সিম্ফোনীর এক্সপ্লোরার সিরিজের নতুন হ্যান্ডসেট W20 বাজারে এসেছে।

টিউন বিভাগ অ্যান্ড্রয়েড
প্রকাশিত
জোসস করেছেন

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। সিম্ফোনী নিয়ে আসছে স্বল্পমূল্যের এন্ড্রয়েড হ্যান্ডসেট এক্সপ্লোরার ডব্লিউ ২০। এন্ট্রি লেভেলের এই স্মার্টফোনের মূল্য প্রায় সবার হাতের নাগালে থাকবে বলে আশা করা যাচ্ছে। তেমন কোন উল্লেখযোগ্য উন্নয়ন খুজে পাওয়া যাচ্ছে না এই হ্যান্ডসেটে। এর মূল্য ৫১৫০/- টাকা। প্রথমেই তাহলে দেখে নিন কি কি থাকছে এই হ্যান্ডসেটে।

অপারেটিং সিস্টেমঃ জিঞ্জারব্রেড ২.৩

১. প্রসেসরঃ ১ গিগা হার্টজ

২. স্ক্রীন রেজ্যুলেশনঃ HVGA (480*320) ক্যাপাসিটিভ টাচ। ২ পয়েন্ট মাল্টিটাচ সাপোর্টেড

৩. জিপিইউঃ Power VR SGX531

৪. র‍্যামঃ ২৫৬ মেগা বাইট

৫. রমঃ ৫১২ মেগাবাইট

৬. ক্যামেরাঃ ২ মেগা পিক্সেল ফ্ল্যাশ সহ

৭. কানেক্টিভিটিঃ জিপিআরএস, ইডিজিই, ব্লু-টুথ, ওয়াইফাই।

৮. ব্যাটারীঃ ১৪০০ mAh (১২ ঘন্টার টক টাইম এবং ২১০ ঘন্টা ম্যাক্সিমাম স্ট্যান্ডবাই টাইম)

৯. জিপিএসঃ নেই

১০. সেন্সরঃ উল্লেখ করা হয়নি।

ভাল দিকঃ

১. বড় স্ক্রীন এবং মোটামোটি মানের রেজ্যুলেশন।

২. ১ গিগা হার্টজ গতির প্রসেসর (যদিও এর আর্কিটেকচার সম্পর্কে জানা যায়ানি)

৩. ৫১২ মেগা বাইটের রম (যদিও ইউজার এভেইলেবলিটি অজানা)

মন্দ দিকঃ

১. র‍্যাম খুবই কম মাত্র ২৫৬ মেগা (অতএব সর্বোচ্চ ১৮০ মেগা ব্যবহার্য র‍্যাম পাওয়া যেতে পারে)

২. ব্যাটারী ব্যাকআপ ভাল দিবে না। (কারন নিচে ব্যাখ্যা করা হচ্ছে)

৩. গেমিং এর জন্য ভাল নয়।

৪. কোন থ্রি জি নেই।

৫. জিপিএস নেই।

৬. নিম্নমানের ক্যামেরা।

আলোচনাঃ এটি মুলত মাইক্রোম্যাক্স এ৫৬ হ্যান্ডসেটের সামান্য মডিফাইড ভার্ষন। শুধু প্রসেসরের গতি ৮০০ মেগা হার্টজ এর জায়গায় ১ গিগা হার্টজ। এ৫৬ এ জিপিএস আছে, এটিতে নেই. মাইক্রোম্যাক্স এর হ্যান্ডসেট-এ ৩জি সুবিধা থাকলেও এটিতে নেই। বাকি প্রায় সব ফিচার একই। মাইক্রোম্যাক্সের এই হ্যান্ডসেট ব্যবহারকারীদের সাধারন সমস্যা হল নেটওয়ার্কের বাজে অবস্থা এবং চার্জ একেবারেই নাকি থাকেনা (তথ্যসুত্রঃ GSMArena) . যদি কেউ এন্ড্রয়েডের পূর্ন মজা নিতে চান এই হ্যান্ডসেটে পাবেননা। এমনকি গ্যালাক্সী পকেট/ওয়াই/পপ এই হ্যান্ডসেট গুলোতেও পাবেননা। তাই হ্যান্ডসেট কেনার আগে অবশ্যই ইউজার রিভিউ/ বিভিন্ন সাদৃশ্য বৈসাদৃশ্য দেখে যাচাই করে কিনবেন।  এবার দেখে নিন সিম্ফোনী ডব্লিউ ২০ এবং মাইক্রোম্যাক্স এ৫৬ এর ছবি ।

সিম্ফোনী এক্সপ্লোরার ডাব্লিউ ২০

 

মাইক্রোম্যাক্স এ৫৬

আজ এ পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।

Level 2

আমি রহস্যময় অভিযাত্রী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 74 টি টিউন ও 451 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

একটা প্রশ্ন তা হল আমি symphony w5 ব্যাবহার করি । এটা কি 3g supported? please জানাবেন

ভাই বললেন ফ্ল্যাশ আছে কিন্তু ছবিতে ফ্ল্যাশ কই ?

Level 0

flash berate gese hehehe 😛