আমি টিওনার হিসেবে যাচ্ছেতাই । তাই ভুল হলে ঝাড়ি না দিয়ে ধরিয়ে দিয়েন । খুব কষ্টে ছিলাম জিপি তে ওপেন পোর্ট বন্ধ করায় । তারপর ৩ দিন আগে আমি জিপি তে Droid Vpn কানেক্ট করাই । তো এতে সমস্যা হলো ৩ মিনিট পর পর ডিসকানেক্ট । অবশ্য অটো কানেক্ট নেয় । প্লে স্টোরে কিছু ডাউনলোড হয় না । আর সুবিধা হলো স্পিড ভাল ।
আর আপনারা যদি এই পদ্ধতি ব্যবহার করে অন্য অপারেটরে কানেক্ট করাতে পারেন তবে সমাধান হয়ে যাবে সবকিছুর । এখন পদ্ধতি টা বলি
প্রথমেই লেটেস্ট Droid Vpn ডাওনলোড করুন
http://downloads.pdproxy.com/DroidVPN.apk
এখন সেটিং এ গিয়ে connection protocol হিসেবে Tcp সিলেক্ট করুন
এবার পোর্ট সেটিং থেকে set tcp port এ 8080 দিন ।
এখন পোর্ট সেটিং থেকে বের হয়ে proxy setting এ গিয়ে এনাবল করুন এবং proxy server=10.128.1.2 আর port=8080 দিন ।
এখন কানেক্ট করুন ও ব্যবহার শুরু করুন ইন্টারনেট ।
আর আপনারা যদি অন্য অপারেটরে কানেক্ট করতে পারেন তবে শেয়ার করবেন । ধন্যবাদ
আমি Miraj Morshed। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 12 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 42 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সেটিং হবে gpmms