আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই আল্লাহর রহমতে অনেক ভাল আছেন। ইতিমধ্যেই পোস্ট টাইটেল দেখে বুঝে গেছেন আজকের টিউন কি নিয়ে হচ্ছে। আজকের টিউনের বিষয় নিয়ে ইতিমধ্যেই দুইটি টিউন হয়েছে টেকটিউন্সেই। কিন্তু তার পরেও ওয়ালটন প্রিমো'র কতিপয় ব্যবহারকারী ইন্টারনেট ডেটা ক্যাবলের মাধ্যমে ব্যবহার করতে ব্যর্থ হওয়ায় এবং তাদের অনুরোধের কারণেই এই টিউন। প্রথমেই দেখে আসুন পূর্ববর্তী টিউন দুটি। ১৬ই আগষ্টে "mmhasanovee" এর টিউনটি দেখতে এখানে ক্লিক করুন। এবং ১৬ই ডিসেম্বর "faruk_h" এর টিউনটি দেখতে এখানে ক্লিক করুন। আমি মূলত "faruk_h" ভাইয়ের টিউনের কাজটিই এখানে শেয়ার করছি।
যা যা লাগবে আমাদের এই কাজটি করার জন্য। তা হলঃ
১. ওয়ালটন এন্ড্রয়েড প্রিমোর রুট এক্সেস। (অবশ্যই আপনার হ্যান্ডসেট রুটেড হতে হবে)
২. আপনার পিসিতে প্রিমোর ইউএসবি ড্রাইভার থাকতে হবে। আগে থেকে না থেকে থাকলে এখান থেকে ডাউনলোড করুন। (৪.৫ মেগা বাইট)
৩. এবং থাকতে হবে প্রিমোর জন্য Reverse Tethering সফট্ওয়্যারটি। এখান থেকে ডাউনলোড করে নিন। (সফট্ওয়্যার ভার্সন ৩.২০ সাইজ ৪.৫ মেগাবাইট)
এবার আসুন দেখা যাক কিভাবে আমরা পিসির নেট ব্যবহারের জন্য মোবাইলকে কানেক্ট করব।
১. প্রথমেই আপনার মোবাইলের Settings>>Applications>>Development এ ঢুকুন এবং USB debugging মার্ক করুন।
২. এবার Reverse Tethering ফোল্ডারটি UNRAR করে এর ভিতরে থাকা Tracetool service.apk / installed.apk আপনার মোবাইলে ইন্সটল করে নিন।
৩. ইউএসবি ক্যাবলের মাধ্যমে আপনার ফোনটি পিসিতে কানেক্ট করুন (যদি আগে থেকে ড্রাইভার ইন্সটল করা না থাকে তবে ইন্সটল করে নিবেন)।
৪. এবার Reverse Tethering ফোল্ডারটির ভেতরে থাকা AndroidTool.exe রান করুন।
৫. Select a device এ আপনার ডিভাইসের নাম দেখতে পারবেন নিচের চিত্রের মত।
৬.Connect এ ক্লিক করুন। নিচের চিত্রের মত দেখতে পারবেন।
৭. আপনার ফোনে Super User permission allow করুন।
৮. কানেক্ট হয়ে গেলে নিচের ছবির মত দেখতে পারবেন।
৯. এখন আপনার মোবাই ব্যবহার করে ইন্টারনেট ব্যবহার করতে থাকুন।
আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন এই কামনায় । আল্লাহ হাফেজ।
আমি রহস্যময় অভিযাত্রী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 74 টি টিউন ও 451 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
bhai janaben ki, ki vabe samsung galaxy europa gt-i5500 root korbo perfect way ta bole deban karo jana thakle.