Jelly Bean v.4.1.2 তে আপডেট করে নিন আপনার Primo G1কে (বিস্তারিত টিউন)

সর্বপ্রথম waltonforum থেকে Official ভাবে ৩০শে মে ২০১৩তে Walton Primo G1এর জন্য Jelly Bean (v.4.1.1)Firmware রিলিজ্ড করে। দেখা মাত্রই একটুভেবে চিন্তে এখান থেকে আপডেট করে ফেলি ICS(4.0) থেকে JB(4.1.1)।

এটি হয়তো সবাই জানি যে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে জেলি বিন(4.1.1) হল আইস্ক্রীম স্যান্ডউইচ(4.0.3-4.0.4) এর পরের ভার্সন এবং এখন পর্যন্ত সর্বশেষ ভার্সন।

আবডেট করার পর বেশ ভালো লেগেছিলো। তবে এতে বেশ কিছু বাগ ধরা পরে। যেমন: লক খুলতে দেরি হওয়া, ব্যাটারী ব্যাকাপ কমে যাওয়া,60% র‍্যাম সবসময় ইউজ করে থাকা,লান্সার বন্ধ হয়ে যাওয়া সহ এই ধরণের আরও কিছু। waltonforumএ অভিযোগ জানাই।

এরই ধারাবাহীকতায় গত 16জুন 2013তারিখে Official ভাবে Jelly Bean v.4.1.2 for primo G1 [Update] রিলিজ্ড করে। খুশীর বিষয় হলো পূর্বের সকল বাগ মুক্ত করে এটি রিলিজ্ড করে ওয়াল্টন ফরাম।

আপনার ICS(4.0.4) এর চেয়ে এতে যে সকল বার্তী সুযোগ-সুবিধা পাবেন:

Jelly Bean v.4.1.2)

  • ব্যটারি লাইফ- জেলি বিন ব্যটারি লাইফ বাড়ায় আগের থেকে ৪০-৫০% এর মত। এই একটি কারনেই এই ফোনের ইউটিলিটি বেড়ে গেছে।
  • কলিং স্ক্রীন- আগে কলিং স্ক্রীনে ফিক্সড ইমেজ ছিল যেটি বাজে দেখাতো, এখন কলিং স্ক্রীনের ব্যাকগ্রাউন্ডে আপনার সেট করা ওয়ালপেপার থাকবে।
  • ডায়াল মেনু- আগে ডায়াল স্ক্রিন এবং কল লিস্ট আলাদা ছিল পাশাপাশি স্ক্রীনে, এখন ডায়াল মেন্যুর উপরেই কল লিস্ট সংক্ষিপ্ত আকারে দেখতে পাবেন। ডায়াল মেন্যু নিচে স্ক্রল করলেই কল লিস্ট সম্পূর্ণ আকারে দেখতে পাবেন।
  • মেন্যুতে ফোল্ডার বানানো- এখন মেইন মেন্যুতে আপনি ফোল্ডার বানিয়ে তাতে পছন্দমত আইকন/শর্টকাট রাখতে পারবেন এবং মেন্যু আইকনগুলো আপনার ইচ্ছামত সাজাতে পারবেন। এতে মেন্যু গোছানোটা সহজ হয়ে গেল।
  • মিউজিক প্লেয়ার- ডিফল্ট মিউজিক প্লেয়ারটি আগের চেয়ে উন্নত করা হয়েছে এবং এতে স্লিপ এবং ইকুয়ালাইজার বাটন যুক্ত করা হয়েছে।
  • ক্যামেরা- ক্যামেরায় অপশন বেড়েছে এবং প্যানোরামা মোড যুক্ত হয়েছে।

অফিসিয়াল ফ্যানপেজে আপডেট সম্পর্কে যা জানিয়েছে:

Good News for Primo G1
!!! Android OS v4.1.2 (Jelly Bean) is available!!!

Release Note:

  • 1> Update OS from 4.1.1 to 4.1.2
  • 2> Improve Launcher
  • 3> Minor bug fixing
  • 4> More battery stand by time
  • 5> Overall performance is more smooth, faster than previous

আমি ব্যক্তিগত ভাবে যে সুযোগ সুবিধা গুলো পেয়েছি:

  • এতে ডিফোল্ড ভাবে পাওয়ার সেভার যুক্ত করা হয়েছে।
  • থেম্স,ওয়ালপেপার,ইফেক্ট সংক্রান্ত একটি বার্তি টুল্স যুক্ত হয়েছে এতে।
  • লান্সার ডেভলপ করেছে। হোম স্কৃনে ফোল্ডার করা যাচ্ছে।
  • রুচি সম্মত কিছু ওয়ালপেপার ও থেম্স স্কৃন যুক্ত হয়েছে এতে।
  • ক্যামেরা তে বার্তি কিছু অপশন সহ প্যানোরমা যুক্ত হয়েছে।
  • লক স্কৃন অনেক সুন্দর করেছে।
  • এ্যাপ্স ইন্সটলের ক্ষেত্রে আগের চেয়ে সময় অনেক কম লাগে।
  • ইন্টারনাল মেমরি 500MB থেকে বেরে 932MB হয়েছে।
  • ডিফল্ট ফাইল ম্যানেজার ডেভলপ করেছে।
  • চার্জ হতে সময় কম লাগে।

