SONY Xperia P এর ব্যাটারী ব্যাকআপ খারাপ ??? কে কইছে ??

অনেক দিন পরে টিটি  তে ডুইকা একটা পোস্ট পরলাম .. পইরা দেখি এক ভাই কমেন্ট  এ দিসে এই মোবাইল এর ব্যাটারী ব্যাকআপ খারাপ !!শুইনাই আমি টাশকিত !! কয় কি হাগলে !! আমি তো এতদিন use কইরা এমুন কিসু পাইলাম না ... যাই হোক আমি আইজকা দেখায় দিমু কেমনে ব্যাটারী   ব্যাকআপ বারাইবেন।

যাই হোক টিউন এ যাই .... sony xperia p সেট টা অস্থির একখান সেট .....বলার কিসু নাই এই টিউন দেখেন ...... এক ভাই , রিভিউ দিসে।

Techtune Link

এই সেট এর ক্যামেরা ,touch সেন্সর , আর সাউন্ড কোয়ালিটি আপনাকে simply পাগল করবে। আমার কথা বিশ্বাস না হওয়া স্বাভাবিক , তাই নিজেই অন্য সেট এর সাথে compare করে দেখতে পারেন।

আমার নিজের কয়েকটা স্নাপ দিলাম

কিভাবে ব্যাটারী ব্যাকআপ বাড়াবেন:

  • ১। সোজা xperia p  এর সেটিং এ চলে যান।
  • ২। power management এ যান।
  • ৩।ওখানেই পাবেন Extended standby mode  ......
  • ৪।ওটাতে টিক দিয়ে অক করে চলে আসুন।

এছাড়া আরো কিছু ট্রিকস আছে পাওয়ার সেভ করার যেমন:

  • brightness কমানো।
  • অটো  টাস্ক কিলার ইউস  করা
  • লাইভ wallpaper না ইউস করা।

আশাকরি আপনাদের  ব্যাটারী ব্যাকআপ নিয়ে আর কোনো অভিযোগ আসবেনা। আপনাদেরট এন্ড্রয়েড সেট সুস্ত থাকুক .....এই প্রত্যাশায় ....আল্লাহ-হাফেজ।

Level 0

আমি নাহিদ রায়হান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 334 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

শুনেছি সপ্ন যত বড় হয় তা তত তাড়াতাড়ি নাকি ভেঙ্গে যায় .....বোধহয় তাই !!তবুও আমি থেমে থাকি নি .....হোচট খেতে খেতে শিখেছি ,জীবন অনেক কঠিন ....এখানে আবেগের কোনো মুল্য নেই....এখনে প্রতিটা মানুষ তার নিজেকেই সবচেয়ে ভালোবাসে .....!! ............তাই আমি চেষ্টা করছি একটু ভিন্ন হতে ,আর এ জন্য কেউ বলে পাগল...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনার মত Small Heart টিউনার আমরা চাইনা।

Level 0

ki hoilo bhai? eto bhalo ekta ekta tech site er moddhe egula ki shob language use koren? :/

    ভাই খারাপ কিসু বলসি ? কষ্ট করে টিউন করার পর ভালো হইসে তো দুরে থাক ….টিউন ফালতু হইসে ….এইটাও কেউ বলেনা ! কিন্তু ডাউনলোড ১০০০ এর উপরে ! আপনার ক্ষেত্রে এমন হইলে আপনে টিউন করবেন ??

এক্সপেরিয়া P এর ব্যাটারি ড্রেইন এর জন্যে মূল কালপ্রিট হলো এর WEATHER WIDGET.. এটা ডিলিট/ডিজেবল করলেই ব্যাটারি ব্যাকআপ অনেক বাড়বে৷ .অটো ব্রাইটনেস অফ করলেও সুফল পাবেন…according to xda developers

Ei Faltu Kotha r Jonno Apni Eto Kotha Koilen
Eita To Sobai Jane

Please edit post title . TT karo bectigoto akromoner jaiga na. thanks for your tips.

