আমরা যারা এ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করি, তাদের সবারই একটি সাধারন সমস্যা হলো এর সিস্টেম মেমোরী কমে যাওয়া। এতে করে মোবাইল ধীর গতির হয়ে যায়। যা খুবই বিরক্তির, মনে হয় এ্যান্ড্রয়েড মোবাইল কেন কিনলাম? অনেকে এই সমস্যা থেকে মুক্তির জন্য বিভিন্ন এ্যাপস ডাইনলোড করে মোবাইলের ডাউনলোডকৃত এ্যাপসগুলোকে SD Card-এ লিংক করে দেন অথবা তাতে ট্রান্সফার করে থাকেন, কিন্তু তাতে কি সিস্টেম মেমোরী খুব একটা খালী হয়? আর খালী হলেও সময়ের ব্যবধানে তা আবার ভরে ওঠে। তাহলে সমাধান কি? কিছু এ্যাপস্ ডিলিট করে দেওয়া? গ্যারান্টি দিচ্ছি, তাতেও কোন সমাধান হবে না, বরং এতে হয়তো আপনার প্রয়োজনীয় কোন এ্যাপই ডিলিট করে আপসোস করতে হতে পারে।
আসুন তবে এবার আসল সমাধানের দিকে। আসস্ত করছি, এটা আমি নিজে আমার Samsung GT-S5300 তে ট্রাই করে ১০০% সফল হয়েই এই টিউন করছি আর হ্যা, আপনাদেরকে এর জন্য নতুন কোন এ্যাপ ডাউনলোড করতেও হবে না, যদি না আপনার ফোনটি রুট করা থাকে, আর সাথে একটি ভালো ফাইল ম্যানেজার থাকে, যা দিয়ে সিস্টেম ফাইলও রিমুভ করা যায়। আপনাদের যাদের ফোন রুট করা আছে, তারা ফাইল ম্যানেজার ওপেন করে সিস্টেম মেমোরীতে প্রবেশ করুন। সেখানে data নামে একটা ফোল্ডার পাবেন, ঐ ফোল্ডার-এর ভেতর log নামে আরেকটা ফোল্ডার পাবেন। এই log ফোল্ডারের ভেতর যা আছে তার সব ডিলিট করে দিন। ( সাধারনত log ফোল্ডারের ভেতর যেসব ফাইল থাকে তাদের নাম হয় এরকম- dumpstate_app.... । আশা করি ফোল্ডারটি খুঁজে পেতে আপনাদের খুব একটা সমস্যা হবে না।)
ব্যাস কাজ শেষ। এবার সিস্টেম স্টোরেজ চেক করে দেখুন।
আগ্রহীরা ঘুরে আসতে পারেন আমার “প্রাণিসম্পদ সংক্রান্ত বিশ্বের প্রথম বাংলা ব্লগ ভেটসবিডি ডট কম” থেকে ।
আমি তায়ফুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 110 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভালোবাসি যুক্তি, প্রযুক্তি দুটোই।
একটি ভালো ফাইল ম্যানেজার যদি দিতেন খুব ভাল হত। xplore দিয়ে কাজ হবে? আমি xplore দিয়ে আপনার বলা ফোল্ডারগুলো খুজে পাইনি। একটু বিস্তারিত যদি বলতেন খুব উপকার হত