রুট করুন আপনার সিম্ফনি w35

**আল্লাহ্র নামে শুরু করছি**

****সিম্ফনি এক্সপ্লোরার ডব্লিউ ৩৫ রুট টিউটোরিয়াল ****

* রুট করার সুবিধা অসুবিধা জানার জন্য http://www.androidkothon.com/post-id/493 * রুট করুন সম্পূর্ণ নিজস্ব ঝুকিতে। আমি যেভাবে রুট করেছি তা আপনাদের সামনে তুলে ধরছি, আশা করি আপনারাও সফল ভাবে রুট করতে পারবেন। * প্রতিটি লাইন দেখে দেখে কাজ করবেন। নয়তো বিপদ এর সম্ভাবনা আছে। **নিচের সফটওয়্যারগুলো প্রয়োজন হবে**
১. মোবোরোবো (Moborobo) – http://www.moborobo.com/products/moborobo.html
2. এম টি কে ড্রয়েড টুল (MTK DroidTool) – http://www.mediafire.com/download/ rlz9yzk2q02abjo/Mtk+Droid+Tools_v2.4.6.exe
৩. এস পি ফ্ল্যাশ টুল (SP Flash Tool) - http:// http://www.mediafire.com/download/ wd8au297r6w9qzd/ SP_Flash_Tool_v3.1304.0.119.rar

