অসাধারন কয়েকটি Quad core এর স্মার্টফোন, মাত্র ১২০০০ থেকে ১৭০০০ টাকার মধ্যে। পড়ুন এবং সিদ্ধান্ত নিন, এই ঈদে কোনটি নেবেন।

যাদের বাজেট কম, তবুও পাওয়ারফুল স্মার্টফোনের শখ, বড় আকারের গেম খেলতে চান, তাদের জন্য এই টিউনটি খুবই কাজে দেবে। মোটামুটি ১২০০০ থেকে ১৭০০০ টাকার মধ্যে আপনি বেশ কয়েকটি ভালো মানের পাওয়ারফুল স্মার্টফোন হাতে পাবেন, যা আপনার হাইএন্ড স্মার্টফোনের সাধ মেটাবে ভালোভাবেই।

Symphony এর W92, W125, W140, W150,

Walton এর G3, H1, H2, N1, R2, X1

এই স্মার্টফোন গুলোর দাম 11490 টাকা থেকে 16990 টাকার মধ্যে। এখন কোন স্মার্টফোনটি আপনি কিনবেন? সিদ্ধান্ত নেয়াটা কঠিন।

আসুন সহজ করে দেই, নিচের তুলনা মূলক বিশ্লেষন দেখুন।

SYMPHONY

WALTON

 W92W125W140W150G3N1H1H2R2X1
PriceTk. 11490Tk. 12190Tk. 14490Tk. 16990Tk. 11990Tk. 13990Tk. 13990Tk. 13490Tk. 14990Tk. 16990
3GYesYesYesYesYesYesYesYesYesYes
Processor1.2 Ghz Quad core1.2 Ghz Quad core1.2 Ghz Quad core1.2 Ghz Quad core1.2 Ghz Quad core1.2 Ghz Quad core1.2 Ghz Quad core1.2 Ghz Quad core1.2 Ghz Quad core1.2 Ghz Quad core
Ram512 MB1024 MB1024 MB1024 MB512 MB1024 MB1024 MB1024 MB1024 MB1024 MB
ROM4GB4GB4GB4GB4GB4GB4GB4GB4GB4GB
GPUSGX 544SGX 544SGX 544SGX 544SGX 544SGX 544SGX 544SGX 544SGX 544SGX 544
OSjelly beanjelly beanjelly beanjelly beanjelly beanjelly beanjelly beanjelly beanjelly beanjelly bean
Camera8 MP8 MP8 MP8 MP5 MP8 MP8 MP8 MP8 MP8 MP
Front Camera2 MP2 MP2 MP2 MPVGA1.3 MP2 MP2 MP3MP2 MP
GPS, WiFiYesYesYesYesYesYesYesYesYesYes
Displey5” (480x854)4.5” (540x960)5” (720x1280)4.7” (720x1280)4.5” (480x854)5.3” (540x960)4.7” (540x960)4.5” (540x960)4.7” (720x1280)4.65” (720x1280)
Battery2100 mAh2100 mAh2100 mAh1800 mAh1800 mAh3000 mAh2000 mAh2050 mAh2000 mAh2100 mAh

উপরের টেবিল চার্টটি একটু শংক্ষিপ্ত করে দেখি।

 উপরের তথ্য গুলো দেখলে আমরা যা পাই
Priceমুল্য কমের দিকে এগিয়ে আছে W92
3Gএখানে সবাই সমান
Processorএখানে সবাই সমান
RamW92 এবং G3 পিছিয়ে, আর সবাই একসাথে এগিয়ে
ROMএখানে সবাই সমান
GPUএখানে সবাই সমান
OSএখানে সবাই সমান
Cameraএখানে সবাই সমান
Front CameraR2 এগিয়ে
WiFi, GPSএখানে সবাই সমান
Displeyএখানে X1 এগিয়ে, HD এবং Amoled screen এর জন্য
Batteryএহানে 3000 mAH নিয়ে এগিয়ে আছে N1

