আস্সালামুআলাইকুম। প্রিয় টেকটিউনার, যারা Android স্মার্টফোন ইউজ করেন তাদেরকে উদ্দেশ্য করে আজকের এ টিউনখানি। একটা ব্যাপার না বললেই নয় তা হলো আগের পুরনো নোকিয়া মোবাইলে সাদা স্ক্রিনে যে Snake, Football জাতীয় গেমগুলো বারবার করে ,ঘন্টার পর ঘন্টা ধরে খেলেছি তা আজকের গেম গুলোতে কই। এই টিউনের সব গেমই আমার নিজের খেলা ও অনেক সুন্দর লাগা গেম যা আপনাদের পছন্দ হবেই ইনশাআল্লাহ, বাট ঐ যে বললাম, গেম ওভার করার পর আর ফিরেও দেখিনা। হয়ত এটার কারন হতে পারে এন্ড্রয়েডের বিশাল মার্কেটের এবং আমার কালেকশনের জন্য। এই গেম গুলো কোন প্রকার Cache Replace এর ঝামেলা ছাড়াই। ইচ্ছা করেই ঐ গেম এড়িয়ে গেছি। গেমের পাশাপাশি আজাইরা অ্যাপলিকেশন বাদে শুধু নিত্য প্রয়োজনীয় ও বিশেষ সময়ে প্রয়োজনীয় এ্যাপ গুলো দেয়ার চেষ্টা করেছি। আর হ্যা! এগুলোও আমার ব্যাবহার করা থেকেই। তো আর ভূমিকা বাড়ানোর কোনো মানে হয়না তার ওপর আমি আবার ফোনেটিক।
আপডেট : ১ ## কেউ কেউ বলেছেন তাদের প্লে-ষ্টোর থেকে নামাতে সমস্যা হচ্ছে। আপনারা অন্য উপায়ে অন্য সাইট থেকে নামিয়ে নিতে পারেন। প্লে স্টোরের লিংক থেকে নিশ্চিন্তে কোন ভাইরাস ছাড়া নামানোর জন্যই আপনাদের এই সাইটের লিংক দিয়েছিলাম। আপাতত আমি আপনাদের সুবিধার্থে এর সমাধান হিসাবে একটা ওয়েব সাইটের লিংক সেয়ার করছি। এখানে ক্লিক করুন।
আপনাদের আর কোনো সমস্যা হলে কমেন্টে উল্লেখ করুন। ডাইরেক্ট ডাউনলোড লিংক দেইনি বলে আমার প্রতি মনে কষ্ট নিয়েন না।
গেমস লিস্ট :
নাম: Sword of Inferno {নরকের তরোয়াল} Genre :RPG, Action, Requires Android 1.6 and up. Size : 43 MB , Full Free game…
আর দশটা গেমের মত মার-কাট গেম। তবে কম সাইজে এর 3D ও হাই গ্রাফিক্স ও স্পেশাল পাওয়ার এর কারনে আমি আর ভক্ত। সাউন্ড ও সেরকম। প্রায় গেমেই দেখা যায় রোল প্লেয়িং {RPG}গেমে সব কিছু ছোট ছোট কার্টুনের মত দেখা যায়। যা আমার ভালো লাগে না। আমার কাছে RPG মানে হল বাস্তব এ্যাকশন এন্ড বড় বড় অস্ত্র।
আরও বিস্তারিত ও ডাউনলোড করতে : Click Here
ভিডিও লিংক : http://www.youtube.com/watch?v=G9RSh7E_QI8
আমি আবার ষ্টিকম্যান টাইপের গেমের ভক্ত। এই ষ্টিক মানে লাঠি না তবে লাঠির মত দেখতে কিন্তু মানুষের মত। তবে এখানে সব ষ্টক ম্যান গেম দিচ্ছি না অনলি আমার খেলা বেস্টটি।
নাম: Ultimate Stick Fight {কঠিন লাঠি ফাইটিং} Genres : Action, Fighting , Requires Android 2.2 and up. Size : 20 MB , Paid game
এই খেলাটি দুটি ষ্টাইলে খেলা যাবে । একটা বাই হ্যান্ড এন্ড সেকেন্ড অন ইজ উইথ উইপন। বাই হান্ড খেলেই আমার বেশী ভালো লাগছে। চরমের উপর চরম এ্যাকশন গেম। সবচেয়ে মজা হলো এর কম্বো একশন। শালার ভিলেন মরে গেলেও মারতে থাকে , পুড়া উড়াধুড়া একশন , মাইরের ঠেলায় দেখবেন সব উড়ছে। বস ও আছে। আর সাউন্ড কোয়ালিটি এমন যে পোলাপানের সামনে খেললে দৌড়ায় দেখতে আসবে হচ্ছেটা কি। গেমটা অসাম হলেও পেইড এন্ড দেটস দ্যা অনলি প্রব। বাট হু কেয়ারস Whether It's Paid or Free.