**এখন দেখুন কিভাবে ডিভাইস টি রুট করবেনঃ
১. মোবাইল এর ইউএসবি ডিবাগিং অপশন এনাবল করুন ( সেটিংস -> ডেভেলপার অপশনস -> ইউএসবি ডিবাগিং)
২. মোবোরোবো চালিয়ে পিসির সাথে মোবাইল কানেক্ট করুন। কিছুক্ষন এর মধ্যে পিসি আপনার মোবাইল এর ড্রাইভার টি ইন্সটল করবে। (এক্ষেত্রে কয়েকবার চেষ্টা করতে হতে পারে)
৩. ড্রাইভার ইন্সটল হয়ে গেলে এমটিকে ড্রয়েড টুল ওপেন করুন। কিছুক্ষন এর মধ্যে আপনার ডিভাইস এর বিভিন্ন তথ্য দেখতে পাবেন।
৪. “Phone Information” ট্যাব এর আন্ডারে “Blocks Map” এ ক্লিক করুন। “Block Info” নামে একটি নতুন উইন্ডো আসবে।
৫. “Create Scatter File” সিলেক্ট করুন। যে কোন একটি নাম সিলেক্ট করে সেভ করুন। যেখানে ইন্সটল হয়েছে তার এড্রেস টি মনে রাখুন। এমটিকে টুল ওপেন থাক।
৬. এস পি ফ্ল্যাশ টুল ওপেন করুন। “Download” ট্যাব এর আন্ডারে “Scatter Loading” সিলেক্ট করুন। (৫.) নং এ সেভ করা ফাইল টি সিলেক্ট করুন।
৭. লোড হলে “Read Back “ ট্যাব এ যান। “Add” বাটন এ ক্লিক করুন। একটি নতুন “N/A” লেখা লাইন আসবে।
৮. লাইনটিতে ডাবল ক্লিক করুন। নতুন একটি উইন্ডো আসবে। “Rom_0” লিখে “Save” বাটনটিতে ক্লিক করলে “Read Back Block Start Adress’ নামে আরেকটি উইন্ডো আসবে।
৯. এখন এস পি ফ্ল্যাশ টুল এর “Download” ট্যাব এ যান। একদম নিচে “CACHE” লেখাটির ডান থেকে “0x000….” লেখাটি কপি করে (৮.) নং এর উইন্ডো তে “Length” এর ঘরে পেস্ট করে “Ok” দিন।
১০. আপনার ফোন টি পিসি থেকে ডিসকানেক্ট করে অফ করুন। এস পি ফ্ল্যাশ টুল এ “Read Back” এ যান। “N/A” এর পাশে টিক চিহ্ন দিন।
১১. এবার “Read Back” বাটন এ ক্লিক করুন। আপনার ফোন এর ব্যাটারি খুলে লাগান। ভলিউম আপ এবং ডাউন বাটন চেপে ধরে অফ করা অবস্থায় আপনার ফোন টি সংযোগ দিন (এক্ষেত্রে কয়েকবার চেষ্টা করতে হতে পারে)।৯-১০ মিনিট সময় লাগতে পারে।
১২. কাজ শেষ হলে “Ok” লিখা একটি উইন্ডো আসবে। সেটি ক্লোজ করুন। এস পি ফ্ল্যাশ টুল খোলা থাক।
১৩. এমটিকে টুল এ যান। “Root,Backup,Recovery” ট্যাব এ যান। “To Process file ROM_Flash From Flash Tool” এ ক্লিক করুন। “MTK DroidTools” ফোল্ডারের ভিতর থেকে “Rom_0” ফাইল টি সিলেক্ট করুন। কিছুক্ষন পর একটি উইন্ডো আসবে। “Yes” বাটনে ক্লিক করুন। কাজ শেষ হলে এস পি ফ্ল্যাশ টুল এ যান।
১৪. আবার “Scatter-Loading” ক্লিক করুন। MTK DroidTools -> Backups -> Symphony- Xplorer-… ফোল্ডার টি তে যান। সেখান থেকে “MT6575_Android_Scatter_emmc.txt” ফাইল সিলেক্ট করুন।
১৫. নিচে টিক চিহ্ন দেয়া লিস্ট আসবে। সব টিক চিহ্ন উঠিয়ে দিয়ে শুধুমাত্র “Recovery” তে টিক চিহ্ন দিন(অবশ্যই)। “Recovery” তে ডাবল ক্লিক করুন। MTK DroidTools -> Backups -> Symphony-Xplorer-… আবার ফোল্ডার টি তে যান। সেখান থেকে “Symphony_..._..._recovery_...” নামের img ফরমেট এর ফাইল টি সিলেক্ট করুন।
১৬. আপনার মোবাইল টি পিসি থেকে খুলে ফেলুন। এবার উপরে “Download” বাটন এ ক্লিক করুন। মোবাইল অফ করা অবস্থায় পিসি তে লাগান। কাজ শুরু হবে। শেষ হলে “Ok” লিখা উইন্ডো আসবে। তা ক্লোজ করুন।
১৭. ফোন খুলে ফেলুন। এবার ফোন রিকভারি মোড এ চালু করুন। (পাওয়ার বাটন + ভলিউম আপ) বাটন একসাথে চেপে ধরলে রিকভারি মোড এ চালু হবে। চালু হলে আবার পিসি তে কানেক্ট করুন।
১৮. এমটিকে টুলে “Root,Recovery,Backup” ট্যাব এ যান।
১৯. “Backup” ক্লিক করুন। কিছুক্ষন পর ব্যাকআপ হয়ে যাবে।
২০. এখন “SuperUser” বাটন এ ক্লিক করুন। একটি উইন্ডো আসবে। “SuperSU” অথবা “SuperUser” যেটি ইচ্ছা সিলেক্ট করুন। কাজ শেষ হলে...... আপনি রুট হয়ে গেছেন (আসলে আপনার ফোন!!!!) এমটিকে টুল থেকে “Reboot” বাটন এ ক্লিক করে নরমাল মোড এ মোবাইল রিস্টার্ট দিন। “SuperSU” অথবা “SuperUser” নাম এর একটি নতুন আইকন দেখতে পারবেন। ব্যাস, চুটিয়ে ইউস করেন...!!!! কিছু কথাঃ *এটাই আমার প্রথম টিউটোরিয়াল। তাই অনেক ভুল থাকতে পারে। মাফ করে দিবেন। *কোন কিছু না বুঝলে কমেন্ট করুন। যারা পারবেন তারাও কমেন্ট করবেন। ধন্যবাদ জানিয়ে শেষ করছি।

এভাবেও করতে পারেন ...

