আপনার অ্যান্ড্রয়েড ফোন টি কি লক হয়ে গেছে ?

আসসালামু আলাইকুম । কেমন আছেন সবাই ? আশা করি সকলেই ভাল আছেন । আজ যে বিষয় টি আপনাদের সাথে শেয়ার করবো সেটি খুবি সাধারণ একটি বিষয়  এবং অনেকেই বিষয় টি যেনে থাকবেন । তাই আজকের এ বিষয় টি যারা জানেন না তাদের এই পোস্ট টি অনেক উপকারে আসবে বলে মনে করছি । পোস্ট টি পড়ে যদি আপনি আপনার কোন সমস্যা সমাধান করতে পারেন তবেই আমার আজকের এই পোস্ট টি সার্থক ।

আজাকাল বেশির ভাগ মানুষ ই দেখা যাচ্ছে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করছে, তাই আজকের এই পোস্ট টির লক্ষ্য হচ্ছে একটি ছোট সমস্যার সমাধান করা । আমরা যারা এই অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে থাকি তারা দেখে থাকবেন যে এই ফোনে স্ক্রীন লক করে রাখার জন্য একটি সিস্টেম আছে আর সেটি হচ্ছে প্যাটার্ন লক । এই লক টি ব্যবহার করা খুবি নিরাপদ এবং সহজ তর হওয়ায় প্রায় বেশির ভাগ মানুষ ই  এই প্যাটার্ন লকটি ব্যবহার করে থাকেন ।

তা প্রায়শয়ই দেখা যায় যে পরিবারের ছোটো ভাই বোন আপনার ফোনে গেমস বা অন্য কিছু করার জন্যে, তারা ফোনের প্যাটার্ন লক টি খুল তে চায় । ফলে অনেক বার ভুল প্যাটার্ন ট্রাই করার কারনে আপনার প্রিয় ফোন টি একে বারেই লক হয়ে যায় । তখন দেখা যায় যে আপনি অনেক চেষ্টা করার পরেও আপনার ফোন টির লক খুলতে পারছেন না, তাই তারা খুবি চিন্তিত হয়ে পরেন ।

তাই পুনরায় আপনার ফোন টি ব্যবহার উপযোগী করার জন্য যা যা করতে হবে তা আমি নিম্নে আলোচনা করছি ।

১. প্রথমেই আপনার ফোন টি সুইচ অফ করুন ।

২. ফোনের লক কি + সাউন্ড বাড়ানোর কি + হোম/মেইন মেনু কি এক সাথে প্রেস করুন ।

৩. কিছু খনের মধ্যেই দেখবেন ফোন টি অন হয়েছে এবং ৪-৫ টি অপশন ও এসেছে ।

৪. প্রাপ্ত অপশন গুলো থেকে ওয়াইপ ডেটা/ফেক্টরি রিসেট অপশনে ক্লিক করুন ।

৫. পরবর্তী স্ক্রীনে যদি Yes/No চায় তবে Yes বাটনে ক্লিক করুন ।

৬. দেখবেন ফোন টি রিস্টার্ট হবে এবং আপনি আগের মত আপনার প্রিয় ফোন টি ব্যবহার করতে পারবেন ।

বিশেষ দ্রস্টাব্যঃ

১.উপরে বর্ণিত কাজ গুলো করার ফলে আপনার ফোন মেমরিতে থাকা সকল ফাইল + ফোন মেমরিতে থাকা কন্টাক্ট নাম্বার গুলো মুছে যাবে । তাই প্রয়োজন অনুসারে ব্যাকআপ নিয়ে নিন ।

২. উক্ত কাজ গুলো করার সময় ফোনের টাচ স্ক্রীন টি কাজ করবে না । ভয়ের কিছু নেই, তখন সাউন্ড বাড়ানো কমানোর কি দিয়ে উপরে বা নিচে যেতে হবে এবং হোম কি এর মাধ্যমে কোন অপশন কে সিলেক্ট করতে হবে ।

আশা করি পোস্ট টি আপনাদের কাজে লাগবে ধন্যবাদ । যদি কোন পকার সমস্যা হয় তবে  নিচে মন্তব্য করবেন, আমি আমার সাধ্যমত চেষ্টা করবো ।

খোদা হাফেজ

ইচ্ছে হলে এখান থেকে ঘুরে আসতে পারেনঃ টিউনমেলা

Level 0

আমি saimonh3। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 13 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

জানি

Amar micromax a27 a patern lock hoye geche.apnar niyom moto try korlam but factory recet option pachi na. Ami kivabe ullock korbo please janaben.urjent…

Level 0

Symphony w12 Pattern lock try kore dekhen paren kina. Ami kono vabei parlam na. Eita Android er kon projati janen naki keo?

Level 0

অসংখ্য ধন্যবাদ !

Level 0

shodu samsung android phone e kaaj kore