আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ্র রহমতে সবাই অনেক ভাল আছেন। সবাইকে ভালবাসা দিবসের শুভেচ্ছা। গতকাল একজন আমার কাছে বাংলাদেশের বাজারে প্রচলিত সবচেয়ে কমদামী ফোন গুলোর মধ্যে কোনটা কিনলে ভাল হবে সেই ব্যাপারে জানতে চান। তিনি সিম্ফোনী ডব্লিউ ২০ হ্যান্ড সেট, ম্যাক্সিমাস ম্যাক্স ৯০১ , কার্বন এ১+, সিম্ফোনী ডব্লিউ ৫, ওয়ালটন প্রিমো এই হ্যান্ডসেট গুলোর মধ্যে কোন একটি কিনবেন। কিন্তু যেহেতু আমি পার্সোনালী এই হ্যান্ডসেট গুলোর মধ্যে সবগুলো ব্যবহার করিনি তাই বলা মুশকিল ছিল। হঠাৎ আজ পরিচিত একজনের কাছে সিম্ফোনী ডব্লিউ ২০ হ্যান্ডসেট পেয়ে সেটা নেড়ে চেড়ে দেখলাম। আমি পুরোই আশ্চর্য হয়েছি এই হ্যান্ডসেটের বেঞ্চমার্ক স্কোর দেখে। এক কথায় অবিশ্বাস্য। এত কমমূল্যে এত স্কোরের কোন ফোন সেট হতে পারে সেটা আমার ধারনায় ছিল না। আমি মূলত এই টিউনে আলোচনা করব তিনটি হ্যান্ডসেটের Antutu Benchmark 3.1.1 (ডাউনলোড করতে এখানে ক্লিক করুন) স্কোরের উপর ভিত্তি করে। প্রথমেই বলে নেই আমি ওয়ালটন প্রিমো, সিম্ফোনী ডব্লিউ ২০ এবং স্যামসাং গ্যালাক্সি এস (5830I) এই তিনটি হ্যান্ডসেটের তুলনা করতে যাচ্ছি যা মূলত পার্সোনাল এক্সপেরিয়েন্স এবং Antutu Benchmark 3.1.1 এর উপর ভিত্তি করে। প্রথমেই দেখে নেই তিনটি হ্যান্ডসেটের কোনটিতে কি আছে।
স্পেসিফিকেশন | স্যামসাং গ্যালাক্সি Ace (5830I) | ওয়ালটন প্রিমো | সিম্ফোনী এক্সপ্লোরার ডব্লিউ ২০ |
প্রসেসর ও চিপসেট | ৮৩২ মেগা হার্টজ, Broadcom BCM21553 | ১ গিগা হার্টজ,Qualcomm Snapdragon 7625A Surf | ১ গিগা হার্টজ, Mediatek MT6575 |
র্যাম | ২৭৮ মেগা বাইট ব্যবহার যোগ্য | ৪২৩ মেগা বাইট ব্যবহার যোগ্য | ২৩৬ মেগাবাইট ব্যবহার যোগ্য |
রম | ১৫৮ মেগা বাইট | ২০১ মেগা বাইট | ১২৭ মেগা বাইট |
স্ক্রীন রেজ্যুলেশন | HVGA 480x320১৬ মিলিয়ন কালার | HVGA 480x320২৬২ কিলো কালার | HVGA 480x320২৬২ কিলো কালার |
জিপিইউ | Adreno 200 | Adreno 200 | PowerVR SGX531 |
ক্যামেরা | ৫ মেগা পিক্সেল ফ্যাশ সুবিধা সহ | ২ মেগা পিক্সেল | ২ মেগা পিক্সেল |
ওয়াই ফাই | আছে | আছে | আছে |
ইডিজিই | আছে | আছে | আছে |
জিপিএস | আছে | আছে | নেই |
ব্লু-টুথ | ৩.০, A2DP, HS+ | ৪.০, A2DP, HS+ | |
সেন্সর | এক্সিলারোমিটার, প্রক্সিমিটি ও কম্পাস। | এক্সিলারোমিটার, গ্র্যাভিটি, প্রক্সিমিটি, লাইট সেন্সর। | এক্সিলারোমিটার, গ্র্যাভিটি, প্রক্সিমিটি সেন্সর। |
রেডিও | এফএম | এফএম | এফএম |
ব্যাটারি | ১৩৫০ mAh | ১৪০০ mAh | ১৪০০ mAh |
