টেকটিউনসের বন্ধুরা কেমন আছেন? আজ আমি খুবই ছোট একটি টিউন নিয়ে এসেছি। আজ আমি আপনাদের Symphony W68 এর কিছু চমৎকার ফিচার নিয়ে কথা বলবো। আপনারা অনেকেই হয়তো জেনে থাকবেন যে Symphony W68 এ GPS প্রযুক্তি আছে। এর সাহায্যে আমারা কোথায় আছি সহজেই তা গুগল ম্যাপের সাহায্যে বের করা যায়। কিন্তু Symphony W68 এর আরেকটি বিশেষ দিক হল যে, আপনি কোথায় ছবি তুলেছেন সে স্থান নির্দেশ করবে। Symphony W68 দিয়ে তোলা ছবি আপনি পিকাসা দিয়ে ওপেন করে নিম্নক্ত ভাবে কাজ করলে সহজেই আপনি দেখতে পাবেন কোথায় আপনি ছবিটি তুলেছেন।
ধাপ-১
প্রথমে ফটোটি পিকাসা দিয়ে ওপেন করুন।
ধাপ-২
Edit in picasa তে ক্লিক করুন।
ধাপ-৩
তারপর আসা উইন্ডর ডান পাশে নিচের ছবির মত নির্দেশিত আইকনে ক্লিক করুন। উইন্ডর ডান পাশে আপনি গুগল ম্যাপে ফটো তোলার স্থান দেখতে পাবেন।
ফটো তোলার সময় নেট না থাকলেও চলবে। কিন্তু পিকাসা দিয়ে ফটো তোলার স্থান দেখার সময় নেট থাকতে হবে।
Death Moto, Racing Moto, Rail rush, SpeedMoto2, TempleRun 2, The Sims 3 HD, Death Racing, Air AttackHD, Asphalt Moto এই গেম গুলো আমি Symphony W68 এ কোন প্রকার সমস্যা ছাড়াই খেলছি।
আর হা, Symphony W68 এর QR Scanner সফটওয়্যার দিয়ে খুব সুন্দর ভাবে QR code রিড করা যায়।
আর উপরে উল্লেখিত ছবিতে বাচ্চাটি আমার ভাগিনা, ও অনেক দুষ্ট। সবাই ওর জন্য দোয়া করবেন ও যেন সব সময় সুস্থ থাকে।
আপনাদের কোন প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন কমেন্টে অথবা ফেসবুকে।
আমি sabujdesh। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 45 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই সেটটি কেমন শুনলাম যে সেন্সর নাকি ঠিক মত কাজ করেনা আপনার অভিজ্ঞতা থেকে প্লিজ একটু শেয়ার করুন আর সেটটি কিনলে কি ভাল হবে ? প্লিজ প্লিজ প্লিজ বলুন …