আপনার এ্যান্ড্রয়েড মোবাইলের সিস্টেম মেমোরী কমে গেছে? সমাধান নিন

আমরা যারা এ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করি, তাদের সবারই একটি সাধারন সমস্যা হলো এর সিস্টেম মেমোরী কমে যাওয়া। এতে করে মোবাইল ধীর গতির হয়ে যায়। যা খুবই বিরক্তির, মনে হয় এ্যান্ড্রয়েড মোবাইল কেন কিনলাম? অনেকে এই সমস্যা থেকে মুক্তির জন্য বিভিন্ন এ্যাপস ডাইনলোড করে মোবাইলের ডাউনলোডকৃত এ্যাপসগুলোকে SD Card-এ লিংক করে দেন অথবা তাতে ট্রান্সফার করে থাকেন, কিন্তু তাতে কি সিস্টেম মেমোরী খুব একটা খালী হয়? আর খালী হলেও সময়ের ব্যবধানে তা আবার ভরে ওঠে। তাহলে সমাধান কি? কিছু এ্যাপস্‌ ডিলিট করে দেওয়া? গ্যারান্টি দিচ্ছি, তাতেও কোন সমাধান হবে না, বরং এতে হয়তো আপনার প্রয়োজনীয় কোন এ্যাপই ডিলিট করে আপসোস করতে হতে পারে।

আসুন তবে এবার আসল সমাধানের দিকে। আসস্ত করছি, এটা আমি নিজে আমার Samsung GT-S5300 তে ট্রাই করে ১০০% সফল হয়েই এই টিউন করছি আর হ্যা, আপনাদেরকে এর জন্য নতুন কোন এ্যাপ ডাউনলোড করতেও হবে না, যদি না আপনার ফোনটি রুট করা থাকে, আর সাথে একটি ভালো ফাইল ম্যানেজার থাকে, যা দিয়ে সিস্টেম ফাইলও রিমুভ করা যায়। আপনাদের যাদের ফোন রুট করা আছে, তারা ফাইল ম্যানেজার ওপেন করে সিস্টেম মেমোরীতে প্রবেশ করুন। সেখানে data নামে একটা ফোল্ডার পাবেন, ঐ ফোল্ডার-এর ভেতর log নামে আরেকটা ফোল্ডার পাবেন। এই log ফোল্ডারের ভেতর যা আছে তার সব ডিলিট করে দিন। ( সাধারনত log ফোল্ডারের ভেতর যেসব ফাইল থাকে তাদের নাম হয় এরকম- dumpstate_app.... । আশা করি ফোল্ডারটি খুঁজে পেতে আপনাদের খুব একটা সমস্যা হবে না।)

ব্যাস কাজ শেষ। এবার সিস্টেম স্টোরেজ চেক করে দেখুন।

Warning!!: রুট ফোল্ডারে সাবধানে কাজ করবেন। যাতে আবার প্রয়োজনীয় কোন কিছু না ডিলিট হয়ে যায়।

 

 

যাদের রুট করা নাই তাদের জন্যঃ কেবলই আপসোস করুন, নয়তো ফোনটি সাহস নিয়ে রুট করে ফেলুন।

 

 

আগ্রহীরা ঘুরে আসতে পারেন আমার “প্রাণিসম্পদ সংক্রান্ত বিশ্বের প্রথম বাংলা ব্লগ ভেটসবিডি ডট কম” থেকে ।

Level 0

আমি তায়ফুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 110 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ভালোবাসি যুক্তি, প্রযুক্তি দুটোই।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

একটি ভালো ফাইল ম্যানেজার যদি দিতেন খুব ভাল হত। xplore দিয়ে কাজ হবে? আমি xplore দিয়ে আপনার বলা ফোল্ডারগুলো খুজে পাইনি। একটু বিস্তারিত যদি বলতেন খুব উপকার হত

আপনি এটা ট্রাই করে দেখতে পারেন https://play.google.com/store/apps/details?id=com.rhmsoft.fm । অথবা প্লে স্টোর থেকে File Manager লিখে সার্চ দিন। এই নামেই এ্যাপটি পাবেন। আমি এটাই ব্যবহার করি।

ame Xperia Ray use kore root kora. ES File Explorer use kore but khuje pacce na /data/log. help koren plz.

তায়ফুর রহমান@ doya kore puro details bole deban file manager ea gia kuthay jeta etc.

    @sylhety-pula: system folder>data>log ফাইল ম্যানেজার ইউজ করলে up arrow-তে ক্লিক করতে থাকুন, একদম শেষে আসলে আশা করি সিস্টেম ফোল্ডারে প্রবেশ করতে পারবেন। আসলে ঐ সেটটি সম্পর্কে আমার তেমন আইডিয়া নেই।

@তায়ফুর রহমান: system folder>data>log khuje pai na to ?

@তায়ফুর রহমান: ami device/system ea geace but log file pai ni. apne bole den ki vabe system folder ea jabo.

