Symphony W68 এর অসাধারন GPS দিয়ে জেনে নিন আপনার ছবি তোলার স্থান।

টেকটিউনসের বন্ধুরা কেমন আছেন? আজ আমি খুবই ছোট একটি টিউন নিয়ে এসেছি। আজ আমি আপনাদের Symphony W68 এর কিছু চমৎকার ফিচার নিয়ে কথা বলবো। আপনারা অনেকেই হয়তো জেনে থাকবেন যে Symphony W68 এ GPS প্রযুক্তি আছে। এর সাহায্যে আমারা কোথায় আছি সহজেই তা গুগল ম্যাপের সাহায্যে বের করা যায়। কিন্তু Symphony W68 এর  আরেকটি বিশেষ দিক হল যে, আপনি কোথায় ছবি তুলেছেন সে স্থান নির্দেশ করবে। Symphony W68  দিয়ে তোলা ছবি আপনি পিকাসা দিয়ে ওপেন করে নিম্নক্ত ভাবে কাজ করলে সহজেই আপনি দেখতে পাবেন কোথায় আপনি ছবিটি তুলেছেন।

ধাপ-১

প্রথমে ফটোটি পিকাসা দিয়ে ওপেন করুন।

ধাপ-২

Edit in picasa তে ক্লিক করুন।

ধাপ-৩

তারপর আসা উইন্ডর ডান পাশে নিচের ছবির মত নির্দেশিত আইকনে ক্লিক করুন। উইন্ডর ডান পাশে আপনি গুগল ম্যাপে ফটো তোলার স্থান দেখতে পাবেন।

ফটো তোলার সময় নেট না থাকলেও চলবে। কিন্তু পিকাসা দিয়ে ফটো তোলার স্থান দেখার সময় নেট থাকতে হবে।

Death Moto, Racing Moto, Rail rush, SpeedMoto2, TempleRun 2, The Sims 3 HD, Death Racing, Air  AttackHD, Asphalt Moto এই গেম গুলো আমি Symphony W68 এ কোন প্রকার সমস্যা ছাড়াই খেলছি।

আর হা, Symphony W68 এর QR Scanner সফটওয়্যার দিয়ে খুব সুন্দর ভাবে QR code রিড করা যায়।

আর উপরে উল্লেখিত ছবিতে বাচ্চাটি আমার ভাগিনা, ও অনেক দুষ্ট। সবাই ওর জন্য দোয়া করবেন ও যেন সব সময় সুস্থ থাকে।

আপনাদের কোন প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন কমেন্টে অথবা ফেসবুকে।

ফেসবুকে আমি

Level 0

আমি sabujdesh। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 45 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই সেটটি কেমন শুনলাম যে সেন্সর নাকি ঠিক মত কাজ করেনা আপনার অভিজ্ঞতা থেকে প্লিজ একটু শেয়ার করুন আর সেটটি কিনলে কি ভাল হবে ? প্লিজ প্লিজ প্লিজ বলুন …

    Level 0

    @Md Al-amin Khan: Accelerometer sensor নাই। তবে মোশন গেম খেলা যায়। মানে সেট লাড়াছাড়া দিয়ে গেম খেলা যায়। সেটটা পাতলা ও হাল্কা। আর আমার কাছে সেটটা ভাল লাগছে, আপনি দেখতে পারেন।

চমেতকার

Level 0

ধন্যবাদ শেয়ার করার জন্য
যদিও সব এন্ডু ফোনেই এই সিস্টেম থাকে

Level 0

যোগ দিন Technology Blog http://www.prohint.com এ । PROHINT.COM

Level 0

w68 এ একটা অসাধারণ ফিচার দেওয়া হইসে যেটা হয়ত কেও খেয়াল করেননাই।সেট টা কানের কাছে নিলে লাইট অফ হয়ে যায় কোন সেন্সর ছাড়াই।এর কারন হল ডিসপ্লে তে আপনার কান টা লাগলেই ডিসপ্লে টা অফ হয়ে যায়।২টার বেশি আঙ্গুল দিয়ে কল করার সময় টাচ করলেও একি হয়।এখন বলেন সুধু সুধু সেন্সর দেওয়ার কি দরকার যখন কাজ টা অন্য ভাবে করা জায়।একটা সেট এ যা যা দরকার সব এ দেওয়া আসে ৬৫০০ টাকার ভেতর।অস্থির একটা সেট এটা।আস্তা ভিডিও ওয়ালপেপার হিসেবে দেওয়া যায়।পয়সা উসুল ডিভাইস এটা।

Level 0

আমার টিউন টা পরতে পারেন w68 নিয়ে https://www.techtunes.io/mobileo/tune-id/237180

Level 0

আমারে কেউ একটু হেল্প করেন। একটা ক্যামেরা সফট ইন্সটল করলাম। অ্যাপটি রান করলে কেপচার করতে বলে ক্যামেরা বাটন দিয়ে। সিম্ফনি W35 এ কি কোন ক্যামেরা বাটন আছে? আমি তো খুজে পাচ্ছি না। কারো জানা থাকলে আমাকে দয়া করে জানাবেন প্লীজ। সফট এ ঢুকে স্ক্রিনে টাচ করলে Background পরিবর্তন হয়। তাতে বোঝা যায় সফট টি কাজ করছে।

Level 0

amar symphony w68 er lancer uninstall kore felsi ekhon phone on korte partesina help chai. please help me.

Level 0

bai ai phone ta koy din hoba bangladesh a aica ar Hobigonj a ki paoya jaba plz help me help korla kob kosi hobo

ওয়াও ওয়াও ওয়াও ওয়াও ওয়াও ওয়াও ওয়াও ওয়াও ওয়াও ওয়াও ওয়াও ওয়াও ওয়াও ওয়াও ওয়াও ওয়াও ওয়াও ওয়াও ওয়াও ওয়াও ওয়াও ওয়াও ওয়াও ওয়াও ওয়াও ওয়াও ওয়াও ওয়াও ওয়াও ওয়াও ওয়াও ওয়াও ওয়াও ওয়াও ওয়াও ওয়াও ওয়াও ওয়াও ওয়াও ওয়াও ওয়াও ওয়াও ওয়াও ওয়াও ওয়াও ওয়াও ওয়াও ওয়াও ওয়াও ওয়াও ওয়াও ওয়াও ওয়াও ওয়াও ওয়াও ওয়াও ওয়াও ওয়াও ওয়াও ওয়াও ওয়াও ওয়াও ওয়াও ওয়াও ওয়াও ওয়াও ওয়াও ওয়াও ওয়াও ওয়াও ওয়াও ওয়াও ওয়াও ওয়াও ওয়াও ওয়াও ওয়াও ওয়াও ওয়াও ওয়াও ওয়াও ওয়াও ওয়াও ওয়াও ওয়াও ওয়াও ওয়াও ওয়াও ওয়াও ওয়াও ওয়াও ওয়াও ওয়াও ওয়াও ওয়াও ওয়াও ওয়াও ওয়াও ওয়াও ওয়াও ওয়াও ওয়াও ওয়াও ওয়াও ওয়াও ওয়াও