দামে সস্তায় পাওয়া যায় বলে আমরা অনেকেই Symphony, Micromax ইত্যাদি এন্ড্রয়েড সেট, ট্যাবলেট ইউজ করি। অনেকেই অনেক চেষ্টার পরেও Root করতে পারেন না। Root করার পর আপনি পুরো সেটের নিয়ন্ত্রণ নিজের কাছে নিয়ে আসতে পারেন। ES file manager দ্বারা system Apps রিমুভ করে দিতে পারেন, Custom ROM ইন্সটল করতে পারেন, রম এর ব্যাকআপ নিতে পারেন। আরও কত কি!
যারা China Handset Root করতে চান তারা নিচের লিংক এ গিয়ে টিউন টি পড়েন। দেখবেন নিচের দিকে 'আপডেট' অংশে এন্ড্রয়েড রুট করার সিস্টেম দেওয়া আছে। উপভোগ করতে থাকুন। টিউনটি ছোট কিন্তু কাজের। ধন্যবাদ।
Android CyanogenMOD কথন, কিছু টিপস এবং নিজের অভিজ্ঞতা [সম্পূর্ণ গাইড]
আমি শান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 62 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
টিটি তে মজা পাইতেছি !! My Facebook: http://www.facebook.com/shawonsona
হেল্পফুল কন্টেন্ট । ধন্যবাদ আপনাকে ।