আরও বিস্তারিত ও ডাউনলোড করতে : Click This Link
ভিডিও লিংক : http://www.youtube.com/watch?v=IK16UO8GrYU
নাম: Prince of Persia Shadow & Flame { পারস্যের রাজপুত্রের আলো অন্ধকারের যাত্রা }, Genres: Action ,Size : 41 MB, For Android 2.2 and higher. Paid Game
ইতোমধ্যেই অনেকেই হয়ত এই গেমটির কথা জেনেছেন। ক্লাসিক উইন্ডোস গেম Prince of Persia এর নাম কার না জানা। সেই গেমের আদলে তৈরি করা এন্ড্রয়েড উপযোগী। ষ্টোরি লাইন ভালোই মনে হচ্ছে। আর গ্রাফিক্সও মোটামুটি সুন্দর। যদিও আমি গেমটি পুরোপুরি শেষ করিনি। তথাপি এসব গেম নামের উপর চলে বলেই দিলাম।এটা আবার আমি আনলিমিটেড গোল্ড ভার্সন নামিয়ে খেলছি। বেক্তিগত ভাবে আমার এটা তেমন ভালো লাগেনি। তার কারন কি বুঝলাম না। তবে রেটিং ও দেখলাম এভারেজ। দেখি খেলতে খেলতে যদি সামনে মজা লাগে যায়। দু:খিত বেশী ডিটেইল বলতে পারলাম না। এটাও পেইড।
আরও বিস্তারিত ও ডাউনলোড করতে : Click This Link
ভিডিও লিংক : http://www.youtube.com/watch?v=0fkxZd4PzTQ
নাম: AirAttack HD { আকাশ আক্রমন } , Genre :Shooting , Requires Android 2.0 and up. Size : 41 MB , Paid game…
যারা প্লেন গেম বা সুটিং গেম পছন্দ করেন নি:স্বন্দেহে এটা তাদের ভালো লাগবে। এর গ্রাফিক্স কোয়ালিটি সুপার। এ্যাকশন ও দারুন। বিভিন্ন ষ্টেজ ও বস থাকায় এটা আমার পছন্দের একটি গেম। ওয়াল্ড ওয়্যার 2 এর প্লট রেখে 3D ষ্টাইলের গেমটি। যদিও গেমটি একটু পুরনো অনেকেই খেলে থাকতে পারেন । যারা এখনও খেলেননি তারা খেলতে পারেন। কন্ট্রোল সেটিংস থেকে নিজের পছন্দের কন্ট্রোল সিলেক্ট করে খেলবেন। আউল-ফাউল অনেক প্লেন সুটিং গেম খেলছি বাট এটা দারুন। তবে এটাও পেইড।
আরও বিস্তারিত ও ডাউনলোড করতে : Click This Link
ভিডিও লিংক : http://www.youtube.com/watch?v=3PYhDgS6Ecg
নাম: Cut The Rope ( Trilogy )
1/ Cut The Rope HD
2/ Cot The Rope Experiment HD
3/ Cut The Rope Time Travel HD
Genre : Puzzle & Brain , Requires Android 1.6 and up. Size : various size MB , Paid game… With Out HD It Is Free.
