বাজেট কম মাগার Android চাই (ইস্মারট হইতে হবে তো) WALTONআনছে ছি১ থুক্কু C1

হুম কেমন আছেন সবাই ভালা নি ... আমি আপনাদের ডিস্টার্ব করতে আবার হাযির ... জাউগগা ...এখন আসি আসল কথায় আমাদের দেশি কম্পানি ওয়ালটন N1 আনব(কবে এইডা ওয়ালতন আর আল্লাহ মাবুদ জানে)এইডা পুরান কথা অহন দেখি আবার কি সুপার স্লিম আমুলেড গরিলা গ্লাস কি জানি আনব যেইটা দেইখা আমার তো পুরাই লুল অবস্থা ... সে যাই হোক আজকের এই টিউন তাদের জন্য যারা ৫-৬ হাযার টাকা বাজেট করসেন মাগার ANDROID কেনার ও খায়েস আছে(অনেকটা এই গোবেচারার মত) .... তাদের জন্য ওয়ালটন আনছে ছি১ থুক্কু C1

ওয়ালটনের ওয়েবসাইট ও ফেসবুক হতে যে তথ্য পেলাম টা আপনাদের সামনে অনুমতি দিলে পেশ করি

অনেক ভণিতা হইসে এইবার নিজেই দেইখা লন ( দাম ৪৪৯০... ১০ টাকা কম ৫০০০)

Specification:

NetworK: 2G (GSM/GPRS/EDGE 900/1800MHZ)

OS: Android 2.3 (Gingerbread)

Chipset: 1GHz Processor

Memory: ROM: 512MB, RAM: 256MB

GPU: Mali-300

Weight: 112.17g

Dimension: 116*61*12mm

Display: 3.5”, TFT, Capacitive touch, HVGA (320*480 Pixels)

Camera: 2MP Camera

Multimedia: Full Multimedia, 3.5mm STEREO AUDIO JACK

FM: FM Radio with recording

Memory Card: Memory Card Support (Micro SD Up to 32GB). **Preloaded 4GB micro SD card Free

Wi-Fi : 802.11 b/g/n, WLAN, Hotspot, MMS

Bluetooth: Bluetooth 2.1

Sensors: Accelerometer Sensor, Sound Sensor

Application:Facebook, Kingsoft Office, Adobe Reader, Skype

USB: Charging & Data Transfer (Micro USB)

Battery: 1350 mAh

Price: 4,990 BDT

** 4 GB micro SD card Free

** Three Different color back cover free–(Black, Gray, Yellow)

  • 3D Music
    Experience music with high quality 3D surround effect. You can also match the music environment with your mood.

বিঃ দ্রঃ এটাতে 3G নাই তাই video call  ও নাই  সামনে কোন ক্যামেরা নাই কিন্তু  Skype video call করতে পারবেন ... অবশ্য ৫০০০ টাকার ফোন এ 3G  আশা করাও উচিত না ANDROID পাওা যাচ্ছে এই বেশি 

এটা আমার ফেসবুক পেজ 

খেলাধুলার সম্পর্কে আপডেট দেই আর কি ... কষ্ট করে একবার ঘুরে আসুন ভাল লাগলে লাইক দিবেন 

Click Here pls...........

সবাই ভাল থাকবেন

আশা করি কেমন লাগল তা জানাবেন ...... কি মনে হয় কিনবেন নাকি  কিনবেন না 

Level 0

আমি labib2021। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 132 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

If you don't know me....pls ..... Don't try to judge me.....


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

না এইটা কিনা যাবেনা তেমন ভাল নাহ ভাই।

    Level 0

    @djjmahbub:
    ভাই এটা ৫০০০ টাকা যাদের বাজেট তাদের জন্য … ৫০০০ টাকায় এত কিছু পাওয়া কিন্তু কম না

      Level New

      @labib2021: X1 er details dao 😀

        Level 0

        @saif_precio:
        something big is coming… thinner, lighter & faster with the second generation Gorilla Glass & a gorgeous HD Super AMOLED …. তবে শুনেছি এন১ এর মতই বাকি সব ফিচার হবে … আর এটাতে গরিলা গ্লাস দেওা হবে স্ক্রিন সাইজ বোধয় ৪.৫ এর এদিক অধিক হবে..হে হে এইটুকুই জানি আমার দৌড় ওয়ালতনের ফেসবুক পেজ আর ওয়েবসাইট পর্যন্ত …… 😀 😀

Level New

6500 takay Symphony W30 ta valo.

    Level 0

    @saif_precio:
    এটা ৫০০০ হাজার যাদের বাজেট তাদের জন্য…… আর W30 এর ফিচার সার্চ দিয়ে দেখলাম খুব সম্ভবত এটার সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে ওয়ালটন D1 আন্তেছে … অ্যান্ড D1 এ Video call support করে ও ফ্রন্ট ক্যামেরা ও আছে

    http://www.muthofon.com/phonespecification/walton-primo-d1-2752.php

    http://waltonbd.com/upcoming/walton-primo-d1

    apni ki W30 use korechen ……. performance kemon ????

ভাল ফোন্, তবে এখন 3G ফোন কিনা ই ভাল​.. ., না হলে কিছুদিন পরে দেখবেন্, সব মানুষ মুখএর সামনে ফোন ধরে কথা বলছে, আর আপনি কানে ধরে বলছেন

    @Ignoramus Boy: Oi din aste onek deri ache vai(Ttalk zeta ditese setak 3G na boila chi-G bola onek valo)… Zekhane skype diya internet a VDo call korar moto valo speed e nai BD te… seikhane 3G diya vdo call to r ek2 advanced hoya gelo na???? Mon a rakha dorkar eta Bangladesh zekhane Europe America te nunnotom internet speed e suru hoy 10 mbps diya r free wifi speed hoy 1 or 2 mbps… r amra ekhno ekta kochu desh a achi… Zai hok vai sob kothar mool kotha Dilli avivi bohoto door hain

    Level 0

    @Ignoramus Boy:
    এটা যারা ৫০০০ হাজার এ আনড্রয়েড এর সাদ পেতে চায় তাদের জন্য … ৩জি পেতে চাইলে আরও কিছু তো খরচ করতে হবেই … আর মুখের সামনে ধরে কথা বলতে চাইলে শুধু ৩জি হলে হবে না ভিডিও কল সাপোর্টেড ও হতে হবে … ওয়ালতন এর বেশ কিছু ফোন ও আছে এমন … 😀

Walton er dalal diya deshta voira gesega ………… 😛

    Level 0

    @techtunes.protibad:
    সামসাং বা বড় বড় কম্পানি যখন নতুন সেট বের করে আর আমরা টা নিয়ে আলোচনা করি তখন তাহলে সেটা কি … দেশি কোম্পানি ভাল কিছু আনলে সেটা বললেই দালাল … ওয়ালতন এ অ্যালার্জি থাকলে আইফোন বা গালাক্সি সিরিজ কিনেন

    @techtunes.protibad: vai .. asen amra bebohare bongsher porichoy tule dhori ,,

valo likhsen, caliye jan,

    Level 0

    @সজীব:
    আপনাকে অনেক ধন্যবাদ … কষ্ট করে পড়ার জন্য …… 😀

Level 0

কোনটা ভাল একটু জানা দরকার । Walton আর symphony এর মধ্যে কোনটা ভালো। সেদিন Banglanews24.com এ Symphony সম্পর্কে নেতি বাচক কিছু শুনলাম। এসব কম দামি ফোনে রিস্ক থেকে যায়। একদম ফ্রী তো না…………।।