সাধ্যের মধ্যে Hi-Definition এন্ড্রয়েডঃ Symphony T8 আর Micromax A110

ইতিপুর্বে  আমার Ainol ট্যাব নিয়ে করা টিউনে ব্যাপক সাড়া পেয়ে আজকে আবার লিখতে বসলাম। আজকে আমি জানাব সম্প্রতি মার্কেটে আসা ২ টি এন্ড্রয়েড ডিভাইসের কথা। এগুলো হলোঃ

১। Symphony Tab T-8

২। Micromax Superfone Canvas 2 A110

শুরু করার আগে বলে রাখি ২টি ডিভাইসই আমি নিজে ব্যাবহার করেছি এবং করছি। তো শুরু করা যাক...

Symphony Tab T8:

দেশীয় কোম্পানী Symphony সম্প্রতি বাজ়ারে এনেছে ২টি এন্ড্রয়েড ট্যাবলেট। মডেলগুলো হলো T7 এবং T8।বাজারে ছাড়ার আগেই Symphony এই ট্যাবগুলো Grameenphone Employee-দের জন্য ৫০০ টাকা কমে Sale শুরু করে ১৯ ডিসেম্বর। সেখান থেকেই কিনে ফেলি ১পিস T8। যাইহোক, অফিসিয়াল ফিচারগুলো আগে জেনে নেয়া যাকঃ

Android OS4.0.4 Ice Cream Sandwich
Display8.0” TFT Capacitive Full Touch
Camera2MP Primary+VGA Secondary
Data Services3G,WiFi,EDGE, GPS
Technical FeaturesDescription
Display ResolutionXGA
Internal MemoryRAM 1 GB
StorageROM 4 GB (Memory Card Extended up to 32GB)
Battery4200 mAh
Stand by time*250 hours (*depend on phone setting,Network)
Talk time3.5 hours (*depend on phone setting,Network)
CPU1 GHz Dual core
Other FeaturesDescription
RecorderAudio,Video & Call recorder
BluetoothYes
USB Mass storageYes
USB ModemYes
SecurityYes
Special FeaturesGPS, Accelerometer Sensors.SNS application

এবার ব্যাক্তিগত অভিজ্ঞতা থেকে কিছু বলি।

ভালো দিকঃ

  • Official Google Play. সব ধরনের Apps+Games চলে।
  • WiFi Speed অসাধারন। Built-in browser-এ Full বাংলা viewing সাপোর্ট.
  • Exchange Mail সাপোর্ট করে। আমার Office-এর Mail আনা-নেয়া করতে পারি।
  • Office word/Excell, Autocad Viewer, Photoshop, Adobe Reader এগুলো ভাল কাজ করে।
  • Super-Fast টাচ স্ক্রীন।
  • Skype/Frings/Tango Video Chat  অসাধারন কোয়ালিটি।
  • চার্জ থাকে ভালই। “Easy Battery Saver” ইউজ করে নরমাল ফেসবুকিং + মেইলিং + PDF রিডিং ২ দিন পর্যন্ত চালাতে পেরেছি।
  • হেডফোন + লাউডস্পীকার দুটারই সাউন্ড কোয়ালিটি ভালো।
  • অন্যান্য চাইনিজ ডিভাইসগুলোর মত আজাইরা Apps Pre-installed দেয়া নাই। এবং by default দেয়া apps গুলো uninstall করা যায়।
  • Temple Run আর Highway Ride খেলে ব্যাপক মজা পাইসি।
  • রিদ্মিক কিবোর্ড দিয়ে পরিস্কার বাংলা লেখা যায়।

মন্দ দিকঃ

  • Display Brightness একেবারে কম। সবসময় Full Brightness দিয়ে রাখতে হয়। এমনকি Full Brightness-এও রোদে বের করলে প্রায় কিছুই দেখা যায় না।(প্রসংগত উল্লেখ্যঃ T7-এ এই সমস্যা নাই)।
  • OTG ক্যাবল দেয় নাই। সাপোর্ট আছে কিনা তাও ওরা বলতে পারে না। না থাকলে Mouse, Keyboard, Pendrive ব্যাবহার করা যাবে না যা ট্যাবের ক্ষেত্রে মোটেও কাম্য নয়।
  • Display-তে কেবলমাত্র সামনে থেকে ক্লিয়ার ভিউ পাওয়া যায়। একপাশ থেকে দেখলে dark দেখায়।
  • By default এটি Rooted নয়। Root করলে Warranty পাওয়া যাবে না।
  • Internal Memory দুইভাগে ভাগ করা আছে। 1.5GB dedicated for apps installation + 1.09GB as internal SD card. আপনি যদি App to SD জাতীয় এপ্লিকেশন দিয়ে app “Move to SD” দেন তাহলে এটা 1.5GB থেকে 1.09GB-তে Move হবে। সোজা কথায় আপনি Apps ইন্সটলেশনের জন্য limited 2.59GB space পাবেন (যদিও সব app movable না।)
  • HD game-এর SD-files অবশ্যই Internal SD card-এ রাখতে হবে। অর্থাৎ internal 1.09GB full হলে অথবা SD-file এর সাইজ 1.09GB এর বেশী হলে সেই গেম আপনি খেলতে পারবেন না। Root করলে অবশ্য এই সমস্যা আর থাকবে না।Modern Combat 3 খেলতে পারতেছি না SD ফাইল সাইজ 1.34GB হবার কারনে। GTA 3 ইন্সটল করার পর প্রায় অর্ধেক internal memory দখল হয়ে গেছে।

AnTuTu Benchmark –এ এর স্কোর দেখায় 6691.

এবার আসি Micromax A110-এর কথায়,

Micromax A110(Micromax Superfone Canvas 2):

তিন মাস আগে ভারতে রিলিজ হওয়া এই স্মার্টফোনটি ব্যাপক সাড়া জাগায়।গত সপ্তাহে অফিসিয়ালি বাংলাদেশের বাজারে ঢুকেছে এটি। আসুন জেনে নিই এর অফিসিয়াল Specs(GSMarena থেকে):

GENERAL2G NetworkGSM 900 / 1800 - SIM 1 & SIM 2
3G NetworkHSDPA 2100
SIMDual SIM (Mini-SIM)
Announced2012, October
StatusAvailable. Released 2012, November
BODYDimensions147 x 76.5 x 9.7 mm (5.79 x 3.01 x 0.38 in)
Weight-
DISPLAYTypeIPS LCD capacitive touchscreen, 16M colors
Size480 x 854 pixels, 5.0 inches (~196 ppi pixel density)
MultitouchYes
ProtectionYes
SOUNDAlert typesVibration, MP3, WAV ringtones
LoudspeakerYes
3.5mm jackYes
MEMORYCard slotmicroSD, up to 32 GB
Internal4 GB (2 GB user available) storage, 512 MB
DATAGPRSYes
EDGEYes
SpeedHSDPA, HSUPA
WLANWi-Fi 802.11 b/g/n, Wi-Fi hotspot
BluetoothYes, v3.0 with A2DP
USBYes, microUSB v2.0
CAMERAPrimary8 MP, 3264 x 2448 pixels, autofocus, dual-LED flash
FeaturesGeo-tagging, touch focus, face detection
VideoYes
SecondaryYes, VGA
FEATURESOSAndroid OS, v4.0.4 (Ice Cream Sandwich)
ChipsetMediaTek MT6577
CPUDual-core 1 GHz
GPUPowerVR SGX531
SensorsAccelerometer, proximity
MessagingSMS(threaded view), MMS, Email, Push Email, IM
BrowserHTML5
RadioFM radio
GPSYes, with A-GPS support
BATTERYStandard battery, Li-Ion 2000 mAh
Stand-byUp to 180 h
Talk timeUp to 5 h