এটা এমন গেম যা আপনার অবসরে বা জ্যামের ব্যাস্ততায়, সব সময় ভালো লাগা গেম। অনেকেরই গেমটা ভালো লাগবে না কারন এটা পাজলিং গেম। মাথা খাটানো লাগে। কিন্তু আমি গেম গুলোতে অনেক বিনোদন পেয়েছি। এই গেম তিনটি ক্লাসিক গেম যা সব বয়সী সবাই খেলবে। তাই সবার ফোনেই থাকা দরকার। খেলুন আর দেখুন সময় কোন দিক দিয়ে কেটে যাচ্ছে বুঝবেন না। সবচেয়ে বড় কথা এধরনের গেমে অংক মেলাতে যেমন মজা লাগে তেমন মজা পাওয়া যায়। আপনার Creativity কে একটু চাংগা করুন।
আরও বিস্তারিত ও ডাউনলোড করতে :
১ Click This Link
২ Click This Link
৩ Click This Link
ভিডিও লিংক :
১ http://www.youtube.com/watch?v=IEqwqDz0NcY
২ http://www.youtube.com/watch?v=hJQn8VitWkc
৩ http://www.youtube.com/watch?v=0l379fRa7r0
নাম: NinJump Deluxe. Genre : Run , Requires Android 2.1 and up. Size : 38 MB , Free game… With Out HD It Is Free.
এখন যে গেমটির নাম বলবো তাতে একের ভেতর তিনটি গেম পাবেন। নরমাল টাইম পাস গেম। কিন্তু মজার ও ভিন্ন স্বাদের। টেম্পল রান এর মতই দৌড়াদৌড়ি আরকি। তবে একটু ভিন্ন। স্কোর করুন বেশী আর চ্যালেন্জ করুন আপনার বন্ধুদেরকে। এটা ফ্রি গেম। এর নরমাল আরেকটা গেম আছে NinJump ওটাও দারুন।
আরও বিস্তারিত ও ডাউনলোড করতে : Click This Link
ভিডিও লিংক : http://www.youtube.com/watch?v=8a5IUEchLOY
নাম: Team Dragon. Genre : Fighting, Requires Android 2.3 and up. Size :48 MB , Free game… With Out HD It Is Free
গেমটি দুভাবে খেলতে পারবেন প্রথমত, টুর্নামেন্ট এবং দ্বিতীয়ত, ক্যারিয়ার। একটু হার্ড লেভেলে ক্যারিয়ার নিয়ে খেললে দারুন মজা পাবেন সবগুলো ক্যারেক্টারও আনলক করতে পারবেন। ফাইটিং এর জন্য গেমটি ভালোই কারন এতে কিছু নতুনত্ব আছে। গ্রাফিক্স ও দেখার মত। খেলতে র্যাম সম্ভবত ৫১২ মেগা লাগবে। বাট নট সিউর।
আরও বিস্তারিত ও ডাউনলোড করতে : Click This Link
ভিডিও লিংক : http://www.youtube.com/watch?v=xHw_AL1mXXw
নাম: Birds on a Wire. Genre : Arcade, Android 2.1 and up. Size :10 MB , … It Free and Paid Both Version
আরেকটি ক্লাসিকাল আর্কেড টাইম পাস গেম।সময় কাটানোর জনয় ও অল্প বয়স্কদের জন্য ভালো। মোবাইলে রাখার মট একটি গেম।এটা একের ৫ ভাবে খেলা যায়। প্রায় ৫০টার মত লেভেল আছে। পেইড গেম
আরও বিস্তারিত ও ডাউনলোড করতে : Click This Link
ভিডিও লিংক : http://www.youtube.com/watch?v=i
নাম: TNA Wrestling iMPACT. Genre : Sports Action, Android 2.1 and up. Size :46MB , … It's Paid Game