আপনার ডিভাইস মেমোরীর পুরো লিস্টটা পেলে সুবিধা হতো।

ভাইয়েরা, আমি একটা বিষয়ে Emergency Help চাচ্ছি !!
আমি LG Optimus L3 Dual ব্যাবহার করি ।
Internal Memory – 1 GB,
Memory Card – 4 GB.
আমার Problem হল আমি APP2SD Pro use করে Apps আর Games SD Card-e move করলেও সে গুলো 1 GB Internal Memory তে যায়!

অর্থাৎ আমার সেট ওই 1GB কে SD Card হিসেবে ধরে এবং 4GB Memory Card কে ধরে Externel SD হিসেবে! APP2SD ও দেখায় যে ওই 1GB SD Card এ Apps & Games move করা যাবে! কিন্তু 4GB Memory Card এ Apps & Games move করার কোন উপায় পাচ্ছি না! তবে গান আর ভিডিও Es File Explorer দিয়ে 4GB Memory Card এ move করা যায়!
PLEASE, I REALLY NEED HELP!!!!

Level 0

আস্সালামুআলাইকুম ভাইয়েরা। বড় একটা বিপদে পড়ে আপনাদের দ্বারস্থ হয়েছি। আমার একটি জিমেইল হেক্ড হয়েছে চার মাস আগে। শুধুমাত্র ইউজার নেম মনে আছে, অলটার্নেটিভ যে ইমেলটি দিয়েছিলাম পার্সওয়ার্ড রিকভার করার জন্যে সেটাও হ্যাক হয়েছে আরো আগেই। কেউ যদি মেহেরবানী করে তুলে দিতে পারতেন অনেক উপকৃত হতাম। উদ্ধারকারীর জন্য থাকবে নগদ ২ হাজার টাকা সম্মানী । সবাইকে অগ্রিম ধন্যবাদ।

@তায়ফুর রহমান: amer Device Memory list holo (acct/cache/config/d/data/dev/etc/mnt/proc/root/sbin/sdcard/sys/system/vendor) eai folder gulo amer Device Memory te ace. ami system folder ea geace but log file pai ni.

ভাই আমার ডিভাইসেতো রুট থেকে data ফ্লোডার এ কোন Log ফ্লোডার নাই।

@তায়ফুর রহমান: এবার data ফোল্ডারের ভেতর (anr/app/app-drive/backup/crashsms/dalvik-cache/data/dontpanic/drm/etc/idd/local/lost+found/misc/property/radio/sdext/secure/system/tombstones) eai gula ace. ami system ea dhuce but log file ekhaneo pai nai ?

1. ভাই আমার Symphony w10 রুট করেছি সুপার 1 ক্লিক দিয়া। আমার অ্যাপ ড্রয়ারে সুপার ইউজার নামে একটা অ্যাপ ও আসছে এখন কি আমার ফোন 100% রুট হয়েছে, বা কিভাবে বুজবো জে সেট 100% রুট হয়েছে?

2. যদি আমার সেট 100% রুট হয় তবে কিভাবে রুট ফ্লোডারে একসেস করব, সেটের ডিফল্ট ফাইল ম্যানেজার দিয়া সুধু মাত্র এসডি কার্ডে ঢুকা যায় কিন্তু অন্য কোথাও তো ঢুকা যায় না (রুট করার আগেও একই অবস্তা ছিল)

3. যদি আমার সেট 100% রুট হয়ে থাকে তবে কিভাবে সিস্টেম অ্যাপস (ওপেন অফিস, ইয়াহু মেসেন্জার, ফেইসবুক, এ্যাডোব পিডিএফ রিডার) ইত্যাদি কিভাবে রিমুভ করবো?

ভাই সেট রুট করেও অনেক টেনশনে আছি (রুট হয়েছে কিনা বুঝতে পারছি না) কারন রুট করার সময় সেট এক বারও রিস্টার্ট নেয় নাই ও রুট করার আগেও সেট যেরকম ছিল এখনও সেই রকম আছে কোন পরিবর্তন নাই শুধু মাত্র সুপার ইউজার অ্যাপটি ছাড়া।

    @Reaz Ul Islam: আপনি এই ফাইল ম্যানেজারটা ব্যবহার করতে পারলেই বুঝবেন সেট রুট হয়েছে কি না https://play.google.com/store/apps/details?id=com.rhmsoft.fm । এটি ডাউনলোড করে সেটিংস-এ গেলেই দেখবেন Root explorer নামে একটা অপশন আছে, ওটাতে টিক চিহ্ন দিয়ে দিন। যদি রুট করা থাকে তবে সুপার ইউজার পারমিশন চাইবে । এ্যালাউ করে দিন। যদি সিস্টেম ফোল্ডারে এর পর থেকে ঢুকতে পারেন, তবে তো আর কথাই নেই।