উপরের এতো কাছাকাছি তথ্য থেকে এটা সিদ্ধান্ত নেয়া কঠিন, আপনি কোনটি কিনবেন। দেখা যাক আর এমন কি আছে যা দ্বারা সিদ্ধান্ত নেয়া আর একটু সহজ হয়। আমি এখন আপনাদের কে দেখাব কোন স্মার্টফোন গুলোতে স্ক্রীনে Damage Resistant Glass আছে, যা আপনার স্মার্টফোনের স্ক্রিনকে আঘাত ও ঘর্ষন জনিত কারনে দাগ পরা থেকে সুরক্ষিত রাখবে , যে গ্লাসকে আমরা অনেকেই Corning Gorilla Glass নামে চিনি। আমি আরোও দেখাব কোন স্মার্টফোন এর ক্যামেরার জন্য বিশেষ একটি সেন্সর আছে, যেটি BSI সেন্সর নামে পরিচিত, এটি ক্যামেরা প্রেমীদের কাজে লাগবে। যা ক্যামেরা প্রেমীদের অল্প আলোতেও নিখুত ছবি তুলতে সাহায্য করবে।

Gorilla Glass এবং BSI আছে কিনা

W92

W125

W140

W150

নাই

নাই

শুধু BSI আছে

নাই

Gorilla Glass এবং BSI আছে কিনা

G3N1H1H2R2X1
নাইনাইনাইশুধু Gorilla Glass 1 আছেGorilla Glass 2 আছে, BSI আছেGorilla Glass 2 আছে, BSI আছে

দাম এবং সমস্ত ফিচার বিবেচনা করলে এখানে R2 সেরা।

এবার আপনি সিদ্ধান্ত নিয়ে নিন আপনার বাজেটের মধ্যে কোয়াড কোর বিশিষ্ট কোন স্মার্টফোন কিনবেন? এখানে সবগুলো স্মার্টফোন এর সার্ভিস ভালো, নির্ভাবনায় যে কোনটি নিতে পারেন আপনার পছন্দ মত।

এবার শুরু করুন এভাবে।

১. বাজেট নির্ধারন করুন।

২. আপনার বাজেটের মধ্যে সব গুলো স্মার্টফোন দেখুন, এবং আপনার রুচি অনুযায়ী মডেল এবং স্ক্রীনের আকার পছন্দ করুন।

৩. বাজেট ভালো হলে Corning Gorilla Glass এবং BSI sensor সহ কেনার চেষ্টা করুন।

আমার পরামর্শঃ

1. ভালো ক্যামেরা যদি চান তাহলে কিনবেন X1, R2, W140

2. দেখতে সুন্দর যদি চান, তাহলে ছেলেদের জন্য X1 আর মেয়েদের জন্য কিউট, স্লিম, আবেদনময়ী  W150

3. Strong ফোন যদি চান, তাহলে নিন R2, G3

4. বড় স্ক্রীনের যদি চান তাহলে নিন N1

আজ এটুকুই, ভালো থাকুন। কিছু জানার থাকলে কমেন্টে লিখুন।

অসাধারন কয়েকটি স্মার্টফোন, মাত্র ৫০০০ টাকার মধ্যে। পড়ুন এবং সিদ্ধান্ত নিন, কোনটি নেবেন।

দশটি ১০০% ফ্রী রেসিং গেম, আপনার অ্যান্ড্রয়েড এর জন্য। ডাউনলোড করুন আর বলুল,” ডাউনলোড করা সেইরাম সোজা, আগেতো জানতাম না” RAM ২৫৬ এমবি হলেও চলবে, SORRY চলবেনা, দৌড়াবে।

একটি অতি মিষ্টি প্রেমের গল্প এবং ইন্টারনেট, You Tube, ডাউনলোড।

Level 0

আমি মোহাম্মদ মাহ্‌ফুজুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 36 টি টিউন ও 215 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ভাই টিউন ত ভালই করছেন। মোগো উপকারে লাগব তয় x1 রে কয়েক জায়গায় x2 লেইক্ষা ফালাইছেন।

Level 0

সংশোধন করা হয়েছে। আপনাকে অনেক ধন্যবাদ শুধরে দেয়ার জন্য।

Level 0

ফাটাফাটি টিউন করলেন ভাই! 🙂

    Level 0

    @Arrancar: Thanks

✿•..(¯`♥´¯)(¯`♥´¯)(¯`♥´¯)¸•✿
……….`•(¯`♥´¯)(¯`♥´¯)¸.♥.´
…………….`•(¯`♥´¯)¸.•´
…………………`•.¸.•❤~☀

Level 0

এ দামের মধ্যে সনি এক্সপেরিয়া ফোন হবে। তবে কেন চায়না ফোন কিনতে যাব?

