আমার Symphony Xplorer w125 : অভিজ্ঞটিউন…

প্রোলগ:

গত দেড় বছর ধরেই Sony Ericsson Wt19i Live  এন্ড্রয়্ডে ফোনটি ব্যবহার করতাম।
কিন্তু সেদিন হঠাৎ করেই হাত থেকে পড়ে গিয়ে টাচপ্যাড নস্ট হয়ে গেল...
এদিকে আমি এন্ড্রয়েড শিখবো বলে ভাবছি... কিন্তু চালাবো কিসে?

খোঁজ নেয়া শুরু করি নতুন একটি ভালো এবং কমদামি এন্ড্রয়েড ফোনের। কল দিলাম আমার আরেক বন্ধু সজল কে, ও আমাকে সিম্ফনি কেনার পরামর্শ দিলো।
গেলাম ওদের ওয়েবসাইটে,

গিয়েই পেলাম  Symphony Xplorer w125 এর খোঁজ। আর দেরি নয়. পরদিনই মার্কেটের উদ্যেশ্যে বেরিয়ে পড়লাম।
কিন্তু বিধিবাম, মঙ্গলবার তাই ধানমন্ডিতে সব মার্কেট বন্ধ। এদিকে আমার তো তর সইছেনা... তাই বন্ধুর অফিসের উদ্যেশ্যে রওনা দিলাম, গুলশান-১ এ সিম্ফনির সো-রুম এ গিয়ে নিয়ে আসলাম অতি সাধের. Symphony Xplorer w125।


এনালাইসিস:
যাওয়ার আগেই আমি সব স্পেসিফিকেশনস দেখে গিয়েছি। আমার একটু সন্দেহ ছিলো সিম্ফনির টাচ একটু স্লো হয়, কিন্তু এই সেটটি আমার ধারণা মোটামুটি পাল্টে দিলো।

এইসেটে যা যা রয়েছে:

Android 4.1 Jelly Bean
4.5" Capacitive (IPS} Display
8 Megapixel Camera and 1 megapixel front camera [flashlight enabled with auto face-detection]
3g enabled
AGPS/GPS
1GB Ram
2GB Rom
32GB extendable MicroSD memory Card [আমি ব্যবহার করছি ৪ জিবি]
GPU vender: Imagination Technologies GPU renderer: PowerVR SGX 544 GPU version (OpenGL): OpenGL ES 2.0
Dual Standby Sim
2100 mAh Li-ion Battery
Accelerometer sensor, Proximity-Sensor, Magnetic sensor, SNS Application

বিস্তারিত আরো জানতে পারবেন সিম্ফনির ওয়েবসাইটে অথবা মুঠোফোনডটকম ওয়েবসাইটটি তে বা এই টিউনে

সেটের বিভিন্ন দিক:
কোয়ান্ড্রান্ট স্ট্যান্ডার দিয়ে চেক করে দেখলাম

সিপিইউ এবং মেমরী

কমদামে আমি বলব অসাধারন সিপিউ, হ্যাং হতে দেখিনি। রিস্টার্ট নেয়নি একবারও.

জিপিইউ

এইপর্যন্ত এন্ড্রয়েড প্লেস্টোর সবগুলো গেইম ই চলেছে, স্মুথলি মোটামুটি 40FPS এর উপরে,

কোয়াড্র্ন্ট স্ট্যান্ডার্ড স্কোর

গেম খেলা বা যেকোন কাজের জন্য অসাধারণ একটি স্মার্টফোন এই  Symphony Xplorer w125

৮মেগা পিক্সেল ক্যামেরাটি অনেক দারুন এবং স্পস্ট ছবি তোলে, ক্যামেরায় রয়েছে টাচজুম, ফেইসডিটেকশন এবং টাচফোকাস। (ছবি আসছে)

 মোবাইলটিতে আছে সিম্ফনির নিজস্ব লান্চার প্যাকেজ Change যার সাথে রয়েছে অসাধারন কিছু থিম। তবে ফোনের পারফরম্যান্স আরো বাড়াতে হলে আপনাদের Go Luncher টাইপ অন্যকোন ফাস্টার লান্চার চালানোর পরামর্শ দিচ্ছি।
Wifi Hotspot তৈরী করতে পারবেন। এবং শেয়ারড নেটওয়ার্কে ওয়াইফাই দিয়ে যুক্ত হতেও পারবেন।

Powervr SGX 544MP ৯৬০*৫৪০ পিক্সেল এর মাঝের যে কোন গেম চালাতে পারবেন। HD প্রায় সব গেমই চলবে [আমি এখনো সব গেম চেক করিনি]।
Samsung তার Galaxy s4 সেটে প্রায় একই জিপিইউ দিবে, Powervr SGX 544MP3, যার পিক্সেল রেট 1020*800[approx]

কম্পাস একুরেটলি কাজ করে, জিপিএস একটু দুর্বল আপনার ১০-৫০ ফিটের মধ্যেই থাকবে। [বুঝেনইতো কমদামি সেট 🙂 ]