আমার ব্যক্তিগত ভাবে যে গুলো সমস্যা মনে হয়েছে:

  • র‍্যাম (50%)+ ইউজ হয়েই থাকে।যদিও টাক্স ক্লিনার দিয়ে 30%এ নামিয়ে আনা যায়।
  • আন লক হতে একটু বেশী সময় লাগছে।
  • ফোন আগের চেয়ে একটু বশী গরম হয় বলে আমার মনে হচ্ছে।

(সর্বপরি সমস্যা গুলো ব্যতিত আমার ফোনটি অনেক স্মুথ হয়েছে এবং জেলিবিন ইন্টারফেস ও ইফেক্ট গুলো মনমুগ্ধকর।)

কিছু স্কিনসট:


চাইলে আপনিও আপনার G1কে (JB)4.1.2তে আপডেট করে নিতে পারেন এখান থেকে

(কি ভাবে কি করতে হবে তা ডকুমেন্ট ফাইলে zip এর মধ্যেই দেয়া আছে।)

এ ব্যাপারে/এ্যান্ড্রোয়েড বিষয়ক যে কোন সহযোগীতার জন্য সরাসরি এখানে যোগাযোগ করুন।

যারা G1-এ মডিফাই রোম চালাতে আগ্রহী। তারা জানাবেন। বেশ কিছু মডিফাই রোম রয়েছে।

!!!ধন্যবাদ সবাইকে!!!

ফেসবুকে আমি

Level 0

আমি আর,কে রকি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 179 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি অতিশয় এক সাধারণ মানুষ। কম্পিউটার & নিউ প্রযুক্তি নিয়ে ব্যস্ত থাকতে পছন্দ করি। বন্ধুদের হেল্প করতে পারলে ভালো লাগে। আমার সীমিত সঞ্চিত জ্ঞান বন্ধুনের সাথে সেয়ার করতে পছন্দ করি। দক্ষ ভিডিও এডিটর হতে চাই,নিজস্ব এ্যাডফার্ম স্থাপনের স্বপ্ন দেখি। বর্তমানে তৃ-মাত্রিক মিডিয়া নামক নিজস্য প্রতিষ্ঠানে কাজ করছি। দেশ & মাতৃভাষাকে...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

vaiya kivabe upgrade korbo setato bollen na, jodi bolten subitha hoto.

    @iftikhan: ডাউনলোড দেয়ার পর ঐ ফোল্ডারেই বিস্তারিত ইন্সট্রাকশন পাবেন। তবুও আগে জানতে চাইলে এটি দেখুন: http://goo.gl/pZkqg

Vai walton primo te ki jelly bean install kora jabe.

আনলক করতে বেশি সময় লাগে, এইটা অনেক বিরক্তিকর। তবে আমার সবচেয়ে বেশি সুবিধা মনে হয়েছে ক্যামেরা এর উন্নতি। তবে আপডেট করার পর রুট না করলে চার্জ নিয়ে অনেক সমস্যায় পরতে হবে।

আশা করি ওয়াল্টন ডেভেলপার টিম জেলি বিন এর ৪.২.২ টাও রিলিজ করবে জি১ এর জন্য

আমার Symphony W30 মোবাইলে jelly bean 4.2 Setup করতে চাই। please help me…………………..

amar g1 update korinai but idaning sobsomoy RAM 60-70% used hoye thake. boost korleo kichukhon por abar same. ki karone eta hote pare?

Level 0

primo r1 এ কিভাবে জেলী বিন আপডেট দিবো?

ভাই আমাকে কেঊ কি সাহায্য করবেন? ভাই আমি সিম্ফনি এক্সপ্লোরার ডব্লিউ ৭০ ব্যাবহার করি। যা কিনা ওয়াল্টন প্রিমো জি ১ এর কনফিগারেশন এর সাথে মিলে। তো আমি কি ওয়াল্টন প্রিমো জি ১ এর জন্য অফিসিয়াল যে জেলি বিন আপডেট টা দেয়া আছে সেটা কি সিম্ফনি এক্সপ্লোরার ডব্লিউ ৭০ তে ব্যাবহার করতে পারবো?

    @shah.showkat: আপনার সেটটি Gionee Gn700w এর রিব্রান্ডেড হলে পারবেন।

ভাই আমার Galaxy Ace GT S5830i আমি কি upgrade করত পারব

ভাই উল্লাস আমার সেট টি যে Gionee Gn700w এর রিব্রান্ডেড সেটা বুজব কি করে?

ভাই আমার Walton Primo G1 ICS থেকে Jelly Bean করার পর আমার চার্জ 4 Hour এর মধ্যেই Low Battary হয়ে যায়…… খুব সমস্যায় মধ্যে পড়লাম… এখন কি করব ? আমি কি আবার ICS e নিয়ে যাব ?