মূল্য | ১৮,৫০০ টাকা | ৭,৪৯০ টাকা | ৫,১৫০ টাকা। |
এইতো গেল ফিচার আর স্পেসিফিকেশনের ব্যাপার এবার আসুন দেখে নেই Antutu Benchmark 3.1.1 এ কার স্কোর কত।
বেঞ্চমার্কিং | স্যামসাং গ্যালাক্সি Ace (5830I) | ওয়ালটন প্রিমো | সিম্ফোনী এক্সপ্লোরার ডব্লিউ ২০ |
র্যাম | ১৯৭ | ২৮৯ | ৬৪৮ |
CPU Integer | ২৪৫ | ৬৩০ | ৭২৯ |
CPU Float | ২০৪ | ৪১৫ | ৫৬২ |
2D | ২৪৪ | ৩০০ | ৩৬৮ |
3D | ১৮৩ | ১৭৪৮ | ২৮০১ |
Database | ১৫০ | ৩৯৫ | ৪৪৫ |
SD write speed | ৪৫ | ৪৫ | ৪৫ |
SD read speed | ১২৫ | ৬৮ | ৭১ |
সর্বমোট স্কোরঃ | ১৩৯৩ | ৩৯৯০ | ৫৬৬৯ |
বেঞ্চমার্ক স্কোর দেখে যা বোঝা যাচ্ছে তাতে সিম্ফোনী এক্সপ্লোরার ডব্লিউ ২০ এর পারফর্ম্যান্স অনেক বেশি ভাল হবার কথা। ডব্লিউ ২০ এর টাচ বেশ ভালই সেন্সিটিভ। তবে টপ এবং লেফট সাইড ভিউ এঙ্গেল ভাল না। নেগেটিভ ছবি দেখায় এই দুই প্রান্ত থেকে। তবে ফ্রন্ট সাইডে কোন সমস্যা নেই। র্যাম মাত্র ২৩৬ মেগাবাইট হওয়ায় গেম খেলতে ঝামেলা হতে পারে। যদিও আমি কয়েকটি গেম চালিয়ে দেখেছি সেগুলোতে সমস্যা হয়নি (Reptide GP, Parking Challange 3D) । রম খুবই কম মাত্র ১২৭ মেগা বাইট হওয়ায় কয়েকটি এপ্লিকেশন ইন্সটল করলেই মেমরি ফুল হয়ে যায়। তবে রুট করে Link2SD ব্যবহার করে এই সমস্যা থেকে মুক্ত হওয়া সম্ভব। এতে ত্রি জি সুবিধা নেই। প্রক্সিমিটি সেন্সর খুব ভালভাবে কাজ করে। জিপিএস নেই। তবে মূল্য অনুযায়ী ভালমানের মনে হয়েছে সেটটি।
**সীমাবদ্ধতা গুলো নতুন করে এখানে যোগ করছিঃ র্যাম ২৩৬ মেগা বাইট হওয়ায় কয়েকটি এপ্লিকেশন/ থিম/ লকার ব্যবহারে এবং সেটের সিস্টেম এপ্লিকেশন গুলো চালাতেই র্যামের প্রায় ১৭৫-১৯৫ মেগাবাইট খরচ হয়ে থাকে। আমি বিভিন্ন সময় হ্যান্ডসেটটির র্যামের ফ্রি স্পেসের তারতম্য লক্ষ্য করেছি। মাত্র ৪০-৪৫ মেগা বাইট খালি থাকে বেশিরভাগ ক্ষেত্রে। তাই বেশিরভাগ গেম খেলা যাচ্ছে না। তাই PowerVR SGX531 থাকার পরেও গেমের পূর্ণ মজা নিতে পারবেননা। এবং আমি ব্যক্তিগতভাবে যারা অনেক এপ্লিকেশন ও গেম খেলার কথা ভেবে এই সেট কেনার কথা ভাবছেন তাদের এই সেট না কেনার জন্য অনুরোধ করব।**
চার্জও বেশ ভালই থাকছে (যার হ্যান্ডসেট তার কথা অনুযায়ী)। আজ এ পর্যন্তই সবাই ভাল থাকবনে, সুস্থ থাকবেন । আল্লাহ হাফেজ।
আমি রহস্যময় অভিযাত্রী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 74 টি টিউন ও 451 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই সিম্ফোনী ডব্লিউ 60 কিভাবে root করে তা জানান.