নিচের file গুলি download দিন ...

recovery :
http://www.mediafire.com/view/?73niedl53336x6m

sp flash tool :
http://mediafire.com/?20b7pr8on31psf3

scatter file :
http://www.mediafire.com/?5kdu2jf6e9x4j0u

driver :
http://goo.gl/uvTJy

http://www.4shared.com/archive/UbMNNCgw/MT6575_USB_VCOM_drivers.html

mtk droid tool :
http://www.4shared.com/rar/NzY7f99z/MtkDroidTools24.html

sp flash tool open করুন ... scatter-loading এ click করুন ... scatter file টা select করুন ... এরপর নিচে recovery তে double click করুন ... recovery file টি select korun ... উপরের download button এ click করুন ... phone off করে battery খুলে ৩/৪ second wait করুন ... এরপর battery লাগিয়ে USB connect করুন ... driver ঠিকভাবে install দিতে পারলে কিছুক্ষণ পর ok লিখা আসবে ... ok লিখা আসলে phone USB থেকে remove করুন ...

volume up + home + poewer button একসাথে চেপে recovery mod এ নিন ... mtk droid tool open করুন ... USB connect করুন ... root backup & recovery tab এ যান ... SuperUser এ click করুন ... কাজ শেষ হলে reboot করুন ...

https://m.facebook.com/groups/375382005896784?view=permalink&id=382428145192170&_rdr#382802488488069

Level 0

আমি Tareque Hasan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 79 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 3

১১. এবার “Read Back” বাটন এ ক্লিক করুন। আপনার ফোন এর ব্যাটারি খুলে লাগান। ভলিউম আপ এবং ডাউন বাটন চেপে ধরে অফ করা অবস্থায় আপনার ফোন টি সংযোগ দিন (এক্ষেত্রে কয়েকবার চেষ্টা করতে হতে পারে)।৯-১০ মিনিট সময় লাগতে পারে।
ভাই অনেক বার চেস্টা করেও ১১ নং স্টেপটা পারলাম না। পারলে স্ক্রিনশট দেন।

11 no step ta korte hoy recovery file ta create korte …. recovery file ta apni ekhane paben …

http://www.mediafire.com/view/?73niedl53336x6m

    Level 0

    @Tareque Hasan: ভাই আপনার মোবাইল no. টা দিলে খুব উপক্রিত হতাম। plz…. plz…. vai

দারুন লিখেছেন ভাই…কিন্তু আমার সিম্ফনি এক্সপ্লোরার w30 কিভাবে রুট করব? 🙁

Level 0

Vai ami W20 use kori but root korar kono successful process paini…..Jodi keu ekhane W20 root kore thaken amake ektu janan….:)

কিভাবে symphony W35 দিয়ে Pc তে নেট connection দিব কেউ সাহায্য করবেন কি ???

Level 0

ভাই আমি w30 use করি আমি কি ভাবে করব please help and please Give tutorial how can Root symphony w30.

Level 3

১৩. এমটিকে টুল এ যান। “Root,Backup,Recovery” ট্যাব এ যান। “To Process file ROM_Flash From Flash Tool” এ ক্লিক করুন। “MTK DroidTools” ফোল্ডারের ভিতর থেকে “Rom_0” ফাইল টি সিলেক্ট করুন। কিছুক্ষন পর একটি উইন্ডো আসবে। “Yes” বাটনে ক্লিক করুন। কাজ শেষ হলে এস পি ফ্ল্যাশ টুল এ যান।
ভাইয়া “Rom_0” ফাইলটা তৈরি করতে পারি নাই, “Rom_0” ফাইলটা আপলোড করে দেন।

Level 3

৭. লোড হলে “Read Back “ ট্যাব এ যান। “Add” বাটন এ ক্লিক করুন। একটি নতুন “N/A” লেখা লাইন আসবে।
৮. লাইনটিতে ডাবল ক্লিক করুন। নতুন একটি উইন্ডো আসবে। “Rom_0” লিখে “Save” বাটনটিতে ক্লিক করলে “Read Back Block Start Adress’ নামে আরেকটি উইন্ডো আসবে।
৯. এখন এস পি ফ্ল্যাশ টুল এর “Download” ট্যাব এ যান। একদম নিচে “CACHE” লেখাটির ডান থেকে “0x000….” লেখাটি কপি করে (৮.) নং এর উইন্ডো তে “Length” এর ঘরে পেস্ট করে “Ok” দিন।
১০. আপনার ফোন টি পিসি থেকে ডিসকানেক্ট করে অফ করুন। এস পি ফ্ল্যাশ টুল এ “Read Back” এ যান। “N/A” এর পাশে টিক চিহ্ন দিন।
কিন্তু আমি “Rom_0” ফাইলটা সেভ করতে পারি নাই, একটু আপলোড করে দেন।

