যেভাবে আপনার এন্ড্রয়েড এপ্স ব্যাকআপ রাখবেন এবং সেটির এপিকে ফাইল এস.ডি কার্ডে সেভ করবেন ।

হ্যাঁ, আপনার ডিভাইসের ইন্সটলকৃত এপ্স এর এপিকে ফাইল বের করে তা আপনার মেমোরি কার্ড এ রাখতে পারবেন । এবং এটি খুব সহজ  এবং এজন্য আপনার ফোন কে রুট করার প্রয়োজন নেই ।

চলুন প্রথমে দেখে আসি আপনি কেন আপনার এপ্স এর সেটাপ ফাইলের ব্যাকআপ রাখবেনন ঃ

  • ১ আপনি হয়তো পরবর্তি তে এপ্স টি আপনার অথবা আপনার বন্ধুদের ফোনে সেটাপ দিবেন , সে ক্ষেত্রে আপনার আর প্লে স্টোর ব্যাবহার করা লাগলো না ।
  • ২ আপনি টাকা দিয়ে একটা পেইড এপ্স কিনলেন তারপর সেটার এপিকে ফাইলের ব্যাকআপ নিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করতে পারবেন ।
  • ৩ তাছাড়া যদি আপনার ব্যাকআপ থাকে তাহলে প্ররবর্তি যেকন সময়ে কার্ড থেকে সরাসরি ইন্সটল দিতে পারবেন প্লে স্টোর এ খুঁজাখুঁজির ঝামেলা শেষ ।
  • ৪ আপনি আপনার সেট রুট করে নতুন রম সেটাপ দিলেন সেক্ষেত্রে এপ্স গুলো সহজেই আমার কার্ড থেকে সেটাপ করে নিলেন ।
  • ৫ কোন এপ্স এর নতুন ভার্সন মার্কেট এ এলো ,কিন্তু আপনার পছন্দ পুরাতন টি এক্ষেত্রে আপনার মজা টা কোথায় নিশ্চয় বুঝতে পারছেন ।
Download-file-expert

চলুন এবার দেখে নেওয়া যাক যেভাবে এপ্স ব্যাকআপ নিবেন ।

  • ১ প্রথমে এই লিঙ্ক এ গিয়ে file expert নামের এপ্লিকেশন টি ড্রপবক্স থেকে নামিয়ে ইন্সটল করে নিন ।
  • ২ এবার ওপেন করে ডান পাশের এপ্স বাটন এ ক্লিক করুন ,দেখুন তো আপনার ইন্সটল কৃত সকল এপ্স এর লিস্ট দেখতে পারছেন কিনা ।
  • ৩ হ্যাঁ, আপনি দেখতে পারবেন এবার যেগুলোর ব্যাকআপ রাখবেন সেগুলো তে টিক চিহ্ন দিয়ে ব্যাক আপ এ ক্লিক করুন এবং আপনার এস,ডি কার্ড এ কোথায় সেভ করবেন তার লোকেশন দেখিয়ে দিন ।

ব্যাস হয়ে গেল আপনার এপ্লিকেশন এর ব্যাক আপ , এবার আপনি আপনার মেমোরি কার্ড এ গিয়ে আপনার এপ্স এর এপিকে ফাইল নিজের চোখে দেখে আসুন ।
আমি এপ্লিকেশন ব্যাকআপ রাখার জন্য ২ টা এপ্স ব্যাবহার করি , একটির বর্ণনা তো উপরে দিলাম আরেকটা হলো My AppSharer এটির ম্যাধ্যমে আবার আপনি ব্যাক আপ করতে তো পারবেন ই সাথে সাথে সেটিকে ড্রপবএক্স এ আপ্লোড, বন্ধুকে ইমেইল, ব্লুটুথ এ শেয়ার ও করতে পারবেন । ইচ্ছা করলে My AppSharer টাও কালেকশনে রাখতে পারেন , এটির My AppSharer এর ডাউনলোড লিঙ্ক । APPSFORAPK

এরকম আরো এন্ড্রয়েড ট্রিপ্স এবং পেইড এপ্স বিনামুল্যে পেতে আমার ব্লগে চোখ রাখুন http://www.appsforapk.com
ধন্যবাদ ।

Level 0

আমি Apps For Apk। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 48 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

My android related site: www.appsforapk.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Amar androyd phone nai.;(

    @felu da: আজ নেই তো কি হয়েছে , কিছুদিন পর তো হবে , টিপস টা মাথায় রাখেন ।

amar Android Asistant ase etatei enough.Backup restore duitai kora jay..
r oi ta onek kazer kazi ei 1ta kazer jonne sudu apps install korar cheye amar mone hoy Android Asistant tai better.
Dhonnobad notun kisu jananor jonne….

ধন্যবাদ আপনাকে

Level 0

এর চেয়ে এটা অনেক ভালো=> http://www.techfriend.in/send-application-through-bluetooth-from-your-android.html
+ ব্লুটুথ দিয়ে অ্যাপ পাঠানো যায়।

এটা দিয়ে ব্লূ্টুথ ল্যান মেইল জিপ সব কিছু ভাবেই পাঠাতে পারবেন >
https://www.dropbox.com/s/hbgf8wglxo2czpy/com.yschi.MyAppSharer.apk

android assistance এ কি সীমাবদ্ধতা আছে???
আমি এই পর্যন্ত সব অ্যাপস ব্যাকাপ করতে পেরেছি।