মোবাইল দিয়ে PlayStore এ ঘুরতে ঘুরতে Tk/MB সব শেষ ? ভাবছেন কম্পিউটার দিয়ে যদি ডাওনলোড করতে পারতেন । আর কোন চিন্তা নেই । এখন কম্পিউটার দিয়েই PlayStore থেকে সব Apps ডাওনলোড করতে পারবেন । তো চলুন শুরু করা যাক । প্রথমে Google Chrome ডাওনলোড করে নিন। তারপর এই জিপ ফাইলটি ডাওনলোড করুন । Extarct করে দেখুন ২টি ফাইল আছে ।
এখন Device ID.apk এই সফটওয়্যারটি আপনার এন্ড্রয়েড মোবাইলে ইন্সটল করে ওপেন করুন।
এখন আসল কাজে আসি। Google Chrome ওপেন করুন । ডানপাশের কোনায় ক্লিক করে Tools>Extension এই পেজ এ যান । তারপর ডাওনলোড করা ফাইল থেকে 1.4.3.crx নামের ফাইলটি ড্রাগ করে Google chrome এ ছেড়ে দিন । একটা Notification আসবে Add Button এ ক্লিক করুন। দেখবেন APK Downloader নামে একটি Extension তৈরী হয়েছে। APK Downloader এর নিচে Option এ ক্লিক করুন। একটি পেজ ওপেন হবে। সেখানে আপনার এন্ড্রয়েড মোবাইলটিতে যেই Gmail ID দিয়ে PlayStore ঢুকেছেন সেই Gmail ID এবং পাসওয়ার্ড দিন। আর Device ID এর ঘরে আপনার মোবাইলের Device ID দিন। (Device ID এর জন্য Device ID সফটটি ওপেন করুন )। তারপর Login এ ক্লিক করুন। অতঃপর Show Advanced Settings এ ক্লিক করে কান্ট্রির জায়গায় বাংলাদেশ এবং Sim Operator এর জায়গায় আপনি যে সিম ব্যবহার করছেন তা নির্বাচন করুন। ব্যস কাজ শেষ। এখন Google Play ব্রাউজ করুন। যেকোন একটি সফটওয়্যার এ ক্লিক করেন। এখন Addressbar এর কোনায় দেখুন PlayStore এর আইকন এসেছে সেখানে ক্লিক করুন। ডাওনলোড শুরু হবে। এখন ইচ্ছামত ডাওনলোড করুন Google Play থেকে।
বিঃদ্রঃ- যারা ফ্রি ব্যবহার করেন এবং কানেকশন চলে যায় তারা Icon এ ক্লিক করার পর যখন ডাওনলোড শুরু হবে তখন Ctrl+J চাপুন। লিংক এ গিয়ে Right Button ক্লিক করে Download With IDM এ ক্লিক করে ডাওনলোড করুন। আর যাদের Download With IDM এই Option নেই তারা Extension এ গিয়ে Allow access to file URLs এ Tick দিন। ১০০% হবে।
ভাল থাকুন, সুস্থ থাকুন এই শুভ কামনায় আমার প্রথম পোষ্ট শেষ করছি ।
কোন ভুল হলে ক্ষমা করবেন ।
প্রথম প্রকাশিত http://www.webdblogger.blogspot.com
আমি তোফায়েল আহমাদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 48 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি আপনাদের মতই প্রযুক্তি প্রিয় একজন মানুষ। বলতে গেলে সারাদিন আমি কম্পিউটার নিয়েই পড়ে থাকি কিছু শিখতে চেষ্টা করি। এই জন্য ইন্টারনেটে বিচরন করি এরই সুত্র ধরে আমার টেকটিউনস এ আসা। আশা করি এখান থেকে অনেক কিছু শিখতে পারব। এবং যদি নতুন কিছু জানতে পারি সেই বিষয়ে পোষ্ট করব। ধন্যবাদ!
kaj hoise vai..thanks a lot…