সবাই কেমন আছেন?..টেকটিউনস এ এটা আমার প্রথম টিউন..তাই কোন ভুলত্রুটি হলে ক্ষমা করবেন..:-)
অনেকদিন ধরেই google মামাকে বিরক্ত করছিলাম আমার symphony w92 সেটটা কিভাবে রুট করা যায়..কিন্তু কোন প্রক্রিয়া পাচ্ছিলাম না..কোন উপায় না পেয়ে তাই নিজে নিজেই চেষ্টা করতে থাকলাম রুট করার জন্য..UnlockRoot pro,SrsRoot,Eroot দিয়ে চেষ্টা করলাম কিন্তু পারলাম না.. আশা প্রায় ছেড়েই দিচ্ছিলাম কিন্তু শেষবারের মত চেষ্টা করতে দোষ কোথায় ভেবে আবার চেষ্টা করলাম এবং সফলভাবেই রুট করলাম আমার symphony w92;তাও কোন কম্পিউটার এবং ডাটা ক্যাবল এর সাহায্য ছাড়াই একদম সহজ উপায়ে..!!!
এখন কথা না বাড়িয়ে চলুন কয়েক সেকেন্ডে রুট করে ফেলি symphony w92---
ধাপ-১: Framaroot 1.6.1.apk file টা ডাউনলোড করুন এই লিংক থেকে- forum.xda-developers.com/showthread.php?t=2130276
ধাপ-২:ডাউনলোড শেষে apk file টি আপনার মোবাইলে ইন্সটল করুন
ধাপ-৩: তারপর phone settings এ গিয়ে USB Debugging mode on করুন
ধাপ-৪:এখন ইন্সটল করা file টি open করুন।নিচে দেখবেন 'BOROMIR' নামে একটা লেখা আছে।ওইখানে Click করুন।ব্যাস আপনার কাজ শেষ।তারপর সেটটা reboot করুন।
দেখবেন 'Supersu ' application টা চলে এসছে আপনার মোবাইলে মানে সেট রুট হয়ে গেছে।
বিশ্বাস না হলে আপনি Root checker.apk fileটা ডাউনলোড করে চেক করে দেখতে পারেন সেটটা রুট হয়ছে কিনা..;)
এখন ধুমসে আপনার symphony w92 তে রুট permossion লাগে এমন হাজারো application নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন...Best of luck..!!!..সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন।।
আমি ujjal1994। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
w65 custom cwm recovery chai