স্মার্ট ফোন কিনবেন??? কোনটা কিনবেন দুশ্চিন্তায় আছেন?? দেখেন তো এইটা কেমন লাগে (Sony Xperia P)

টিউনার ভাইয়া সবাই কেম আছেন?? আমি ভালই আছি। কেমন যাচ্ছে আপনাদের দিন কাল?? আমার তো খুবই খারাপ। পরীক্ষার রুটিন অলরেডি দিয়ে দিয়েছে। এই অবস্থাতে ভাল থাকা যায় বলুন???

এত কথা বাড়িয়ে লাভ নেই আসল কথাই আসি। স্মার্ট ফোন আমাদের সকলেরই একটা স্বপ্ন। আবার অনেকের হাতে স্মার্ট ফোন না থাকলে মনে হয় একটা অঙ্গ ছাড়া পরেছে। তাই সবাই আমরা স্মার্ট ফোন নিয়ে কম বেশি আগ্রহী। এখন স্মার্ট ফোন বলতে আমরা যা বুঝি সেটা হল অ্যান্ড্রয়েড ফোন। আসলে স্মার্ট ফোন বলতে কি অ্যান্ড্রয়েড ফোনই কি বোঝায়?? উত্তর না। যেসকল ফোন খুব ভাল পারফরমেন্স দেয়, শুধু কথা বলা ছাড়া আরো অনেক ধরনের সেবা দিয়ে থাকে তাদেরকেই স্মার্ট ফোন বলা হয়। তবে আমার কাছে এই সঙ্গা টা কেমন অসম্পূর্ন মনে হয়। কারন যদি ফোন দেখতে না সুন্দর তাহলে তাকে কিভাবে স্মার্ট ফোন বলবেন?? এরকম কথা বাড়ালে হাজার কথা উঠবে। সব মিলিয়ে আমার অনেক দিনের শখ একটা স্মার্ট ফোন কেনার। আমি ছোট খাটো একটা ফ্রীলাঞ্চার তাই কিছু দিন টাকা জমিয়ে স্মার্ট ফোন কেনার কথা ভাবছিলাম। টাকা রেডি হবার পর আবার পরলাম নতুন চিন্তায়। কি ফোন কেনা যায়?? অনেক ভেবে অনেক যায়গা থেকে রিভিউ নিয়ে একটা স্মার্ট ফোন পছন্দ করলাম। মডেল হল সনি এক্সপেরয়া পি(Sony Xperia P)। তাহলে চলুন রিভিউ দেয়া যাক একটা 🙂

ফোনের মডেলঃ

Sony xperia p (LT22i)

দেখতে কেমন??? এর উত্তরে আমি বলব "আসলে বলার কিছু নাই 😛 দেখেই বলেন।" ফোন টি বাজারে এসেছে ২০১২ সালের মে মাসে।
1

ডিসপ্লেঃ

-এক কথায় অসাধারন। ৪ ইঞ্চি ফুলটাচ স্ক্রিন সাথে ১৬ মিলিয়ন কালার সাপোর্ট।
-মাল্টিটাচ সাপোর্ট করে। ৪ আঙ্গুল পর্যন্ত মাল্টিটাচ সুবিধা আছে।
-Scratch-resistant glass রয়েছে ফলে স্ক্রিন পেপার না থাকলেও দাগ পরার ভয় নেই। তবে স্ক্রিন পেপার ব্যাবহার করা ভাল।
-এছারা বিশ্ব বিক্ষ্যাত সনির BRAVIA Engine তো আছেই 🙂
2
ডিসপ্লে তে আমি ৫ এ ৫ দিব

সাউন্ডঃ

-যারা সনির ফোন গুলো ব্যাবহার করেছেন তারা জানেন সাউন্ড ও ক্যামেরায় সনি অন্যন্য। যারা ব্যাবহার করেন নি তারা শোনার পর অবাক হলেও হতে পারেন 🙂
-হেড ফোনের সাউন্ডে সনি আমার বিশ্বে ১ নম্বর (আমার মনে হয়) ।
3
এখানেও ৫ এ ৫

মেমরীঃ

-Sony xperia p তে সবচেয়ে বড় সমস্যা হল এটাতে কার্ড স্লট নেই 🙁
-তো কি হয়েছে ১৬ জিবি ইন্টারনাল আছে না 🙂
-র‍্যাম ১ জিবি। ফোন মেমরি ২ জিবি
5
এখানে ৫ এ ৪.৫