হাতে একটু সময় কম. অনেক বলার কথাই টিউন করতে পারলামনা, আপনাদের এই সেট সম্পর্কে আরো কিছু জানার থাকলে আমাকে জিজ্ঞেস করবেন।

ধন্যবাদ

Level 0

আমি দ্যা রক্। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 42 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

‌আমি গেম খেলি। সাইট বানাই। ব্লগ লেখি। মজা পাই! আর কি কি জান করি? ও মনে পড়ছে। আমি একটা গ্রুপের পালের গোদা। খেক্ খেক্। SanAndDesign.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভালো লাগলো টিউনটা!! ইচ্ছা আছে এই সেট কিনে অনেক Experiment করবো 😀

    @টেক মশাই: দারুন জিনিষ ভাই. তবে Built in launcher টা একটু স্লো… Go launcher বা অন্য লান্চার ব্যবহার করুন।

Level 0

সাউন্ড কোয়ালিটি কেমন আর ব্যাটারি ব্যাকআপ?

    @.: Galaxy Note এর মতই..

    @.: ব্যটারী ব্যকআপ বলতে পারছিনা.. কারন আমি সারাক্ষন ই পিসিতে কাজ করি.. তাই পিসিতে প্রায়ই কানেকটেড থাকে… Symphony এর ওয়েবসাইটে দেখতে পারেন।

এটা কি duel sim supported ?

Level 0

আরে ভাই বুঝতেই তো পারতেছেন, রক ভাইয়ের সময় নাই , ‍উত্তর দেওয়ার, কোন রকম ইনফরমেশন টা দিয়েছে,

রক ভাইয়ের যদি সময় হয় তাহলে মোবাইল টার দাম ও সবার প্রশ্নের উত্তর টা দিয়েন। পোস্ট করার পর তৈরী থাকতে হয় প্রশ্নের উত্তর দেওয়ার জন্য , জানি না আমি কবে উত্তর পাবো।

    @mithushan: দাম সো রুম থেকে ১৪৯০০ নিয়েছে। বাইরের মার্কেটে ১৬-১৭০০০ পড়তে পারে। থ্যাংকু আমাকে সাপোর্ট দেয়ার জন্য।

Level 0

ভাইয়া সব তো দিলেন, খুব ভাল লাগল। কিন্তু দাম টা তো দিলেন না………….. Confused ….

    @tutul6610: দামটা সিম্ফনির সাইটেই দেয়া ছিলো.. সরি আমি দিতে ভুলে গেছিলাম. ১৪৯০০ টাকা।

Level 0

দাম ১৪৯০০/- 😉

Level 0

কোন টার সাউন্ড কোয়ালিটি/ earphone quality better- symphony w125 নাকি walton primo g1/n1/h1/h2?

    @sakib2k3: W125 এর হেডফোন হচ্ছে ব্যস রিফ্লেক্স। রাবার এয়ারহোল্ডার।

আপনি যে বাইক গেমস এর স্ক্রিনশট টা দিছেন এই গেমস এর নাম কি??

Level 0

Highway Rider

Level 0

সুন্দর পোস্ট

দাম কত??

Level 0

bhai ami w60 use kori
memory te apps load kore ki use kora jabe

    @darkpain: যেকোন এন্ড্রয়েড ফোন মেমরিতে এপস কপি করে চালানো যায়।

Level 0

ভাই এই সেট এ কি Android version upgrade করা যাবে পরে ? আমি শুনছি যে ‍Symphony সেট এ Android version upgrade করা যায় না।

Level 0

ভাই আপনার টিউনে আপনি কিছু ভুল ইনফরমেশন দিছেন। http://www.androidkothon.com/post-id/3455 এই লিংকে এই ফোন সম্পর্ক সব দেওয়া আছে।আশা করি ইনফরমেশন গুলো ঠিক করবেন।

যেমন কোয়ান্ড্রান্ট স্ট্যান্ডার আপনি বলেছেন এর অবস্থান ২ নাম্বার।যা ভুল।পারলে Android কথন এর লিংকে গিয়ে একটু চেক করবেন।

    @hasan679: কোয়ান্ড্রান্ট এ স্কোর ভ্যারি করে.. এটা আমার দোশ না… আমি জাস্ট স্ক্রিণশট দিলাম। স্কোর ভ্যারি করলে আমার কিছু করার আছে?

    আর কি কি ইনফু ভুল আছে জানালে কৃতজ্ঞ হবো।

Level 0

W125 a incoming call a mobile number , jeita display te show kore, iotar font ki boro kora jabe?
Kindly aktu inform korben.

    @Rafid: নানা রকম ফোন ডায়ালার এবং কন্টাক্ট এপ এন্ড্রয়েড মার্কেটে পাওয়া যায়…. একটা ডাউনলোড করে দেখুন। ডিফল্ট ডায়লার টা তেমন বেশি এডিটেবল নয়…

রক ভাই, আমার W125 এ নেট কানেক্ট হচ্ছে না… ওয়াইফাই এবং ডাটা কানেকশন অন আছে তারপরেও পাচ্ছে না কেন? একটু সমাধান দিবেন ভাই..? ধন্যবাদ।