Wrestling একটি ইন্টারটেইনমেন্ট জাতীয় খেলা। অনেকেই এটা পছন্দ করে। এই গেমটাও আমার পছন্দের কারন এটা সুধু খেলাই না তার থেকে বেশী কিছু। এটাতে সুন্দর একটা ষ্টোরি আছে যা আপনারা ইচ্ছা মত বদলাতে পারবেন। গ্রাফিক্স ও ভালো মানের। কার্টেনের মত দেখতে না বরং বাস্তব লাগবে। আছে ফিনিসিং মুভও। প্লেয়ার ক্রিয়েট করেও খেলতে পারবেন।
আরও বিস্তারিত ও ডাউনলোড করতে : Click This Link
ভিডিও লিংক : http://www.youtube.com/watch?v=5dyJY4Ww1-Y
নাম: Temple run : OZ . Genre : Arcade & Action , Android 2.2 and up. Size :29 MB , … Paid Game
Great and Powerful OZ মুভিটির আদলে তৈরি করা এই গেমটি সম্পর্কে সবারই জানা। সেকারনে এটি টিউনে দিতে চাইনি। হতাশ হবেন না এটার লেটেষ্ট আপডেটেড ভার্সন টার লিংক দিয়েছি যার গ্রাফিক্স আরো উন্নত। এর গ্রাফিক্স এর মায়াজালে পড়ে আর যারা নতুন এন্ড্রয়েড কিনেছেন তাদের জন্য না দিয়ে পারলাম না। এটার আনলিমিটের মানি এন্ড এভরিথিং মোডে গেমটি খেলা অনেকটা সহজ। এটা সম্পর্কে আর কিছু বলবো না। শুধু বলবো এর গ্রাফিক্সটা আপনাকে মোহিত করবে। তবে এই গেম গুলোর একটাই প্রবলেম যে এগুলো খুব কনসেন্ট্রেশন সহকারে খেলতে হয়। একটু চোখের পলক পরলেই শেষ। আর এই সমস্যার সমাধান আনলিমিটের মানি এন্ড এভরিথিং মোড। গেমটি পেইড।
আরও বিস্তারিত ও ডাউনলোড করতে : Click This Link
ভিডিও লিংক : http://www.youtube.com/watch?v=ggPR_sOUz7I
{যারা উপরের টেম্পল রান ও হাই গ্রাফিক্স এর ও এ ধরনের গেমে আসক্ত তারা Robot Unicorn Attack 2 খেলে দেখতে পারেন।}
নাম: Car Race . Genre : Racing & Action , Android 2.3 and up. Size : 47 MB , … Free Game
গেমটি Drag রেসিং। ভাবছেন অনেক রেসিংই তো খেলেছেন। এ আর এমন কি! ভাই এই গেমটি রেসিং না Drag রেসিং। মানে আপনাকে মুহুর্তের ভুলের জন্য হারতে হতে পারে। আসলেই গেমটি অনেক টাফ বাট ভেরি ইন্টারটেইনিং। এখানে আপনাকে বসকে বিট করার জন্য অনেক কিছু ই করতে হবে এটাই গেমের আসল মজা। তবে বার বার Drag রেস করাটা একটু বোরিং হলেও এর গ্রাফিক্স ও গেমপ্লে যে কেমন না খেললে কিন্তু বুঝবেন না। আরেকটা ব্যাপার আছে সেটা বলবো না। তাহলে মজাই শেষ। তবে হিন্ট হিসাবে বলি, কোন গেম না খেলে অপেক্ষা করে বসে থাকার মজা এই গেমে আপনি হাড়ে হাড়ে টের পাবেন। আমি এখানে এটার একটা সহজ ডাউনলোড লিংক দিচ্ছি কারন এই নামে আরো অনেক গুলো গেম আছে তাই। Click This Link ডাউনলোড।
আরও বিস্তারিত ও ডাউনলোড করতে : Click This Link
ভিডিও লিংক : http://www.youtube.com/watch?v=0c8WMM06R1A
নাম: Tiny Thief . Genre : Brain & puzzle ,Adventure , Android 2.3 and up. Size : 45 MB , … Paid Game
গেমটির কয়েকটি লেভেল খেলে বাদ দিয়ে দিয়েছি খেলা। কারন এটি একটি মাথা খাটানো গেম আর খুবই ধীর স্থীর ভাবে খেলতে হয়। অত ধৈর্যে কুলায়নি আমার। রবিন হুড টাইপের চোরের গেম বাট কার্টুন টাইপের। খেলতে রীতিমত ধকল হতে পারে তবে যারা পাজল গেমের ভক্ত তারা বোধ করি ফিদা হবেন।