এবার ব্যাক্তিগত অভিজ্ঞতা থেকে কিছু বলি।

ভালো দিকঃ

  • Official Google Play. সব ধরনের Apps+Games চলে।
  • Duai Sim.( 1 for 2G, 1 for 2G/3G).
  • WiFi Speed অসাধারন। Built-in browser-এ Full বাংলা viewing সাপোর্ট. মায়াবী কিবোর্ড বাংলা ফোনেটিক রাইটিং সাপোর্ট।
  • Exchange Mail সাপোর্ট করে। আমার Office-এর Mail আনা-নেয়া করতে পারি।
  • Office word/Excell, Autocad Viewer, Photoshop, Adobe Reader এগুলো ভাল কাজ করে।
  • Super-Fast টাচ স্ক্রীন।
  • ক্যামেরা চলনসই.(Check Quality)
  • Skype/Frings/Tango Video Chat  অসাধারন কোয়ালিটি।
  • চার্জ থাকে ভালই। “Easy Battery Saver” ইউজ করে কলিং+নরমাল ফেসবুকিং + মেইলিং ২ দিন পর্যন্ত চালাতে পেরেছি।
  • অন্যান্য চাইনিজ ডিভাইসগুলোর মত আজাইরা Apps Pre-installed দেয়া নাই।
  • আপডেটঃ জেলিবিন 4.1.2 আপডেট রিলিজ হয়েছে, চরম ফাস্ট, স্মুথ আর ক্যামেরা কোয়ালিটি উন্নত হয়েছে।

মন্দ দিকঃ

  • By default এটি Rooted নয়। Root করলে Warranty পাওয়া যাবে না।
  • 512 র‌্যামটা সম্ভবত যথেষ্ট না, বিশেষ করে HD গেমের জন্য।
  • আপডেটঃ ক্যামেরা ফ্ল্যাশ তেমন পাওয়ারফুল না।
  • Magnetic field sensor নাই। Smart tools দিয়ে দৈর্ঘ, উচ্চতা এসব মাপা যায় না।

AnTuTu Benchmark –এ এর স্কোর দেখায় ৫৯৬৬।

সবশেষে আসি দামের কথায়,

Symphony T-8:

কেবলমাত্র GP centre থেকে ১২৮০০ টাকায় কেনা যাবে। ১ বছর warranty+8GB MicroSD card+ 5 মাস ধরে 1GB GP-Data@99 Taka.(এজন্য জিপি সিম ট্যাব থেকে খোলা যাবে না !)

Micromax A110:

বর্তমানে এর দাম ১৪৯৯০ টাকা। তবে সাপ্লাই কম থাকার কারনে কিছু বেশী দামে বিক্রি হচ্ছে।

২ টি ডিভাইসই বর্তমানে আমি ব্যাবহার করছি। কারো কিছু জানার থাকলে কমেন্টে লিখতে পারেন।

Level 2

আমি রনি০৬০০০৭। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 356 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাল লাগল ধন্যবাদ

Level 0

Micromax Superfone Canvas A110 তে কি মাউজ, কি-বোর্ড সাপোর্ট করে?

    @Mahamud: yes. kintu ami ekhono try kori ni. OTG cable ekhono kini ni.

      Level 0

      @রনি০৬০০০৭: hallow, t8 er skin ki onno china mobile er moto ghola, na ki cleare? Camara er regulation ki karap? Skype dea voice and video call hoy? Please Please janaben.

        @a.sayed: Skin ঘোলা না, কিন্তু ব্রাইটনেস কম। ক্যামেরা তেমন ভালো না। স্কাইপি ভয়েস/ভিডিও কল করা যায়।

AMI t7 nisi.to etar cover kivabe paoa jabe?Dinajpure thaki to edik paoa jaina.t kono upai!

thanks

Level 0

ধন্যবাদ!

Level 0

vai aponr mote konta sobcha valo.. ai 2tar vitor… akto bolben ..coz aponi 2 tai use koren..plz akto kosto kore bolen..

    @galib32: আমি A110 সাপোর্ট করবো…কারন এটা আপনি পকেটে নিয়ে চলতে পারবেন R এর ক্যামেরাটা জটিল

এই টিউন এর জন্যই আমি ওয়েট করছিলাম 😀
ধন্যবাদ ভাই এই সুন্দর টিউন এর জন্য ।
আচ্ছা symphony T8 এর ক্যামেরা কেমন ?
ছবি কেমন আসে ? আমি আসলে ভাল ক্যামেরার একটা ট্যাব চাচ্ছি । তবে Micromax এর দাম টা অনেক বেশি মনে হচ্ছে আমার কাছে । আপনি কি বলেন ?

Level 0

symphony t8 e ki sensor babohar kore racing game khela jai?

Vaiya GPU koto ?? & Chipset kiii ???

Symphony T7 & T8 দুটিই আমি কিনতে চাচ্ছি কিন্তু খুজে পাচ্ছিনা। গ্রামীনফোন স্টকএ নেই, কোথায় পাওয়া যাবে কারও জানা থাকলে জানাবেন।

T-8 ট্যাবে রিদ্মিক কীবোর্ড ( https://play.google.com/store/apps/details?id=net.hasnath.android.keyboard&hl=en ) ব্যবহার করে দেখতে পারেন। কেমন কাজ দিচ্ছে, আপডেট দিয়েন।
সিমফোনি ( http://symphony-mobile.com/index.php?route=product/category&path=63 ) Xplorer W100 অথবা Xplorer W60 অথবা Xplorer W25 ছেড়ে কেন আপনি Micromax A110 সাজেস্ট করবেন? জানাবেন।

Level 0

a110.কি hd েগেমস চলে? ????

Level 0

ধন্যবাদ আপনার পোস্ট টা পড়ে খুব ভাল লাগলো, অনেকদিন ধরেই ভাবছি মাইক্রো ম্যাক্স এর ক্যানভাস টা নেব, কিন্তু ঠিক করে উঠতে পারছিলাম না যে নেয়া টা ঠিক হবে কিনা, এবার কিনতে পারি।

Walton R1 G1 er kta tao maray raka ucit

@রনি০৬০০০৭ vaia a110 er headphone a sound quality kemon? compare to sony ericson? ektu detail bolen… just etar jonno wait kortesi, onek set er music quality valo na …. pls eta niye ektu detail bolen 😀

র‍্যাম তো ৫১২ মেগা।স্লো হয় না?
আমি প্রিমো কে রুট করে ICS দিয়ে এখন ব্যাপক মজায় আছি।আনটুটু তে স্কোর দেখায় ৪৪৬০।যা গ্যালাক্সি এস থেকেও বেশি।

Level 0

@রনি০৬০০০৭ ভাই যদি Micromax দিয়ে একটা Picture তুলে দেন তাহলে খুব ভালো হয়

Level 0

@রনি০৬০০০৭ vai onek dhonnobad. Asolei camera quality onk valo.

vaia symphony t8 ki power point er file support deba and power point er kaj ki kora jabe. .

Symphony T8 ar T7 কি অ্যাভেইলেবল?
গ্রামীণফোন সেন্টার এর বাইরে পাওয়া যাবে?
আমি যদি সিম না কিনতে চাই তাহলে কেনা যাবে? সেক্ষেত্রে দাম কম হবে কি?
Symphony T8 ar T7 এ কি অ্যান্ড্রয়েড এর পরবর্তী ভার্সনগুলো আপডেট করা যাবে?

    @অভিশপ্ত বালক: T8/T7 বর্তমানে কেবলমাত্র গ্রামীণফোন সেন্টার-এই পাওয়া যাবে। সিম কিনতে হবে না। যে দামটা বলা হচ্ছে সেটা সিম ছাড়াই বলা হচ্ছে। Jelly Bean আপডেট সম্ভবত করা যাবে না। তবে আনঅফিসিয়ালি বোধহয় সম্ভব (by XDA developers).

Vai rooted ke? Na thakle ke hoy?

Vaiya T7 ta kmn ??? R T8 a GPU koto ?? & Chipset kiii ??? ……. janale valo hy

রনি০৬০০০৭ ভাই, এই নিন রিদ্মিক কী-বোর্ডের মিডিয়াফায়ার লিঙ্ক: http://www.mediafire.com/download.php?uk7u71rzba065d5
ব্যবহার করে অবশ্যই মতামত জানাবেন!!