দ্বিতীয় প্রসেসে সহজে এবং মাত্র ১.৫-২ মিনিটেই আমারটা রুট হয়েছে। অসংখ্য ধন্যবাদ।

Level 0

recovery file টি select korun … উপরের download button এ click করুন …tar por ki wait korbo naki.. phone off করে battery খুলে ৩/৪ second wait korbo

Munir vai, prothom ongso dekhen … Jodi recovery creat korte paren tahlei hobe …

Ron vai ,

রুট করুন আপনার symphony W20(Details)
এই কাজের জন্য প্রয়োজন হবে
TWRP RECOVERY & SCATTER-FILE>>>
LINK>> http://www.mediafire.com/?sb6531r2sl
7bhmsDRIVER & SOFTWARE (SP FLASH
TOOL & MTK TOOLS)>>LINK>>>
http://www.mediafire.com/download.php?k9u46ehk
wfmeh02ডাউনলোড করে জিপ ফাইল
দুটি আনজিপ করুন। তারপর DRIVER &
SOFTWARE
ফোল্ডারটিতে দেখুন sp flash tool নামের
একটা জিপ ফাইল আছে অইটা আনজিপ করেন।
sp flash tool এ ঢুকে flash.exe আপনার
পিসিতে রান করুন। ডানে দেখেন
scetter lodding নামে অপশন
আসে অইটাতে ক্লিক করেন। সেখান
থেকে TWRP
RECOVERY ফোল্ডারে থাকা MT6575_And
roid_scatter.txt ফাইলটি সিলেক্ট করলে
দেখবেন সব ব্লক লোড হবে। নিচের
দিকে দেখেন recovery নামে যে অপশন
আছে তাতে
ক্লিক করে TWRP RECOVERY
ফোল্ডারে থাকা recovery.img সিলেক্ট করুন।
(অনেকের এই জাতীয় [XML Exception ] Failed
to create an XML document. [Hint] Please
check if MSXML6 is installed.
(file. \XMLDocumentImpl.cop, line32)
লেখা আসতে পারে, তারা এইটা
https://copy.com/ljSlN?download=1
ডাউনলোড দিয়ে ইন্সটল দিন)
এখান থেকে
SYMPHONY W20 FACTORY BACKUP
ROOT>>>LINK>>>
http://www.mediafire.com/?jf2qqhl9uszdq73
ডাউনলোড করুন।
SYMPHONY W20 FACTORY BACKUP ROOT
ভিতরে flash to …… থাকা ফোল্ডারে
MT6575_Android_scatter.txt
ফাইলটি সিলেক্ট করলে দেখবেন সব ব্লক লোড
হবে।
এরপর এক এক করে Preloder এবং অন্য নামের
যে অপশন আছে তাতে ক্লিক করে
(Recovery এবং Android
নামে যেটা আছে সেটা বাদে) img ফাইল
গুলো সিলেক্ট করুন।
দেখেন প্রত্যেকটির জন্য প্রত্যেকটির নামের
ফাইল আছে। এরপর প্রত্যেক নামের
জন্য প্রত্যেকটা ফাইল সিলেক্ট করুন। এরপর
Recovery নামে যে অপশনটা তাতে
ক্লিক করে TWRP RECOVERY
ফোল্ডারে থাকা recovery.img সিলেক্ট
করুন। (Android টা বাদ থাকবে)
এরপর থেকে আসল কাজ শুরু তাই একটূ ধীর ইস্থির
ভাবে করুন। সবাই এই জায়গা তে এসেই
আটকে যায়। যাই হোক এবার
উপোরে মধ্যে থাকা Download
বাটোনে ক্লিক করেন।
