সবাইকে সালাম জানাই।
আমি আপনাদের Android apps নামাবার একটি পদ্ধতি বলতে চাই যেভাবে আমি সব সময় apps নামিয়ে থাকি। এটি খুবই সহজ এবং অহেতুক ব্রাউজ করার ঝামেলা থাকেনা। পদ্ধতিটি যদি কারও আগেই জানা থাকে তাহলে আমাকে ভুল বুঝবেন না দয়া করে। ধাপগুলো এরকমঃ
- Ø ১। প্রথমে আপনার ফোনটিতে ইন্টারনেট চালু করুন।
- Ø ২। আপনার যে Gmail account টি রয়েছে সেটিতে আপনার ফোন থেকে Login করুন।
- Ø ৩। এরপর আর Sing out করবেন না। এই ভাবেই নেট থেকে বের হয়ে যান। কিন্তু মনে রাখতে হবে কোন ভাবেই যেন sign out না হয়।
- Ø ৪। Login করার ফলে আপনার ফোনের কনফিগারেশন ও আপনার সিম কম্পানির নাম gmail –এর মাধ্যমে সেভ হয়ে গেল।
- Ø ৫। এবার আপনার পিসি তে গিয়ে বসুন এবং Google থেকে আবার gmail –এ login করুন।
- Ø ৬। এবার Play store এ গিয়ে আপনার যে app খুশি খুজে বের করুন।
- Ø ৭। Apps –এর পেজ খুলে গেলে দেখবেন Install লেখা এসেছে। সেখানে ক্লিক করুন। এরপর সাধারণ নিয়মেই সব কিছু করুন।
- Ø ৮। খেয়াল করে দেখুন আপনার ফোনের মডেল নাম্বার ও সিমের নাম দেখাচ্ছে। Install এ ক্লিক করুন।
- Ø ৯। ‘This application will be installed to your devise within short times” এরকম একটি মেসেজ আসবে। OK করুন।
- Ø ১০। এবার আপনার ফোনের দিকে তাকিয়ে দেখুন নটিফিকেশন এসেছে এবং app টি ডাউনলোড শুরু হয়েছে। ডাউনলোড শেষ হলে নিজেই ইন্সটল হয়ে যাবে।
কেন এভাবে করবেনঃ
১। এতে আপনার ইন্টারনেট প্যাকেজের ডাটা বাচবে অনেক, কারন আপনি ফোন দিয়ে ব্রাউজ করেননি।
তবে Symphony ও Micromax এ অনেক সময় কাজ করেনা।
Hashi Pailo Tune Deikha.koilen pc theke namanor katha r ghure fire sei bot tola.phoner data diye jodi soft namate pari taile browse er oi samanno data o khoroj bepar na. just funny tune