@@ রনি০৬০০০৭ – vaiya amk T7 & T8 eii 2tar e GPU & Chipset parle janan …

Level 0

Boss OTG cable er Kaj ta ki ?ami T8 use korche.Banglalion USB modem ki vabe support korabo plzz ektu Nije try kore Bolen.Apnar Tune Ta joss Hoise.ami normally kono Tune A Comment Kori na but apnar tune a comment na kore thakte parlam na.Thanks.

    @arup121: OTG কেবল. হল মোবাইল mini/micro usb port to PC. usb input port converter. এটা দিয়ে আপনি মোবাইল/ট্যাবে mouse/Keyboard /pendeive /modem. etc. কানেক্ট করতে পারবেন। কেবল পেলে টেষ্ট করে জানাব।

Level 0

ভাইয়া T8 এ কি সিম স্লট আছে ? থ্রি জি সিম সাপোর্ট করে ? ইউ এস বি পোর্ট আছে? জানালে উপকৃত হব।

@@রনি০৬০০০৭ – – vaiya T7 eo kii eki GPU & Chipset dewa ???

vaiya T7 a RAM r Resolution shudhu kom, baki sob ek e, taii na ???

Level 0

Vhai Only Wifi Tablet gula te ki Modem use kora internet chalano jabe OTG cable use kore……jetai micro usb support kora………Example: Blackberry Playbook( Wifi ) http://www.gsmarena.com/blackberry_playbook-3830.php

    @RIAD.786: আপনার কথা আমার কাছে পরিস্কার না। Operating System যদি OTG কেবল সাপোর্ট করে এবং ROM-এ যদি Modem-এর ড্রাইভার configure করা থাকে তবেই সেই ডিভাইসে Modem use করা যাবে, সেটা Micro/Mini USB যাই হোক না কেন। আর Blackberry-তে OTG সাপোর্ট আছে কি না আমার জানা নেই।

Level 0

Vhai Only Wifi Tablet gula te ki Modem use kora internet chalano jabe OTG cable use kore……jetai micro usb support kora………Example: Blackberry Playbook( Wifi ) http://www.gsmarena.com/blackberry_playbook-3830.php………Please Janaben……….

Level 0

Vhai Only Wifi Tablet gula te ki Modem use kora internet chalano jabe OTG cable use kore……jetai micro usb support kora………Example: Blackberry Playbook( Wifi ) http://www.gsmarena.com/blackberry_playbook-3830.php Please Janaben……….

    @RIAD.786: আপনার কথা আমার কাছে পরিস্কার না। Operating System যদি OTG কেবল সাপোর্ট করে এবং ROM-এ যদি Modem-এর ড্রাইভার configure করা থাকে তবেই সেই ডিভাইসে Modem use করা যাবে, সেটা Micro/Mini USB যাই হোক না কেন। Blackberry-তে OTG সাপোর্ট আছে কি না আমার জানা নেই।

VAI, EKTAR THEKE EKTA DEKHI GENIUS R BOSS BORO VAI. AMI R KI COMMENT KORMU……. AMI TO COMMENT PORTE PORTE E HOIRAN HOE GESI….. HA HA HA…

BY THE WAY, KHUB KHUB KHBU KHBU VALO POST….. EMON POST E CHAI…. 😀

Ami T8 use korchi. . Ami google play store theke apps downlod korte parchi na. Download start hoy majhe majhe abr hoy na. Prblm ki kindly help korben ki? R amr phone er jonno apps download er kisu link diben pls. Specially most wanted.

    @Shopner_feriwala: এটা ট্যাবের সমস্যা না। YouTube বন্ধ হবার পর থেকে এই সমস্যা সব ডিভাইসেই হচ্ছে। আপনি http://www.papktop.com/ লিঙ্ক থেকে দরকারি প্রায় সব apps ডাউনলোড করতে পারবেন .apk ফরম্যাটে। অথবা Google Search থেকেও ডাউনলোড করতে পারেন। ধরুন আপনি Zarchiver (Winrar) খুজছেন, Google-e “Zarchiver apktop” লিখে সার্চ দিন। পেয়ে যাবেন।

      Tnx Rony bro. .r akta khub shommosshay achi. .majhe majhei hotath screen a ase “all log tools are stopped!.. want to start log tools? ” ata kenw hocche? How can I get out of it? Plz ak2 janaben.

      Tnx Rony bro. . R majhe majhe screen a ase all log tools stooped! Want to start all log tools. .ata kenw hocche ak2 bolben ki? Kivabe ai shomossha thke mukti pete pari?

Level 0

Symphony-r T8 er video Resolution kemon? ar display-r clearty valo to??

আসসালামুয়ালাইকুম। রনি ভাই! এত সুন্দর একটি পোস্ট দেওয়ার জন্য আপনাকে আপনাকে অসংখ্য ধন্যবাদ । ভাই আমার micromax A110 কেনার ইচ্ছা । তবে ভার্সিটিতে পড়ার কারণে, আমি কিছু ইসলামিক আরবি অ্যাপ্লিকেশন ব্যবহার করি, এ গুলোর জন্য আরবি ফন্ট সাপোর্ট প্রয়োজন । তাই A110 তে আরবি আছে কিনা অনুগ্রহ করে জানাবেন ।

ভাই আমাকে একটু জনাবেন 01199-470011

VAI APNI2 2TAE use krsn so apnr mte HD film r HD game ar jnno knta vlo hbe ?????
r a dame r ke kno vlo mbl ba tab pbo?????@ rone vai

    @masbhanoman: আপনার জ়ন্য T8. বেস্ট হবে। না, এই মুহূর্তে এই দামে এর চেয়ে ভালো ডিভাইস সম্ভবত হবে না।

@রনি০৬০০০৭ – Bro OTG cable supported hole janaben kintu plzzzzzzzzz

ধন্যবাদ।আমি প্রিমো জি১ কিনবো ইনশাল্লাহ। micromax A110 খুব ভালো লাগলো,কেনার ইচ্ছা আছে কিন্তু সাধ্য নেই।

@rony vai,t8 a ke otg support krbe??most importantly t8 ke rootable ??plz janabn

@masbhanoman: OTG- এর ব্যাপারে আমি সিউর না। ৯০% সম্ভাবনা সাপোর্ট করবে।আমি ইউজ করে জানাব। Root নিশ্চয় করা যাবে।

@@ Rony – Vaiya Apni kotodin dhore kinsen ??? Service kmn ditese ??? Sob thik ase ??? Ek post a review porlam je Battery 7 dine nosto hoye gese … E khetre apnartar obostha kii ???

    @VhorerShishir: আমি T8 ২০দিন ধরে এবং A110 ৮দিন ধরে ইউজ করছি। সার্ভিস কেনার সময় যেরকম ছিল সেরকম-ই আছে। আমি Satisfied.

Level 0

symphony xplora T7 usb port ke kaj kora ke na brother?

    @amindu: MicroUSB পোর্ট দিয়ে পিসির সাথে কানেক্ট করা যায়। OTG কেবল এখনো টেস্ট করা হয় নি।করে জানাব।

Level 0

roni ভাই micromax a110 সেট এর ব্যাটারি ব্যাকআপ কেমন? এবং এর সাথে কি হেডফোন আছে? রুট করা কি সম্ভব ব্ল্যাক রঙের কি পাব?

    @hulk ovi: আমি গড়ে ১০ মিনিট পরপর মেইল চেক করি+৩০ মিনিট পরপর টিটি&ফেসবুক+১.৫-২ ঘন্টা কথা বলি+ easy battery saver ইউজ করি : ২ দিন চলে।হেডফোন আছে,রুট করা যাবে, আমারটা ব্ল্যাক।

vai ame 1 ta Symphony T8 bikry korbo…..
kau kinar thakla bolban…..
01917071228

Level 0

Boss OTG cable support kore.ami Try koreche & kineche.plz banglalaion usb modem kivabe support korabo seta ektu tara tari bolen.ami onek try korlam but parche na.exe file run hoi na.

