সবাইকে সালাম জানিয়ে শুরু করছি আজকের টিউন। আশা করি ভালো আছেন। গত কিছু দিন আগে টিটি তে https://www.techtunes.io/android-apps/tune-id/264157টিউনটি দেখি। সত্যিই এন্ড্রয়েড এ নেট খরছ অনেক আনলিমিটেড বা ফ্রী নেট ছাড়া শান্তি নাই। আগে সিম্বিয়ান এ ১ জিবি নিয়ে মুটামুটি ডাউনলোড ও হত আর ব্রাউজ তো ছিলই। কিন্তু এন্ড্রয়েড এ ১ জিবি ছালু করে ডাটা কানেকশন অন করে ১০ দিন ফেলে রাখুন বিনা কষ্টেই শেষ হয়ে যাবে। যাই হোক আজাইরা পেচাল অনেক মারলাম এবার শুরু করি মূল পর্ব
saimonh3 ভাইয়ের টিউনটি ছিল রুট উজারদের জন্যে। কিন্তু অনেকেই বিভিন্ন কারনে রুট করতে চায় না। তাই আজ সন্ধ্যায় একটু খোজা খুজি করলাম। এর পরেই পেয়ে গেলাম। এখন নিচ হতে যে কোন একটি এপ্স ডাউনলোড করে নিন এবার কাজ শুরু করুন। যে সকল এপ্স এম বি কাটে সেগুলোকে মার্ক করে অফ করে দিন
-https://play.google.com/store/apps/details?id=com.netspark.firewall
- https://play.google.com/store/apps/details?id=app.greyshirts.firewall
ভালো লাগুক আর খারাপ লাগুক কমেন্ট করে জানাবেন। আমি জানি না এমন টিউন আগে হয়েছে কিনা। হলে এবং কোন ভুল হলে ক্ষমা চেয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ
আমি ওসামা আদনান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 55 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
নামঃ মোঃ ওসামা আদনান পেশাঃ ছত্র স্থায়ী ঠিকানাঃ ফেনী বাংলাদেশ অস্থায়ী ঠিকানাঃ ঢাকা বাংলাদেশ
অনেক ধন্যবাদ আপনাকে আমার এই রকম একটি সফট অনেক দরকার ছিল। অনেক ধন্যবাদ।