আরও বিস্তারিত ও ডাউনলোড করতে : Click This Link
ভিডিও লিংক : Click This Link
নাম: Clear Vision {Dualogy }
1/ Clear Vision (12+)
2/ Clear Vision (17+)
Shooting , Android 2.3 and up. Size : 30 MB , … Paid Game
আমার আরেকটা পছন্দের গেম। এটাও ষ্টিকম্যান টাইপের। একবার শুরু করলে শেষ করে না উঠা কঠিন। তারচেয়ে কঠিন গেম। কাহিনীও আছে। তবে প্রথম টা না খেললে দ্বিতীয়টা বুঝবেন না। গেমটার মাঝে বাজি ধরে টাকা বাড়ানোর একটা অশন আছে। আবার সেয়ার কিনে লাভ বা লস খাবার মট মজাও আছে। তবে আমার গেমটির বড় দুর্বলতা হিসাবে যেটা মনে হয়েছে তা হল ভালো ভাবে খললে দ্রুতই গেম ওভার হয়ে যাবে। তবে এই গেমটা একটা মাইন্ড ব্লোইং গেম। ডোন্ট মিস ইট।
আরও বিস্তারিত ও ডাউনলোড করতে :
1 Click This Link
2 Click This Link
ভিডিও লিংক : http://www.youtube.com/watch?v=1m-uWP92HaA
নাম: Delivery Man. Genre : Arcade & Action , Android 2.0.1 and up. Size : 28 MB , …free Game
গেমটি কয়েকজনের কাছে একঘেয়েমি লাগতে পারে তথাপি আমার ভালো লেগেছে এর এ্যাকশন, সাউন্ড আর গেমপ্লে। খেলাটিতে আপনাকে ডেলিভারি করতে হবে গুরুপ্তপূর্ন তথ্য। আর তা নিরাপদে পৌছে দেয়ার জন্য শত্রু সাথে রক্তক্ষয়ী যুদ্ধ করতে হবে। মাঝে মাঝে বস আসবে। তকে সামাল দিতে আপনাকে কিনতে হবে আধুনিক অস্ত্র। ভালো এ্যাকশন কিন্তু কাহিনী ছাড়া। আমার কাহিনী ছাড়া গেমের প্রতি আকর্ষন কম।তাই একঘেয়েমি বলেছি।
আরও বিস্তারিত ও ডাউনলোড করতে : Click This Link
ভিডিও লিংক : http://www.youtube.com/watch?v=RCMwO6RpuxM
আমার করা আরেকটি মেগা টিউন দেখতে
আপনি কি একটা মিড-বাজেটের হাই-কনফিগারড কম্পিউটার কেনার কথা ভাবছেন?যা আপনার সকল আশা পূরন করতে সক্ষম,দাম ও মানের দিক থেকে। যারা নতুন পিসি কিনবেন তাদের জন্য “মাষ্ট সি”। টিউনটাকে,” হাজারে একটা টিউন” করার প্রয়াস নিয়ে লেখা।
পরবর্তিতে লিষ্ট আপডেট হবে এবং আপডেটিং চলতে থাকবে……………….
কিছু কমন ও ইউজফুল এ্যাপ:
MoneyWise : আমার সর্বদা প্রয়োজনীয় হিসাব রক্ষাকারী এ্যাপ এটি। এক ক্লিকেই আমার আয়-ব্যয়ের হিসাব।মাস শেষে সহজে হিসাব মেলাতে পারি। যারা আমার মত বে-হিসাবী কোথায় কি খরচ/ইনকাম করেছেন মনে থাকে না তারা এর থেকে উপকৃত হবেন। ফ্রি ভার্সন থেকে পেইড ভার্সন আরো ভালো। তবে এটাও ভালো।
Money Lover - Expense Manager : এটিও ফাইনান্সিয়াল এ্যাপ। তবে এটা হলো পাওনা দেনা। মাসিক বাজেট ইত্যাদি হিসাবে সফ্টওয়্যার। অনেক গুলো ফাইনান্সিয়াল এ্যাপের মাঝে এদুটোই আমার কাছে ভালো মনে হয়েছে। ফ্রি ভার্সন থেকে পেইড ভার্সন আরো ভালো। তবে এটাও ভালো কাজের।
