আপনার অ্যান্ড্রয়েড ফোনে চালান Windows95/98/XP/Win7 এবং Win8 সহ যে কোন অপারেটিং সিস্টেম !!!

আজ অনেকদিন পর টেকটিউনস এ টিউন করতে বসলাম। বিভিন্ন ব্যস্ততার কারণে হয়তো টিউন করার জন্য সময় বেড় করতে পারি না। টেকটিউনসে নতুন সব টিউনারদের দেখে সত্যিই অনেক ভাল লাগছে। মেহেদী ভাইকে ধন্যবাদ এত সুন্দর একটি প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক তৈরি করার জন্য আর টিউনারদের অসংখ্য ধন্যবাদ টেকটিউনসকে বিশ্বের সেরা বাংলা প্রযুক্তি সৌশল নেটওয়ার্ক হিসাবে পরিচিত করার জন্য।

আমাদের অ্যান্ড্রয়েড ফোন লিনাক্স কার্নেল এর উপর ভিত্তি করে চলে। তাই স্মার্ট ফোনে আপনি সরাসরি অ্যান্ড্রয়েড ব্যতীত অন্যকোন অপারেটিং সিস্টেম ইন্সটল করতে পারবেন না। তবে আপনি চাইলে লিনাক্স কার্নেল ভিত্তিক অ্যান্ড্রয়েড ফোন কিছু অ্যাপ্লিকেশান ব্যবহার করে যে কোন অপারেটিং সিস্টেম ব্যবহার করতে পারবেন। এতে অপারেটিং সিস্টেম IMG ফাইল ফরমেট সিস্টেম এ থাকবে এবং একটি অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশান সেটি পড়বে অর্থাৎ পুরো বিষয়টি একটি অ্যাপ্লিকেশানের মতন কাজ করবে। এরফলে ফোনে বিশেষ কোন প্রকার সমস্যা হবার সম্ভাবনা থাকে না। আজকে আমি আপনাদের অ্যান্ড্রয়েড ফোনে উইন্ডোজ অপারেটিং সিস্টেম চালানোর পদ্ধতি জানাবো।

 libSDL অ্যাপ্লিকেশান ইন্সটলেশন:

libSDL অ্যাপ্লিকেশান

অ্যান্ড্রয়েড ফোনে উইন্ডোজ অপারেটিং সিস্টেম চালানোর চালানোর জন্য প্রথমে এখান থেকে libSDL অ্যাপ্লিকেশানটি ডাউনলোড করে নিন এবং অ্যান্ড্রয়েড ফোনে ইন্সটল করুন।

 SDL ফোল্ডার তৈরি:

SDL ফোল্ডার তৈরি

এবার আপনার অ্যান্ড্রয়েড ফোনের মেমরি কার্ডে SDL নামে একটি ফোল্ডার তৈরি করুন। এখন আপনি যে উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহার করতে চান তার IMG ফাইল ফরমেট ইন্টারনেট থেকে ডাউনলোড করে নিন। আমি এখানে Windows95 এর IMG ফাইল ফরমেট ব্যবহার করছি। অপারেটিং সিস্টেমের IMG ফাইল ফরমেট ছাড়াও libSDL অ্যাপ্লিকেশানের মাধ্যমে উইন্ডোজ অপারেটিং সিস্টেম চালাতে SDL ফোল্ডারে আরও তিনটি ফাইল লাগবে- "vgabios-cirrus.bin", "vgabios.bin" এবং "bios.bin"
নোট:  অপারেটিং সিস্টেমের IMG ফাইলকে অবশ্যই "c.img" এই নামে থাকতে হবে।

আমি এখানে vgabios-cirrus.bin, vgabios.bin, bios.bin এবং Windows 95 এর IMG ফাইল ফরমেট সহ ডাউনলোড লিঙ্ক দিয়ে দিলাম, যা SDL ফোল্ডারে থাকবে।

এখান থেকে Windows XP এর IMG ফাইল ডাউনলোড করতে পারেন।

অ্যান্ড্রয়েড ফোনে উইন্ডোজ অপারেটিং সিস্টেম:

 libSDL অ্যাপ্লিকেশান

এবার libSDL অ্যাপ্লিকেশানটি চালু করুন। তারপর অ্যান্ড্রয়েড ফোনে উপভোগ করুন মাইক্রোসফট উইন্ডোজ অপারেটিং সিস্টেম !

