দেখে নিন হ্যান্ডসেট রিভিউ ( SYMPHONY W68)

-------------------------------------------------------------------------------------------------------------

--------------------------------------------------------------------------------------------------------

টেকটিউনসের সকল বন্ধুদের ধন্যবাদ জানাচ্ছি যারা আমার টিউনটি পড়ছেন। আসা করি সবাই সুস্থ ও নিরাপদ আছেন। কিছু দিন ধরেই দেখছি অনেকেই Symphony W68 এবং Walton F2 নিয়ে বেশ মাতামাতি করছে। অনেকেই আবার F2 কে এগিয়ে রাখছেন। আমি সেদিকে না গিয়ে আজ আপনাদের Symphony W68 এর বিভিন্ন ভাল এবং মন্দ দিক সম্পর্কে জানাবো।

ক্যামেরাঃ 

5 MP Primary + 0.3 MP Secondary হলেও অল্প আলোতে ছবি ভাল আসে না। কিন্তু দিনের বেলা Outdoor এ ছবি উঠালে আমি নিশ্চিত W68 এর      ক্যামেরা সম্পর্কে অনেকেরই ধারনা পাল্টে যাবে। কিন্তু একটি খারাপ দিক হল এর ফ্ল্যাশের আলো কম। W68 এ Face detects, Smile detects ( অর্থাৎ হাসলে অটো ছবি উঠে যাবে ) এবং paronema Mode ছবি তোলা যায়। ভিডিও কোয়ালিটিও ভাল ( দিনের বেলা )।

ডিসপ্লেঃ

W68 এর সবচেয়ে ভাল দিক হল এর স্ক্রীন এবং টাচ। 4” TFT Capacitive Full Touch। Display Resolution: WVGA (480*800)।  W68 এর টাচ অনেক ফাস্ট। আর স্ক্রীন নামিদামি ব্র্যান্ডের মত খুবই স্বচ্ছ (নিজের অভিজ্ঞতা)।

CPU :       1.2 GHz Dual Core

OS :        4.2.2 Jelly Bean

GPU :       Mali 400

Data Services :       3G,EDGE,GPRS

Internal Memory :       User available RAM 468 MB (Total 512MB)(কিন্তু RAM বেশিরভাগ সময়ই 250MB এর বেশি থাকে না) (এ সম্পর্কে অভিজ্ঞরাই বেশি বলতে পারবেন)

Storage :       User available ROM 1000MB (Total 4 GB), internal SD card 1.27GB Extended up to 32GB

Battery :       1500 mAh Lithium Ion Battery (টানা নেট চালালে + অ্যাপস ইন্সটল দিলে প্রায় ৭-৮ ঘণ্টা চলে।

WLAN :       Wi-Fi 802.11, Wi-Fi Hotspot

GPS :       Yes (গুগল ম্যাপে গেলে আপনি কোথায় আছেন সে জায়গা নির্দেশ করে দেখাবে)

Bluetooth :       Yes

USB Mass storage :       Yes

USB Modem Yes :

 MMS :       Yes

Email :       Yes

Built in Applications :       Bubble Bash 3, Facebook, YouTube, Android Market(Play Store), Gmail, Skype, Office suite, Dictionary( আমি নিজে temple ran ও রেসিং গেম চালিয়েছি)

Special Features :       GPS, G sensor, proximity Sensor ( কম্পাস কাজ করে না।)

W68 এ ইন্টারনেট খুব ভাল চলে আর 854x480 resolution এর ভিডিও খুব সুন্দর ভাবে চলছে।

মার্কেটে বর্তমানে Symphony W68 এর সংকট রয়েছে। দাম ৬৪৯০ টাকা হলেও বসুন্ধারা সিটি মার্কেটে বিক্রি হচ্ছে ৭৫০০ টাকায় 👿 ।

তাই আমি বলব। অন্যর কথায় ভরসা না করে মার্কেটে গিয়ে আপনি আপনার পছন্দের হ্যান্ডসেট গুলো দেখুন এবং সিদ্ধান্ত নিন।

-------------------------------------------------

টিউনটি পড়ার জন্য আবারও সবাইকে ধন্যবাদ। সবাই ভাল থাকবেন।

কেউ আরও বিস্তারিত জানতে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। ফেসবুকে আমি

Level 0

আমি sabujdesh। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 45 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

amar symphony w68 er lancer uninstall kore felsi ekhon phone on korte partesina help chai. please help me.

Level 0

Bai Ai mobile a ki java aca plz help me ami ai mobile ta kinta cai plz help me plz