দেখবেন নিচে ০% লেখা উঠছে। এর পরের
কাজ গুলো করতে হবে খুবি দ্রুত। আপনার
সেট টা বন্ধ করে ব্যাটারি খুলে আবার
লাগান। অন করবেন না। ফোন বন্ধ অবস্থায়
ডাটা ক্যাবল দিয়ে পিসিতে কানেক্ট করুন।
সেই সময় খেয়াল করে দেখুন যে এর আগে
যে download টা দিছিলেন ফোন কানেক্ট
করার সাথে সাথে তা ১০০% হইছে কিনা।
যদি
না হয় তো ডাটা কেবল খুলে প্রথম
থেকে আবার শুরু করেন। আর যদি দেখেন ১০০%
লেখা উঠছে তাইলে খুব দ্রুত ইউএসবি ড্রাইভ
ইন্সটোল দিতে হবে কেননা ১০০%
লেখাটার নিচে একটা টাইমার
উঠবে যে টাইমের মধ্যে ইন্সটোল
দিতে না পারলে আবার
প্রথম থেকে শুরু করা লাগবে। তাই খুব
জলদি করবেন এর পরের কাজটা। ফোন
কানেক্ট করার পর Welcome to found new
hardwar wizard নামে যে লেখা এসেছে
সেখানে ড্রাইভার ইন্সটল করার দুটা অপশন
থাকবে। Install from a list or
spacific location সিলেক্ট করে নেক্সট ক্লিক
করুন। এবার ব্রাউস এ ক্লিক করে
Drivers&Softs4Flash> driver+preloader_da+
for+mt6575
>xp/vista/windows7. আপনার
পিসিতে যে windows
দেয়া আছে সে সে অনুযায়ি
সিলেক্ট করেন। যেমন আপনার
যদি এক্সপি দেয়া থাকে তো এক্সপি ফোল্ড
টা
সিলেক্ট করবেন। সিলেক্ট
করা হয়ে গেলে নেক্সট বাটোন এ ক্লিক
করলে দেখবেন
ড্রাইভার ইন্সটোল হবে। আবার এই
একি জিনিস আসতে পারে। আসলে আবার নেক্সট
নেক্সট ক্লিক করবেন দেখবেন আবার ইন্সটোল
হবে। এ পর্যন্ত যদি ঠিক ভাবে করতে
পারেন তো দেখবেন sptools এ যে ডাউনলোড
দিসিলেন তা সফল হইছে এবং একটা সবুজ
আইকন এসেছে। আপনার কাজ প্রায় ৯০% শেষ।
এখন বাকি কাজটা আপনি দুই
ভাবে করতে পারেন। দুইটাই দেখুন
যেটা ভাল লাগে ব্যবহার করুন।
পদ্ধতি নং ১:
এবার ডাটা ক্যাবল খুলে ফোন অন করুন
এবং settings > application settings এ
যেয়ে unknown sources এবং usb
debuggling অন করুন। এবার পিসি তে Drivers&So
fts4Flash ফোল্ডারের মধ্যে
থাকা usb_driver_r07-windows.zip
ফাইল্টা আনজিপ করুন। এবার অন রাখা
অবস্থায় ফোন পিসিতে কানেক্ট
করলে দেখবেন Welcome to found new hardwar
wizard এসেছে। Install from a list or spacific
location সিলেক্ট করে
নেক্সট ক্লিক করুন। ব্রাউজ এ ক্লিক
করে usb_driver_r07-windows এই
ফোল্ডারটা সিলেক্ট করে নেক্সট
বাটোনে ক্লিক করুন। মনে রাইখেন
usb_driver_r07-windows.zip এই ফোল্ডার
টা সিলেক্ট করা লাগবে কিন্তু। এর
ভেতরের কিছুনা। হয়ে গেলে নেক্সট
বাটোনে ক্লিক করুন। দেখবেন ড্রাইভার
ইন্সটল
হবে। এবার MTK root & TOOLS ওপেন
