এখন SAMSUNG এর Android 4.1 Jelly Bean আপনার হাতের নাগালে!

চারিদিকে  অ্যান্ড্রয়েড মোবাইলের স্তুতি শুনতে শুনতে নিজেকে অনেক অসহায় মনে হয়!! কারন এখনও আমি জাভা মোবাইলের গোলক ধাঁধাঁয় ঘুরতেসি। আশে পাশে বন্ধুদের মোবাইলে অ্যান্ড্রয়েড apps এর ছড়াছড়ি। অনেক সময় ওদের মোবাইলের OS ভার্সন এর নাম শুনলে মনের অজান্তে পেটে খিদা অনুভব করি। জেলিবিন শুনলে তো মনে হয় যদি একটুকরো রুটি পেতাম। আবার আইসক্রিম স্যাণ্ডউইচ শুনলে লোভ সামলানো কঠিন হয়ে পড়ে। আরও আছে Eclair ( Eclair চকলেট  হতে পারে ), Cupcake ( বাটি আইসক্রিমের মতো কেকে) , Gingerbread ( আদার রুটি মনে হয় ), Honeycomb ( KFC, FFC,BFC তে গিয়ে দেখতে হবে মধুর তৈরি এরকম কম্ব আছে কিনা!! 😆 )।

আরেকটা কথা বলতে ভুলে গেছি  উপরের সবগুলুই অ্যান্ড্রয়েডের সেকেন্ড ভার্সন। প্রথম ভার্সনের মধ্যে রয়েছে  Android alpha, Android beta । গামা কেন থাকল না 👿 নিউটনের সাথে দেখা হলে জিজ্ঞেস করে বিস্তারিত জেনে আপনাদের জানাবো।

যাই হোক খাবারের লোভ আর অ্যান্ড্রয়েডের প্রশংসা রেখে এখন আপনাদের একটি ছোট খবর জানাতে চাই

স্যামসাং মোবাইল দেশের বাজারে এনেছে গ্যালাক্সি সিরিজের নতুন স্মার্টফোন ‘স্টার ডুয়োস’। গ্যালাক্সি স্টার ডুয়োসে আছে আধুনিক ফিচার এবং কার্যক্ষমতা। এ ফোনের মূল পর্দা ৩ ইঞ্চি পুরোপুরি টাচ স্ক্রিন। এতে রয়েছে এক গিগাহার্টজ প্রসেসর এবং Android 4.1 Jelly Bean অপারেটিং সিস্টেম। আরও আছে ২ মেগাপিক্সেল ক্যামেরা, দ্রুততর ব্লুটুথ ৪.০, ওয়াইফাই, ৪ গিগাবাইট মেমোরি (৩২ গিগাবাইট পর্যন্ত বর্ধনশীল) এবং দীর্ঘস্থায়ী ১২০০ এমএএইচ ব্যাটারি ক্ষমতা।

আসল কথাইত বলি নাই বস, তার আগে শাকিব খানের পাওয়ার এনার্জি ড্রিংক খেয়ে আসেন। কারন এখন যা বলবো তা শুনে আপনার পাওয়ার শাকিব খানকেও ফেল মারবে।

কারন স্যামসাং স্টার ডুয়োস এ রয়েছে ডুয়েল সিম এবং দাম মাত্র ৭৯৯০//= টাকা।

তাড়াতাড়ি কিনে নেন শাকিব খান আসতেছে ,   চুমুকেই অ্যাকশন শুরু কইরা দিব :mrgreen:

Level 0

আমি sabujdesh। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 45 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এইডা কিছু ওইলো এত কমদামে অ্যানডরু !! 🙁 পোলাপাইন জেলিবিন চিবাবে আমি আদারুটি নিয়েই শান্তি থাকতে হপে 🙁

আমি তো Symphony w125 কিনে ফেললাম । এখনো পর্যন্ত দুর্দান্ত চলছে , জানি না কতো দিন চলবে ।

Level 0

shob e thik ase but 3G nai, phone ar sathe headphone and data cable o nai. r shob e thik ase

Level 0

আপনি যদি কিনতে চান তাহলে এর থেকেও কম দামে আমি দিতে পারবো…

3G নাই, প্রক্সিমিটি সেন্সর নাই, জিপিএসও নাই। এতগুলা সেন্সর না থাকলে জেলিবিন দিয়ে কি করব ঠিক বুঝতেছি না। ব্যাটারীও অনেক কম, জেলিবিন আর প্রসেসরের সাথে খাপ খায় না। ৩ ইঞ্চি মনিটরে টাইপ করতে ঝামেলা হবে বিশেষত যাদের আঙ্গুল মোটা। সর্বোপরী 4/10 দেব।

Level 0

দেশেরে ভালোর জন্য না হলেও অন্তত নিজের লাভের কথা চিন্তা করে অনুগ্রহ করে বুধবার বিকেল ৩টা থেকে বিটিআরসি এর সামনে লাগাতার কর্মসূচীতে অংশগ্রহন করুন

ভাই আমি আমার Walton Primo রুট করবো কি করে

ভাই আমি আমার Walton Primo রুট করবো কি করে। পুরতন সব লিঙ্ক কাজ করে না।

Level 0

goto kal kinei fellam….charge o valo thake….HD game khelteci….over all darun ekta set….

Level 0

ভাই আমি আজকে এই ফোনটা কিনলাম Just Awesome ১ টা ফোন ।