ক্যামেরাঃ

-৮মেগাপিক্সেল ক্যামেরা। যেটা দিয়ে আপনি ডিজিটাল ক্যামেরার কাজ শেরে ফেলতে পারেন। এটা দিয়ে 3264x2448 pixels ছবি তোলা সম্ভব। আমি আগেই বলেছি ক্যমেরা ও সাউন্ডে সনি শেরা। খুবই ভাল ছবি আসে ক্যামেরা দিয়ে। নিজে না দেখলে বোঝানো যাবে না 😛
-ভিডিও ক্যামেরাও অনেক ভাল। 1080p@30fps ভিডিও রেকর্ড করতে পারবেন এটা দিয়ে। 🙂
-সামনের ক্যামেরা হল VGA ক্যামেরা। তবে ছবি খুব একটা খারাপ না।
-এছাড়া ফ্ল্যাশ, ৩ডি ইত্যাদি তো আছেই 🙂
4
এখানে আমি ৫ এ ৪.৯ দিব

ওএসঃ

-ফোনটি নতুন অবস্থায় অ্যান্ড্রয়েড 2.3 জিঞ্জারবেডে থাকে। তবে সফটওয়্যার আপডেট দেয়ার পর এটা আইস্ক্রিম স্যান্ডউইচ ৪.০.৪ এ আপডেট হবে। খুব শিগ্রই জেলিবিন আপডেট আসবে ফোনে 🙂
-প্রোসেসর ১ গিগাহার্জ। ১গিগাহার্জ খুব একটা খারাপ না। স্পিড ভালই।
-আসল কথা 1080p ভিডিও খুব ভালভাবেই চালাতে পারবেন 😛
-এইচডি গেম খেলার জন্য পাবেন শক্তিশালী GPU: Mali-400 । যা বর্তমানের বেশীভাগ স্মার্ট ফোনের চেয়ে উন্নত।

৫ এ ৪.৮

চার্জঃ

-চার্জ চলে মুটামুটি। খুব একটা খারপ না আবার খুব একটা ভালও না। তবে চলার মত।

৫ এ ৪

আমার রিভিউঃ

সব মিলিয়ে আমি এই ফোন টাকে ৫ এ ৪.৮ দিব।

এবার আসি দামের কথায়। দাম হয়ত অনেকের কাছে একটু বেশি। তবে ভাল জিনিশের একটু দাম বেশি হবে এটা স্বাভাবিক।

দামঃ

এবার আসি দামের কথায়। দাম হয়ত অনেকের কাছে একটু বেশি। তবে ভাল জিনিশের একটু দাম বেশি হবে এটা স্বাভাবিক।
৩০,৫০০ ৳ মাত্র !!

স্মার্ট ফোন কেনার আগে ভাল করে চিন্তা করে কিনুন। কারন অনেক দাম দিয়ে ফোন কিনে মজা না পেলে ফোন কিনে লাভ কি??? তাই দাম একটু বেশি লাগলে লাগুক আসল স্মার্ট ফোনের মজা লুটতে চাইলে সনি ফোন কিনুন।
আরও বিস্তারিত জানতে এখা্নে ক্লিক করুন।
অনেক লিখে ফেললাম আজ আর লিখব না। আগামী দিনে আবার দেখা হবে। আর হ্যা আমার সামনে এইচএইচসি পরীক্ষা, সবাই দোয়া করবেন।
8
আবার আসিব ফিরে ,
পরীক্ষার পরে 😛

Level 2

আমি ড়িত কথা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 28 টি টিউন ও 274 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ

ভাই আপনি কি এইচ.এস.সি পরীক্ষার্থী?আমিও।আমার মত ছাপোষা রা সনি এক্সপেরিয়া রে/সনি এক্সপেরিয়া মিনি প্রো/মিনি কেনার মুরোদ রাখে,এর চেয়ে বেশি দামেরটা না।আর আমার প্রিয় সেট সনি এক্সপেরিয়া আয়ন।

Level 0

Sony xperia p (LT22i) ফোনটি টেবিলে রাখলে কি সামন্য উচু হয়ে থাকে?মানে পিছনে ক্যামেরার সাইডে সামান্য উচু?

xperia p 30,500 tk ??? 😮 vai apni may b dam janen na or apnake thokano hoise .a
atar dam 23-24 hajar …..

    @Nazib Hasnain: vaia ami jotodur jani sony er phone 2 dhoroner hoi. 1. Lugagd and 2 . Non lugagd. Lugagd phone gulor price kom hoi. Ar non lugagd phone bd te pauajaona order dite hoi. Ami jokhon phone ta nai tokhon 1 week age order diyecilam.