    @arup121: ভাই ওটিজি কেবলের দাম কত নিল? কোথায় কিনলেন? বাংলালায়ন সম্ভবত সাপোর্ট করবে না, কারন এটা শুধু 3G সাপোর্ট করে, বাংলালায়ন তো 4G

    Level 0

    @arup121: ভাই ওটিজি কেবলের দাম কত নিল? কোথায় পাওয়া যায়?

rony vai a110 er bettary back up kmon games khelle r video chat camera quality kmon.and display ki hd?please janan

    @antor ahmed: ব্যাটারি ব্যাকাপ ভালোই,আমি অবশ্য highway rider & temple run ছাড়া অন্য কোন গেম তেমন খেলি না।এগুলো কল করার মতই চার্জ খায়।সেকেন্ডারি ক্যামেরা ভালোই,বরং প্রাইমারী ক্যামেরার ফ্ল্যাশ তেমন পাওয়ারফুল না।

    @antor ahmed: 720p hd supported

Level 0

thanx 4 ur beautiful post.
T8 er wifi ki b/g or b/g/n?
Graphic memory size koto?
Hdmi ase ki?

    @roaim: HDMI নাই, আর বাকি প্রশ্নগুলো মাথার উপর দিয়ে চলে গেল।প্লিজ জানাবেন এগুলো কিভাবে চেক করব।

Level 0

Masha allah onek sundor tune. T8 er display Resoultion koto?

@mijbah: XGA(1024×768)

Level 0

রনি০৬০০০৭ ভাই, এত সুন্দর একটি পোস্ট দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ । আমি T8 ব্যবহার করছি ৩১/১২/১২ থেকে। ভাল লাগছে।তবে ১টা বিষয় বুঝতে পারছি না। ধরুন আপনার লেখাটি খুবই পছন্দ হয়েছে।এখন এটা সেভ করে রাখব অথবা জেএসসি পরীক্ষার রেজাল্ট বের করে সেভ করে রাখব কিন্তু কিভাবে এবং এটা ব্লুটুথ দিয়ে অন্য ডিভাইসে ট্রান্সফার করার সিস্টেমটা বলবেন কি? ‍তাছাড়া কোথায় সেভ হচ্ছে বুঝব / খুজব কোথায়?
আর রিদ্মিক কী-বোর্ড install করেছি কিন্তু কাজ করব ফাইল খুঁজে পাচ্ছিনা। আর blog এ বাংলা লিখব কিভাবে/ T8 এ বাংলা লেখার সিস্টেমটা বলবেন কি? আপনার ইমেইলটা দিবেন কি? আমারটা-ganibd100@gmail.com
আপন ভেবে আপন মনে অনেক প্রশ্ন করে বসলাম। আশা করি নিরাশ হবোনা। ধন্যবাদ।

@ganibd: ব্রাউজারে “save for offline reading” অপশন ব্যাবহার করুন।অথবা “dolphin browser hd” ডাউনলোড করুন।আর রিদ্মিক কিবোর্ড এক্টিভেট করার জন্য :Setting -language &input- tick on ridmik keyboard& default set to ridmik keyboard.

    Level 0

    রনি০৬০০০৭: ভাই একটু details বলবেন কি? *ব্রাউজারে “save for offline reading” অপশন ব্যাবহার করুন-কিভাবে ব্যবহার করব দয়া করে বলবেন কি? তাছাড়া কোথায় সেভ হচ্ছে বুঝব / খুজব কোথায়? আর blog এ বাংলা লিখব কিভাবে/ T8 এ বাংলা লেখার সিস্টেমটা বলবেন কি? সহযোগীতা করার কন্য ধন্যবাদ।

যে পেজটা সেভ করবেন সেই পেজে গিয়ে top left corner -এ অপশন বাটনে টাচ করলে pop-down মেনু আসবে। সেখান থেকে save for offline reading টাচ করুন।ব্যাস সেভ হয়ে গেল।পরবর্তীতে দেখার জন্য ব্রাউজারে একটি নতুন ট্যাব খুলুন।Address bar -এর একেবারে বামে কোনায় একটা আইকন আছে(স্টার এবং সার্চ আইকনের পর)। অইটাতে টাচ করুন। Saved pages -এর লিস্ট পাবেন।
আর আমি এখন T8 থেকে বাংলা লিখছি রিদ্মিক কিবোর্ড দিয়ে। Spacebar swipe করে বাংলা করে নিন।

    Level 0

    @রনি০৬০০০৭: ভাই দারুণ উপকারী টিপস দিলেন। Thanks for friendly answer . আশা করি ভবিষ্যতে উদ্ভূত সমস্যার সমাধানে সহযোগীতা করবেন।
    বিঃদ্রঃ আমার বন্ধু T8 কিনবে but GPC তে পাওয়া যাচ্ছেনা। আপনি তো GP র লোক । কবে পাওয়া যাবে Info দিবেন কি?

      @ganibd: ভাই আমি GP-এর লোক হলেও ইঞ্জিনিয়ারিং সেকশনের হওয়ায় এব্যাপারে কিছুই জানি না।

        Level 0

        @রনি০৬০০০৭: Thanks 4 Reply. রিদ্মিক কী-বোর্ড সত্যিই চমৎকার।
        Boss , T8 এ M S Word ব্যবহারের নিয়ম বলবেন কি?

Level 0

আমি কিছুদিন আগেএকটি T8 কিনেছিলাম । তাতে ওয়াইফাই ও ব্লুটুথ একসাথে চালু করা যাচ্ছেনা।

rony vai@t8 a ke wifi hot spot ace?? R atar ojon k2, kub base nake?atar hd phone ar sound quality kmn ?k2 db?music ar jnno kmn hbe?display brightness ta ke kub boro pblm??ata ke 15000 k nawa ucit hbe??plz janabn.

    @masbhanoman: হটস্পট আছে।আপনি আউটডোর এ ব্যাবহার করতে চাইলে ব্রাইটনেস বড় প্রব্লেম হবে। আর এর দাম 12800/=

Level 0

ভাই, আমি স্যম্ফনি w100 সেট কিনতে চাই। ওটা কেমন হবে জানালে খুব উপকার হত…………… Reply এর জন্য অপেক্ষা করছি

    @itrasel: ব্যাবহার না করে মন্তব্য করতে চাই না।তবে যতদুর শুনেছি এটাও ভালো

vhai a110 te banglalion modem kivabe install korbo. karon ami xperia use kori.jodi modem install korte pari tahole oita kintam.ctg te akta shop e akta cable deklam jetate pendrive phone er sathe connect kora jai.oita dia ki modem install kora jabe?pls janale valo hoto.

    @rajib chowdhury: ওই কেবল দিয়ে শুধু 3G মডেম কানেক্ট করতে পারবেন, banglalion যেহেতু 4G তাই এটা কানেক্ট করা যাবে না।

Level 0

@roni. T8 a ki ami keyboard, mouse & pendrive use korte parbo? Ete ki bluetooth keyboard use kora jabe? Kon kon modem etate use kora jabe? Plz kindly janaben.O:)

    @Labid: ইউএসবি কিবোর্ড, মাউস,পেন্ড্রাইভ নিশ্চিতভাবে ইউজ করা যাবে, ব্লুটুথের ব্যাপারে আমি সিউর না।আর মডেম 3G গুলো ইউজ করা যাবে সম্ভবত

@রনি০৬০০০৭ 3G modem (city cell) kivabe install korte pari janale upokrito hotam.kalkei kinte chaichilam.

