আমার ফোনটা pattern lock দিয়েছিলাম । আমার ছোট ভাই বার বার try করেও আমার লক খুলতে পারেনি । কারন সে জানেনা আমি কি pattern lock দিয়েছিলাম । একটু পরে আমার কাছে এসে বলল ভাইয়া তোমার ফোনের লক খুলতে পারছি না । ওকে বললাম আমাকে দে লক খুলে দেই । ওমা লক খুলতে গিয়ে দেখি Too many pattern attenpts! to unlock, sign in with your account এই লেখাটা দেখাচ্ছে । আমার ফোন কোন gmail দিয়ে login করিনি তাই gmail আর password দিলেও আমার লক খুলছে না । অভিজ্ঞরা দয়া করে আমাকে লক খুলার একটা উপায় বলেদিন । please please please
আমি Tanvir Mustafa Joy। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 379 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ফোন অফ করুন। এবার ভলিউম উপ এবং পাওয়ার বাটন একসাথে চেপে ধরে রাখুন- যতক্ষন না লোগো/ ফাস্টবুট মোড/ কতগুলো অপশন দেখতে পান। অপশনগুলো থেকে wipe data/factory reset সিলেক্ট করুন। একটা ওয়ার্নিং পাবেন। Yes delete all user data সিলেক্ট করুন। তাহলে আপনার ফোনের ফ্যাক্টরি রিসেট হয়ে যাবে। আর প্যাটার্ন লক চাইবে না। তবে ফোনে কোন কন্ট্যাক্ট, মেসেজ থাকলে ডিলেট হয়ে যাবে। এসডি কার্ডের কিছু ডিলেট হবে না।