ঈদ মোবারক! ঈদ মোবারক!! ঈদ মোবারক!!!
সবাইকে ঈদের শুভেচ্ছা! সবাই ভালো আছেন তো? অনেকেই তো গ্রামের বাড়িতে ঈদ করলেন, তাই না? যাই হোক, ঈদের ছুটি কেমন কাটালেন, কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এখন, কাজের কথায় আসি।
আমরা অনেকেই অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম চালিত ডিভাইস ব্যবহার করছি। পাশাপাশি যারা পারছি, Grameenphone এর MMS(SSL) Proxy দিয়ে ফ্রী নেট ব্যবহার করছি। এই ফ্রী নেট এর কনফিগারেশন সেটিংস নিয়ে যথেষ্ট টিউন হয়েছে, তাই আমি এই দিকে যেতে চাচ্ছি না। আমার প্রশ্ন হল, আপনি যে ফ্রী নেটের কনফিগারেশন সেট করলেন, একইভাবে আপনি কতটুকু ফ্রী আনলিমিটেড ব্রাউজ+ডাউনলোড করতে পারছেন? আপনাকে ব্রাউজ কিংবা ডাউনলোড করার জন্য নিশ্চয়ই অনেক ঝামেলা পোহাতে হয়!!!
ভালো কথা, অনেকে এই ফ্রী নেটের জন্য আবার তাদের শখের ডিভাইসটিকে রুট পর্যন্ত করে ফেলেছেন! কারণ কি? উত্তর- ফ্রী নেটের সফটওয়্যার Orbot তো রুট ছাড়া কাজ ই করে না। আবার, যে গুটি কয়েক হ্যান্ডসেটে রুট ছাড়া কাজ করে, সেগুলোতেও Orweb Browser ছাড়া অন্য কোন ব্রাউজারে HTTP অ্যাড্রেসগুলোতে এক্সেস দিবে না। তারপর, আবার ডাউনলোড দিলে কোন রিজিউম সাপোর্ট নাই।
এখন, Orbot ছাড়া যদি নেট ব্যবহার করেন, তাহলে আপনি নিশ্চয়ই কোন HTTPS Proxy Server ব্যবহার করছেন, কারণ সার্ভার দিয়ে আপনাকে HTTP Address ভিজিট করতে হবে। আচ্ছা, এখন ডাউনলোড এর সময় কি করেন? Droid Loader Download Manager/ Andro Get বা এই জাতীয় কোন ডাউনলোডার কে ফাইল দেখিয়ে দেন, তাই না? কিন্তু সেই ব্যপার টা কি করে সম্ভব!!! টিটি তে কে যেন একটি পদ্ধতি বাতলে দিয়েছিলেন যে, একটি মোডিফাইড Opera Mini তে ডাউনলোডের সময় Share বাটন এ ক্লিক করে ওই ডাউনলোডার কে দেখিয়ে দিতে হয়! সত্যি কথা বলতে কি, শুধু আমি না, আমার ফ্রেন্ডরাও এই পদ্ধতিটি ব্যবহার করতে পারেনি।
তাহলে,জিপির এই ফ্রী নেটের সমস্যাগুলো হল-
১..MMS Proxy,
২..৩মিনিট পরপর অটো-ডিস্কানেক্ট
সমাধানঃ
বা https://www.proxy-server.at
Please select an option-
1. Play Online 2. Watch Offline
আপনি ২নং অপশনটি সিলেক্ট করুন। এবার, আপনি কোথায় এবং কি নামে সেভ করে রাখবেন তা দেখিয়ে দিন। ডাউনলোড করা শুরু করে দিন। যখন, নেট অটো-ডিস্কানেক্ট হয়ে যাবে, তখন নিচের মতো একটি পপ-আপ উইন্ডো আসবে-
WiFi has been disconnected!
Continue your download?
1. Yes 2. No
১নং অপশন সিলেক্ট করুন। দেখুন, রিজিউম হয়ে গিয়েছে!!! এখন, নেট মামা যতবারই ডিস্কানেক্ট হোক না কেন, আপনার ডাউনলোড হতেই থাকবে......হতেই থাকবে!!! ও হ্যাঁ, আপনি কিন্তু ব্রাউজার Exit করবেননা। তা হলে ডাউনলোড Paused হয়ে থাকবে। আপনি জাস্ট Home বাটন চেপে বের হয়ে আসুন। আর, শেষ কথা হল- আপনি যখন, Smartphone অফ করে অন করবেন এবং তারপর Paused ডাউনলোড কে Resume করতে যাবেন, তখন হয়তবা ফাইলটির নাম পরিবর্তন হয়ে .php হতে পারে। অর্থাৎ কোন গানের ফাইল .mp3 পরিবর্তন হয়ে .php হতে পারে। সেক্ষেত্রে, ডাউনলোড কমপ্লিট হলে সেই ফাইল টি Rename করে .php এর জায়গায় .mp3 লাগালেই হবে। ব্যাস, ঝামেলা শেষ।
এই পোস্টের দ্বারা যদি আপনার সমস্যার সমাধান হয়ে থাকে, তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে কৃতজ্ঞতার পরিচয় দিন। সমস্যা হলে কমেন্ট করুন।কথা দিলাম, পাশেই থাকব!!!
আমি ডেভেলপার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Bro Nokia Belle Operating System er jonno akta post koren just like this one,please.
Thanks.