    @rajib chowdhury: ভাই আমি কোন মডেমই টেস্ট করতে পারি নি ওটিজি কেবলের অভাবে। আপনি বরং মডেম পকেটে নিয়ে যান,একেবারে চেক করে তারপর কিনবেন

      Level 0

      Brightness ki onek kom?@.@@[1:[0:1:Roni]]

        @Labid: ইনডোর ইউজে সমস্যা হবে না। তবে আউটডোরের জন্য অনেক কমই বলতে হয়।

Level 0

Arek2 disturb kortechi. kichu mone koren na. T8 a ki boro boro HD games jemon Need 4 speed most wanted, Asphalt 6/7, Street fighter etc egulo shob 3D graphics er game. Ei gulo ki support korbe?@Roni vai.

    @Labid: Street Fighter চলে। বাকিগুলোর কথা বলতে পারি না। আমি আসলে ততটা গেম ভক্ত না।

@rony vai, apne2 t8 ar ojon k2 ta blln na.hd phone a music quality kmn??nrml symphone gular m2 nake?
.
Ctg ta t8 sanmar cara kota0 pawa jasse na.so,15500 k dam caitace dkndr…nawa ke ucit hbe??kindly janabn.

    @masbhanoman: ওজন ঠিক কতখানি জানি না, তবে একটু ভারি-ই মনে হয় (Ainol Novo Aurora-এর তুলনায়)। হেডফোন মিউজিক কোয়ালিটি নরম্যাল, স্পেশাল কিছু না। আমার মনে হয় একটু অপেক্ষা করে ১২৮০০ টাকায় কেনাই ভালো।

Level 0

vai ami a110 er bepare aktu jante cai..apni to use kortesen kamon mone hoitese? ar kisu problem er kotha sunlam asolei ki sotti eigula???

“”Sonsi camera naki mamory khali thakleo mamory full dakhay? Games naki internal mamory ta install hoy jar karone hd games 2 tar basi khala jay na? Ar gps naki problem kore? Agola ki sathik?””

micromax er fb page akta chele eigula bollo asolei ki sotti eigula??? kindly reply diben

    @ziajuel: আমার কাছে তো ভালোই মনে হচ্ছে (১৫০০০ টাকার দিকে তাকিয়ে)। ক্যামেরার এই সমস্যা আমি দেখি নি।কিছু গেম কেবলমাত্র ইন্টারনাল মেমোরীতে ইন্সটল হয় এটা সত্য। তবে সবগুলো না, আমি Highway Rider, Temple Run এগুলো তো SD-card এ Move করেছি; সমস্যাটা সম্ভবত কিছু নির্দিষ্ট গেমের জন্য। আমার GPS ঠিকই আছে, মোটামুটি ১৫মিটার-এর মধ্যে Accuracy পাই। Samsung Omnia-তে ১০মিটার Accuracy পাইতাম।

Sym t8 নিয়ে আমার কিছু প্রশ্ন ছিল।
১- T8 এ কি .mkv / .mp4 / mpeg / 3gp / avi etc popular vedio file গুলা চলে???
২- মুভি দেখতে হলে কি মুভিগুলো পিসি থেকে কনভার্ট করে নিতে হবে?
৩- কবে আবার মার্কেটে আসবে?

খুব সুন্দর টিউন। ধন্যবাদ খুব সুন্দর ও উপকারি টিউনটির জন্য। 🙂

ও আরেক্টা প্রশ্ন, টিভি আউটপুট আছে?

আপনি Ainol Novo 7 এর রিভিউতে লিখেছিলেন

“অসাধারন HD playback. আমি 5GB সাইজের Movie চালিয়েছি, জটিল রেজুলেশন। এখন পর্যন্ত কোন format-এর Audio/Video চালাতে সমস্যা হয় নি।”

এটার কি অবস্থা? 5GB সাইজের Movie? কোন format-এর Audio/Video চালাতে কি সমস্যা হয়েছে?

Level 0

Vai, Smartphone expo te giychilam. Symphony w80 & w90 dekhlam. W90 dekhe khubi valo laglo! Ekdom galaxy note 2 er moto koreche. Micromax canvas 2 (a110) o dekhlam. Darun ekta handset. Oshadharon design. Symphony t8-o dekhlam. Ekhon khub confusion er moddhe achi! Kon set ta kinbo? Plz help koren.@roni

    @Labid: Brand হিসেবে Symphony ভালো হবে।সেই সাথে Lenovo IdeaPhone টাও দেখতে পারেন, বসুন্ধরাতে পাইতে পারেন লেভেল-১ এ।একটা কঠিন জিনিশ।

Level 0

Symphony konta? T8 or w90?

Level 0

বস, আমি কয়েকটি রাসিং গেম ডাউন লোড দিয়েছিলাম। কিন্তু পরে দেখি নিচের ডান দিকের টাস্ক বারের যে সিগ্নাল থাকে যেমন ব্যাটারি , নটওয়ার্ক সেটিং ইত্যাদি উধাও হয়ে গেছে প্লিজ কিভাবে আনব জানাবেন

@Melon02: ভাই আমার জানা নাই।তবে একান্ত উপায় না দেখলে factory data reset দিয়ে দিন।(ফোনবুক, এসএমএস, এপ্লিকেশন ব্যাকাপ রাখতে ভুলবেন না! )

Level 0

Rony vai a110 te ki HD video support kore na???apni ki HD video play koresen a110 te?kindly aktu janaben…

@ziajuel: 720p HD smoothly chole. 1080p chalanor somoy tante gele majhe majhe atke jay koyek second-er jonno.

Level 0

বস,ব্যাকআপ কিভাবে রাখব।

    @রনি০৬০০০৭: @Melon02: sms backup, phonebook backup, application backup restore এই এপ্লিকেশন গুলো প্লেস্টোর থেকে নামিয়ে নিন এবং ব্যাকাপ লোকেশন হিসেবে এক্সটারনাল মেমোরী সিলেক্ট করুন।তারপর মেমোরী কার্ড থেকে ব্যাকাপ ফাইল গুলো পিসিতে নিয়ে নিন অথবা রিসেট করার আগে মেমোরী কার্ড খুলে রাখুন।

Level 0

boss, fdr deoar pore ok hoiche thank you

Level 0

vai amar sudu question mone pore ar apnake disturb kori rag korben na…vai eitar cam 8MP ki sotti 8 mp er motoi? naki china set er moto namei 8MP? coz sony ericsson er 5mp e to corom eitar 8MP ki sotti khuv valo?

    @ziajuel: না, 8mp হিসেবে যতটা ভালো আশা করেছিলাম ততটা ভালো না।তবে চাইনিজ গুলোর মতো বাজে অবস্থা না। মধ্যম কোয়ালিটি।

Level 0

ohhh vhulei gesi HD video ki record kora jay???

lenovo ideaphone k900 ar damta k2 ???15k ar mdde ke lenovor kno vlo mbl ba tab pabo?
1ta besal pblm aj grmn pn cntr a t8 ar add a ram 512 lika dekhlm.vai ata ke user available nake….!@rony bro

    @masbhanoman: lenovo এর দাম আমাদের বাজারে কত জানি না। বসুন্ধরাতে দেখতে পারেন। T8 ইউজার এভেইলেবল র‍্যাম 971mb

Level 0

Apnito GP center theke t8 kinechen. Apnartay user avilable ram koto2ku chilo? Ram niyeto dushchintay pore gelam!@Roni vai.

@Labid: কেনার সয় তো খেয়াল করি নি., .বর্তমানে used by app:401mb & free :569mb. (now 13 3rd party application is running).

Level 0

Amar ekti t8 achay. Amar task bar-a mobile connectivity sign, battery sign, wifi sign and other
Icon show korchay na. Ami kivabey taskbar-er icon gulo antay pari?

    @zeeran: setting-backup & restore-factory data reset দিয়ে দিন।
    তার আগে sms, contact,apps এর ব্যাকাপ রাখুন মেমোরী কার্ডে।

Level 0

Khub valo post, vi amar akta query ache er battery bisoye. strength kmon?

