অনেক দিন পরে টিটি তে ডুইকা একটা পোস্ট পরলাম .. পইরা দেখি এক ভাই কমেন্ট এ দিসে এই মোবাইল এর ব্যাটারী ব্যাকআপ খারাপ !!শুইনাই আমি টাশকিত !! কয় কি হাগলে !! আমি তো এতদিন use কইরা এমুন কিসু পাইলাম না ... যাই হোক আমি আইজকা দেখায় দিমু কেমনে ব্যাটারী ব্যাকআপ বারাইবেন।
যাই হোক টিউন এ যাই .... sony xperia p সেট টা অস্থির একখান সেট .....বলার কিসু নাই এই টিউন দেখেন ...... এক ভাই , রিভিউ দিসে।
এই সেট এর ক্যামেরা ,touch সেন্সর , আর সাউন্ড কোয়ালিটি আপনাকে simply পাগল করবে। আমার কথা বিশ্বাস না হওয়া স্বাভাবিক , তাই নিজেই অন্য সেট এর সাথে compare করে দেখতে পারেন।
আশাকরি আপনাদের ব্যাটারী ব্যাকআপ নিয়ে আর কোনো অভিযোগ আসবেনা। আপনাদেরট এন্ড্রয়েড সেট সুস্ত থাকুক .....এই প্রত্যাশায় ....আল্লাহ-হাফেজ।
আমি নাহিদ রায়হান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 334 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
শুনেছি সপ্ন যত বড় হয় তা তত তাড়াতাড়ি নাকি ভেঙ্গে যায় .....বোধহয় তাই !!তবুও আমি থেমে থাকি নি .....হোচট খেতে খেতে শিখেছি ,জীবন অনেক কঠিন ....এখানে আবেগের কোনো মুল্য নেই....এখনে প্রতিটা মানুষ তার নিজেকেই সবচেয়ে ভালোবাসে .....!! ............তাই আমি চেষ্টা করছি একটু ভিন্ন হতে ,আর এ জন্য কেউ বলে পাগল...
আপনার মত Small Heart টিউনার আমরা চাইনা।