এনড্রোয়েড ডিভাইস দিয়ে ব্যাক্তিগত ইবাদাতের হিসাব রাখা

উমার (রা) নিজেস্ব ইবাদাতের হিসাব নিকাশ রাখতেন যাতে কিয়ামতের দিন নিজের বিচার কি হবে এর সম্পর্কে ভাল ধারণা রাখার জন্য। আর একটা হাদীসও আছে "ধ্বংস তার জন্য ,যার আজকের দিনটি গতকালের চেয়ে উত্তম হলো না" , কিন্তু কিভাবে বুঝবো আজকের দিন ভাল হচ্ছে গত কালের থেকে যদি প্রতিদিন হিসাব না রাখি?
এর জন্য চমৎকার একটি সফটওয়্যার পেয়েছি নাম ibadah Evaluation
link: https://play.google.com/store/apps/details?id=com.bi.mutabaah&feature=search_result#?t=W251bGwsMSwyLDEsImNvbS5iaS5tdXRhYmFhaCJd" target="_blank"
এই সফটওয়্যার এ রেডিমেইড কিছু লিস্ট তৈরী করা আছে যেমন ফযরের নামায হয়েছে কিনা, জামাতের সাথে কয় ওয়াক্ত হয়েছে, কুরআন কত পৃষ্ঠা পড়া হয়েছে, জিকির করা হয়েছে কিনা ইত্যাদি।

2

কিন্তু সবচেয়ে ভাল দিক এই সফটওয়্যারটির হল খুবই কাস্টোমাইজেবল। এই ডিফোল্ট লিস্টের বাইরেও আপনি ইচ্ছা মত নিজের মত করে আরো কিছু যোগ করতে পারবেন। যেমন আমি যোগ করেছি হাদীস কয়টি পড়া হয়েছে, ইসলামি জ্ঞান বৃদ্ধি হয়েছে কিনা ইত্যাদি।
আমি একটি দেখিয়ে দিই কেমনে আপনারা লিস্টে নুতন কিছু যোগ করবে। যেমন হাদীস পড়াটা।
প্রথমে মেনু থেকে edit form এ যান।

1

এর পর সবুজ রং এর + চিহ্নটিতে যান।

3

এর পর এইরকম এইটি ফর্ম আসবে।

4

Name এর জায়গায় Hadith লিখুন ইংরেজী বাংলায় আপনার যা ইচ্ছা :)
আর দু ধরণের টাইপ দেখছেন Yes/No আর Fill Number। আমি যেটা চাই হাদীসের ব্যাপারে দিনে কত গুলো পড়ছি তার হিসাব রাখতে। আর টার্গেট থাকবে ৫ টি পড়তে দিনে। ঐভাবে লিখে save করুন।

5

 

এইতো হয়ে গেল :) আপনার ফর্মে নুতন একটি লিস্ট যোগ হল।

56

 

এইভাবে করে আপনি আরো কিছু যোগ করতে পারবেন লিস্ট এ।
আরো মজার জিনিস হল, এই সফটওয়্যার এ রিমান্ডার সেট করা যায়। মেনুতে গিয়ে setting এ যান। দেখবেন set reminder একটি option আছে। দিনের যে কোন একটা টাইম সেট করে দিতে পারবেন ঐ সময় আপনার নটিফিকেশন আসবে ফর্ম ফিলআপ করার জন্য।

876

87

আর ইবাদাত কাউকে দেখানোর জন্য নয়। তাই পাসওয়ার্ড দেওয়ার ব্যবস্থা আছে এই সফটওয়্যার এ। আর আপনি চাইলে আপনার evalution form সেভ করে রাখতে পারেন। এর জন্য আপনার মেইলটা সেট করে নিন।

565677

 
আর কি রকম গেল সপ্তাহ, মাস তা দেখার জন্য statistics একটা option আছে। ঐখানে আপনি daily, weekly আর monthly কি অবস্থা আপনার তা দেখতে পারবে। আপনার টার্গেট কত ছিল আর কত করতে পারছেন তা % আকারে দেখাবে।

097

 

আশা করি খুবই কাজে দিবে এই অ্যাপটি।

Level 0

আমি মেগামেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 22 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level New

Thanks for share.

Level 0

hello tuner bro apnar sathe amar kicu kotha ace plz nock on fb https://www.facebook.com/ochena.sawon

Level 0

bhai play store bade alada link dile valo hoto ……………. by the way thanks

bhai apanke onek dhonnobad appas share korar jonno

Level 0

Thanks a lot for this app… 🙂

thanks