চারিদিকে অ্যান্ড্রয়েড মোবাইলের স্তুতি শুনতে শুনতে নিজেকে অনেক অসহায় মনে হয়!! কারন এখনও আমি জাভা মোবাইলের গোলক ধাঁধাঁয় ঘুরতেসি। আশে পাশে বন্ধুদের মোবাইলে অ্যান্ড্রয়েড apps এর ছড়াছড়ি। অনেক সময় ওদের মোবাইলের OS ভার্সন এর নাম শুনলে মনের অজান্তে পেটে খিদা অনুভব করি। জেলিবিন শুনলে তো মনে হয় যদি একটুকরো রুটি পেতাম। আবার আইসক্রিম স্যাণ্ডউইচ শুনলে লোভ সামলানো কঠিন হয়ে পড়ে। আরও আছে Eclair ( Eclair চকলেট হতে পারে ), Cupcake ( বাটি আইসক্রিমের মতো কেকে) , Gingerbread ( আদার রুটি মনে হয় ), Honeycomb ( KFC, FFC,BFC তে গিয়ে দেখতে হবে মধুর তৈরি এরকম কম্ব আছে কিনা!! 😆 )।
আরেকটা কথা বলতে ভুলে গেছি উপরের সবগুলুই অ্যান্ড্রয়েডের সেকেন্ড ভার্সন। প্রথম ভার্সনের মধ্যে রয়েছে Android alpha, Android beta । গামা কেন থাকল না 👿 নিউটনের সাথে দেখা হলে জিজ্ঞেস করে বিস্তারিত জেনে আপনাদের জানাবো।
যাই হোক খাবারের লোভ আর অ্যান্ড্রয়েডের প্রশংসা রেখে এখন আপনাদের একটি ছোট খবর জানাতে চাই
স্যামসাং মোবাইল দেশের বাজারে এনেছে গ্যালাক্সি সিরিজের নতুন স্মার্টফোন ‘স্টার ডুয়োস’। গ্যালাক্সি স্টার ডুয়োসে আছে আধুনিক ফিচার এবং কার্যক্ষমতা। এ ফোনের মূল পর্দা ৩ ইঞ্চি পুরোপুরি টাচ স্ক্রিন। এতে রয়েছে এক গিগাহার্টজ প্রসেসর এবং Android 4.1 Jelly Bean অপারেটিং সিস্টেম। আরও আছে ২ মেগাপিক্সেল ক্যামেরা, দ্রুততর ব্লুটুথ ৪.০, ওয়াইফাই, ৪ গিগাবাইট মেমোরি (৩২ গিগাবাইট পর্যন্ত বর্ধনশীল) এবং দীর্ঘস্থায়ী ১২০০ এমএএইচ ব্যাটারি ক্ষমতা।
আসল কথাইত বলি নাই বস, তার আগে শাকিব খানের পাওয়ার এনার্জি ড্রিংক খেয়ে আসেন। কারন এখন যা বলবো তা শুনে আপনার পাওয়ার শাকিব খানকেও ফেল মারবে।
কারন স্যামসাং স্টার ডুয়োস এ রয়েছে ডুয়েল সিম এবং দাম মাত্র ৭৯৯০//= টাকা।
তাড়াতাড়ি কিনে নেন শাকিব খান আসতেছে , চুমুকেই অ্যাকশন শুরু কইরা দিব
আমি sabujdesh। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 45 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এইডা কিছু ওইলো এত কমদামে অ্যানডরু !! 🙁 পোলাপাইন জেলিবিন চিবাবে আমি আদারুটি নিয়েই শান্তি থাকতে হপে 🙁