ভাষার মাসে বাংলা ভাষার দক্ষতা আরও একটু ভালো আশা করেছিলাম। শুধুমাত্র কমেন্ট পাওয়ার আশায় টিউন করার ইচ্ছা থাকলে সেটা পরিহার করাই শ্রেয়
ধন্যবাদ

আমার টিউন বাজে আমি জানি ভাই , কিন্তু আপনে টিটি ঘেটে দেখেন …..অনেক মানসম্মত টিউন এর কমেন্ট অতি অল্প ….ভাই , একটা টিউন করতে অনেক কষ্ট …… অনেক ঝামেলা ….যারা করে তাদের রে সেলুট !!কিন্তু তাদের প্রেরণা দেওয়ার মত কমেন্ট পরে পোস্ট এ ?? ,,,,, আপনি বলেন।

Extended standby mode works but do your really think taht 1300 mAh battery perform that great -_-
I think you are not a heavy user or you only use few thing with your xperia P.
BTW, correct your way of witting and do not Bad mouth others.

    @Moyan Hossain: হুম।। ভাই আমি ভার্সিটি তে wifi এর সাথে কানেক্ট থাকি ৫ আওয়ার্স …ফ্রেন্ডক্লাস্টার চালু রাখি …গান শুনা হয় ৩ ঘন্টার মত …… গেমস্ খেলি +-৪০ মিনিটস ….লাইভ ওয়ালপেপার, উইডগেট ইউস করি …..বেশ কিছু app ব্যাক এ রানিং থাকে এ ….. ৯০% চার্জ নিয়ে বের হলে রাতে ঘুমাতে যাওয়ার আগে ৩৫-৪০% চার্জ থাকে ….. আমার তো মনে হয় এটা যথেষ্ট ….বেটারী রেসপেক্ট এ …..

      @নাহিদ রায়হান: Do you play HD games?
      Well this may be good for you but other device can have more charge left with more high uses.
      Well, If its good for you then no problem.
      Have fun with your XP.

ঔ আমার কমেন্টটা মুছার দুঃসাহস পান কোথা থেকে?ইতরামি ভাষায় পোষ্ট করতে পারেন,আর ধরিয়ে দিলে দোষ?ইতর কোথাকার!

    @Iron maiden: ওকে ভাই .. গালি দিসেন ঠিক আসে ….কিন্তু আপনার কোনো কমেন্ট আমি রিমুভ করি নাই!! আপনি দেখেন তো আপনার কমেন্ট পোস্ট হইসে কিনা …… না হইলে আবার দেন ….. আপনি আপনার মতামত দিবেন(সেটা খারাপ হোক / ভালো হোক )

      @নাহিদ রায়হান:ভাই,কালকে মেজাজ খারাপ ছিল,তার উপর আবার আমার প্রথম টিউমেন্টটা মুছা ফেলা হয়েছে দেখে নিজেকে আর সামলে রাখতে পারিনি,কালকের আচরণের জন্য আমি সত্যি লজ্জিত।সরি।

Level 0

This is a foul mobile phone..its battery life is hardly barely 1 day if we turn off data connection..at 1st I use Xperia p…it has bug in operating system. now i use Galaxy note 2 (N7100)..it has 3100mAH battery.it has incredible battery life…galaxy y has better battery life than xperia P

    @Nahian: ভাই নোট এর দাম তো অনেক বেশি ….. সে অনুযায়ী তো বেটারি ব্যাকআপ ভালো ….পাবেনই ……আর p এর os এর কি প্রবলেম ভাই একটু বলবেন ……আমি এখনো কোনো প্রবলেম ফেস করি নাই.

Level 0

battery backup kisuta kom. but ei price e ei rokom specification asolei valo.ami 5 month dhore use kortesi. valoi.

    @saif: হুমম ভাই সেটাই ….. আমি এটার সাথে গালাক্সী নোট এর তুলনা করে লাভ নাই….দাম অনুযায়ী xperia যা দিচ্ছে তা অনেক বেশি …..

সেট টা এক কথায় অসাধারন।ধন্যবাদ টিউনের জন্য।

Level 0

@নাহিদ রায়হান
vai tune ta valo lagce. BTW apni ki root korte parcen apnr device??