অ্যান্ড্রয়েড নিয়ে এক মজার অভিজ্ঞতা হল।
এর আগেও ছোট-বড় বেশ কিছু সমস্যায় পড়েছি; আবার সেটি সমাধানও করেছি। কিন্তু গতকাল রাতে এমন একটা সমস্যায় পড়লাম- যা ছিল রীতিমত উদ্বেগের!
সাধারণত প্লে-স্টোর ছাড়া কোনও অ্যাপ ফোনে সেটাপ দেওয়াটা অনেক ক্ষেত্রেই নিরাপদ নয়! কিন্তু বড় কোনও অ্যাপ নামাতে গেলে পুরোপুরি ফোনের উপর ভরসা করা অনেক ক্ষেত্রেই বিরক্তিকর! ঝামেলাও বটে! কারণ, ১. ফোনে অনেকেই লিমিটেড নেট ব্যবহার করেন। যে জন্য অনেকেই এ পথ মারান না। ২. নেটের স্পিড থাকে মাত্রাতিরিক্ত স্লো। এছাড়াও আরও অনেক কারণ তো আছেই।
আমিও এই কাজটাই করি। ছোট-খাটো অ্যাপের প্রয়োজন হলে ফোন থেকে প্লে-স্টোরে ঢুকেই নামিয়ে নেই। কিন্তু বড় কোনও অ্যাপ হলে আমার একমাত্র ভরসা পিসি!
পিসি দিয়ে অনেক অ্যাপ নামিয়ে নিয়েছি, সেটাও প্লে-স্টোর থেকেই! এছাড়াও আননোন সোর্স থেকে কোনও অ্যাপ নামিয়ে ফোনে সেটাপ দেওয়ার আগে বুঝে-শুনেই সেটাপ দেই। কিন্তু গতকাল রাতে হল কি- বেশ কয়েকটি ছোট-ছোট অ্যাপ ফোনে সেটাপ দিতে গিয়েই ঘটল বিপত্তি!
প্রথমে বেশ কয়েকটি অ্যাপ ভালভাবেই সেটাপ দিলাম। কিন্তু সর্বশেষে ফেসবুকের একটা অ্যাপ (এটা ছিল অন্য একটি সাইট থেকে নামানো) সেটাপ দিয়ে সেটা ওপেন করতে গেলেই সঙ্গে-সঙ্গে ফোনটা রিস্টার্ট নিল। বুঝলাম না ব্যাপারটা!
তারপর যখন ফোনটা ওপেন হল, দেখি আমার সাজানো-গোছানো ফোনটা আর আমার মত নেই! সব কিছু এলোমেলো!! প্রোগ্রামগুলোও উল্টা-পাল্টা!!! সবচেয়ে বেশি উদ্বেগের বিষয় ছিল- ফোনের ভেতর একটা কন্ট্রাক্ট নাম্বারও নেই! নেই একটাও এসএমএস, এমএমএস! সব উধাও!!!
অনেকক্ষণ গুঁতাগুতি করেও কিছুই হল না। তার উপর আবার ফোনের হোম বাটন একদমই কাজ করছে না। বুঝতেই পারছেন ব্যাপারটা! কি করি!
শেষে মহা বিরক্ত হয়ে ফোনটাকে দিলাম 'ফ্যাক্টরি রিসেট'।
ফোনের হোম বাটন কাজ করা শুরু করল। কিন্তু বাকি সব ডাটা, ফোন নাম্বার, অ্যাপ হারাতে হল একেবারে।
তবে ভাগ্য ভাল গুগলে অ্যাকাউন্ট করে নাম্বারগুলো সিংক্রুনাইজ করে রেখেছিলাম। কিন্তু ফোন রিসেট দেবার পর আবার গুগলে ঢুকতে করতে হল আরও অনেক ঝামেলা! শেষে অনেক ঝক্কি-ঝামেলা করে গুগল অ্যাকাউন্টে ঢুকে বেশ কিছু নাম্বার উদ্ধার করা গেল। কারণ, ফোনে অটো সিংক্রুনাইজ বন্ধ করে রেখেছিলাম। তাই শেষ কয়েক দিন যে নাম্বারগুলো ফোনে সেভ করেছিলাম সেগুলো হারাতে হল চিরতরে। আর অন্যান্য সব তো হারাতে হলই।
তাই অ্যান্ড্রয়েড ব্যবহারকারিদের জন্য একটা কথাই বলব- ফোনের ব্যাকআপ রাখবেন সব সময়। নইলে তো বলা যায় না...!!!
অ্যান্ড্রয়েড ব্যবহারকারিরা ফোন ব্যবহার করতে গিয়ে কে কোন সমস্যায় পড়েছেন, শেয়ার করুন। এতে কারও না কারও, বিশেষ করে নতুন অ্যান্ড্রয়েড ব্যবহারকারিদের উপকার হলেও হতে পারে।
আমি Pantho Shrabon। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 56 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
onek dhonnobad Dada ei rokom experience share korar jonno, asha rakhi next time aaro share korben jeno Lamar moto new android userder kaje ase ba sotorko hote pari.