এই সেটার ব্যাটারি ফিক্সড অর্থাৎ এর ব্যাটারি আর পরিবর্তন করা যাবে না। টিউনার ভাই এটা তো আপনার রিভিউতে লিখলেন না। তবে আমার ভুল ও হতে পারে।

সেটটি আমি ব্যবহার করছি। ৫ মাস আগে ২৮০০০টাকা দিয়ে কিনেছিলাম, এখন এটির দাম ২৪০০০টাকা।
ক্যামেরা এবং সাউন্ড বেশ ভাল।
দেখতে বেশ সুন্দর। মেয়েদের হাতে মানাবে ভাল 😛
অপারেটিং সিস্টেমটি তুলনামুলকভাবে ব্যাক ডেটেড বলা চলে।
সেটটির নিচের অংশের সিলভার প্রোলেপটি টেকশই না, রং উঠে যেতে পারে।

-মাহবুব টিউটো

Level 0

সেটটির বর্তমান দাম ২৪,২০০ =/ টাকা। পজেটিব দিক হলো *গেমস এর জন্য সেটটি অসাধারণ * মউজিক কোয়ালিটি অনেক ভালো * Bravia Engine এর জন্য ডিসপ্লের বিষয় বস্তু গুলোকে প্রানবন্ত দেখায়।

নেগেটিভ দিক হলো * সবার প্রথমে বলব সেটটি চার্জ খেকো * একটু ব্যবহারে সেটটি অধিক গরম হয়ে যায় * চার্জ এর দিক থেকে সেটটি একদম-ই ভালো নয় ( যদিও android device গুলোতে চার্জ একটু বেশি খেয়ে থাকে ) * এক্সটার্নাল মেমরি স্লট নেই * ব্যটারী ফিক্সড।

    @laabib: bettery fixd eita monehoi kono problem e na. Karon amar moto jader bar bar SIM change korte hoi tader bar bar battery khola melar dorkar porena tobe apni kemon setar upor nirvor korbe ei ta

    Level 0

    @laabib: vai ami eti use krsi. charge khay thik. bt ektuo gorom hoyna. ami charger a lagiye tana 5-6 hour game khelsi with cover,bt gorom hoyni.

Level 0

vai set ta amar khub posondo…………..but battery fixed, tai set hang korle charge sesh na hoa porjonto wait kora lage

    @tusher3365: amar phone 1bar hang hoyecilo but 3-4 mint kono response na pauai phone ta ekai restart nai. Tai apnar eidike cinta korte hobe na

    Level 0

    @tusher3365: vai phone quick restart korar system ase.tai hang hole prblm nai

বাজেট মাত্র ১০০০০ তাই জয় হোক চাইনা android

আমি ও ভাই সনি এরিকসনের ভক্ত, সেই প্রথম থেকে ব্যবহার করছি, এর সাউন্ড এবং পিকচারের জন্য। এখন আমি ব্যবহার করছি SONY XPERIA U । কিন্ত এখন সব অ্যান্ড্রয়েড ফোনের সমস্য হচ্ছে কম চার্জ, আপনাকে প্রতিদিন চার্জ দিতে হবে। আর ভিডিও কোয়ালিটি তো অসাধারন। ধন্যবাদ শেয়ার করার জন্য।

সেটটির নিচের অংশের সিলভার প্রোলেপটি jodi na thakto tobe সেট টি অনেক ছোট দেখাত…… দেখতে ও ভাল লাগত…আমি sony xperia j use korci,,,,,,ekta problem hocce—still ছবি ভাল আসে কিন্তু চলমান কোন জনিসের ছবি তুললে সেটা hezzy আসে…।

Level 0

আমি আর কি বলল মিরো কিনছে 24 হাজার টাকা দিয়ে কিন্তু সেটের পাফম্যান্স দেখে আমি হতবাক external 4 gb . micro sd 16 gb ব্যবহার করছি সুপার ফাস্ট কাজ করে আমার 80 apss install দেওয়া আছে নোট রুটেড কিন্তু আমার ফোন মেমোরি 470 মেগা খালি আর মোট 754 মেগা ডিফল্ট apss সহ ।
গেমস আছে Temple run 2 Racing Thunder 2 Drag racing সহ আরো অনেক
গত দের মাস আগে কুয়ালালামপুর থেকে কিনেছে
আর গান শনলে যেকেও এটা প্রেমে পড়ে যাবে কিন্তু চার্জ থাকেনা বড় সমস্যা
গিগাহার্জ: 800 mz