    Level 0

    @saleque: quad core, 1 gb ram সহ সনি এক্সপেরিয়া? মনে হয় স্বপ্ন দেখছেন। সনি এক্সপেরিয়া খুবই ভালো কিন্তু আপনাকে কম পক্ষে এর ডাবল খসাতে হবে। সনি চায়নাতেই তৈরি হয়।

vai VGA camer te ki skype video call support kore?????

    Level 0

    @techexpart759: অবশ্যই করা যায়।

ami R2 kinte chai bt Taka nai.az TWIN TOWER e gia R2 ekhe aslam,just awesome phone…

    Level 0

    @shezanmunshi: কিনে ফেলুন, খুব ভালো স্মার্টফোন।

আমরা আশা করেছিলাম ওয়ালটনের দাম আরোও কম হবে। আসলে সবাই বাঁশ দিতে চায়।

    Level 0

    @ডাঃ রায়হানুল এহসান: আপনি হয়ত আরো কম দাম আশা করেছিলেন, আশা করা দোষের কিছুনা, ওয়াল্টন আপনাকে আশাহত করেছে। কিন্তু বাঁশ দিতে চাইলো কি করে? ভাই আপনি ডাক্তার মানুষ, সবাই বাঁশ কিভাবে দিতে চায় একটু ব্যাখ্যা করে বলবেন কি? কারন বাঁশ দেয়ার দলে যদি আপনি থাকেন, তাহলে রোগিদের বাঁশের বিপরিতে এন্টিবাশ নিয়ে প্রস্তুত থাকতে হবে। এ ধরনের উত্তর দেয়ার জন্য SORRY. সাবধানে থাকুন, আপনার আশে পাশে হয়ত কেউ বাঁশ নিয়ে প্রস্তুত আছে।

Level 0

apnar tulonamulok bishleshon khuboi valo hoyechhe.

নির্বাচিতটিউন মনোনয়ন korlam.

    Level 0

    @Sea hawk: আপনাকে অনেক ধন্যবাদ। নির্বাচিতটিউন মনোনয়ন পাওয়ার জন্য মৌলিক বিষয়ে সম্পুর্ন এবং সার্বজনীন একটি ধারনার অবতারনা ঘটাতে হয়। আমার এই টিউনে symphony এবং walton নিয়ে লেখা হয়েছে, যার কারনে এটায় সার্বজনীনতা অনুপস্থিত, সুতরাং এটা মনোনীত হওয়ার মত কোন টিউন নয়। আপনাকে অনেক ধন্যবাদ আবারও। https://www.techtunes.io/tuner/rasel.mahfuj

Level 0

ভাই আমি W140 কিন্তে চাই।

Level 0

chorom vai.Chalia jan >>>>>>>

ভাই, এত টাকা তো নাই । তাই পুজোটা নিরামিষই কাটবে ।

Level 0

নিরামিষই কাটবে কেন, ভরপুর আমিষেই কাটুক
এই টিউনটি পড়ুন “অসাধারন কয়েকটি স্মার্টফোন, মাত্র ৫০০০ টাকার মধ্যে। পড়ুন এবং সিদ্ধান্ত নিন, কোনটি নেবেন।”
https://www.techtunes.io/android/tune-id/246278

vai walton f2 and symphony w68 e front camera holo vga ….. otate skype video call hobe??

Level 0

skype video call করা যাবে।

রাসেল ভাই, অবশেষে একটা Walton Primo R2 কিনতেছি ।দোয়া কইরেন ভাই । প্রথমে ইচ্ছা ছিল N1 কেনার । কিন্তু আপনার লেখা দেখে R2 ই নিচ্ছি । আপনাকে ধন্যবাদ । চালিয়ে যান ।

Level 0

Awesome writing. You are just incredible. All of your tunes are very very helpful. Thanks a Ton.