    @ronyipe: কোনটার কথা জানতে চান? T8-এ আমি গতকাল সারারাত ডাউনলোড করেছি (৯টা-৭টা, Turbo Download manager দিয়ে ৭৬০মেগা ডাউনলোড করেছি, ডিসপ্লে লাইট বন্ধ ছিলো) সকালে দেখি ৪৮% চার্জ আছে। তবে টানা ব্রাউজ করলে ৫-৬ ঘন্টা চলবে মনে হয়। আর A110-তে ভালোই চার্জ থাকে। আগে Samsung Omnia-তে প্রতিদিন সকালে ফুলচার্জ করলে সন্ধ্যার আগেই শেষ হত, এখন A110 এক চার্জে টেনেটুনে ২দিন পর্যন্ত চলে। আমি ২৪ঘন্টা আউটলুকে Logged in থাকি+ মোটামুটি রেগুলার TT brows করি+FB brows করি+ Avg. ২-৩ ঘন্টা কথা বলি।

Level 0

আমি T8 কিনতে চাই । কিন্তু কোনও GPC তে এইটা পাইনাই । কবে GPC তে আইটা আসবে তা কেউ বলতে পারে না । symphony center এ ও গেছিলাম । তারাও বলতে পারে না । please help করেন । এইটা কবে আসবে??????????????????

    @KME Hasan: কাহিনী হলো Symphony Tab. এর lot. শেষ হয়ে গেছে।জানুয়ারি মাসে চাইনিজ মার্কেট বন্ধ থাকায় import করতে পারছে না।সামনে মাসে পাবেন।

Level 0

ভাই Symphony T7 এর Display Brightness কি সন্তসজনক? I mean Symphony T8 এর মত রদে Display Brightness এর কোন সমস্যা হয় নাকি? Symphony T7 এ1080p পর্যন্ত movie ভাল ভাবে দেখা যায় কি?

    @Deb07: T7 এর ডিসপ্লে আমার কাছে যথেষ্ট ব্রাইট বলেই মনে হয়েছে। ভিডিও ৭২০P চলে। ১০৮০P এর ব্যাপারে আমি সিউর না, তবে চলার কথা(with mx player)

Level 0

Symphony T8 এ ১০৮০P ভাল চলে তো? Internet Browsing, Office, HD Movie অ্যান্ড Medium Type Game এর জন্য Symphony T8 ও Symphony T7 এর মধে কোনটা ভাল হবে???

    @Deb07: পার্ফরমেন্সের জন্য T8 ভালো হবে। এটায় GTA 3-ও স্মুথলি চলে।

Level 0

Rony viya apni bolsen A110 te video format naki 3gp.kinto video er resolution kemon,kato pixel a video hoy,frame rate kato?video-er sound ki aac naki amr format?computer-a full screen korle video ki clear thake naki fete jay?please janaben.

Level 0

mmx A110 er valodik-a apni bolesen ( 1 for 2G, 1 for 2G/3G).er mane ki?sim 2 diye ki tahole net use kora jayna.r ek sim diye kotha bolle r ek sim-a keo call dile ki on na off dekhay.

    @ataur25: দুইটাতেই কল করা+2G ইন্টারনেট চালানো যাবে।কিন্তু একসাথে দুইটাতে দুইটা 3G সিম চালানো যাবে না।

Bro T8 a kiii Jelly Bean Update kora jabe ???

    @VhorerShishir: এখনো পজিটিভ কিছু বলা যাচ্ছে না। XDA-Developer-দের সুনজর পরলে করা যেতে পারে।

Level 0

mobilemaya.com a ekjon deklam comment korlo A110 net speed naki khub-e baje.apnito bolesen wifi speed vala. kinto gp,robi(edge) er net speed (upl+down) apnar kase kemon mone halo please janaben.r made in India-er A110 ki pabo?

    @ataur25: 2G net speed ও যথেস্ট ভালো। তবে MB তুলনামুলকভাবে দ্রুত শেষ হয়(সম্ভবত Hi-quality page loading-এর কারনে।)Made in/by India পাবেন না। এমনকি ইন্ডিয়াতেও সব Made in China.

vai apne kin2 otg cable supprt krbe kena blln na.
.
T8 full brightness a 0 ke rode akdm e dekha jay na? Nake kno rokom ksto kre mota mote buja jay?

    @masbhanoman: একদমই দেখা যায় না বললে ভুল হবে, তবে বলা যায় মোটেও সন্তোসজনক না।

Level 0

vai T8 a ki sob application memory card a instrall kora jai?? naki sob Rom a instrall hoi??
ami akta T8 kinte chai apni to gp ta job koran apne ki kono help korte parban vai …please
overall T8 kamon vai janaban..Please amr mob no:01717878298

    @k@mrul: T8-এর Internal Memory দুইভাগে ভাগ করা আছে। 1.5GB dedicated for apps installation + 1.09GB as internal SD card. আপনি যদি App to SD জাতীয় এপ্লিকেশন দিয়ে app “Move to SD” দেন তাহলে এটা 1.5GB থেকে 1.09GB-তে Move হবে। সোজা কথায় আপনি Apps ইন্সটলেশনের জন্য 2.59GB space পাবেন (যদিও সব app movable না।) আর একটি কথা HD game-এর SD-files অবশ্যই Internal SD card-এ রাখতে হবে। অর্থাৎ internal 1.09GB full হলে অথবা SD-file এর সাইজ 1.09GB এর বেশী হলে সেই গেম আপনি খেলতে পারবেন না। Root করলে অবশ্য এই সমস্যা আর থাকবে না। ভাবছি এবার root করেই ফেলব। আর GP employee হিসেবে আপনার কোন উপকারে আসতে পারবো বলে মনে হয় না, কারন আমার অনেক কলিগ বুকিং দিয়ে এখন ট্যাব পান নি; সাপ্লাই নাই।

    @k@mrul: আসল কাহিনী হলো Symphony Tab এর lot শেষ হয়ে গেছে।জানুয়ারি মাসে চাইনিজ মার্কেট বন্ধ থাকায় import করতে পারছে না।সামনে মাসে পাবেন।

Level 0

mmx A110 te net use korle mb jodi taratari shesh hoye jay tahole minipack use karider janno problem-e bote.pc diye net use korle jevabe mb shesh hoy mmx A110 tdiye ki same jinish hoy?r a110 te jeheto Hi-quality page loading hoy tai eta net speed-a kono provab fele ki?please viya janaben.

    @ataur25: পিসির মতো অতটা না, তবে Symphony W10-এর তুলনায় প্রায় দ্বিগুন ডাটা লোড করে একই পেজের জন্য। তবে Opera Mini for Android ব্যাবহার করে এটা কন্ট্রোল করা যায়। আর Speed-এর ক্ষেত্রে W10 আর A110 এর মধ্যে তেমন কোন পার্থক্য আমার মনে হয় নি।

Level 0

Rony viya apnake r ekto disturb karbo. IPS display-er facilitiy ki? finger print scanner name naki 1ti soft ase jeta diye naki finger er maddhome mobile lock kora jay.samsung galaxy-te naki ase.emon soft ki asholei ase r thakle ki mmx a110 te kaj hobe.please viya janaben

ভাই @ উপরে যারা আছেন সবাই,আমি Instant Symphony T8 কিনতে চাই । কি ভাবে কিনব জানান লিংক সহ। 🙂 আর যদি না পাওয়া যাই তাইলে কবে পাওয়া জেতে পারে…। আমার মাথা পুরাই খারাপ যখন সুনলাম সব Quality এর Movie চলে… ভাই ফেসবুকের নটিফিকিসন এর মত আমারে রেসপন্সে করেন……
সাহায্য প্রাথি……।ঃ(

Level 0

T8 Root korle to warrenty pawa jabena!@roni vai

    @Labid: ঠিকই বলেছেন।এজন্য দোটানায় আছি। Modern Combat 3 খেলতে পারতেছি না SD ফাইল সাইজ 1.34GB হবার কারনে। GTA 3 ইন্সটল করার পর প্রায় অর্ধেক internal memory দখল হয়ে গেছে। কি আর করা … ওয়ারান্টি গেলে যাবে, তাই বলে কি খেলব না?