Xperia Z এর জন্য অপেক্ষা করছি।

DUAL CORE CPU .মূল পয়েন্ট উল্লেখ করেন নাই… floating. touch tao ullekh kora jai

Level 0

chorom house bosssssssss

bro ami xperia ray use kori , but kivabe root korbo janina
onek khuje ekta rooting software paisi but amr ceble driver download korte parsi na, plz plz give your suggession…

apnar responce er opekkhay roilam…:-D

রুট এর জন্যে এটা দেখেন

https://www.techtunes.io/mobileo/tune-id/133418

30K. বাজেট হলে আগে নেক্সাস ৪ পাওয়ার ট্রাই করা উচিত ..যদিও নেক্সাস ৪ এখনো সোনার হরিণ ..কিন্তু দুই এক মাসের ভিতরে আবার পাওয়া যাবে..বাইরে (আমেরিকা,ইউরোপ…) কেউ থাকলে ত ভালো …এছাড়া দেশের G&G বা এই টাইপ কারো কাছ থেকেও কিনা যায়. ..এখন দাম মনে হই 45K বা আরো কম …এতো বেশি কারন এভেইলেবল না…কিন্তু কিছু দিন পরেই কমবে …30K এর কাছাকাছি দিয়েই পাওয়া যাবে

    @মুহিত: Xperia SL is the best Android around 30,000 TK.

    @মুহিত: আপনি কি জানেন নেক্সাস ৪ কই কই পাওয়া যায়? আমি কিনতে খুব অপেক্ষা করছি। কিছু জানলে জানাবেন প্লিজ

xperia z কিনব ভাবছি কিন্তু এটার দাম কত হবে সেটাই জানি না ।

    @অর্জন: আমার যতদুর মনে হয় তাতে এটার দাম ৪৫০০০-৫০০০০+ হবে। তবে বাজারে আসার আগে কিছু বলা কঠিন 🙂

@রাব্বি: এই রিভিউতে অনেক ভুল/ ত্রুটি আছে।
এক্সপেরিয়া পি কি নিজে ব্যবহার করেছো?
Sony Xperia সেট গুলা আমার কাছে সবচে ভালো লাগে।
আমি Xperia Neo এবং এখন Xperia S ব্যাবহার করছি।
এই পোস্টটা পরে না কমেন্ট করে পারলাম না।
আশাকরি এরপর জেনে শুনে রিভিউ করবে।
ও! যদি ভুল গুলা জানতে চাও তাহলে জানিও।

    @Moyan Hossain: vaia Xperia p thekei post ta koreci. Ar tune e kisuvul thakte pare. Dekhiye dile update kortam.thanx

      @রাব্বি: 1. Xperia P got “White Magic” Technology.
      2. its price now 24,500 Taka
      3. it’s GPU Mali 400 Single Core not Mali 400 MP Dual/Quad core so its not much powerful but it can handle HD game.
      4. it’s battery is too weak.
      5. 8MP camera Good quality picture in Daylight but Image quality is not good in Night 🙁
      6. It got Dual core A9 Novothor but drain battery too much.
      7. Walkman player is great for headphone but Speaker sound is low 🙁
      etc

Level 0

vai touch may b 4 tar beshi support kore

Xperia SL ব্যবহার করছি 😀 সনি আসলেই বস। দাম তুলনায় ফিচার অনেক ভালো।

ato tk diye phn na kine pc or laptop kena valo.

Level 0

ei mobile 5 month dhore use kortesi. fata fati jinish. but teletalk 3g dia ekhono video call korte parlam na.kemne kore keu bolte paren???????

Level 0

assa vai, xperia s vs xperia sl vs xperia acro s………………konta better hobe?? ai bepare aktu confused 🙁

এই সেট টার বর্তমান দাম ২৪,০০০/- বসুন্ধরা সিটি শপিং মলে গেজেট অ্যান্ড গিয়ার শপ এ এই দাম এ পাবেন। তারা লাগেজড ফোন বিক্রয় করে না যতটুকু আমি জানি। ফেসবুক এ তাদের পেজ https://www.facebook.com/gadgetngear

Level 0

Boss, iphone নিয়ে একটা টিউন লিখেন। iphone 4 or 4s কিনতে চাই। কোন টি ভাল হবে ? Sony কি iphone এর চেয়েও ভালো ? Thanks for this tune

    Level 0

    @Sohel Rana: sony r iphone to dui platform er set. apnar kon platform valo lage seta depend kore set kinben.

    mac mobile os e only iphone chara kon set nai.

    android er onek company er set aache. ami 5 or 6 company er android set use korechi. amar kache HTC best mony hoise.

    baki thake windows. windows phone emon ekta OS j kina karo kache theke kichu copy kore nai. android iphone er abar iphone android er onek reature copy koreche. but windows phone, no copy. ami nije windows user na. tobe mone hoy nokia valo hobe.

Level 0

যার যেটা আছে তার কাছে সেটা্ সেরা লাগে।

Level 0

ভালই দেখালেন। একটু ভেবে দেখি।

আমার তিন মাসের বেতন।