করলে দেখবেন আপনার ডিভাইস পাবে। পেলে
রিবুট অপশনে গিয়ে Reboot Recovery
তে ক্লিক করলে দেখবেন আপনার ফোন টি
twrp তে রিবুট হবে। ডাটা ক্যাবল খুলে ফেলুন।
তারপর আপনার ফোনে দেখেন কিছু
অপশন এসেছে সেখানে Reboot এ ক্লিক
করে system এ ক্লিক করবেন। করলে
একটা অপশন আসবে তাতে ইয়েস করুন। এরপর
মোবাইল বন্ধ করে আবার অন করুন। এরপর
গুগল প্লে থেকে supersu এপ টা ডাউনলোড
করে ফোনে ইন্সটল করুন।
আপনার ফোন টা এখন রুট হয়ে গেছে।
পদ্ধতি ২:
90% কাজ শেষ হলে যাদের বাকি কাজ টুকু
করতে সমস্যা হচ্ছে বা কঠিন লাগছে তাদের
জন্য নিচের এই পদ্ধতি।
যদি ৯০% কাজ শেষ হয় তাহলে আপনার
মোবাইল টা ডাটা কেবল থেকে খুলে ফোন
টা অন করুন।
ফোনটা অন হলে দেখবেন আপনার মোবাইল এর
ইষ্টাটাস বার এ supersu নামে একটা আইকন
এসেছে।
যদি ‍supersu ইষ্টাটাস
বারে থাকে তাহলে আপনি
http://www.mediafire.com/download/
5jgj94c7dbb8n4l/SU-Busybox-Installer.zip
এই ফাইলটা ডাউনলোড করে নিন।
ফাইলটা ১.১৪MB এর ।
নাম :SU-Busybox-Installer.zip
ডাউনলোড হয়ে গেলে এই জিপ ফাইলটা SD
card এ নিয়ে নিন। কিন্তু SD card এর কোন
ফোল্ডার এ নিবেন না । জাষ্ট SD card এ
নিবেন। এর পর মোবাইলটা off করে দিবেন।
এবং আবার অন করবেন যখন তখন power batton and
volume(-) baton চেপে ধরে অন করবেন। cwm
based recovary
তে অন হবে মোবাইল । *********(cwm based
recovary মোড এ ফোন এর টাচ কাজ
করে না তাই উপরে নিচে যেতে ভলিউম এর
+/- ব্যবহার করুন। এবং সিলেক্ট করতে পাওয়ার
বাটন ব্যবহার করুন)**********
তারপর দেখুন ২ নং অপশন টিতে আছে install zip
from sdcard এইটা সিলেক্ট করুন। তার পর chose
zip from sdcard সিলেক্ট করুন।
এবং নিচের দিকে SU-Busybox-Installer.zip
নামে একটা অপশন আছে ওটা সিলেক্ট করুন।
দেখুন SU-Busybox-Installer.zip ফাইল
টা install হবে। এবং বলবে install complete।
তখন Go back সিলেক্ট করে পুনরায় প্রথম অবস্থায়
ফিরে আসুন। এবং reboot system now সিলেক্ট
করুন। সেট reboot হয়ে অন হবে। অন হলে দেখুন
ইষ্টাটাস বার এ আর কোন আইকন নাই
এবং মোবইল এর ভিতরে ‍superuser
নামে একটি আইকন যুক্ত হয়েছে।
এর অর্থ হলো আপনার মোবাইল রুট হয়ে গেছে।
রুট হয়েছে কিনা তা পরিক্ষা করতে মোবইল
এর battery saver pro তে ক্লিক করুন । যদি রুট
পারমিসন চাই তাহলে বুঝবেন। আপনি সফল।
আপনার মোবইল আপনি নেজেই রুট
করতে পারলেন তাই আপনাকে অভিন্দন।পদ
্ধতি আবিষ্কারকঃ রবিন ভাই।লেখকঃ নাজমুল
হুসাইন ও মিসবাহ ।