@রনি ভাই আপনার skype or facebook or google talk amar ( fehadbograblc@gmail.com) দয়া করে সেন্ড করবেন কি… আসাই থাকলাম…

Level 0

Taa obossho thiki bolechen.@roni vai

Level 0

Rony Viya, kono website-a deya nei j mmx A110 er gprs, edge and 3g class kato. sudhu er ghore yes deya ase.ei bepare apnar help kamona korsi.

    @ataur25: ভাই আমার জানা নাই এটা কিভাবে চেক করব।আপনার কোন way জানা থাকলে বলুন, আমি চেক করে জানাব

Ainol নাকি Symphony T8, কোনটা ভাল হবে পারফরমেন্স বিবেচনায়?
যেদিন থেকে T8 আবার পাওয়া যাবে সেদিন একটা আপডেট দিবেন প্লিজ।

Level 0

Symphony T7 Grameenphone Coustomer Center-e Aj theke pawya jasse………….
Roni vai…..Symphony T8 er jonno wait korbo naki Symphony T7 kine felbo….

    @Deb07: T7 তো ইউজ করি নি, 512 ram এর পারফর্মেন্স কেমন জানি না, তাই কিসু বলতে পারছি না।

A110 ki Jelly Bean Update kora jabe ?@Rony vai…

    @vampairking: এখন পর্যন্ত আসে নি।তবে বেশ কজন ডেভেলপার কাজ করছে, ভবিষ্যতে হবে আশা করি

Level 0

ভাই শুনলাম Symphony T8 নাকি আর আসবে না…। ভাই কথাটা কি সত্য নাকি গুজব…..

Level 0

T8-a ki ki sensor ache roni vai. Gp center-a ki ekhono asheni?

Level 0

Thanx vai. Orientation er kaj ki?

Level 0

G-sensor/motion sensor?

Level 0

Vai symphony tablet t8-e ki ek shathe 2ta windows niye kaj kora jai ki as like as galaxy tab10.1′?

    @Deb07: by default করা যায় না।তবে অন্য কোন ভাবে করা যায় কিনা জানি না।

      Level 0

      Dear @রনি০৬০০০৭: T8 এ TV দেখার উপায় কি? বিশেষ করে star jalsa সহ বাংলা টিভি (দেশী ও ভারতী) । আমি আমার ল্যাপটপে এই ওয়েব সাইটে smoothly দেখি- http://www.jagobd.com /www.newtvworld.com /www.taudio.net
      /http://www.newtvworld.com/India-Live-Tv-Channels/star-jalsa-live-streaming.html। কিন্তু T8 এ হচ্ছে না।

        @ganibd: আপনি কি latest adobe flash player for android install করেছেন? আমারটা ফ্ল্যাশ ভার্সন 11.1 আমি BPL লাইভ দেখি চ্যানেল 9 থেকে স্ট্রিম করে।অন্য কোন চ্যানেল ট্রাই করি নি, ট্রাই করে জানাব।

          Level 0

          @রনি০৬০০০৭: না, latest adobe flash player for android install করেনি,যা by default ছিল তাই আছে। এই default টা কি update করা যায়/ করলে হবে? TV দেখতে কি tv apps install করা ভাল নাকি website browse করে দেখা ভাল ? ধন্যবাদ দ্রত Reply এর জন্য।

        @ganibd: http://www.papktop.com/adobe-flash-player-11-1-115-17-android-4-x.html এখান থেকে ডাউনলোডান। TV app ইন্সটল করাই বোধহয় ভালো হবে।তবে ব্রাউজারেও স্মুথলি চলে।

Level 0

A110 Phone ta ke kena jabay, ati asolay akom

    @Samiul: ক্যামেরা ছাড়া আর সব কিছুই ফাটাফাটি। নিতে পারেন।

    @Samiul: ভালো কথা এটায় কিন্তু ম্যাগ্নেটিক সেন্সর নাই।

Level 0

Micromax A110, Symphony W90,W60 , Walton R1,G1 ai gular moddy konta kana jai vai aktu janan

    @Samiul: Display কোয়ালিটির জন্য MMX A110 বেস্ট হবে। তবে ক্যামেরা+সেন্সর এর জন্য Walton বোধহয় ভালো হবে।

Level 0

Roni Vai Symphony T8 er jonno wait korte r valo lagtese na…..R onno valo kon tablet PC kena Jai ektu advice den. Budget 20000/- taka.

    @Deb07: আপনার যদি সিম সাপোর্ট দরকার না থাকে Ainol Novo Hero/Crystal/Flame ট্রাই করতে পারেন। Otherwise Symphony-এর জন্য Wait করাই ভালো হবে, কারন চাইনিজ সিম সাপোর্টেড ট্যাবগুলোর তেমন রেপুটেশন নাই।

Level 0

রনি ভাই আমার t8 এর china display (এক দিক থেকে দেখলে কাল দেখায়) ভাল লাগে না । আবার t7 এর ৫১২ ram and ৩০০০mAMP battery ভাল লাগে না আমি HD গেম খেলব না শুধু নেট Brows করব । নেট থাকা pictue গুলু quallity দুটি tab এ কি একই রকম আসবে? নাকি t7 এ low quallity picture দেখাবে? kindly যদি t7 টা একদিন ৫মিনিত ব্যাবহার করে বলতেন ।

আসসালামু আলাইকুম।

রনি ভাই,আমি সিম্ফনি টিএইট ইউজ করছি। আলহামদুলিল্লাহ,আমি স্যাটিসফাইড। কম দামে যা দিয়েছে যথেষ্ট।

যাই হোক,রনি ভাই,একটা প্রশ্ন।

এনএফএস মোস্ট ওয়ান্টেড খেলতে চাই। কিন্ত Offline File Size 1.9 GB। ইন্টারনাল কার্ড সাপোর্ট করে 1.5 GB।

আমি রুট করেছি,কিন্ত ইন্টারনাল এসডি কার্ডের সাইজ একই আছে।

কী করা যায় একটু details ভাবে বললে খুব উপকার হত।

জাযাক-আল্লাহু খাইরান (আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন)।

    @Sami.584.DX: ওয়ালাইকুম আস সালাম। রুট করেই ফেললেন ! আপনি সাহসী মানুষ। যাইহোক এব্যাপারে আমার বাস্তব জ্ঞান নাই। এটা দেখতে পারেন http://forum.xda-developers.com/showthread.php?t=1932480

      @রনি০৬০০০৭:

      আসসালামু আলাইকুম রনি ভাই।

      ভাই,জাযাক-আল্লাহু খাইরান লিংকটা দেওয়ার জন্য। প্রচণ্ড পরীক্ষার প্রেসার থাকার কারণে এখনো ভালমত চেক করতে পারি নাই। ইনশাআল্লাহ যত দ্রুত সম্ভব চেক করব।

      ভাই,এখন নতুন একটা প্রশ্ন।

      ইদানীং ট্যাবটায় একেবারেই চার্জ থাকছে না। এমনিতেই নরমালি সারা রাত চার্জ দিয়ে রাখতাম,সারাদিন চালাতাম,আবার সারা রাত চার্জ দিতাম। কিন্ত কয়েক দিন হল সারা রাত চার্জ দেওয়ার পর আবার দেখা যায় দুপুরেই চার্জ দিতে হচ্ছে!

      আবার আরেকটা জিনিস লক্ষ্য করলাম,যে ট্যাবটার পিছনটা,অর্থ্যাৎ,ব্যাটারিটা,বেশিক্ষণ চালালে গরম হয়ে যায়। আগে এত গরম হত বলে মনে হয় না।

      তবে একটা কথা বলে নিই। আগে অতটা গেম খেলতাম না,কিন্ত এখন টেম্পল রান টু খেলি। ট্যাবটা হাতে নিলেই মোটামুটিভাবে আধা ঘণ্টার মত খেলি। কিন্ত তারপরেও কি চার্জ এই পরিমাণ খাবে?