Full Screen Caller ID - BIG : মোবাইলে যখন কেউ ফোন দেয় তখন স্ক্রিন জুড়ে নামের পাশাপাশি ছবি আসায় সেই মানুষটার চেহারাও ভেসে আসে। এই এ্যাপটি সেই কাজের কাজি। অনেক বেশী অপশন সমৃদ্ধ এ্যাপ। তবে আমার ভালো লাগে নাই এত অপশন থাকায়। আমার খুব সিম্পল একটা এ্যাপ দরকার ছবি আসার জন্য। কারও কাছে থাকলে নামখানা বাতলায় দেন।(শুধু ফুল স্ক্রিন ছবি আসবে এর বাইরে আর কোন ডিফল্ট সিস্টেম চেন্জ হবে না এমন)
GO Launcher EX : ফোনের ডিফল্ট ষ্টাইল যাদের ভালো লাগেনা । তারা এটা দিয়ে ইচ্ছামত ষ্টাইল দিন নিজ ফোনে। এটা নিয়ে আরো টিউন আছে।
Talking Tom & Ben News Free : বোধ করি সবারই জানা। যা বলবেন তারই প্রতিউত্তর পাবেন, শুধু তাই নয় খোচা মারেন কোন সমস্যা নাই। বাচ্চাদের হাসাবার জন্য আদর্শ এ্যাপ।আর নিজে তো হাসবেনই।
Type Bangla And Ridmik Keyboard (Bangla) : এ্যন্ড্রয়েড ফোনে বাংলা লেখা ও পড়া একটা জাতীয় সমস্যা। আসুন এই সমস্যা থেকে মুক্তি পেতে আমরা সংলাপে বসি। তবে রাজনৈতিক অনুপ্রবেশ নিষিদ্ধ। কারন ইহা আম জনতার সং এবং লাফ।
PlayerPro Music Player Trial অথবা jetAudio Music Player Basic : দুটো এ্যাপই অনেক অপশন সহ মিউজিকের জন্য দারুন এ্যাপ। অন্তত আপনার ডিফল্ট প্লেয়ার থেকে ।
Ayat: Holy Quran : কুরআনুল কারীম অর্থসহ বুঝে পাঠ করা প্রত্যেক বিবেকবান মানুষেরই উচিৎ। এটা নিয়েও টিউন আছে ( এখানে )। এ্যাপটি প্রত্যেকের ফোনে থাকা উচিত মনে করে দিলাম। অপশন থেকে বাংলায় সেট করে অর্থসহ পড়ুন ।
First Aid - American Red Cross এবং First Aid : মানুষের আনপ্রিডিক্টেবল লাইফে এক্সিডেন্ট একটি পরিচিত শব্দ। তাই হঠাৎ বিপদে কি করনীয় ও কি বর্জনীয় তা জানা থাকাটা প্রত্যেক সুচিন্তিত মানুষের দরকার। ইংলিশ হওয়াতে এই একজায়গাতে একটু সমস্যা হবে অনেকের জন্য। তবুও বিপদে কাজে লাগবে দেখে দিলাম। আমি এটা পড়ে ভালোই উপকৃত হয়েছে। এ্যাপে আবার পরীক্ষা দেওয়ার অপশন আছে, আমি আগে ভাবতাম এই এ্যাকসিডেন্টে এটা বা ওটা করা জরুরী কিন্তু পরীক্ষাতে দিতে গিয়ে দেখলাম আমার জানার মাঝে অনেক ভুল।
Bangla Dictionary Offline এবং Bangla Dictionary Offline : দুটো ডিকশনারীই অনেক ভালো যা আপনার দৈনন্দিন জীবনে ইংরেজী শব্দার্থ খুজতে কাজে লাগবে।
Automatic Call Recorder : নানা প্রয়োজনে কল রেকর্ড করে রাখার প্রয়োজন পড়ে।এই রেকর্ডারটি সিম্পল হলেও আমার মন কাড়তে সক্ষম হয়েছে।
