Google Play থেকে Apps ডাওনলোড করুন আপনার কম্পিউটার দিয়ে ।

Playstore

মোবাইল দিয়ে PlayStore এ ঘুরতে ঘুরতে Tk/MB সব শেষ ? ভাবছেন কম্পিউটার দিয়ে যদি ডাওনলোড করতে পারতেন । আর কোন চিন্তা নেই । এখন কম্পিউটার দিয়েই PlayStore থেকে সব Apps ডাওনলোড করতে পারবেন । তো চলুন শুরু করা যাক । প্রথমে Google Chrome ডাওনলোড করে নিন। তারপর এই জিপ ফাইলটি ডাওনলোড করুন । Extarct করে দেখুন ২টি ফাইল আছে ।

এখন Device ID.apk এই সফটওয়্যারটি আপনার এন্ড্রয়েড মোবাইলে ইন্সটল করে ওপেন করুন।

এখন আসল কাজে আসি। Google Chrome ওপেন করুন । ডানপাশের কোনায় ক্লিক করে Tools>Extension এই পেজ এ যান । তারপর ডাওনলোড করা ফাইল থেকে 1.4.2.crx  নামের ফাইলটি ড্রাগ করে Google chrome এ ছেড়ে দিন । একটা Notification আসবে Add Button এ ক্লিক করুন। দেখবেন APK Downloader নামে একটি Extension তৈরী হয়েছে। APK Downloader এর নিচে Option এ ক্লিক করুন। একটি পেজ ওপেন হবে। সেখানে আপনার এন্ড্রয়েড মোবাইলটিতে যেই Gmail ID দিয়ে PlayStore   ঢুকেছেন সেই Gmail ID এবং পাসওয়ার্ড দিন। আর Device ID এর ঘরে আপনার মোবাইলের Device ID দিন। (Device ID এর জন্য Device ID সফটটি ওপেন করুন )। তারপর Login এ ক্লিক করুন। অতঃপর Show Advanced Settings এ ক্লিক করে কান্ট্রির জায়গায় বাংলাদেশ এবং Sim Operator এর জায়গায় আপনি যে সিম ব্যবহার করছেন তা নির্বাচন করুন। ব্যস কাজ শেষ। এখন Google Play ব্রাউজ করুন। যেকোন একটি সফটওয়্যার এ ক্লিক করেন। এখন Addressbar এর কোনায় দেখুন PlayStore এর আইকন এসেছে সেখানে ক্লিক করুন। ডাওনলোড শুরু হবে। এখন ইচ্ছামত ডাওনলোড করুন Google Play থেকে।

বিঃদ্রঃ- যারা ফ্রি ব্যবহার করেন এবং কানেকশন চলে যায় তারা Icon এ ক্লিক করার পর যখন ডাওনলোড শুরু হবে তখন Ctrl+J চাপুন। লিংক এ গিয়ে Right Button ক্লিক করে Download With IDM এ ক্লিক করে ডাওনলোড করুন। আর যাদের Download With IDM এই Option নেই তারা Extension এ গিয়ে Allow access to file URLs এ Tick দিন। ১০০% হবে।

ভাল থাকুন, সুস্থ থাকুন এই শুভ কামনায় আমার প্রথম পোষ্ট শেষ করছি ।

কোন ভুল হলে ক্ষমা করবেন ।

প্রথম প্রকাশিত http://www.webdblogger.blogspot.com

Level 2

আমি তোফায়েল আহমাদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 48 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি আপনাদের মতই প্রযুক্তি প্রিয় একজন মানুষ। বলতে গেলে সারাদিন আমি কম্পিউটার নিয়েই পড়ে থাকি কিছু শিখতে চেষ্টা করি। এই জন্য ইন্টারনেটে বিচরন করি এরই সুত্র ধরে আমার টেকটিউনস এ আসা। আশা করি এখান থেকে অনেক কিছু শিখতে পারব। এবং যদি নতুন কিছু জানতে পারি সেই বিষয়ে পোষ্ট করব। ধন্যবাদ!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ আপনার ট্রিকস এর জন্য। যদিও এটা যানা ছিল কিন্তু আমার সমস্যা হল জিপি এমএমএস দিয়ে নেট চালাইতো তাই তিন মিনিট পর জখন লাইন ডিসকান্টে হয় তখন অ্যপস ও ডাউনলোড ফেইল্ড দেখায়। অনেক চেষ্ট করেও এই ডাউনলোডটা আইডিএম দিয়া করতে পারি নাই। ডাউনলোড দিলেই ক্রোম এর স্টক ডাউনলোডার দিয়া ডাউনলোড স্টার্ট হয়। এই বিষয়ে কি কোন সাহায্য করতে পারেন।

Link are not working………..

