ডেটা ক্যাবলের মাধ্যমে পিসির ইন্টারনেট কানেকশন ব্যবহার করুন আপনার ওয়ালটন প্রিমো অ্যান্ড্রয়েডে (যাদের ওয়াইফাই রাউটার বা ল্যাপটপ নেই তাদের জন্য)

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই আল্লাহর রহমতে অনেক ভাল আছেন। ইতিমধ্যেই পোস্ট টাইটেল দেখে বুঝে গেছেন আজকের টিউন কি নিয়ে হচ্ছে। আজকের টিউনের বিষয় নিয়ে ইতিমধ্যেই দুইটি টিউন হয়েছে টেকটিউন্সেই। কিন্তু তার পরেও ওয়ালটন প্রিমো'র কতিপয় ব্যবহারকারী ইন্টারনেট ডেটা ক্যাবলের মাধ্যমে ব্যবহার করতে ব্যর্থ হওয়ায় এবং তাদের অনুরোধের কারণেই এই টিউন।  প্রথমেই দেখে আসুন পূর্ববর্তী টিউন দুটি। ১৬ই আগষ্টে "mmhasanovee" এর টিউনটি দেখতে এখানে ক্লিক করুন। এবং ১৬ই ডিসেম্বর "faruk_h" এর টিউনটি দেখতে এখানে ক্লিক করুন। আমি মূলত "faruk_h" ভাইয়ের টিউনের কাজটিই এখানে শেয়ার করছি।

যা যা লাগবে আমাদের এই কাজটি করার জন্য। তা হলঃ

১. ওয়ালটন এন্ড্রয়েড প্রিমোর রুট এক্সেস। (অবশ্যই আপনার হ্যান্ডসেট রুটেড হতে হবে)

২. আপনার পিসিতে প্রিমোর ইউএসবি ড্রাইভার থাকতে হবে। আগে থেকে না থেকে থাকলে এখান থেকে ডাউনলোড করুন। (৪.৫ মেগা বাইট)

৩. এবং থাকতে হবে প্রিমোর জন্য Reverse Tethering সফট্‌ওয়্যারটি। এখান থেকে ডাউনলোড করে নিন। (সফট্‌ওয়্যার ভার্সন ৩.২০ সাইজ ৪.৫ মেগাবাইট)

এবার আসুন দেখা যাক কিভাবে আমরা পিসির নেট ব্যবহারের জন্য মোবাইলকে কানেক্ট করব।

১. প্রথমেই আপনার মোবাইলের Settings>>Applications>>Development এ ঢুকুন এবং USB debugging মার্ক করুন।

২. এবার Reverse Tethering ফোল্ডারটি UNRAR করে এর ভিতরে থাকা Tracetool service.apk / installed.apk আপনার মোবাইলে ইন্সটল করে নিন।

৩. ইউএসবি ক্যাবলের মাধ্যমে আপনার ফোনটি পিসিতে কানেক্ট করুন (যদি আগে থেকে ড্রাইভার ইন্সটল করা না থাকে তবে ইন্সটল করে নিবেন)।

৪. এবার Reverse Tethering ফোল্ডারটির ভেতরে থাকা AndroidTool.exe রান করুন।

৫. Select a device এ আপনার ডিভাইসের নাম দেখতে পারবেন নিচের চিত্রের মত।

৬.Connect এ ক্লিক করুন।  নিচের চিত্রের মত দেখতে পারবেন।

৭. আপনার ফোনে Super User permission allow করুন।

৮. কানেক্ট হয়ে গেলে নিচের ছবির মত দেখতে পারবেন।

৯. এখন আপনার মোবাই ব্যবহার করে ইন্টারনেট ব্যবহার করতে থাকুন।

লক্ষ্য করুনঃ ওয়ালটন প্রিমো ছাড়া অন্যান্য হ্যান্ডসেটে এই পদ্ধতিতে ইন্টারনেট ব্যবহার করতে নিচের চিত্রের ফাইল গুলি হ্যান্ডসেট অনুযায়ী  Reverse Tethering ফোল্ডারের ফাইলগুলোকে রিপ্লেস করবেন।

আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন এই কামনায় । আল্লাহ হাফেজ।

Level 2

আমি রহস্যময় অভিযাত্রী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 74 টি টিউন ও 451 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

bhai janaben ki, ki vabe samsung galaxy europa gt-i5500 root korbo perfect way ta bole deban karo jana thakle.

ami sony live with walkman use kori,,kivabe ati ke root kora jai downgread na kore plz janben,root na korle to ata use kora jabena,,,ar age http://forum.xda-developers.com/showthread.php?t=1898236 ai onusarei kaz korsi ,,but kaz hoinai,,sucsess full dekaleu kaz hoina,plzzzzzzzzzzzzzz janaben keu

Level 0

Vai ami Symphony w60 dia computer a internet access korte chai. vai amaka ektu help korben.

@conveyit: Symphony w60 মোবাইল দিয়ে কম্পিউটারে ইন্টারনেট কানেক্ট করুন এখানে

Level 0

MY DEVICE (PRIMO) ISNT APPERING

vai, primo r driver er link ta ektu do na plz, mediafire link ta kaj kortesena..

Level New

primo usb driver ta mediafire delete kore dise, abar zodi aktu den tahole onek upokar hoy, thanks.
amar android phone
walton primo G2
v 4.0.4