বুট... বুট হবার পর সয়ংক্রিয় ভাবে চালু না হলে আপনার অ্যান্ড্রয়েড ফোনের নিচের ভলিউম বাটনে চাপ দিন Windows95 আপনার অ্যান্ড্রয়েড ফোনে !!!

সবাই ভাল থাকুন সুস্থ থাকুন এই শুভ কামনায়............

Level 2

আমি আলমাস জামান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 107 টি টিউন ও 1591 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি আপনাদের আলমাস। ছোট বেলা থেকেই স্বপ্ন দেখতে ভালবাসি, তাই স্বপ্ন বাস্তবায়নে ছুটে বেড়াই অজানা অনেক দূরে। অনেক সময় স্বপ্ন খুঁজতে গিয়ে পথ হারিয়ে যাই তখন, বিস্তীর্ণ উজানে একলা হয়ে চিহ্ন একেঁ একেঁ পথ চিনে নেই...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Waaa……vhai…aita ki dekhailen….porai taski khaia gelam………..

vhai akhono bishash hoitase na j……pc te j os instal dei oitai dirrect android a cholbe…only akta emulator diai ???????

Porai fatia disen….dirrect prio te nia rakhlam……..dhonnobad shear korar jonno…….

আলমাস ভাই দারুন একটা জিনিস দেখাইলেন 😀 এইসব টিউন ছাড়া টেকটিউনস ফাকা ফাকা লাগে! টিউনটা পরে মনটা শান্তি হয়ে গেল।

অনেক ধন্যবাদ ভাই টিউনটি করার জন্য। আরো সুন্দর সুন্দর টিউন আশা করছি আপনার কাছ থেকে 🙂

Level 0

rooted mobile lagbe?

Level 0

অনেক ধন্যবাদ ভাই টিউনটি করার জন্য।

Level 0

আমার এন্ড্রয়েড এ একটু ট্রাই করতে হয় তো.. কয়েকদিন উইন্ডোস আট-সাট ব্যবহার করে দেখি কেমন লাগে। 😀

সুপার টিউন হইছে…… চালিয়ে যান…

শুকরিয়া……
তবে হ্যাঁ, এই অপারেটিং সিস্টেমটি কি অ্যান্ড্রয়েডের ভিতরেই রান করবে? পিসিতে উইন্ডোজ সেটআপ দেয়ার যে IMG ফাইল(৩-৪জিবি), সেগুলোই কি এখানে কাজ করে? নাকি অ্যান্ড্রয়েডের জন্য কাস্টমাইজ্‌ড করা? বুট এর ধরন কেমন(ডুয়াল/সিংগেল)? র‍্যাম এর উপর প্রভাব কেমন?
[প্রশ্নগুলো টিউন-প্রাসংগিক।]

    @ন্যানোপিডিয়া: ধন্যবাদ। এটি অ্যান্ড্রয়েডের ভিতরেই রান করবে। IMG ফাইলের বিষয়টি এমন নয়। ফুল উইন্ডোজ এর একটি IMG ফাইল পাওয়া যায়। এটি সিংগেল বুট। র‍্যাম এর উপর প্রভাব খুব বেশি নয়।

Level 0

চরম টিউন …. 🙂

Windows phone e android install kora jai na?

দারুন… 🙂

Level 0

Android e jar kivabe run korabo?
http://www.priceinbd.com

XP/Win7 এবং Win8 অপারেটিং কিভাবে চালানো যাবে তা একটু বলবেন। কম্পিউটারের ইমেজ ফাইলের সাথে এই ইমেজের কোন তফাৎ আছে কিনা। এই রকম ইমেজ নিজে তৈরি করতে পারব কিনা। আপনি যে ইমেজটি আপলোড করেছেন তাতে কি XP/Win7 এবং Win8 অপারেটিং এর ইমেজ আছে কিনা? সাইজ দেখে মনে হয় আছে। আপনার টিউনটি অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ। আপনি যে ইমেজটি দিয়েছেন 1.5জিবি তা অন্য কোথাও আপলোড করলে ভাল হত। ডাউনলোড করতে পারছি না।