Ro jante join …
https://m.facebook.com/groups/507457999307062?refid=46

Anirban vai, rom file ta 330mb er moto … Apni 2nd process ta dekhen …

Manosh vai , kothay problem hosse bolen … Solution dewar chesta korsi …

    Level 0

    @Tareque Hasan: ভাই আমি ২ ভাবেই চেষ্টা করেছি কিন্তু কিছুই করতে পারলাম না। ভাই ২ নং নিয়ম টা যদি ভাল করে লিখেতেন, তাহলে খুব উপকৃত হতাম। ২ নং নিয়ম টা করার সময় কি পিসি তে নেট থাকা লাগবে? কি ভাবে বুঝবো যে কাজ হচ্ছে?

Rocky vai,

recovery file টি select korun … উপরের
download button এ click করুন …tar por phone off করে battery খুলে ৩/৪
second wait korun….

Level 0

আপনাকে ধন্যবাদ…তবে আমাকে আর একটু হেল্প করেন …recovery file টি select kore … উপরের
download button এ click করলে কি নিচে ১০০% হবে নাকি সাথে সাথে phonE অফ করব? phonE অফ করার পর কি USB connect খুলে ফেলব ?

Recovery load kore download diben … Phone usb connect korben na … Phone off kore battery khule punoray lagiye then off obosthay phone usb connect korben …

Mishad vai ki bolen … Load to obossoi hobe … Apni post ta 2/3 bar poren … Amar mone hoy apni kothao bujhte vul korsen …

Dwnld diye usb cnet dbn …

Level 0

ভাই আমি ২ ভাবেই চেষ্টা করেছি কিন্তু কিছুই করতে পারলাম না। ভাই ২ নং নিয়ম টা যদি ভাল করে লিখেতেন, তাহলে খুব উপকৃত হতাম। ২ নং নিয়ম টা করার সময় কি পিসি তে নেট থাকা লাগবে? কি ভাবে বুঝবো যে কাজ হচ্ছে?

Vai apnara eto kosto na kore sajid sajib vier tune ta dekhen khub shohoj niome apnara symphonyr j kono set root korte parben.

ভাই এই পদ্ধতিতে কি maximus max903 রুট করা যাবে? অনেক ঝামেলায় আছি ভাই ফোনটা নিয়ে। হেল্প করেন ভাই 🙁

net na thakleo hobe … kaj thik vabe korle sp tool er majhe ok likha green tab asbe ….

proteek vai ,hobe ki na jani na try kore dekhte paren ….

ভাই আমার N/A আসেনা। আসে page only… কি করি? 🙁

এভাবে যদি কারো পক্ষে রুট করা সম্ভব হয় তাহলে দয়াকরে আমাকে একটা কল দিবেন প্লিজ। আর এই টিউনে মন্তব্য করতে ভুলবেন না যেন। কারন আমার নিজের প্রতি ঘৃনা এসে গেছে বার বার চেষ্টা করতে করতে মনে হচ্ছে যে, বিধাতা বোধ হয় আমাকে একেবারেই বুদ্ধিহীন করে পৃথিবীতে পাঠিয়েছেন। ০১৭৪০৬১৪৪৮৮

Level 0

symphony t8i root করব কীভাবে

Level 0

এ টা কোন কাজের পোস্ট না। আকেবার ফালতো পোস্ট। plz… visit this: http://manoshbd.wapka.mobi

তারেক ভাই প্রি-লোডার যে ফোল্ডার আছে ওইটা প্রি-লোডার ফাইল টা ইনস্টল দিব কি ভাবে? আমারতো মোবাইল অপ করে বেটারি খুলে আবার লাগিয়ে কানেক্ট দেওয়ার পরেও অটো ড্রাইভার ইনস্টল হচ্ছে না?
অথবা যে জানেন উত্তর দেন।

Level 3

অবশেষে রুট করতে পারলাম।

    Level 0

    @Anirban: ভাই কি ভাবে করলেন, Plz….. একটু জানান। খুব উপকৃত হব। আপনার মোবাইল নং টা একটু দেন: [email protected] / 01911745999

মুশতাক ভাই, amar adb driver diyei hoye gese … preloader kivabe install dey ami jani na … tobe ota mt6575 er jonno eta sure ….

Level 3

মুশতাক ভাই, আপনি http://www.mehmet-ali.net/wp-content/drivers-preloader-MT65xx.rar থেকে -preloader-MT65xx ডাউনলোড করেন, আর C:\Users\Prince\Downloads\Compressed\usb_driver_MT65xx_Android_ZTE_v821.rar থেকে USB Driver Download করেন। আশা করি কাজ হবে।

Level 3

মুশতাক ভাই, আপনি http://www.mehmet-ali.net/wp-content/drivers-preloader-MT65xx.rar থেকে -preloader-MT65xx ডাউনলোড করেন, আর http://www.mehmet-ali.net/wp-content/usb_driver_MT65xx_Android_ZTE_v821.rar থেকে USB Driver Download করেন। আশা করি কাজ হবে।

