে গেলে  কাজ কৱবে না, যদি কৱে তা আকশ্মিক ব্যপাৱ ৷

এছাড়াও অন্য অনেক কারনেও টাচ নষ্ট হতে পারে তবে মূল কারনগুলো এগুলোই। এখন আমাদের অবশ্যই উপরোক্ত বিষয় সমুহ মাথায় রাখতে হবে। আপনার মোবাইলের মুল্যবান টাচ প্যনেলটি অসাবধানতা বশত নষ্ট হয়ে যাওয়া থেকে রক্ষার্থে বিষয়গুলো দিকে নজর রাখাই অনেকটা যথেষ্ঠ বলা যায়। আশা করি আমরা বিষয় গুলো মাথায় রাখবো আর নিশ্চিন্তে আমাদের প্রিয় এন্ড্রয়েড ডিভাইসগুলো ব্যবহার করবো।

ফেইসবুকে আমি-এখানে ক্লিক করুন

আমাদের ফেইসবুক ফ্যানপেইজ এ লাইক দিতে ভুলবেন না আশা রাখি।

এমন আরো টিপস আর পরামর্শমূলক আলোচনার জন্য যোগদিতে পারেন এই গ্রুপে

ধন্যবাদ

রেজা

সার্বিক তত্তাবধান ও সহযোগিতায়- ইকবাল

//

Level 0

আমি Oshanto Reza। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 19 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ শেয়ার করার জন্য।

apnakeo onek dhonnobad. 🙂 @ Mehedi vai

Level 0

bhai, carry on;;;;;;;;;;;;;;;;;;

Level 0

waiting for next tunes

Level 0

ভাল লাগল ভাই

অনেক সুন্দর হয়েছে @ চালিয়ে যান।

অশেষ ধন্যবাদ, @Mana. Sunny, হোসাইন আহম্মদ ভাই।