    @জোবায়ের রাসেল:

    XP/Win7 এবং Win8 অপারেটিং কিভাবে চালানো যাবে তা একটু বলবেন।
    > XP/Win7 এবং Win8 এর IMG ডাউনলোড করে নিন এবং একই ভাবে চালান…

    কম্পিউটারের ইমেজ ফাইলের সাথে এই ইমেজের কোন তফাৎ আছে কিনা।
    > নেই

    এই রকম ইমেজ নিজে তৈরি করতে পারব কিনা।
    > পারবেন

    আপনি যে ইমেজটি আপলোড করেছেন তাতে কি XP/Win7 এবং Win8 অপারেটিং এর ইমেজ আছে কিনা?
    সাইজ দেখে মনে হয় আছে।
    > নেই, শুধু ৯৫

Level 0

আগের অবস্থায় কিভাবে যাওয়া যাবে….

লিনাক্স মিন্ট ইন্সটলের প্রক্রিয়া কি?

আগের অবস্থায় কিভাবে যাওয়া যাবে….

ভাই জোবায়ের রাসেল এর সাথে একমত। আর আগের অবস্থায় কিভাবে যাওয়া যাবে….

চমক টিউন করছেন আলমাস সাহেব !
আমি উইনডোজ ৮ টা ট্রাই করব 😉

Ki vai konokisui to hoyna. Kaj korbo kivabe?

ভাই পিসির সব সফটওয়্যার কি চলবে

Level 0

try krbo

Level 0

Bhai windows 8 ar link ta den pls

OS7/OS8 ER IMG IMAGE ER DOWNLOAD LINK TA DEN.AR OS SETUP DEYAR POR (.EXE) FILE KI RUN KARANO JABE PLEASE TELL ME BRO.KEEP IT UP

ভাই উপরের সবার প্রশ্নের উত্তর দিয়েছেন। কিন্তু আমি এ পর্যন্ত টিউনটি অনেকবার দেখছি আর দেখবো। আমার প্রশ্নের উত্তর কি দিবেন না ভাই।
Install Windows 95 to an Android. – YouTube
http://www.youtube.com/watch?v=O6xbah7hvrU

Windows XP on Android (unedited boot time) – 10Youtube.com
http://www.youtube.com/watch?v=fFddSyBEvPM

win 8 pabo koi ….. marattok ekta tune hoise …

Level 0

darun hoyese

Level 0

Almas bhai, windows 95 er download link disable hoye gece. XP er img download hoi na. Win 7 ar Win 8 er img kothay pabo ba download link dile khushi hobo.

Error (509)
This account’s public links are generating too much traffic and have
been temporarily disabled! 🙁

Level 2

Vai download link thik koren plz,,,,,

Jossssssssssssssssssssssssssssssssss……………

kono link kaj kore na.

Vai kivabe windows phone e android install kora jai ata niye akta tune korben please.amar phone nokia lumia 520

ভাই আপনার উত্তরে আমি খুশি। শুধুমাত্র ডাউনলোড করতে পারতেছি না। কিভাবে ইমেজ ফাইল তৈরি করতে হবে তা যদি একটু বলেন ভাল হত।

Level 0

vai download overload hoye gese. mediafire e den. by the nice tune . Thanks . carry one

এটা হবে কিনা একটু দেখেন তো ভাই
http://www.4shared.com/rar/qt5mh6is/qemu95eng.html

এইটা একটু গুগলে সার্চ দিয়ে দেখেন সবাই
how to make img file for libSDL in android
এই বিষয়ে অনেক টিউটোরিয়াল পাবেন

Level 0

স্বপ্ন দেখতে ভালবাসি, তাই অনেক সময় স্বপ্ন খুঁজতে গিয়ে পথ হারিয়ে যাই তখন, বিস্তীর্ণ উজানে একলা হয়ে চিহ্ন একেঁ একেঁ পথ চিনে নেই…
আপনার টিউনটি অনেক সুন্দর হয়েছে। আশা করি আর হারিয়ে যাবেন না নিয়মিত টিউন করুন। ধন্যবাদ।

আলমাস ভাই অনেক ধন্যবাদ libSDL এর ডাউনলোড লিংক কাজ করে না। আর ভাই ওইনডোজ ৮ এর ইমেজ ফাইলের ডাউনলোড লিংকটা দিলে ভাল হত।

