CWM RECOVERY ইন্সটল করুন সিম্ফনি W10 স্মার্টফোনে

আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন ধরেই এই বিষয়ে টিউন করার ইচ্ছা ছিলো,নানা কারনে করা হয়নি।যা ই হোক আজ আপনাদের জন্য নিয়ে এসেছি সিম্ফনি W10 স্মার্টফোনে clockworkmode recovery ইন্সটলের খুবই সহজ একটি পদ্ধতি 🙂

টেকটিউন্সে এইটা আমার প্রথম টিউন,কোন ভুল হলে ক্ষমা করবেন 😀

কাজের কথায় চলে আসি, clockworkmode recovery সংক্ষেপে cwm ইন্সটল করার জন্য আপনার দরকার হবে তিনটি ফাইল! সবার সুবিধার কথা ভেবে ফাইলগুলো আমি জিপ করে আপলোড করে দিয়েছি।

  • ১. নিচের লিংক থেকে জিপ ফাইলটি ডাউনলোড করে নিন। লিংক: http://db.tt/j9w0xE3U
  • ২. ফাইলটি আনজিপ করুন,আনজিপ করতে মোবাইল অথবা কম্পিউটারের সাহায্য নিতে পারেন।
  • ৩. আনজিপ করার পর তিনটি ফাইল পাবেন।
    MT6573_ANDROID_SCATTER.TXT এবং recovery.img ফাইল দুটি মেমোরি কার্ডে রাখুন।
    মনে রাখবেন এই ফাইল দুটি মেমোরি কার্ডের কোন ফোল্ডারের ভিতর রাখা যাবেনা অর্থাৎ ফাইল দুটি sdcard/ এ রাখতে হবে।
  • ৪. এখন MobileUncle_Tools.apk ফোনে ইন্সটল করুন,app টি রান করে GET STARTED প্রেস করে FLASH RECOVERY FROM SDCARD প্রেস করে RECOVERY.IMG সিলেক্ট করুন।
  • ৫. ৭/৮ সেকেন্ড লোডিং হয়ে থেমে গেলে বুঝবেন কাজ হয়ে গেছে। এখন REBOOT TO RECOVERY সিলেক্ট করলে রিকভারি মুডে চলে যাবেন এবং cwm recovery 5 লেখা দেখতে পাবেন 🙂

কিন্তু যদি লোডিং হওয়ার পর সিম্ফনির বুট মেন্যু এসে হ্যাং হয়ে যায় তাহলে বুঝবেন কাজ হয়নি! এক্ষেত্রে আপনাকে দেখতে হবে আপনার মেমোরি কার্ডের রুটে ঐ দুটি ফাইল ছাড়া অন্যকোন ফাইল যেন না থাকে,কোন ফাইল থাকলে সেগুলো কোন একটি ফোল্ডারে কাট করে রাখুন। এখন আবার সম্পুর্ন প্রসেসটি ট্রাই করুন।

ইনশাআল্লাহ কাজ হবে। এরপরেও যদি কাজ না হয়,একটি ফ্রেশ মেমোরি কার্ড অর্থাৎ সম্পুর্ন খালি ফম্যাট করা মেমোরি কার্ড ব্যাবহার করে সম্পুর্ন প্রসেসটি পুনরায় ট্রাই করুন ফ্রেশ মেমোরি কার্ড ব্যাবহার করলে এই পদ্ধতিটি ১০০% কাজ করবে।

আশা করছি এই টিউন আপনাকে এনড্রয়েডের চূরান্ত মজা নিতে ব্যাপক সাহায্য করবে।

কোন সমস্যা হলে কমেন্ট করে জানান এছাড়াও ফেসবুকে আমার সাথে যোগাযোগ করতে পারেন- http://www.facebook.com/muntasir.tamim

এই টিউনের সম্পুর্ন কার্টেসি: https://m.facebook.com/groups/191344347669169

Level 0

আমি Muntasir Tamim। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 32 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি মুনতাসির তামিম, পেশায় ছাত্র, চট্টগ্রাম সরকারি কমার্স কলেজে উচ্চমাধ্যমিক প্রথম বর্ষে পড়ালেখা করছি, নিত্যনতুন প্রযুক্তি বিষয়ে জানা এবং এই বিষয়ে নিজের স্বল্প জ্ঞানটুকু সবার সাথে শেয়ার করার জন্যই টেকটিউন্সে আমার আগমন :)


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

clockworkmode recovery এর সুবিধা কি?

