Google Play থেকে Apps ডাওনলোড করুন আপনার কম্পিউটার দিয়ে । (আপডেট 26-07-2013)

Google Play থেকে Apps ডাওনলোড করুন কম্পিউতার দিয়ে!

মোবাইল দিয়ে PlayStore এ ঘুরতে ঘুরতে Tk/MB সব শেষ ? ভাবছেন কম্পিউটার দিয়ে যদি ডাওনলোড করতে পারতেন । আর কোন চিন্তা নেই । এখন কম্পিউটার দিয়েই PlayStore থেকে সব Apps ডাওনলোড করতে পারবেন । তো চলুন শুরু করা যাক । প্রথমে Google Chrome ডাওনলোড করে নিন। তারপর এই জিপ ফাইলটি ডাওনলোড করুন । Extarct করে দেখুন ২টি ফাইল আছে ।

এখন Device ID.apk এই সফটওয়্যারটি আপনার এন্ড্রয়েড মোবাইলে ইন্সটল করে ওপেন করুন।

এখন আসল কাজে আসি। Google Chrome ওপেন করুন । ডানপাশের কোনায় ক্লিক করে Tools>Extension এই পেজ এ যান । তারপর ডাওনলোড করা ফাইল থেকে 1.4.3.crx  নামের ফাইলটি ড্রাগ করে Google chrome এ ছেড়ে দিন । একটা Notification আসবে Add Button এ ক্লিক করুন। দেখবেন APK Downloader নামে একটি Extension তৈরী হয়েছে। APK Downloader এর নিচে Option এ ক্লিক করুন। একটি পেজ ওপেন হবে। সেখানে আপনার এন্ড্রয়েড মোবাইলটিতে যেই Gmail ID দিয়ে PlayStore   ঢুকেছেন সেই Gmail ID এবং পাসওয়ার্ড দিন। আর Device ID এর ঘরে আপনার মোবাইলের Device ID দিন। (Device ID এর জন্য Device ID সফটটি ওপেন করুন )। তারপর Login এ ক্লিক করুন। অতঃপর Show Advanced Settings এ ক্লিক করে কান্ট্রির জায়গায় বাংলাদেশ এবং Sim Operator এর জায়গায় আপনি যে সিম ব্যবহার করছেন তা নির্বাচন করুন। ব্যস কাজ শেষ। এখন Google Play ব্রাউজ করুন। যেকোন একটি সফটওয়্যার এ ক্লিক করেন। এখন Addressbar এর কোনায় দেখুন PlayStore এর আইকন এসেছে সেখানে ক্লিক করুন। ডাওনলোড শুরু হবে। এখন ইচ্ছামত ডাওনলোড করুন Google Play থেকে।

বিঃদ্রঃ- যারা ফ্রি ব্যবহার করেন এবং কানেকশন চলে যায় তারা Icon এ ক্লিক করার পর যখন ডাওনলোড শুরু হবে তখন Ctrl+J চাপুন। লিংক এ গিয়ে Right Button ক্লিক করে Download With IDM এ ক্লিক করে ডাওনলোড করুন। আর যাদের Download With IDM এই Option নেই তারা Extension এ গিয়ে Allow access to file URLs এ Tick দিন। ১০০% হবে।

ভাল থাকুন, সুস্থ থাকুন এই শুভ কামনায় আমার প্রথম পোষ্ট শেষ করছি ।

কোন ভুল হলে ক্ষমা করবেন ।

প্রথম প্রকাশিত http://www.webdblogger.blogspot.com

Level 2

আমি তোফায়েল আহমাদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 48 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি আপনাদের মতই প্রযুক্তি প্রিয় একজন মানুষ। বলতে গেলে সারাদিন আমি কম্পিউটার নিয়েই পড়ে থাকি কিছু শিখতে চেষ্টা করি। এই জন্য ইন্টারনেটে বিচরন করি এরই সুত্র ধরে আমার টেকটিউনস এ আসা। আশা করি এখান থেকে অনেক কিছু শিখতে পারব। এবং যদি নতুন কিছু জানতে পারি সেই বিষয়ে পোষ্ট করব। ধন্যবাদ!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

kaj hoise vai..thanks a lot…

google playstore থেকে কি paid apps ডাউনলোড করা যাবে ?

Level 0

অনেক ধন্যবাদ ভাই । কাজ হইছে ।

কাজে লাগছে । ভাই আপনাকে অনেক ধন্যবাদ

Level 0

vaiya hocche na, khali ai msg ta show kortase:
“ERROR: Cannot download this app!
403 Forbidden”

Level 0

jara jara download korte parsen, amak plzz “WhatsApp Offline Mode” app ta download kore mediafire or dropbox e upload kore dite parben?
link:
https://play.google.com/store/apps/details?id=com.fivepixels.whatsappoffline

সবাইকে ধন্যবাদ মন্তব্য করার জন্য।

Level 0

vai sob korlam kintu dan side e apk down icon ase na ke korbo?

VAI AMAR AGE APK ICON ASTO KOEKDIN POR R ASE NA….R IDM DIA DOWN ER JE TIPS DISEN ETA KAJ KORE NA

ভাই কিছু পেইড এপস আছে কোথাও পাচ্ছিনা আমাকে কি এগুলো দিতে পারবেন ?
১.Age Calculator Pro
2.Mayabi Keyboard Premium

ভাই আমি অনেক সাইট ঘুরেছি কিন্তু এগুলো পাচ্ছিনা । আর আপনি যে আমাকে পেইড আপস এর কথা বলছেন তা অনেক আগেই শেষ। মানে আগের পোস্ট দেখেছি কোথাও সমাধান পাইনি ।যদি আপনি একটু কষ্ট করে আমাকে সাহায্য করেন। প্লিস

Level 0

vai ay option koy passi na ar ha down dete parce ar ay link ta kotahy passi na.? Allow access to file URLs ayta bolen plz

Level 0

thanx a lot @ Tofayel Ahmad..this is what i look for month by month…this is the simplest way to download APK file from google paly…thanks again… go ahead!!

Level 0

আগের পোস্টে কাজ হতো কিন্তু বেশ কিছুদিন হচ্ছিলনা এখন দেখি কি হয়।

Level 0

Thanks Bro. কাজ হচ্ছে।

Level 2

Working Thank’s … 🙂

Level 0

working……that”s cool..thnx bro

vai apk downloader icon ase but ote click korle download option ashsena ba download hosse na
pls help koren

VAI KAJ HOINA ETO SUNDOR POST JODI KAJ NA HOI VALO LAGE?
SOB THIKMOTO KORSI APK DOWNLOADER ICON ASHSE BUT TATE CLICK KORLE KONO SENCE PAWA JASSE NA 1 HOUR BOSE THAKLAM BUT DOWNLOAD HOINA…
PLS PLS PLS HELP ME

ধন্যবাদ,ভাই কাজ করে।

Level 0

vi apnar apk file eaktu check koira dekhen amar memory card ta crash korse ………..
plz check it ……………

Level 0

onek onek dhonnobad vhai. eto rate thanx na dia parlam na.karon etay ami khujcilam