টিউনার ভাইয়া সবাই কেম আছেন?? আমি ভালই আছি। কেমন যাচ্ছে আপনাদের দিন কাল?? আমার তো খুবই খারাপ। পরীক্ষার রুটিন অলরেডি দিয়ে দিয়েছে। এই অবস্থাতে ভাল থাকা যায় বলুন???
এত কথা বাড়িয়ে লাভ নেই আসল কথাই আসি। স্মার্ট ফোন আমাদের সকলেরই একটা স্বপ্ন। আবার অনেকের হাতে স্মার্ট ফোন না থাকলে মনে হয় একটা অঙ্গ ছাড়া পরেছে। তাই সবাই আমরা স্মার্ট ফোন নিয়ে কম বেশি আগ্রহী। এখন স্মার্ট ফোন বলতে আমরা যা বুঝি সেটা হল অ্যান্ড্রয়েড ফোন। আসলে স্মার্ট ফোন বলতে কি অ্যান্ড্রয়েড ফোনই কি বোঝায়?? উত্তর না। যেসকল ফোন খুব ভাল পারফরমেন্স দেয়, শুধু কথা বলা ছাড়া আরো অনেক ধরনের সেবা দিয়ে থাকে তাদেরকেই স্মার্ট ফোন বলা হয়। তবে আমার কাছে এই সঙ্গা টা কেমন অসম্পূর্ন মনে হয়। কারন যদি ফোন দেখতে না সুন্দর তাহলে তাকে কিভাবে স্মার্ট ফোন বলবেন?? এরকম কথা বাড়ালে হাজার কথা উঠবে। সব মিলিয়ে আমার অনেক দিনের শখ একটা স্মার্ট ফোন কেনার। আমি ছোট খাটো একটা ফ্রীলাঞ্চার তাই কিছু দিন টাকা জমিয়ে স্মার্ট ফোন কেনার কথা ভাবছিলাম। টাকা রেডি হবার পর আবার পরলাম নতুন চিন্তায়। কি ফোন কেনা যায়?? অনেক ভেবে অনেক যায়গা থেকে রিভিউ নিয়ে একটা স্মার্ট ফোন পছন্দ করলাম। মডেল হল সনি এক্সপেরয়া পি(Sony Xperia P)। তাহলে চলুন রিভিউ দেয়া যাক একটা 🙂
Sony xperia p (LT22i)
দেখতে কেমন??? এর উত্তরে আমি বলব "আসলে বলার কিছু নাই 😛 দেখেই বলেন।" ফোন টি বাজারে এসেছে ২০১২ সালের মে মাসে।
-এক কথায় অসাধারন। ৪ ইঞ্চি ফুলটাচ স্ক্রিন সাথে ১৬ মিলিয়ন কালার সাপোর্ট।
-মাল্টিটাচ সাপোর্ট করে। ৪ আঙ্গুল পর্যন্ত মাল্টিটাচ সুবিধা আছে।
-Scratch-resistant glass রয়েছে ফলে স্ক্রিন পেপার না থাকলেও দাগ পরার ভয় নেই। তবে স্ক্রিন পেপার ব্যাবহার করা ভাল।
-এছারা বিশ্ব বিক্ষ্যাত সনির BRAVIA Engine তো আছেই 🙂
ডিসপ্লে তে আমি ৫ এ ৫ দিব
-যারা সনির ফোন গুলো ব্যাবহার করেছেন তারা জানেন সাউন্ড ও ক্যামেরায় সনি অন্যন্য। যারা ব্যাবহার করেন নি তারা শোনার পর অবাক হলেও হতে পারেন 🙂
-হেড ফোনের সাউন্ডে সনি আমার বিশ্বে ১ নম্বর (আমার মনে হয়) ।
এখানেও ৫ এ ৫
-Sony xperia p তে সবচেয়ে বড় সমস্যা হল এটাতে কার্ড স্লট নেই 🙁
-তো কি হয়েছে ১৬ জিবি ইন্টারনাল আছে না 🙂
-র্যাম ১ জিবি। ফোন মেমরি ২ জিবি
এখানে ৫ এ ৪.৫
-৮মেগাপিক্সেল ক্যামেরা। যেটা দিয়ে আপনি ডিজিটাল ক্যামেরার কাজ শেরে ফেলতে পারেন। এটা দিয়ে 3264x2448 pixels ছবি তোলা সম্ভব। আমি আগেই বলেছি ক্যমেরা ও সাউন্ডে সনি শেরা। খুবই ভাল ছবি আসে ক্যামেরা দিয়ে। নিজে না দেখলে বোঝানো যাবে না 😛
-ভিডিও ক্যামেরাও অনেক ভাল। 1080p@30fps ভিডিও রেকর্ড করতে পারবেন এটা দিয়ে। 🙂
-সামনের ক্যামেরা হল VGA ক্যামেরা। তবে ছবি খুব একটা খারাপ না।
-এছাড়া ফ্ল্যাশ, ৩ডি ইত্যাদি তো আছেই 🙂
এখানে আমি ৫ এ ৪.৯ দিব
-ফোনটি নতুন অবস্থায় অ্যান্ড্রয়েড 2.3 জিঞ্জারবেডে থাকে। তবে সফটওয়্যার আপডেট দেয়ার পর এটা আইস্ক্রিম স্যান্ডউইচ ৪.০.৪ এ আপডেট হবে। খুব শিগ্রই জেলিবিন আপডেট আসবে ফোনে 🙂
-প্রোসেসর ১ গিগাহার্জ। ১গিগাহার্জ খুব একটা খারাপ না। স্পিড ভালই।
-আসল কথা 1080p ভিডিও খুব ভালভাবেই চালাতে পারবেন 😛
-এইচডি গেম খেলার জন্য পাবেন শক্তিশালী GPU: Mali-400 । যা বর্তমানের বেশীভাগ স্মার্ট ফোনের চেয়ে উন্নত।
৫ এ ৪.৮
-চার্জ চলে মুটামুটি। খুব একটা খারপ না আবার খুব একটা ভালও না। তবে চলার মত।
৫ এ ৪
সব মিলিয়ে আমি এই ফোন টাকে ৫ এ ৪.৮ দিব।
এবার আসি দামের কথায়। দাম হয়ত অনেকের কাছে একটু বেশি। তবে ভাল জিনিশের একটু দাম বেশি হবে এটা স্বাভাবিক।
এবার আসি দামের কথায়। দাম হয়ত অনেকের কাছে একটু বেশি। তবে ভাল জিনিশের একটু দাম বেশি হবে এটা স্বাভাবিক।
৩০,৫০০ ৳ মাত্র !!
স্মার্ট ফোন কেনার আগে ভাল করে চিন্তা করে কিনুন। কারন অনেক দাম দিয়ে ফোন কিনে মজা না পেলে ফোন কিনে লাভ কি??? তাই দাম একটু বেশি লাগলে লাগুক আসল স্মার্ট ফোনের মজা লুটতে চাইলে সনি ফোন কিনুন।
আরও বিস্তারিত জানতে এখা্নে ক্লিক করুন।
অনেক লিখে ফেললাম আজ আর লিখব না। আগামী দিনে আবার দেখা হবে। আর হ্যা আমার সামনে এইচএইচসি পরীক্ষা, সবাই দোয়া করবেন।
আবার আসিব ফিরে ,
পরীক্ষার পরে 😛
আমি ড়িত কথা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 28 টি টিউন ও 274 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