Islamic Moral Stories এবং 99 Names of Allah: AsmaUlHusna আরও Daily Hadith : কুরআন মাজীদে আল্লাহর অনেক নাম রয়েছে। অনেকে আবার ভেবে বসবেন না যে আসমাউল হুছনায় যেহেতু আল্লাহর নাম নিরানব্বইটা সেহেতু উনার গুনবাচক নাম নিরানব্বইটা। আল্লাহ সুবাহান ওয়া তায়ালার এই ৯৯ নাম ছাড়াও আরও না আছে। এই এ্যাপে আল্লাহ সুবাহান ওয়া তায়ালা ৯৯ নাম সহ তার ইংরেজীতে অর্থ ও উপকারীতা দেওয়া রয়েছে। সম্পুর্ন অথেন্টিক কিনা বলতে পারবো না। তবে নাম ও নামের মানে জানতে, এটা উপকারী। সাথে ইসলামি গল্প পড়ে যদি তার থেকে কিছু উপকার ও কিছু দর্শন পাই তাতে খারাপ কি! আরও প্রত্যাহ হাদিস পরে কিছু শিখি। সমস্যা একটাই আর তা হলো বাবাজীরা ইংরেজীতে লেখা। তবে আগ্রহ নিয়ে পড়লে ইংরেজী কোনো ব্যাপার না।
Big Buttons Keyboard Original : ভাই কি আর বলবো বলেন। এন্ড্রয়েডের মোষ্ট কমোন সমস্যার মধ্যে একটা হচ্ছে টাইপ বা মেসেজ লেখার সময় বার বার ভুল হওয়া। কারন ছোট ছোট অক্ষর গুলো একটা চাপতে যেয়ে আরেকটা টিপ লাগা। রীতিমত মেজাজের খারাপের কারন আর সময় নষ্টের কারন। এইটা ধরেন ভাই আর কিছু বলতে হবে না। নাম যাহার ( বয়্রশ্শি্ কারে বি আর গ ! বাটন কি-বোর্ড। ) ব্যাবহার করেন । শান্তি পাইলে পরে আমার জন্য ও আমার মরহুম বাবার জন্য দোয়া কইরেন।
পরবর্তিতে লিষ্ট আপডেট হবে এবং আপডেটিং চলতে থাকবে……………….
উপরে দেওয়া সবগুলো এ্যাপের ই পেইড ভার্সন গুলো বেশী ইউজফুল এন্ড পাওয়ারফুল। আমি ফ্রি-র লিংক দিলাম। যাদের ফ্রিতে হবেনা তারা পেইড ডাউনলোড করতে পারেন।
লিখতে লিখতে হাত ব্যাথা করছে। জানেনইতো ফোনেটিক হলে কি ঝামেলা। তথাপি টিউনটি করে যদি আপনাদের সামান্য উপকারে আসি তাতেই এই লেখার সার্থকতা। আরো অনেক অসাম গেম এর লিষ্ট ছিল বাট কমন পড়ার ভয়ে অথবা পুরনো গেম সেজন্য লেটেষ্ট গুলোই বেছে বেছে দিয়েছি। বাদ দিয়েছি ৫০ মেগা বাইটের উপরের গেম ও ক্যাশ এ্যাডেড গেম। কারন বাংলাদেশের বেশীর ভাগ ইউজারই ওগুলো এ্যাভয়েড করেন ,আমার নিজের কাছেও এগুলো খানিকটা বিরক্তিকর হলেও এই দিকের গেমগুলো কিন্তু আমার দেওয়া গেম গুলোর থেকে বেশী মারাত্মক আর ইন্টারেষ্টিং। হলে কি হবে কয়জনের কাছে Galaxy 3/4/5 আছে। হতাশার কি আছে আমি যেগুলো দিয়েছি তা কি কম মারাত্মক নাকি , আমার নিজের খেলা অনেক গুলোর মধ্যে থেকে বাছাই করা এগুলো। আর প্লে গুগলে যেয়ে রেটিং দেখতে পারেন, সব গুলোর রেটিংই দারুন!! ।
যাদের আমার গেম ভালো লেগেছে তারা জেনে খুশি হবেন এই টিউনের শেষ এখানেই না ,আমি এই টিউনটি আগামী সেপ্টেম্বর মাস পর্যন্ত আপডেট করবো। তারপর আবার নতুন টিউন করবো। তাই একবারই পড়ে চলে যাবেন না এই টিউন থেকে। সপ্তাহখানেক পর আবার একটু ঢু মেরে যাবেন। প্রিয়তেও নিতে পারেন।
