সুপ্রিয় বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালই আছেন। এটা টেকটিউনস এ আমার দ্বিতীয় পোষ্ট। আমার প্রথম পোষ্ট টি ছিল কিভাবে সিমফোনি ২৫ কে আইসক্রিম সেন্ডুইচ এ আপডেট করতে হয়। টিউনটি দেখতে এইখানে ক্লিক করুন। আপনাদের সাড়া পাওয়ায় আজ আরেক টি পোষ্ট লিখলাম। আমি আজ আপনাদের কাছে এন্ড্রয়েড ফোনের জন্য একটি ফুটবল গেম শেয়ার করব। গেমটির নাম হল পেস ২০১১।
এটি ফুল ভার্সন গেম। এবং এই গেম টি যে কোন স্ক্রিন সাইজ এর ফোনে আপনারা খেলতে পারবেন। কারন আমি নিজে প্রায় ৬-৭ টা এন্ড্রয়েড ডিভাইস এ এটা ট্রাই করেছি। প্রথমে APK ফাইল এবং ডাটা ফাইল দুটো ডাউনলোড করে নিন। ১। Pess 2011 APK file ২। Pess 2011 Data file এবার APK ফাইল টা আপনার ফোনে ইনষ্টল করে নিন। ইনষ্টল করার সাথে সাথে ওপেন করবেন না। তারপর ডাটা ফাইল টি এক্সট্রাক্ট করার পর (com.konami.pes2011) নামের একটি ফাইল পাবেন। ফাইল টি মেমরি কার্ড এর ভিতর (Android/data)এর ভিতর পেষ্ট করুন। তারপর খেলাটি রান করুন। আশা করি গেমটি আপনাদের ভাল লাগবে। পূর্বে প্রকাশিত এইখানে আমার ব্লগ টা একটু দেখে আসতে পারেন আশা করি ভাল লাগবে ।
আমি jabad bd। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 101 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Samsung Galaxy pocket e cholbe?