Level 2

ভাই টিউনটাতো মারাত্মক করেছেন……। আর একটু মারাত্মক ভাবে যদি কষ্ট করে win8 এর লিঙ্ক টা দিতেন বা বলতেন কিভাবে search করে বের করবো? তাহলে অনেক উপকৃত হতাম………। আশা করি আশানুরূপ একটা উত্তর পাবো খুব তাড়াতাড়ি ।

bro..tnx for nice tune..but ki kora ai file gulo banata pari ta ektu bolan plz>><

Level 2

Vai amr net speed khub slow 4shared a download korte jhamela hosse,, Jodi ektu midiafire a upload kore diten tobe kritoggo thaktam,, plz

Level 0

daruun laglo, congrats, ar rooting and android development niye post chai 😀

Level 2

Vai sara rat dhore download korar sesta koreci bt hoini,, 99.99% houar por error dekhasse,,, Tobuo asa sarini,, plz vai midiafire a upload kore link ta ektu den,, plz plz plz.. My email: [email protected]

widows er app gula colbe?

জটিল টিউন করেছেন ভাই, শুধু ধন্যবাদ দিয়ে ছোট করবা না। অসাধারণ অসাধারন !

ভাই একটা প্রশ্ন ছিল, আমি Win8 চালতে চাই ধরলাম আমি Win8 এর IMG করে নিলাম এখন SDL ফোল্ডারে আরও তিনটি ফাইল – “vgabios-cirrus.bin”, “vgabios.bin” এবং “bios.bin” আলাদা ভাবে কোথায় পাবো। শুধু এই তিনটি ফাইলের একটা আলাদা লিঙ্ক দিলে ভালো হত।
ধন্যবাদ।

Level 2

Download to korlam bt open kore dekhi onno kemon language. r memory open kora jassena. ki kore prb gulo solve korbo ektu boloben plz..

Level 0

apnara jara download korte parchen na tara http://www.mediafire.com/?8138tbz1dmcow0g ei link theke download korun . 50MB . shob file dea ase . abong ami nije try korsi . valoi chole .windows 95. ar tuner vy tune ta shombhoboto http://www.bubblews.com/news/804893-run-win8-windows9598xpwin7-on-your-android-phone ei link theke niyechen tai hoyto uni eta try kore dekhen nai. but amaderke jananor jonno dhonnobad tuner.

BAI SHOBI THIK ase kintu language a toprob eng korbo ki bhabe??????

ওয়ারেন্টি যাবে নাত ???

Level 0

ভাই সব ঠিক মত করেছি। libSDL open করার পর বুট হয়। কিন্তু তার পর দুই লাইন লেখা । তারপর আর কিছু হয়না। down volume buton ও চেপেছি। কাজ হয়না। আমার ফোন symphony w60.

Level 0

টিউনটি সুন্দর হয়েছে কিন্তু ব্যপারটি একটু বুঝিয়ে বলবেন..যে সিডি দিয়ে আমরা উইনডোজ দিই ওই সিডির ইমেজ ফাইলটিই হবে?..

Level 0

Vai Windows XP // Windows 7 Use Korte Ki Parbona parle Ki Vabe Korbo Aktu Bolben ?????

Level 2

Jotilz …. Nice Working …

ভাই কাম আপনে একটা জটিল আপনের লগে যদি দেখা করতে পারতাম তাইলে মন টা শান্তি হয়তো আর.

Level New

অসাধারন post. আপনার post টা copy করে আমার সাইটে দিয়েছি(আপনার নাম ব্যবহার করে)। আশা করি mind করেন নি।

vai, language to russian. language kivabe change korbo? plz rply

প্রথমেই আলমাস ইথিক্যাল হ্যাকার ভাই কে ধন্যবাদ যানাই । চরম একটা যিনিস টিটি তে শেয়ার করার জন্য। আমার ৫১২ র‍্যাম যুক্ত মোবাইলে ৯৫ সাপর্ট করেছে xp টা ইন্সটাল হচ্ছেনা। ৫১২ র‍্যাম যুক্ত মোবাইলে xp সাপর্ট করবেনা???????????

vai xp.img er working file er download din plz