আসসালামুয়ালাইকুম,
২ বছর নোকিয়া সিম্বিয়ান ৫৮০০ চালানর পর নোকিয়া ফোনের উপর চরম বিরক্তি ভাব চলে আসলো। তাই ২ মাস আগে samsung galaxy s2 ফোন টা কিনলাম। android কিনার পর এর উপর গবেষণা শুরু করলাম। তো গবেষণা করতে করতে যেকোনো অ্যাপ ফ্রীতে ডাউনলোড করার ট্রিক্স পাই। আজ আমি তা-ই শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে।
প্রথমে আপনার android ফোন এর গুগল প্লে store এ গিয়ে 4shared লিখে সার্চ দিন। প্রথম যে অ্যাপ্লিকেশান টা আসবে অইটা ইন্সটল দিন।
ইন্সটল দেওয়ার পর অ্যাপ টি ওপেন করেন। করার পর create a new account এ ক্লিক করেন।
Email/password/confirm password দিয়ে sign up এ ক্লিক করেন। ব্যাস! অ্যাকাউন্ট তৈরি হয়ে গেল।
এখন ফোনের লেফট বাটনে ক্লিক করে search এ ক্লিক করুন।
যে অ্যাপটি ডাউনলোড করতে চান তার নাম লিখুন। মনে রাখবেন বানান ভুল করবেন না।
উদাহারন্সরুপ আমি সার্চ মারলাম "Grand theft auto III" (play store এ গেমটির দাম $4.99)।
দেখবেন সার্চ এ আপনার কাঙ্খিত অ্যাপ এসে গেছে। শুধুমাত্র android icon (আমার টিউনের আইকন দেখুন) বাম পাশে থাকা অ্যাপ এর উপর ক্লিক করবেন।
তারপর একটি স্ক্রীন আসবে। ওইটার উপর ক্লিক করলেই ডাউনলোড শুরু হয়ে যাবে।
ডাউনলোড শেষ হওয়ার পর ইন্সটল দিন । ডাউনলোড করা ফাইল আপনার ফোনের 4shared.com নামের একটি ফোল্ডার এ সেভ হবে। পরে চাইলে আবার ইন্সটল দিতে পারবেন।
কোন সমস্যা হলে আমার ফেসবুক এ যোগাযোগ করুন । android সংক্রান্ত সমস্যা নিয়ে আমার সাথে কথা বলতে পারেন। সাধ্যমতো চেষ্টা করব সাহায্য করার।
ধন্যবাদ।
আমি টেকনিকাল তানভীর। IT incharge, Medicare Medical Services, Sylhet। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 74 টি টিউন ও 98 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
হ্যালো বন্ধুরা আমি তানভীর। প্রযুক্তি আমার প্রথম ভালবাসা। আর প্রযুক্তি সম্পর্কে যা ই জানি তা আমার চ্যানেলে প্রকাশ করি। চ্যানেল এর নাম Technical Tanvir . সাবস্ক্রাইব করতে ভিসিট করুনঃ https://www.youtube.com/TechnicalTanvir
ki sob aje baje tune koren. faltu joto sob