সব্বাইকে আমার সালাম ।
সবার প্রথমে এই দুটি ফাইল এখান থেকে Download করুন।
১) AdbDriverInstaller
https://dl.dropboxusercontent.com/u/147648227/AdbDriverInstaller.exe
২) Unlock Root
http://www.unlockroot.com/download.html
এখন যা করা লাগবে
১) প্রথমে আপনার মোবাইলের usb debugging অন করুন। ডাটা ক্যাবল এর সাহায্যে mobile computer এর সাথে connect করুন।
(setting>application>development>usb debugging)
২) এবার AdbDriverInstaller ওপেন করুন।
৩) ড্রাইভার install করুন।
(ড্রাইভার ঠিকমত install হয়েছে কিনা শিওর হবার জন্য my computer এর রাইট বাটন ক্লিক করে manage এ ক্লিক করুন।
device manager এ ক্লিক করুন। এখানে যদি Android Device দেখায় তাহলে আপনি সফলভাবে AdbDriver install করতে পেরেছেন।)
৪) এখন Unlock Root ওপেন করুন।
৫) Root বাটনে ক্লিক করুন।
৬) কয়েক সেকেন্ডের মধ্যে Mobile এর মডেল নাম্বার দেখাবে, দেখালে ক্লিক করুন।
৭) কয়েক সেকেন্ড অপেক্ষা করুন।
৮) সবকিছু ঠিক থাকলে আপনার mobileকে restart করতে বলবে। NO তে ক্লিক করে mobileটা ডাটা ক্যাবল থেকে খুলে ফেলুন।
৯) mobileটা বন্ধ করে ওপেন করুন।
১০) এবার মেন্যুতে দেখতে পাবেন 'SuperSU' নামের একটা Application.
এবার Android এর পুরাই মজা লন।
# সবকিছু নিজ দায়িত্বে করবেন।
আল্লাহ্ হাফেজ।
আমি সাজিদ সাজিব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 83 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
W20 তে এই system apply করছি,কাজ হয় নাই। Other কোনো system thakle দয়া করে জানান।