Level 0

How shall I root symphoni W10. Please explain

Level 0

@Anirban: ভাই কি ভাবে করলেন, Plz….. একটু জানান। খুব উপকৃত হব। আপনার মোবাইল নং টা একটু দেন: [email protected] / 01911745999

Level 3

@manoshw35
My Cell- 01717237128

Level 3

@manoshw35

My Cell- 01717237128

    @Anirban: ভাই আপনাকে অনেক ধন্যবাদ। আমিতো Rom 0 ফাইলটা ক্রিয়েট করতে পারছি। যার সাইজ হল 651.152 KB (635 MB) বাকি কাজ কিভাবে করব তা যদি আপনি যে ভাবে করেছেন সেভাবে শেয়ার করতেন তাহলে অনেক উপকৃত হতাম।

ভাই আমি ডাউনলোড পর্যন্ত করতে পারসি 2নং পদ্ধতিতে। তারপর আপনি করতে বলসেন(volume up + home + poewer button একসাথে চেপে recovery mod এ নিন … mtk droid tool open করুন … USB connect করুন … root backup & recovery tab এ যান … SuperUser এ click করুন … কাজ শেষ হলে reboot করুন …) কিন্তু আমার এখানে SuperUser ইনএক্টিভ হয়ে থাকসে। এটা কি ড্রাইভার সমস্যা? যদি হয় তাহলে কিভাবে করতে হবে বা ড্রাইভার ইনস্টল করতে হবে যদি একটু জানান। ধন্যবাদ।

Level 0

রুট করুন আপনার Symphony Xplorer W20 : http://www.bddroid.com/bddr/2129012

http://manoshbd.wapka.mobi

apni ki recovery ta install diyesen …???

Level 0

vai ami partasi na kew helph korben plz

Level 0

vi kew ki kono screen shot ditea parben plz khob valo hoto

Level 0

or any other way

AKTO CHASTA KORE DAKHE .. JOTEL MONE HOI TA SE

সাহস hosse na

@Anirban: ভাই কি ভাবে করলেন, Plz….. একটু জানান। খুব উপকৃত হব। আপনার মোবাইল নং টা একটু দেন: my cell 01911032020

আলহামদুলিল্লাহ, অবশেষে আমার w35 টা রুট করলাম। মাত্র দুই মিনিট লাগল রুট করতে। আসলে VCOM ড্রাইভারটা সঠিকভাবে ইন্স্টল দিতে পারলেই কিন্তূ কাজ একদম সহজ।

@@@ Assa , W35 dia ki kaw Cache file soho kono game khelte parsen. ame W35 Phone koyek ta APK game with Cache game download kore o khelte pari nai. W35 a ki ai game gulo khela jai ?

@@@ Arekta jinis emulete kora game gulo o khelte pari nai.

kew pere thakle janaben.

আমার Symphony W35 এর স্টক রম অথবা কাস্টম রম দরকার

Level 0

আমার সাম্ফনি W35 সেট ওপেন করতে পারছি না… ওপেন করার সময় ।। আন্ড্রয়েড লোগো এবং এরর চিহ্ন দেখাচ্ছে।। কি করতে পারি এক্তু বলবেন ।কি । আমার সেট আগে রুট করা ছিল এখন নাই।

Level 0

আমার Symphony w69q মোবাই‌লে MONKEY TEST o TIME SERVICE নামক ভাইরাস আক্রমন ক‌রে‌ছে। অ‌নেক এ‌ন্টিভাইরাস দি‌য়ে আন ইন্সটল করার চেস্টা ক‌রে‌ছি কোন কাজ হয়‌নি। রুট করার চেস্টা কিন্তু Properly Root হয়‌নি। পরব‌র্তি‌তে কম্প‌িউটার দি‌য়ে রুট করার চেস্টা ক‌রি কিন্তু ‌শেষ পর্যা‌য়ে ফেইল হয়। কিভা‌বে এই ভাইরাস হ‌তে রক্ষা পে‌তে পা‌রি ও Root completed কর‌তে পা‌রি?