আসসালামুয়ালাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। বেশ কিছু দিন পরে আমি আবার টেকটিউন্সে লেখার জন্য বসলাম। বর্তমান সময় টাকে যদি Android এর সময় বলা হয় তাহলে মনে খুব বেশি বলা হবে না। চারেদিকে শুধু Android এর জয়জয়কার। তাই আসুন, আমরা আজ দেখবো কিভাবে আমাদের উইন্ডোস কম্পিউটারে Android অপারেটিং সিস্টেম ব্যবহার করা যায়। আর কথা না বাড়িয়ে চলুন কাজ শুরু করে দেয়।
প্রথমে আপনাকে একটা পেনড্রাইভ আপনার কম্পিউটারে লাগাইতে হবে। তারপর এখান থেকে Android অপারেটিং সিস্টেম টি ডাউনলোড করে নিতে হবে।
মনে রাখবেন শুধু মাত্র ৩২ বিটের Android অপারেটিং সিস্টেম এর ISO ব্যবহার করা যাবে উইন্ডোস কম্পিউটারে। সূতরাং ISO ফাইল টি তাড়াতাড়ি ডাউনলোড করে ফেলুন।
এইবার আপনার পেনড্রাইভটিকে বুটেবল করে ঐ পেনড্রাইভে Android অপারেটিং সিস্টেম এর ISO ফাইল গুলো কপি করতে হবে। আর এজন্য একটা সফটওয়ার এর দরকার পড়বে। চিন্তা নাই এখান থেকে Unetbootin নামক সফটওয়ারটি ডাউনলোড করে ফেলুন। সফটওয়ারটি ডাউনলোড করা শেষে রান করেন এবং নিচের ছবিটা অনুসরণ করেন।
Unetbootin পেনড্রাইভে প্রয়োজনীয় সকল ফাইল গুলো কপি করতে থাকবে। কিছু সময় অপেক্ষা করেন তত ক্ষনে কপি করা শেষ হবে।
কপি করা শেষ হলে একটা ডায়ালগ বক্স আসবে। যদি এখন ই Android অপারেটিং সিস্টেম টি আপনার কম্পিউটারে রান করাতে চান তাহলে রিবুট এ চাপ দিন। আর না চাইলে exit করেন।আপনি যদি বুটেবল CD/DVD বানাইতে চান তাহলে Image Burn নামক সফটওয়ার দিয়ে বুটেবল CD/DVD বানাইতে পারেন।
এবার আসুন মুলপর্বে। এখানে আমরা পেনড্রাইভ থেকে উইন্ডোস কম্পিউটারে Android অপারেটিং সিস্টেম Install করব।
পেনড্রাইভটি কম্পিউটারে লাগাইয়া কম্পিউটারটি Restart দিতে হবে। BIOS থেকে Boot Menu তে যান। HardDisk Select করে দেন।USB Drive এর জন্য Boot করেন এবং Live CD- run android -x86 without installation অপশন টা সিলেক্ট করে দেন। এখানে আপনি যে কোনো অপশন দিয়ে পারেন।এখানে কিছু সময়ের জন্য কালো একটা স্ক্রীন দেখতে পাবেন। এখন খুব অল্প সময়ের জন্য নিচের চিত্রের মত Android অপারেটিং সিস্টেম এর বুট স্ক্রীন দেখতে পাবেন।এখন Android অপারেটিং সিস্টেম Install হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। খুব বেশী সময় লাগবে না Install হয়তে। Install হয়ে গেলে নিচের মত স্ক্রীন দেখতে পাবেন।
আশা করি আপনার উইন্ডোস কম্পিউটারে Android অপারেটিং সিস্টেম দিতে পেরেছেন।
ভালো লাগলে জানাবেন। তবে অশ্লীল কোনো ভাষা ব্যবহার করবেন না দয়া করে।
আমার একটা ব্লগ সাইট আছে। সময় পেলে ঘুরে দেখতে পারেন।
আমি আব্দুল মালেক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 39 টি টিউন ও 141 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
driver lagbe na?