Level 0

file তো দেখা যাচ্ছে না । মিডিয়া ফায়ার

Link ….?????

ভাই লিংক তো ঠিক করেন না। তার উপর আবার কপি পেষ্ট পোষ্ট।
মূল পোষ্ট https://www.techtunes.io/mobileo/tune-id/126253

ডাওনলোড লিংক ঠিক করা হয়েছে। @All
Google Chrome এ Ctri+J চাপুন তারপর Mouse Cursor Download Link এর উপর রেখে Right Button ক্লিক করুন। ওখান থেকে Download With IDM এ ক্লিক করুন। হবে ১০০%। @Reaz Ul Islam

    @তোফায়েল আহমাদ: ধন্যবাদ ভাই আপনার উত্তরের জন্য আমি আপনার কথা মত আইডিএম দিয়া ডাউনলোডি দিতে পারছি।

ডাউনলোড হয় না তো ।

সব কিছু ওকে, বাট ডিভাইস আইডি এর ব্যাপারটা বুঝতেছি না। ডিভাইস আইডি কিভাবে পাব?

Device ID সফট টা পাব কোথায়?

Device Id সফট উপর এ দেয়া লিংক এ পাবেন। সফটটা আপনার মোবাইলে ইন্সটল করুন। ওপেন করলে Device ID পাবেন। @রাজিব আহসান

Device Id সফট উপর এ দেয়া লিংক এ পাবেন। সফটটা আপনার মোবাইলে ইন্সটল করুন। ওপেন করলে Device ID পাবেন।

যারা IDM দিয়ে APK ফাইল ডাউনলোড করতে পারছেন না তাদের বলছি আপনি আপনার IDM এর Settings এর ঘরে যান সেখানে দেখবেন লিখা আছে Downloads সেই ঘরে দেখবেন লেখা আছে FILE Types সেখানে বিভিন্ন প্রকারের ফাইল এক্সট্রেশন লেখা আছে যেমন exe zip rar iso mdf ইত্যাদি সেখানে গিয়ে একটি স্পেস দিয়ে লিখুন APK তারপর Ok বাটন প্রেস করে বের হয়ে আসুন এবং এখন কোন APK ফাইল ডাউনলোড দিয়ে দেখুন আশা করি APK ফাইল গুলি IDM দিয়েই ডাউনলোড হবে তাছাড়া অন্যান্য যে সকল ফাইল IDM দিয়ে ডাউনলোড হয়না সেই সকল ফাইলের নাম ওই Extraction এর ঘরে লিখুন যেমন APK ফাইল লিখেছি আশা করি এর সমাধান হবে ।

    Level 0

    @Md Al-amin Khan: vai sob setting ok but chrome theke IDM dia down dete parlam na help me other way

    @Md Al-amin Khan: ভাই এটা আমিও যানি কিন্তু এভাবে হয় না। হয় এভাবে

    Google Chrome এ Ctri+J চাপুন তারপর Mouse Cursor Download Link এর উপর রেখে Right Button ক্লিক করুন। ওখান থেকে Download With IDM এ ক্লিক করুন। হবে ১০০%

ভাই সফটওয়্যার তো ডাউনলোড হয় না হলে কুথায় সেভ হয় জানালে খুশি হব

Level 0

vai sob setting ok but chrome theke IDM dia down dete parlam na help me other way

