এক্সক্লুসিভ পোস্টঃ আপ-কামিং Symphony Xplorer W125 [Quad Core] এর তথ্যাদি (রি-ব্রান্ডিং সংক্রান্ত)

প্রিয় ব্লগার ও এন্ড্রয়েডপ্রেমীগণ, সিম্ফোনি সাধ ও সাধ্যের মধ্যে বিশ্বস্ত একটি চাইনিজ মোবাইল ব্রান্ড।বর্তমানে এন্ড্রয়েডের স্মার্ট যুগে সিম্ফোনি ও থেমে নেই এন্ড্রয়েড ওএস সর্মথিত ডিভাইস তৈরিতে।এন্ড্রয়েডের দুনিয়ার তুমুল হাড্ডাহাড্ডির লইড়াইয়ে সিম্ফোনি আনতে যাচ্ছে কোয়াড কোর প্রসেসর সমৃদ্ধ নতুন এন্ড্রয়েড ডিভাইস Symphony Xplorer W125

ইতিমধ্যে সিম্ফোনি বিভিন্ন এন্ড্রয়েড ডিভাইস এনে জনপ্রিয়তা লাভ করেছে।সম্প্রতি সিম্ফোনি নতুন দুটি ডিভাইস এন্ড্রয়েড ডিভাইস ছেড়েছে।এগুলো হলঃ Symphony Xplorer W70 এবং Symphony Xplorer W30

সিম্ফোনির আপ-কামিং এন্ড্রয়েড ডিভাইস Symphony Xplorer W125 যথারীতি রি-ব্রান্ডিং করা।এটি মূল Gionee GN708W মোবাইলের রিব্রান্ডিং করা।তাহলে আসুন জেনে নেই,

Gionee GN708W এর রি-ব্রান্ডিং সংক্রান্ত তথ্যাদিঃ

মূল প্রস্তুতকারক দেশঃ চায়না
ব্রান্ডের নামঃ Gionee
মডেল নং: GN708W

স্পেসিফিকেশনঃ

GSM 850/900/1800/1900 MHz 3G HSDPA 2100 MHZ
Dual Sim Card Dual Standby
OS: Android 4.1Jelly Bean
CPU:MTK 6589 Quad Core 1.2GHz Cortex A9
GPU: PowerVR SGX 544
RAM 1GB ROM 4GB
Display: 4.5 inch IPS Capacitive Mutil-Touch screen 960x540PL
Bluetooth
WIFI
GPS & AGPS
3.5MM jack
Micro USB v2.0
FM radio
Camera:the back 8MP Camera with led flash auto focus,the front camera is 1.0MP
Battery:2100mAh

ছবি সমূহঃ

আরও ছবি এবং বিস্তারিত স্পেসিফিকেশন জানতে ক্লিক করুনঃ লিংক-১ , লিংক-২ 😆

বেঞ্চমার্কঃ

রি-ব্রান্ডিং করা অন্যান্য দেশ ও ব্রান্ডসমূহঃ

দেশঃ রাশিয়া
ব্রান্ডের নামঃ Fly
মডেল নং: IQ446 Magic
সাইটের লিংকঃ Fly IQ446 Magic

ছবিসমূহঃ

দেশঃ ভারত
ব্রান্ডের নামঃ Xolo
মডেল নং: Q800
সাইটের লিংকঃ XOLO Q800

ছবিসমূহঃ

দেশঃ বাংলাদেশ
ব্রান্ডের নামঃ Symphony
মডেল নং: W125
সাইটের লিংকঃ Symphony Xplorer W125

ছবিসমূহঃ

এই হল সিম্ফোনির আসন্ন কোয়াড কোর এন্ড্রয়েড ডিভাইস Symphony Xplorer W125 এর রি-ব্রান্ডিং সর্ম্পকিত তথ্যাদি। নতুন কোন হ্যান্ডসেটের রি-ব্রান্ডিং তথ্যাদি পেলে আবার আপনাদের সাথে শেয়ার করব।

ধন্যবাদ

Level 0

আমি মিজভী বাপ্পা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 159 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Change category to Android.

Level 0

যাই হোক, সেটটা খারাপ না 😀
আমি Walton G1 কিনতে চাচ্ছি। সেটটা কেমন হবে?
[আপনার সবগুলো পোস্ট পড়ে আপনাকে এন্ড্রয়েড গুরু মানলাম।] 😀

    @BotMaster: কিনে ফেলুন।চরম একটি মোবাইল।ভিডিও কোয়ালিটি দেখলে হা করে তাকিয়ে থাকবেন।তাছারা ডুয়েল কোর প্রসেসর,৭২০পি ভিডিও রেকর্ডিং তো আছেই।

      Level 0

      @মুকুট: হুম, সবাই-ই এই বাজেটের মধ্যে এইটাই সাজেস্ট করছে। ৯-১০ তারিখে একটা কিনে ফেলব ইনশাআল্লাহ! 😀
      আপনার প্রিমো কেমন চলতেছে?

    @BotMaster: নারে ভাই আমি অমন কিছুই নই।শখের বসে এসব সেটের রিব্রান্ডিং খুঁজি।

Konta rake konta kinbo bojtasena. Bzt 15000

    @পলাশ৬৯৯: যেটা ভাল সেটাই নেয়ার জন্য পরামর্শ থাকবে।তবে আর কিছুদিন ওয়েটান ওয়ালটন প্রিমো এক্স ১ নিয়েন।ঐটা যদিও আরেকটা সেটের রিব্রান্ড করা।তবে কনফিগ জোস।

আমি Symphony W125 ব্যবহার করছি… ভাই কি বলবো এই দামে এতো ভাল পারফরমেন্স বলাই বাহুল্য। নেট বলেন, এ্যাপলিকেশন বলেন আর গেম,যা না বললেই নয়….3D game গুলো Asphalt 7 Heat, assassins_creed, Grand Theft Auto III, Critical Mission_Space, Kavinsky, Ice Road Trackers, Fast Racing, Riptide_GP2, Pulse Infiltrator, Monster Wheels Off road, Undead Swarm-2, Zalive Zombie Survival etc. খুবই চমৎকারভাবে খেলা যায়। এই গেম গুলো না খেললে বুঝবেন না কি Taste.-Thanks.

    @Salvation786: আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ।আমি সেটটি দেখেছি।আমার এক ফ্রেন্ডও এটি ব্যবহার করে।এক বাক্যে অসাধারণ ডব্লিউ ১২৫।