Android VPN service এ DroidVPN হতে পারে VPN সমাধান!

ইন্টারনেটে অনেক ধরণের সেবা প্রতিষ্ঠান Android VPN Service সেবা দিয়ে থাকেন। কিন্তু তাদের গুটি কয়েক ভাল সেবা দেয়। আর স্মার্ট ফোনের ক্ষেত্রে DroidVPN অন্যতম VPN সেবা দানকারী। DroidVPN দিয়ে আপনি নিরাপদে যেকোন ব্লক করা সাইটে ভিজিট করতে পারবেন। আমাদের দেশে ইউটিউব ও অন্যান্য যে সব সাইট ব্রাউজ করতে পারি না। DroidVPN দিয়ে অনায়াশে এসব সাইটে ব্রাউজ করা যাবে। এর সাহায্যে আপনি প্রতিদিন ১০০ এমবি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন কোন প্রকার টাকা ছাড়া।এছাড়া এই ফ্রি মেম্বাররা তাদের কয়েকটি সার্ভার ব্যবহার করতে পারবেন।

এদের প্রিমিয়াম মেম্বাররা তাদের আনলিমিটেড ইন্টারনেট ও সব গুলি সার্ভার ব্যবহার করতে পারে।

 এই VPN সেবা পেতে আপনার যা লাগবে

 ১. রুট করা একটি Android ফোন

 ২. GP/Airtel সিম

 ৩. DroidVPN এবং Tun.ko installer. (এই দুটি ডাউনলোট করে আপনার মোবাইলে ইনস্টল করতে হবে, সুপার ইউজার পারমিশন চাইলে পারমিশন দিবেন)

 আপনাকে যা করতে হবে

 ১. আপনার মোবাইলের ডাটা অন করে DroidVPN software টি Open  করুন। অপশন বাটনে গিয়ে আপনার    ই-মেইল দিয়ে একটি অ্যাকাউন্ট খুলুন।

 ২. ব্যাস এবার আপনার রেজি:কৃত ই-মেইল ও আপনার পাসওয়ার্ড দিয়ে Login করুন। Login হয়ে Droidvpn connected আসলে ব্রাউজ করা শুরু করুন।


 

যারা স্মার্টফোন (Android) নিয়ে ইউটিউব ও অন্যান্য সাইটে ব্রাউজ করতে পারছেন না এবং ইন্টারনেট এর খরচ চালাতে হিমশিম খাচ্ছেন তাদের জন্য আমার এই  ছোট্ট টিউন। অনেকটা চেষ্টা করেছি গুছিয়ে লিখতে। যদিও ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

Level 2

আমি meenctg। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 66 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Simple life,simple think


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই no wifi or 3G connection detected দেখায় কি করব?

Level 0

ভাই আমার android ফোনটি root করব কিভাবে দয়া করে বলবেন ….

    Level 2

    ভাই মনে হচ্ছে আপনার ইন্টারনেট অন করা নেই।অন থাকলে কাজ না হলে জিপি সিম এ p1 লিখে 5000 এ msg পাঠান একং ফোন রিস্টাট করুন।আশা করি কাজ হবে।

অনেক পুরানো পোস্ট। এই বিষয়ে আগেই টিউন হয়েছে।

ami droidvpn use kori. amar mone hoy eta sudhu gp te kaj kore. not airtel

ভাই symphony w10 এ কাজ হয় না তবে w25 এ হয়। আমার ফোন রুট করা।

vai amr w70 te Tun.ko install hoy kintu download hoy na…! dhaky “tun.ko module download incompatible “…! ki korbo aktu blben plz…! amr phn rooted …!

Level 0

everything i did as your instraction. but after disconnect from internet my gp data has been reduce. my w25 is rooted. how to use 100% free.

vai airtel a to kaj hoy na

Level 0

ভাই কাজ হয় না পর্ট নট ফাউন্ড লেখা উঠে কি করব এটু বলবেন