      যাই হোক,ভাই,আমার মূল প্রশ্ন,ব্যাটারি কি নষ্ট হয়ে গেছে???

      আর ভাই,যেহেতু রুট করে ফেলেছি,ব্যাটারি ওয়ারেন্টিও কি পাব না???

        @Sami.584.DX: “Easy Battery Saver” ইউজ করে দেখুন @”super power saver” mode. আর ব্যাটারির ওয়ারান্টি সম্ভবত পাবেন না, কারন ওরা চেষ্টায় থাকবে ওয়ারান্টি না দেয়ার। শুনেছি unroot-ও করা যায়, ট্রাই করে দেখতে পারেন।

Level 0

Roni vai, February to hoye gelo ekhonoto ashlona! Accha vai, T8 er ram ddr2 naki ddr3? Symphony’r website-a to etate G-sensor, motion sensor ache bola hoyeche! 😮

Bhai apni bolclen february te t8 pawa jete pare. But gp store er lokjon boltese t8 nia kisu oder jana nai…. ki korbo bujhtecna :/

Level 0

রনি ভাই T7 আর T8 এর colour এবং pixel density জানাবেন;Kindly । যেমন আমার sony ericsson live with walkman এ color 16M colors আর pixel density হল ~180 ppi . T8 বা T7 কোন টার কত? Please ভাইয়া as early as possible যদি জানাতেন।

    @sagorns: ভাই, ppi টা কিভাবে চেক করে আমার জানা নাই, কোন ওয়ে থাকলে জানাবেন। তবে T7 এর চেয়ে T8 এর ppi বেশি হবে।

Level 0

Vaia t8 er ram DDR2 naki DDR3?

Level 0

Theoretically, PPI can be calculated from knowing the diagonal size of the screen in inches and the resolution in pixels (width and height). This can be done in two steps:

1. Calculate diagonal resolution in pixels using the Pythagorean theorem:

d_p = \sqrt{w_p^2 + h_p^2}

2. Calculate PPI:

PPI = \frac{d_p}{d_i}

where

d_p is diagonal resolution in pixels
w_p is width resolution in pixels
h_p is height resolution in pixels
d_i is diagonal size in inches (this is the number advertised as the size of the display).

For example, for a 21.5 inch (54.61 cm) screen with a 1920×1080 resolution (in which w_p = 1920, h_p = 1080 and d_i = 21.5), we get 102.46 PPI; for a typical 10.1 inch netbook screen with a 1024×600 resolution (in which w_p = 1024, h_p = 600 and d_i = 10.1), we get 117.5
রনি ভাই ppi লিখে সার্চ দিয়ে wikipaediae থেকে আরও details দেখে নিতে পারেন

Level 0

yap brother t7 127 ppi and t8 160 ppi

Level 0

আচ্ছা রনি ভাই t8 টা কবে আসবে? কেউ জানেনা । আপনি তো gp এর লোক একটু জানাতে পারবেন আমাদের । আর একটা প্রশ্ন sim support করে এমন ৭ ইঞ্চি দু একটা ভাল tab এর নাম দেন তো । বাজেট ১২০০০ থেকে ১৩০০০ এর মধ্যে । t8 এর জন্য আর অপেক্ষা নয়। এই সপ্তাহে না কিনলেই নয়। পারলে t7 সব কিছু দেখে একটা টিউন করেন ভাই।

    @sagorns: এই দামের মধ্যে T7 ই বেস্ট হবে। আপনি clickbd.com-এ সার্চ দিলে বেশকিছু এরকম ট্যাব পাবেন, কিন্তু এগুলোর কোয়ালিটি কেমন জানা নাই।

Level 0

Rony vai, T8 1.6/1.7 gb er oporer game gulo download kora jabe? Er internal memory to 1.5 & 1.09 gb!

    @Labid: By default যাবে না। root করে মেমোরী কার্ডে ইন্টার্নাল পার্টিশন বানাতে হবে।

Level 0

রনি ভাই টি৭ বা টি৮ এ theme;wallpaper বা skinsaver default নাকি change করা যায়

Level 0

thank you রনি ভাই

Level 0

Roni Vai, ami amar sym w10 er jonno ekti Bluetooth Keyboard purchases korechilam ja pair hoi but connect hoina. er por w60 te try korechi, same probs. amar dharona chilo Gb 2.3.6 er jonno eti compatible noi kintu pore deklam ICS’o same thing. amar keyboard tir model: HS-PBMINIKYBD, Manufacture: HIP STREET. China Origin. but If it work with t8 then i can minimize my Tense. Thanks

Level New

via T8 ay ke akn big size ar app gula install kora jay many memory ar pblm ta ke solve hoisay nake oi 2.6 gb e use korty hby. janaben please . ai information ar opor base kory akta t8 kinbo

    @Habibur333: আপনি যদি রুট না করেন তাহলে সারাজীবনই এই প্রবলেম থাকবে।

Level New

thanks via. akta ninis kub valo lagsay j apne dorjo dory potete coments ar ans decen. very nice

Level New

via apne ke apnar ta root korcen??

    @Habibur333: না, রুট করি নি। সত্যি কথা বলতে কি ভাই, আমি আমার ট্যাবটা বিক্রি করে দিয়েছি কিছুদিন আগে। কোন সমস্যা ছিল না, শুধু ৮” সাইজটা ক্যারি করা সমস্যা হয়ে দাড়িয়েছিল। এখন ৭” আইনল ইউজ করছি, পকেটে নিয়ে চলতে পারি।

Level New

aber o akta prosongsha pabar joggo apne via.

Level New

ভাই আমি তো T8 second hand কিনতে গিয়ে ৮০০০ টাকা ধরা খাইছি। ৭” আইনল এর মডেল একটু বলবেন কি??

    @Habibur333: আমি Aurora1 ইউজ করি। ৮ মাস আগে নিয়েছিলাম, এখন আরো আপডেট ভার্সন এসেছে।

    Level 0

    Dhora khailen mane??? Kono problem hoisilo?? Amar ekta second hand kenar iccha ase.
    By the way, t7 ar t8 er moddhe konta valo hobe? Etai hobe amar first tablet. So, ei bishoye ami oggo. Ami mainly net use korbo ar movie dekhbo. So, modem sprt na korle problem. Kisu modem dekhlam, jegula tablet e sprt kore. Qb ki support korbe? Eta to 4g na. Ar brightness ki t8 er khub beshi kom?? Note: ami majhe majhei charge dite vule jai.
    *please dont mind for the disturb!*the post was really awesome!
    Then, konta kinbo?

      @Meshkat: আপনি যদি সব সময় ট্যাব সাথে ক্যারি করতে চান তাহলে T8 একটু সমস্যা হবে যেহেতু এটা ৮”… T7 এর ব্রাইটনেস T8 এর চেয়ে ভাল। আর T7/T8 বা অন্য কোন এ ধরনের ট্যাব 4G সাপোর্ট করে না। তবে আপনি যদি T7/T8 কিনেন তাহলে মডেম নিয়ে ভাবতে হবে না, কারন এগুলোতে আপনি ডাইরেক্টলি সিম ইউজ করতে পারবেন just like a স্মার্টফোন।

Level 0

বস, আমার টি-৮ এ গুগল প্লে স্টোর এবং জিমেইল এ দুটো আপ্পসই ওয়াই ফাই দ্বারা চালু হয়না কিন্তু জিপি নেটওয়ার্ক এ কোন সমস্যা হয়না চালু হয়।রিসেট করেছিলাম কিন্তু কাজ হইনা।

ভাইয়া, আমি ফেব্রুয়ারি থেকে T7 ইউজ করছি, এখন রুট করতে চাচ্ছি ।রুট করতে কাজে লাগবে এমন কোন লিঙ্ক/ টিউটোরিয়াল দিলে কৃতজ্ঞ থাকব। ধন্যবাদ।আমার মেইল আইডি mars.sust@gmail.com @Sami.584.DX