      @তায়ফুর রহমান: জবাব দেয়ার জন্য আপনাকে ধন্যবাদ।

      ভাই আমি প্লেস্টোর এখন আর ডুকতে পারি না, রবি সিম ইউজ করি কিন্তু তা দিয়ে প্লেষ্টোরে ডুকতে পারি না, তাই আপনি যে অ্যাপটার লিংক দিলেন তার লিংক কি প্লেস্টোর ছাড়া অন্য কোন লিংক দিতে পারেন তাহলে অনেক উপকার হত।

vai ame samsung GT-5302 use kori. amar system storage e prob nai but amar RAM 312MB but always 250 mb+ usage show kore, jokhon clear memory kori tokhon 12/15 application closed show kore, but application gulo automatic abar running hoye jai….

    @arifexclusive: আপনি কোন একটা রম ম্যানেজার দিয়ে যেসব এ্যাপ আপনি সেট চালু হওয়ার সময় অন করতে চাননা, সেগুলোকে বন্ধ করে দিন। এরপর সেট রিস্টার্ট দিন, আর ঐ অপ্রয়োজনীয় এ্যাপগুলো সেট চালু হওয়ার পর অন হবে না, যতক্ষণ না আপনি নিজে তা অপেন করছেন।

Level 2

vai onek chesta koreo amr set ta root korte pari nai, ami amr set root korte chai apni ki aktu help korben amake??? ami htc wildfire a3333 use korchi….

vai system/data folder e jassi but log folder paina. ki korbo? help korben pls. ami symphony w25 use kori. root korsi.

Level 0

এনড্রয়েট মোবাইল এ এত প্রবলেম!?আমার একটি এনড্রয়েট ক্যামেরা আছে গিফটেট।মেমরিতে গিয়া দেখি বেশির ভাগ যায়গা দখল করে আছে সিস্টেম সফট দ্বারা।এনড্রয়েট অপারেটিং সিস্টেম এর জন্য দুনিয়া পাগল।আমি দেখি এর স্বাধীনতা খুবই কম।কোন কিছু করতে গেলেই থার্ডপার্টি সফট লাগে।এখানকার কথাবার্তায় যা বুঝলাম এন্ড্রয়েট মোবাইল কিনলে আলাদা একজন অভিজ্ঞ টিচার রাখতে হবে এর ব্যবহার শিখতে।

    @S Rahman: ঠিক বলেছেন । এটা বেশির ভাগই সিস্টেম মেমোরি খেয়ে ফেলে যে যে অ্যাপ সিস্টেম মেমোরীতে প্রিলোড করে দেয় তার অনেকই আমাদের কাজে লাগে না কিন্তু এগুলো রিমুভ করা যায় না অনেক কঠিন কাজ এই গুলা রিমুভ করা।

vai, ekta post dilen,jodi kaj na hoi tobe debar dorkar cilo? pura system khuje log folder pelamna. r apni je file er kotha bolsen oi name kono file pelamna pura system er sokol folder cheak korsi. valo hok mondo hok kisu to bolben…! reply koren na keno….?

@proshenjit kumar: ভাই, আমি জরুরী কাজে ঢাকা গিয়েছিলাম। একটা পরীক্ষা ছিল,তাই রিপ্লাই দিতে পারিনি। আসলে এ্যান্ড্রয়েড ফোনগুলো এমন যে কোম্পানি ভেদে পার্থক্য হয়ে যায় অনেক। আমি যে সিস্টেমটার কথা বলেছি তা কিন্তু ইন্টারনেট থেকেই পেয়েছি। আর আমার নিজের বেলায় তা কাজও করেছে। তাই ভাবলাম, যদি আমি উপকৃত হয়ে থাকি, তবে আরেক ভাই নয় কেন? অনেকের সিস্টেম ফোল্ডারে radio নামে একটা ফোল্ডার আছে,আমার ফোনে আবার তা নেই। এই হলো ওপেন সোর্স অপারেটিংসিস্টেম এর অবস্থা। তবে আপনাদের কথা দিচ্ছি, যাদের ফোনে লগ ফোল্ডারটি নাই, তাদের জন্য কি করা যায়, তা অবশ্যই ভেবে দেখবো।

Level 0

vai amar phn a sytem memory kothay pay na to…My phn is galaxy pocket & its Rooted.

    @shaid2012: https://play.google.com/store/apps/details?id=com.rhmsoft.fm এই ফাইল ম্যানেজার ব্যবহার করে উপরের দিকের বিভিন্ন আইকন থেকে up arrow-তে ক্লিক করতে থাকুন, একদম শেষে আসলে সিস্টেম ফোল্ডারে প্রবেশ করতে পারবেন। তবে তার আগে, ফাইল ম্যানেজারের সেটিংস থেকে Root Explorer একটিভ করে নিতে হবে।

Level 0

জোশ লিখছেন বস অসাম কাজ হইছে।

vai symphony w25 er jonno ki korlen?