কম্পিউটার এর যেকোন বিষয়ে কিছু জানার থাকলে কমেন্ট সেকসনে তা বিস্তারিত উল্লেখ করুন........যেহেতু আমি নিজেও কম্পিউটার ব্যাবসা করছি এবং পাশাপাশি অন্যান্ন ব্যাবসার সাথে জড়িত সেহেতু অনেক সময় হয়ত কমেন্টের উত্তর দিতে দেরী হতে পারে কিন্তু সবার উত্তরই ইনশাআল্লাহ দিব। ওহ্ আরেকটা কথা, আমি যতটা না হার্ডওয়্যার বুঝি তার চেয়েও হয়ত বেশী সফ্টওয়্যার, ইন্টারনেট বুঝি অর্থাৎ এর উপর টুকিটাকি পড়াশোনা করেছি। সো যদি কোন প্রবলেম ফেস করেন এবং সমস্যার সমাধানে চেষ্টা চালিয়েও ব্যার্থ হন সেক্ষেত্রে আমাকে আমার মেইলে একবার নক্ করে দেখতে পারেন। আশা করি আপনাকে একটা না একটা সমাধানের পথ বের করে দিতে পারব ইনশাআল্লাহ । আমার e-mail : [email protected]
এছাড়াওFacebook-এPage of Everything. গুরুপ্তপূর্নতথ্য ও জ্ঞান সমৃদ্ধ পেজনামে জানা-অজানা বিভিন্ন বিষয়, বিনোদন, কম্পিউটার ট্রিকস, বিভিন্ন ব্লগসাইট থেকে বাছাই করা লেখা, খেলাধুলা, বিভিন্ন রকম বিষয় নিয়ে সাজানো আমিএকটা পেজ চালাচ্ছি। পেজটি প্রতিনিয়ত বিভিন্ন গুরুপ্তপূর্ন তথ্যনিয়েহাজির হচ্ছে আপনাদের সামনে। প্রয়োজনে বা অবসরেপেজটি দেখে আসতে পারেন।
সর্বপরি ,আপনাদের কাছে আমার অনুরোধ যদি আপনাদের এই টিউনটি ভালো লেগে থাকে এবং মনোনীত টিউন হিসাবে উপযুক্ত মনে হয় তাহলে "" নির্বাচিত টিউন হিসাবে মনোনয়ন "" করতে অনুরোধ করছি। বেশী বেশী কমেন্ট করুন এবং মায়ের ভাষা বাংলায় করুন।
অনেক ধৈর্য নিয়ে আমার টিউনটি পড়ার জন্য সবাইকে ধন্যবাদ।
আমার করা আরেকটি মেগা টিউন দেখতে
আপনি কি একটা মিড-বাজেটের হাই-কনফিগারড কম্পিউটার কেনার কথা ভাবছেন?যা আপনার সকল আশা পূরন করতে সক্ষম,দাম ও মানের দিক থেকে। যারা নতুন পিসি কিনবেন তাদের জন্য “মাষ্ট সি”। টিউনটাকে,” হাজারে একটা টিউন” করার প্রয়াস নিয়ে লেখা।
আপডেট : ১ ## কেউ কেউ বলেছেন তাদের প্লে-ষ্টোর থেকে নামাতে সমস্যা হচ্ছে। আপনারা অন্য উপায়ে অন্য সাইট থেকে নামিয়ে নিতে পারেন। প্লে স্টোরের লিংক থেকে নিশ্চিন্তে কোন ভাইরাস ছাড়া নামানোর জন্যই আপনাদের এই সাইটের লিংক দিয়েছিলাম। আপাতত আমি আপনাদের সুবিধার্থে এর সমাধান হিসাবে একটা ওয়েব সাইটের লিংক সেয়ার করছি। এখানে ক্লিক করুন।
কেউ যদি মনে করেন, ছবির পরিমান টিউনটিতে বেশী হয়ে গেছে, পেজ আসতে সময় নিচ্ছে , তাহলে কমেন্টের মাধ্যমে জানান।
আমি AfiA Multifarious Biz। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 61 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কম্পিউটার, ইন্টারনেট সার্ফিং, ব্লগিং এর প্রতি বিশেষ এক আকর্ষন বোধ করি। কম্পিউটারসহ বিভিন্ন ব্যাবসার পাশাপাশি ব্লগিং এর এই প্লাটফর্মে নিজের ভেতরকার জ্ঞানের দ্বারা আপনাদের যদি সামান্য উপকারে আসি তবে সেটুকুই আমার প্রাপ্তি। আপনাদের নিকট দোয়া কামনা করছি।
পুরাই অস্থির পোষ্ট হইছে !
আমার মত যাদের নেট স্লো, বড় সাইজের গেম ডাউনলোড করতে পারি না তাদের জন্য অনেক দারুন পোষ্ট !
অনেক অনেক ধন্যবাদ আপনাকে !
এই রকম আরও পোষ্টের অপেক্ষায় রইলাম !!