এবার আপনার এন্ড্রয়েড ফোন দিয়ে নেট চালান পিসিতে!

Portable Wi-Fi hotspot ব্যবহার করে আমরা খুব সহজেই অন্য একটি Wi-Fi enabled মোবাইল এবং ল্যাপটপের সাথে নেট শেয়ার করতে পারি। কিন্তু অধিকাংশ পিসিতে Wi-Fi না থাকার কারণে এই পদ্ধতিতে নেট শেয়ার করা যায় না।

অথচ এন্ড্রয়েড ফোন দিয়ে পিসিতে নেট শেয়ার করা যে এতটা সহজ আগে জানতাম না! যারা বিষয়টি জানেন এবং ব্যবহার করছেন তারা দয়া করে আমার এই লেখাটি এড়িয়ে চলুন। যারা জানেন না এই টিউনটি শুধু মাত্র তাদের জন্য।

শুরুতেই বলে নেই এই পদ্ধতিটি কেবলমাত্র Windows Vista, Windows 7 এবং Linux অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে প্রযোজ্য। তবে Windows 8 এও কাজ করার কথা। আমি ব্যবহার করে দেখিনি। আসুন এবার জেনে নেই কীভাবে আপনার এন্ড্রয়েড ফোন দিয়ে পিসিতে নেট চালাবেন!

আপনার এন্ড্রয়েট ফোনের Data Connection চালু করুন। এবার USB ক্যাবল দিয়ে পিসির সাথে ফোনের Connection দিন। মোবাইলের Setting অপশন থেকে Wireless & networks সিলেক্ট করুন। এখান থেকে  Tethering & portable hotspot সিলেক্ট করুন। এবার USB tethering এর ডানপাশের ঘরে টিক চিহ্ন দিয়ে দিন। ব্যস, এবার আনায়াসেই এন্ড্রয়েড ফোনের নেট ব্যবহার করুন আপনার পিসিতে।

যারা Windows XP কিংবা অন্য কোনো অপারেটিং সিস্টেম ব্যবহার করেন তাদের জন্যেও ব্যবস্থা আছে। এ বিষয়ে পরে একটা টিউন করব ইনশাল্লাহ। আর যারা এখনই চেষ্টা করতে চান তারা এই http://www.android.com/tether#usb ওয়েব সাইটটি দেখে নিতে পারেন।

Level 0

আমি অয়ন রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 12 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এত কাল পরে আপনি এইটা আবিস্কার করলেন!!!

আমি একটু এ্যাড করি আপডেট করে নিয়েন

পিসির WLAN কানেকশনও ওপেন থাকা লাগবে ।

Level 0

vai apnira paran bote, ha ha ha……………….