Level 0

clockworkmode recovery দেখে ভয় পেলাম! একটু আগেই আমার মাইক্রোম্যাক্স A25 এই ফ্ল্যাশ দিতে যেয়ে সাকসেস্‌ হলাম, মানে এসপি ফ্ল্যাশ টুলস দিয়ে ফ্ল্যাশ দিলাম।
কিন্তু এখন আর ফোন অন ই হচ্ছেনা। দুঃখের ব্যাপার হলো মাত্রই গতকাল কিনেছিলাম ফোনটা।
এর কোন সল্যুশন জানা আছে আপনার? অনেক উপকার হয় তাহলে 🙁

cwm এর প্রকৃত কাজ হল আপনাকে এন্ড্রয়েডের চূড়ান্ত মজাটা দেয়া! এটির মাধ্যমে আপনি ফোনের স্টক রম ব্যাকাপ,রিস্টোর,কাস্টম রম ফ্লাশ,নানারকম মোড এপ্লাই সহ আরো অনেক কাজ করতে পারবেন! মোবাইল ব্রিক হলে এটির সাহায্যে সহজেই ঠিক করে ফেলতে পারবেন 🙂 @গাধাঁরেনিয়াম

দূঃখের সাথে বলতে হচ্ছে আপনার সেট ব্রিক করেছে 🙁
ফ্লাশটি সঠিকভাবে দেয়া হয়নি তাই এরকম হচ্ছে,
আপনি সেটটি রিকভারী মুডে অন করে রিসেট দিয়ে দেখতে পারেন,কাজ হওয়ার সম্ভাবনা ৫০%।
cwm যদি ইন্সটল হয়েও থাকে তবুও আপনাকে কাস্টমার কেয়ারে যোগাযোগ করতে হবে কারন আপনি স্টক রম ব্যাকাপ রাখেননি
রিকভারী মুডে সেট অন করতে গুগল এর সাহায্য নিন কারন এটি ভিন্ন সেটে ভিন্ন রকম @Snip3r

ভাই আমার সিম্ফোনি W60 আমারটিতে clockworkmode recovery ইনস্টল করার কোন সিসটেম জানা থাকলে প্লিজ শেয়ার করুন।

না ভাই আমার জানা নেই @রুহুল

Level 0

Vai Succesful hoyechi. Ekhon W10 e CyanogenMod er ICS version flash deyar kono upay ache ki?

ভাই আমার এ্যানরোইড সিমফনি w20. এটার রুট করব কিভাবে?? একটু জানান বসরা খুবই ফাপড়ে আছি।

tamim vai “MobileUncle_Tools.apk” file ta install korar shomoy kothay rakhbo sd card a na onno kono folder a . r cwm install korar aage onno kono important kaj ki korte hobe?????? ami symphony w 10 set use kortesi

W10 এর স্টক কার্নেল ics সাপোর্ট করেনা ভাই,তাই এইটাতে ics ফ্লাশ করা যাবেনা,আপনি যদি মোবাইলে ics সাপোর্ট করে এমন কোন কাস্টম কার্নেল ইন্সটল করতে পারেন তাহলে কাজ হতে পারে,কিন্তু এইটা অনেএএএক টাফ ব্যাপার @Sabbir

W10 নতুন ডিভাইস তো তাই আপনাকে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে রুটিং প্রসেস পাওয়ার জন্য!
ধৈর্য ধরুন,আস্তে আস্তে সব পাবেন 🙂 @Techno Sabbir

MobileUncle Tools মেমোরি কার্ডের যেকোন ফোল্ডারের ভিতর রেখে ইন্সটল করুন।
cwm ইন্সটল করার আগে কোন ইম্পরট্যান্ট কাজ করতে হবেনা! @Tanjib_Tomal

Level 2

ভাই CWM Recovery করলে কি কি সুবিধা পাওয়া যাবে। এতে টি সেট রুট করা লাগবে?

Vai, hocchena. hang hoye jacche. solution plz.