যারা IDM দিয়ে APK ফাইল
ডাউনলোড করতে পারছেন
না তাদের বলছি আপনি আপনার
IDM এর Settings এর ঘরে যান
সেখানে দেখবেন
লিখা আছে Downloads সেই
ঘরে দেখবেন লেখা আছে FILE
Types সেখানে বিভিন্ন প্রকারের
ফাইল এক্সট্রেশন লেখা আছে যেমন
exe zip rar iso mdf
ইত্যাদি সেখানে গিয়ে একটি
স্পেস দিয়ে লিখুন APK তারপর Ok
বাটন প্রেস করে বের হয়ে আসুন
এবং এখন কোন APK ফাইল
ডাউনলোড দিয়ে দেখুন
আশা করি APK ফাইল গুলি IDM
দিয়েই ডাউনলোড
হবে তাছাড়া অন্যান্য যে সকল
ফাইল IDM দিয়ে ডাউনলোড
হয়না সেই সকল ফাইলের নাম ওই
Extraction এর ঘরে লিখুন যেমন
APK ফাইল লিখেছি আশা করি এর
সমাধান হবে ।
Google Chrome এ Ctri+J চাপুন
তারপর Mouse Cursor Download
Link এর উপর রেখে Right Button
ক্লিক করুন। ওখান
থেকে Download With IDM এ
ক্লিক করুন। হবে ১০০%।

    @তোফায়েল আহমাদ: ভাই এটা আমিও যানি কিন্তু এভাবে হয় না। হয় এভাবে

    Google Chrome এ Ctri+J চাপুন তারপর Mouse Cursor Download Link এর উপর রেখে Right Button ক্লিক করুন। ওখান থেকে Download With IDM এ ক্লিক করুন। হবে ১০০%

Level 0

Google Chrome এ Ctri+J চাপলে Downloads নামে একটা সার্চ অপসন আনে তারপর আরকোন কাজ হয় না ।আমার ক্রোম ২৮

vai kaz to hoina,,,install option ase,,sei ak e case ,,pc te kamne download hoibo?

Level 0

osthir post vai 😀

ভাই সবই করলাম, একবার সফল ভাবে ডাউনলোডও দিয়েছিলাম কিন্তু পরের দিন ডাউনলোড দিতে গেলে ERROR: Cannot download this app! এই লেখা আসে। এমন কি আমি এক্সটেনশন থেকে লগআউট করে পুনরায় লগইন করেছি তাতেও কোন কাজ হয়নি। এখন আমি কি করতে পারি? জানালে উপকৃত হবো। আশা করি জানাবেন।

দারুণ পোস্ট

বিঃদ্রঃ- যারা ফ্রি ব্যবহার করেন এবং কানেকশন চলে যায় তারা Icon এ ক্লিক করার পর যখন ডাওনলোড শুরু হবে তখন Ctrl+J চাপুন। লিংক এ গিয়ে Right Button ক্লিক করে Download With IDM এ ক্লিক করে ডাওনলোড করুন। আর যাদের Download With IDM এই Option নেই তারা Extension এ গিয়ে Allow access to file URLs এ Tick দিন। ১০০% ………………… ভাই এই সিস্টেম কি শুধু প্লে স্তোর থেকে নামানুর ক্ষেত্রে চলবে নাকি যে কোন কিছু ডাউনলোদ এর ক্ষেত্রে চলবে

comotkar vai ,,, amar kaj hoitache ,,,, dhonnobad ,, chotto kothay onek kajer tune ,,

আর যাদের Download With IDM এই Option নেই তারা Extension এ গিয়ে Allow access to file URLs এ Tick দিন। ১০০% vai Allow access to file URLs eta to paina amar tai Allow in incognito eita ache
eitai tik dewar por o asena

@ ADMIN VAI,
apanr kotha moto sob setting thik korcilam idm dia download diacilam but 2din por theke r adress bar er pase r apk downloader logo ashse na.browser notun kore setup dilam extention e notun kore apk downloader setup dilam divice id dilam login korlam country select korlam operator select kore save korlam.
ekhon extention e apk downloader logo active dekhasse but play store dhuke kono apps e click korle address bar apk downloader er logo show korse na .tai download dite parsina…
doya kore help korben….
ami chrome 28 use kori…
jodi kisu mone na koren apnar cell no ta diben…?
download dite parsina khub kharap lagse.

pls help korben vai

ভাইরে আমি নিজেও এখন আর ডাওনলোড দিতে পারছিনা। নতুন পদ্ধতি খুছি পেলে জানাব।

ei je apnio parsen na eta bolar jonno thanks ….
noile ami vabcilam amar hoito kothaw vul hosse .
thik ase notun upai pele janaben pls