সর্বপ্রথম waltonforum থেকে Official ভাবে ৩০শে মে ২০১৩তে Walton Primo G1এর জন্য Jelly Bean (v.4.1.1)Firmware রিলিজ্ড করে। দেখা মাত্রই একটুভেবে চিন্তে এখান থেকে আপডেট করে ফেলি ICS(4.0) থেকে JB(4.1.1)।
এটি হয়তো সবাই জানি যে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে জেলি বিন(4.1.1) হল আইস্ক্রীম স্যান্ডউইচ(4.0.3-4.0.4) এর পরের ভার্সন এবং এখন পর্যন্ত সর্বশেষ ভার্সন।
আবডেট করার পর বেশ ভালো লেগেছিলো। তবে এতে বেশ কিছু বাগ ধরা পরে। যেমন: লক খুলতে দেরি হওয়া, ব্যাটারী ব্যাকাপ কমে যাওয়া,60% র্যাম সবসময় ইউজ করে থাকা,লান্সার বন্ধ হয়ে যাওয়া সহ এই ধরণের আরও কিছু। waltonforumএ অভিযোগ জানাই।
এরই ধারাবাহীকতায় গত 16জুন 2013তারিখে Official ভাবে Jelly Bean v.4.1.2 for primo G1 [Update] রিলিজ্ড করে। খুশীর বিষয় হলো পূর্বের সকল বাগ মুক্ত করে এটি রিলিজ্ড করে ওয়াল্টন ফরাম।
Good News for Primo G1
!!! Android OS v4.1.2 (Jelly Bean) is available!!!
Release Note:
(সর্বপরি সমস্যা গুলো ব্যতিত আমার ফোনটি অনেক স্মুথ হয়েছে এবং জেলিবিন ইন্টারফেস ও ইফেক্ট গুলো মনমুগ্ধকর।)
চাইলে আপনিও আপনার G1কে (JB)4.1.2তে আপডেট করে নিতে পারেন এখান থেকে
(কি ভাবে কি করতে হবে তা ডকুমেন্ট ফাইলে zip এর মধ্যেই দেয়া আছে।)
এ ব্যাপারে/এ্যান্ড্রোয়েড বিষয়ক যে কোন সহযোগীতার জন্য সরাসরি এখানে যোগাযোগ করুন।
যারা G1-এ মডিফাই রোম চালাতে আগ্রহী। তারা জানাবেন। বেশ কিছু মডিফাই রোম রয়েছে।
!!!ধন্যবাদ সবাইকে!!!
আমি আর,কে রকি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 179 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি অতিশয় এক সাধারণ মানুষ। কম্পিউটার & নিউ প্রযুক্তি নিয়ে ব্যস্ত থাকতে পছন্দ করি। বন্ধুদের হেল্প করতে পারলে ভালো লাগে। আমার সীমিত সঞ্চিত জ্ঞান বন্ধুনের সাথে সেয়ার করতে পছন্দ করি। দক্ষ ভিডিও এডিটর হতে চাই,নিজস্ব এ্যাডফার্ম স্থাপনের স্বপ্ন দেখি। বর্তমানে তৃ-মাত্রিক মিডিয়া নামক নিজস্য প্রতিষ্ঠানে কাজ করছি। দেশ & মাতৃভাষাকে...
vaiya kivabe upgrade korbo setato bollen na, jodi bolten subitha hoto.