আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন ধরেই এই বিষয়ে টিউন করার ইচ্ছা ছিলো,নানা কারনে করা হয়নি।যা ই হোক আজ আপনাদের জন্য নিয়ে এসেছি সিম্ফনি W10 স্মার্টফোনে clockworkmode recovery ইন্সটলের খুবই সহজ একটি পদ্ধতি 🙂
টেকটিউন্সে এইটা আমার প্রথম টিউন,কোন ভুল হলে ক্ষমা করবেন 😀
কাজের কথায় চলে আসি, clockworkmode recovery সংক্ষেপে cwm ইন্সটল করার জন্য আপনার দরকার হবে তিনটি ফাইল! সবার সুবিধার কথা ভেবে ফাইলগুলো আমি জিপ করে আপলোড করে দিয়েছি।
কিন্তু যদি লোডিং হওয়ার পর সিম্ফনির বুট মেন্যু এসে হ্যাং হয়ে যায় তাহলে বুঝবেন কাজ হয়নি! এক্ষেত্রে আপনাকে দেখতে হবে আপনার মেমোরি কার্ডের রুটে ঐ দুটি ফাইল ছাড়া অন্যকোন ফাইল যেন না থাকে,কোন ফাইল থাকলে সেগুলো কোন একটি ফোল্ডারে কাট করে রাখুন। এখন আবার সম্পুর্ন প্রসেসটি ট্রাই করুন।
ইনশাআল্লাহ কাজ হবে। এরপরেও যদি কাজ না হয়,একটি ফ্রেশ মেমোরি কার্ড অর্থাৎ সম্পুর্ন খালি ফম্যাট করা মেমোরি কার্ড ব্যাবহার করে সম্পুর্ন প্রসেসটি পুনরায় ট্রাই করুন ফ্রেশ মেমোরি কার্ড ব্যাবহার করলে এই পদ্ধতিটি ১০০% কাজ করবে।
আশা করছি এই টিউন আপনাকে এনড্রয়েডের চূরান্ত মজা নিতে ব্যাপক সাহায্য করবে।
কোন সমস্যা হলে কমেন্ট করে জানান এছাড়াও ফেসবুকে আমার সাথে যোগাযোগ করতে পারেন- http://www.facebook.com/muntasir.tamim
এই টিউনের সম্পুর্ন কার্টেসি: https://m.facebook.com/groups/191344347669169
আমি Muntasir Tamim। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 32 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি মুনতাসির তামিম, পেশায় ছাত্র, চট্টগ্রাম সরকারি কমার্স কলেজে উচ্চমাধ্যমিক প্রথম বর্ষে পড়ালেখা করছি, নিত্যনতুন প্রযুক্তি বিষয়ে জানা এবং এই বিষয়ে নিজের স্বল্প জ্ঞানটুকু সবার সাথে শেয়ার করার জন্যই টেকটিউন্সে আমার আগমন :)
clockworkmode recovery এর সুবিধা কি?