    @Alex_Tasnim: নিশ্চই আপনি কোন ভুল করছেন,
    আর আমি তো বলেই দিসি যে হ্যাং হইলে ফ্রেশ/ফম্যাট করা মেমোরি কার্ড দিয়ে ফুল প্রসেসটা আবার ট্রাই করতে।
    এ পর্যন্ত আমি যাদেরকে এই টিউন দিসি তাদের সবারই কাজ হইসে!

ভাই, এখনতো আমার ফো্ন Restory Factory দিলেও ফ্লাশ নেয়না। আবার রেকভার মুডেও অন হয়না। হ্যাং হয়ে থাকে।

    আরে ভাই আমি তো বলসি হ্যাং হয়ে থাকলে ফ্রেশ/ফম্যাট(কোন অপ্রয়োজনীয় ফাইল নাই এমন) মেমোরি কার্ড দিয়ে সম্পুর্ন প্রসেসটি আবার ট্রাই করুন
    কাজ হবে ১০o%

    নাইলে আমারে কল করেন 01829337594

Level 0

vai amar w10 on hossena.techtunes e icecrem sandwich install korar tune dekhe ami eta kori.on korle 1ta android logo asse but phone on hosse na.ami apner methode cwm install korsi.ekhon ei obosthai kivabe amar phone open korbo plz plz janan.ei obosthai recoveri mode kivabe on korbo plz janan.

    @Shamim69: আপনার সেট ব্রিক করছে! স্টক রম ব্যাকআপ নিয়েছিলেন? নিয়ে থাকলে ঐটা রিস্টোর করেন।
    ঠিক হয়ে যাবে।
    আর যদি স্টক রম ব্যাকআপ না নিয়ে থাকেন তাহলে কাস্টমার কেয়ারে নিয়ে যাওয়া ছাড়া আর কোন উপায় নাই।

    আপনি বলতেসেন সেট অন করলে এন্ড্রয়েডের লোগো আসে,তাই কাস্টমার কেয়ারের লোক বুঝে যাবে যে আপনি সেট রুট করে কাস্টম রম ইউজ করতে চাইসিলেন,তাই ওরা ওয়ারেন্টী বাতিল ঘোষনা করে আপনার কাছ থেকে সার্ভিস চার্জ নিবে :/

Onek Dhonnobad Tamim vai, onek din dhore ei tune tar jonno opekha korchilam, thanks for a brilliant post, gotokal etar upor experiment korlam and successfully install korlam, You said right that fresh memory card niye korle valo motoi hoi. and i m happy now, I already took backup of my Stock Rom, and experimenting on others custom ROM, and when i am facing any problem then i easily getting back to my Stock ROM by CWM-5.

Thank You

    আমার মাধ্যমে উপকৃত হয়েছেন শুনে খুশি হলাম 🙂
    কমেন্ট করার জন্য ধন্যবাদ।

ভাই, আপনি যে বিডি রমটা ইন্সটল করেছেন, সেটাতে কি কোন ভিডিও চালাইলে হ্যাং করে ? আমারটায় হ্যাং করতেছে। সল্যুশন প্লিজ।

    @Alex_Tasnim: আমার ফোনে এধরনের কোন সমস্যা হচ্ছেনা!

Level 0

vai w60 kivave recover kora jay

    @Imran khan: আমি যতটুকু জানি,W60 এর জন্য CWM এখনো কেউ বের করতে পারেনি :S

Vai ami install korci but amar Secondary cemera open hocce na plz help……..

Level 0

তামিম ভাই আমি আই নিয়ম এ করতে চাইছিলাম, কিন্তু RECOVERY.IMG সিলেক্ট করে ok দিলাম কিন্তু লিখা আসে MobileUncle_Tool has been granted superuser permission……… কিছু তো বুঝতেছি না, হেল্প করেন

Level 0

Vai @Muntasir Tamim: HTC HERO (GSM) a Ki Vaba CWM RECOVERY Install Korbo ar HTC HERO r Jodi Kono Custom Rom Thaka Link Ta Diban Plz

    এই পদ্ধতিটি খালি W10 এর জন্য কাজ করবে,
    অন্য কোন ফোনে ট্রাই করবেন না,
    ফোন ব্রিক করবে।
    আপনার ফোনের জন্য কাস্টম রম দরকার হলে গুগলে সার্চ করুন @rafient5: