Symphony w15 রুট করুন সবচাইতে সহজ পদ্ধতিতে

সব্বাইকে আমার সালাম ।

সবার প্রথমে এই দুটি ফাইল এখান থেকে Download করুন।

১) AdbDriverInstaller

https://dl.dropboxusercontent.com/u/147648227/AdbDriverInstaller.exe

২) Unlock Root

http://www.unlockroot.com/download.html

এখন যা করা লাগবে

১) প্রথমে আপনার মোবাইলের usb debugging অন করুন। ডাটা ক্যাবল এর সাহায্যে mobile computer এর সাথে connect করুন।

(setting>application>development>usb debugging)

২) এবার AdbDriverInstaller ওপেন করুন।

৩) ড্রাইভার install করুন।

(ড্রাইভার ঠিকমত install হয়েছে কিনা শিওর হবার জন্য my computer এর রাইট বাটন ক্লিক করে manage এ ক্লিক করুন।

device manager এ ক্লিক করুন। এখানে যদি Android Device দেখায় তাহলে আপনি সফলভাবে AdbDriver  install করতে পেরেছেন।)

৪) এখন Unlock Root ওপেন করুন।

৫) Root বাটনে ক্লিক করুন।

৬) কয়েক সেকেন্ডের মধ্যে Mobile এর মডেল নাম্বার দেখাবে, দেখালে ক্লিক করুন।

৭) কয়েক সেকেন্ড অপেক্ষা করুন।

৮) সবকিছু ঠিক থাকলে আপনার mobileকে restart করতে বলবে। NO তে ক্লিক করে mobileটা ডাটা ক্যাবল থেকে খুলে ফেলুন।

৯) mobileটা বন্ধ করে ওপেন করুন।

১০) এবার মেন্যুতে দেখতে পাবেন 'SuperSU' নামের একটা Application.

এবার Android এর পুরাই মজা লন।

# সবকিছু নিজ দায়িত্বে করবেন।

আল্লাহ্‌ হাফেজ।

Level 2

আমি সাজিদ সাজিব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 83 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

W20 তে এই system apply করছি,কাজ হয় নাই। Other কোনো system thakle দয়া করে জানান।

@robi24ঃ ভাই প্রথম প্রথম আমার মোবাইলটাও রুট করতে পারি নাই। কিন্তু পরে ঠিকই পেরেছি। আপনি আমার দেয়া instruction গুলা যেভাবে দেয়া আছে ঠিক সেভাবে follow করেন আশা করি আপনি পারবেন। আর যদি না পারেন তাইলে এটা দেখেন।
https://www.techtunes.io/android/tune-id/196537

ভাই সিম্ফনি w 30 রুট করার প্রসেসটা দেন।

Level 0

Bhai driver install hoi nai. R unlook root download korte pari nai. Jodi somvob hoy to Upload kore den.

@অপু; আপনি হয়ত সঠিকভাবে ড্রাইভার ইন্সটল দিতে পারেন নাই। আমি খুবি দুঃখিত এর আগে আমি স্ক্রীন শট দিতে পারি নাই। আপনি এটা দেখুন, আশা করি পারবেন।https://www.dropbox.com/sh/5qtfpk96zf85f18/Z39cflgDDN
আর আনলক রুট download করা খুবি সহজ। আমি যে সাইটের লিঙ্ক দিয়েছি সেখান থেকে আপনি খুব সহজে unlock root pro free ভার্সনটা নামিয়ে নিতে পারবেন।

Level 0

vai set brik howar ki possibility ase? ami w 20 use kori

UnlockRoot Pro serial key চাচ্ছে। ভাই দয়া করে যদি দিতেন।

    @raju1989best: ভাই আমি আমার টিউনে UnlockRoot এর যে link দিয়েছি সেখান থেকে আপনি ফ্রি ভার্সনটা install করেন। তাহলেই কাজ হবে। মনে রাখবেন UnlockRoot install করতে কিন্তু নেট connection থাকা লাগবে।

Level 2

vai ami amar phone root korchi but root korar por amar phone restor factory hocchana ami ki korte pari plz jana ben ki?

    @Kaysarreza: restor factory কেন হবেনা সেটাইতো বুঝতে পারছি না। কারন এই সমস্যা আমার হয় নাই। রুট করার পর আমি নিজেও আমার সেট factory reset দিয়েছি।

Level 0

vai w30 ta cwmr ke vaba install korbo?

    @mdhemal: ভাই আমার w30 নাই। তাই বলতে পারছি না। আপনি google এ সার্চ দিয়ে দেখতে পারেন।

Level 0

অনেক বার টেরাই করেছি কিন্তুক পারলাম না। বার বার বলে No online device found, Enable USB Debuging. কিন্তুক আমি তো USB Debuging Enable করেছি।

UnlockRoot Pro ata to downloade hoina

Level 0

Vai,pls Unlock Root Pro er serial key ta den.

Level 0

Adb driver ar link tao apatoto dead dakhtesi, aita always active 😀

http://adbdriver.com/upload/AdbDriverInstaller.exe

Level 4

symphony w15 pattern attempts locked
টেকটিউনসে এমন কেও কি আছেন! ফ্ল্যাশ ছাড়া খোলে দিয়ে সাহায্য করবেন