যেভাবে প্লে স্টোরের অ্যাপ ডাউনলোড করবেন আপনার পিসিতে

মোবাইল দুনিয়ায় এন্ড্রয়েড এক বিপ্লবী নাম। এন্ড্রয়েড কারনেই আজ স্মার্টফোন এতো জনপ্রিয়। এন্ড্রয়েড না আবির্ভাব হলে বাংলাদেশেও স্মার্টফোন এমন জনপ্রিয়তা পেত না। বাংলাদেশের মত দেশে উচ্চমূলের উইন্ডোজ ফোন ব্যাবহার করার মত তেমন গ্রাহক নেই। যা আছে তা সবই হাতে গোনা। অফ টপিক বাদ দেওয়া যাক, এবার আসি কাজের কথায়। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনার পিসিতেই প্লে স্টোরের অ্যাপ গুলো ডাউনলোড করতে পারবেন। আপনারা নিশ্চয় জানেন পিসি থেকে প্লে স্টোরের অ্যাপ গুলো ডাউনলোড করা যায় না। এসব অ্যাপ গুলো ডাউনলোড করতে হলে এন্ড্রয়েড দ্বারা তৈরিকৃত ডিভাইস দরকার।

যেভাবে পিসি থেকে প্লে স্টোরের অ্যাপ ডাউনলোড করবেন

  • প্রথমেই যেই এন্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড করতে চান তার প্লে স্টোর ঠিকানায় যান।

  • তারপর অ্যাপটির আইডি লিঙ্ক (লাল মার্ক করা অংশ) কপি করে নিন।

  • এবার evozi.com এ প্রবেশ করে আপনার অ্যাপটির আইডি পেস্ট করে জেনেরেট ডাউনলোড লিঙ্ক বাটনে ক্লিক করুন। এবার কিছুক্ষণ অপেক্ষা করুন, ডাউনলোড লিঙ্ক তৈরি হতে ২/৩ মিনিট সময় লাগতে পারে।

  • ডাউনলোড লিঙ্ক তৈরি হয়ে গেলে সবুজ ডাউনলোড বাটনে ক্লিক করুন। তাহলেই আপনার কাঙ্ক্ষিত অ্যাপটি ডাউনলোড হওয়া স্টার্ট হয়ে যাবে।

হ্যাপি এন্ড্রয়েডইং..  😀

  • সময় পেলে আমার পারসনাল ব্লগ http://www.shahi.info থেকে ঘুরে আসতে পারেন, ধন্যবাদ।

Level 0

আমি ফয়সাল শাহী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 32 টি টিউন ও 82 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

কোন মানুষই পুরোপুরি ভালোও নয় খারাপও নয়। ভালো খারাপ মিলিয়েই মানুষ। যতটুকু সম্ভব ভালো হতে চাই, ভালো থাকতে চাই। ফেসবুকে আমি - www.facebook.com/mfshahi


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

vai paid app ki download kora jabe??

no

এরকম একটা পোস্ট আমার আছে। লিঙ্কঃhttps://www.techtunes.io/wp-admin/post.php?post=248762&action=edit টিউন করার সময় পরবর্তীতে দেখে করবেন।

তবুও,রিভিউ দেয়ার জন্য ধন্নবাদ।

আর, হ্যাঁ এভাবে পেইড অ্যাপ ডাউনলোড করা যায় না। সুধুমাত্র ফ্রী অ্যাপ ডাউনলোড করা যায়।

thanx 4 nice post

Level 0

vallagse…………..

Level 0

Thanks a lot. Really thanks. Really it’s good. It’s fantastic. wow!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

Level 0

Thanks

Level 0

thanks