আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ
পরম করুনাময় আল্লাহর নামে শুরু করছি।
সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা!
আমার পূর্বের পোষ্টটি ছিল কীভাবে আপনার Samsung Galaxy Pocket GT-S5300 কে কিভাবে JellyBean এ উন্নত করবেন। আমার আজকের পোষ্টের বিষয় হল কিভাবে আপনার Samsung Galaxy Pocket GT-S5300 এ কিভাবে Official Rom ইন্সটল করবেন।
যা যা প্রয়োজনঃ
১-একটি কম্পিউটার।
প্রথমেই USB Driver টি ইন্সটল করে নিন। এবং Official Rom টি Extract করুন।
১-Odin Flasher Open করুন।
২-আপনার মোবাইলের ডাওনলোড মুড এ যান। (এর জন্য আপনার মোবাইলের Home+Volume Down+Power key একসাথে চেপে ধরুন। তারপর Volume Up key চাপুন।)
৩-আপনার মোবাইলটি ডাটা ক্যাবলের মাধ্যমে কম্পিউটারের সাথে যুক্ত করুন।
৪-এখন Odin Flasher এর ID:COM এ লক্ষ্য করুন যদি এটি আপনার USB Port সহকারে হলুদ বর্ণ ধারন করে তবে মনে করবেন আপনার মোবাইলটি কম্পিউটার এর সাথে যুক্ত হয়েছে।
৫-Odin Flasher এ Auto Reboot এবং F.Reset Time অপশন দুটি Mark করে দিন।
৬-Odin Flasher এ PDA তে ক্লিক করুন। এবার Extaract করা File থেকে PDA ফাইলটি সিলেক্ট করুন।
৭-Odin Flasher এ Phone তে ক্লিক করুন। এবার Extaract করা File থেকে Modem ফাইলটি সিলেক্ট করুন।
8-Odin Flasher এ CSC তে ক্লিক করুন। এবার Extaract করা File থেকে CSC ফাইলটি সিলেক্ট করুন।
৯-Odin Flasher এ Start এ ক্লিক করুন।
১০-এখন কিছু সময় অপেক্ষা করুন।
১১-Flash হয়ে গেলে Home+Volume up+Power key চেপে Recovery Mood এ প্রবেশ করুন।
১২-তারপর Wipe Data Factory Reset এ ক্লিক করুন।
১৩-তারপর Wipe Cache Factory Reset এ ক্লিক করুন।
১৪-তারপর Reboot System Now এ ক্লিক করুন।
সতর্কতাঃ
১-খেয়াল রাখবেন কাজের সময় যাতে বিদ্যুৎ চলে না যায়।
২-আপনার সব ডাটার ব্যাকআপ নিয়ে নিন।
৩-আপনাকে নতুন করে Root করা লাগবে।
যারা এন্ড্রয়েডের অন্যান্য ফোন ব্যবহার করেন তাদের জন্য একই নিয়ম। তবে আপনারা আপনাদের মোবাইলের জন্য Google এ Search দিয়ে Official Rom সংগ্রহ করে উপ্রের নিয়ম ফলো করবেন।
আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। সবাই সবার জন্য দোয়া করবেন। রমজান মাস দোয়া কবুলের মাস।
আমি তোফায়েল আহমাদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 48 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি আপনাদের মতই প্রযুক্তি প্রিয় একজন মানুষ। বলতে গেলে সারাদিন আমি কম্পিউটার নিয়েই পড়ে থাকি কিছু শিখতে চেষ্টা করি। এই জন্য ইন্টারনেটে বিচরন করি এরই সুত্র ধরে আমার টেকটিউনস এ আসা। আশা করি এখান থেকে অনেক কিছু শিখতে পারব। এবং যদি নতুন কিছু জানতে পারি সেই বিষয়ে পোষ্ট করব। ধন্যবাদ!
ভাই আনেক ধন্যবাদ আপনাকে খুবই কাজের একটি টিউন। আমি অনেক দিন ধরে এটা খুজেত ছিলাম।
& একটা কথা official rom টা install করলে বাংলা দেখা যাবে কি? আমি এখন costom rom দিয়ে চালাই বাংলা দেখা যায়।
& আর এটা install এর পর অন্য কোন সমস্যা হবে না তো?