আসসালামু আলাইকুম । আশা করি সবাই ভাল আছেন । অনেকদিন থেকেই একটা জটিল প্রব্লেম নিয়ে পোস্ট দিব চিন্তা করছি । কিন্তু সময়ের অভাবে হয়ে উঠছে না ।
সমস্যাটা আমার এক বন্ধুর। সে এই সমস্যার কোন কুল-কিনারা করতে পারছেনা । আমাকে বার বার করে তাগাদা দিচ্ছে এর কোন সমাধান খুজে পাওয়া যায় কিনা ।
সে এখন স্যামসাং গ্যালাক্সি গ্র্যান্ড ইউজ করছে। এর আগে স্যামসাং নোট ইউজ করত । ২টা ফোনেই সে এই সমস্যা পেয়েছে । কোন কারন ছাড়া, কোন ধরনের টাচ ছাড়াই রিংটোন অন হয়ে যাচ্ছে, আবার সাইলেন্স হয়ে যাচ্ছে । ফলে আমার বন্ধু যখন মোবাইল ভাইব্রেশন দিয়ে কোন মিটিং এ যাচ্ছে , মিটিং এর মাঝে কল বেজে উঠছে, ফলে একটা বিরক্তিকর ব্যাপার হয়ে দাড়াচ্ছে ।
আবার যখন রিংটোন অন করে রাখা, জরুরী কোন কল বা বসের কল তখন ফোন সাইলেন্স হওয়াতে বসের ফোন সময় মত ধরতে না পারাতে বিরাট কোন সমস্যা হয়ে যেতে পারে । তারপর বসের ঝারি । ইত্যকার বহু সমস্যা । তাই আপনাদের দাড়স্থ হলাম । যদি কেউ একটু সাহায্য করেন তাহলে খুব-ই উপকৃত হব । সবাই ভাল থাকবেন ।
আমি সুপারম্যান৭৮৬। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 114 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি একজন টেক পাগল মানুষ। কবে যে এ দেশ ডিজিটাল বাংলাদেশ হবে সেই দিনের আশায় বসে আছি।
স্যামসাং গ্যালাক্সি এবং স্যামসাং নোট ইউজ বাদ দিতে বলেন,স্যামসাং গ্যালাক্সি এবং স্যামসাং সেট বিক্রয় করে নরমাল অনেক ভাল ফোন আছে ইউজ করতে বলেন ভাল ফল পাবে।