ইতিপুর্বে আমার Ainol ট্যাব নিয়ে করা টিউনে ব্যাপক সাড়া পেয়ে আজকে আবার লিখতে বসলাম। আজকে আমি জানাব সম্প্রতি মার্কেটে আসা ২ টি এন্ড্রয়েড ডিভাইসের কথা। এগুলো হলোঃ
১। Symphony Tab T-8
২। Micromax Superfone Canvas 2 A110
শুরু করার আগে বলে রাখি ২টি ডিভাইসই আমি নিজে ব্যাবহার করেছি এবং করছি। তো শুরু করা যাক...
Symphony Tab T8:
দেশীয় কোম্পানী Symphony সম্প্রতি বাজ়ারে এনেছে ২টি এন্ড্রয়েড ট্যাবলেট। মডেলগুলো হলো T7 এবং T8।বাজারে ছাড়ার আগেই Symphony এই ট্যাবগুলো Grameenphone Employee-দের জন্য ৫০০ টাকা কমে Sale শুরু করে ১৯ ডিসেম্বর। সেখান থেকেই কিনে ফেলি ১পিস T8। যাইহোক, অফিসিয়াল ফিচারগুলো আগে জেনে নেয়া যাকঃ
Android OS | 4.0.4 Ice Cream Sandwich |
Display | 8.0” TFT Capacitive Full Touch |
Camera | 2MP Primary+VGA Secondary |
Data Services | 3G,WiFi,EDGE, GPS |
Technical Features | Description |
Display Resolution | XGA |
Internal Memory | RAM 1 GB |
Storage | ROM 4 GB (Memory Card Extended up to 32GB) |
Battery | 4200 mAh |
Stand by time* | 250 hours (*depend on phone setting,Network) |
Talk time | 3.5 hours (*depend on phone setting,Network) |
CPU | 1 GHz Dual core |
Other Features | Description |
Recorder | Audio,Video & Call recorder |
Bluetooth | Yes |
USB Mass storage | Yes |
USB Modem | Yes |
Security | Yes |
Special Features | GPS, Accelerometer Sensors.SNS application |
এবার ব্যাক্তিগত অভিজ্ঞতা থেকে কিছু বলি।
ভালো দিকঃ
মন্দ দিকঃ
AnTuTu Benchmark –এ এর স্কোর দেখায় 6691.
এবার আসি Micromax A110-এর কথায়,
Micromax A110(Micromax Superfone Canvas 2):
তিন মাস আগে ভারতে রিলিজ হওয়া এই স্মার্টফোনটি ব্যাপক সাড়া জাগায়।গত সপ্তাহে অফিসিয়ালি বাংলাদেশের বাজারে ঢুকেছে এটি। আসুন জেনে নিই এর অফিসিয়াল Specs(GSMarena থেকে):
GENERAL | 2G Network | GSM 900 / 1800 - SIM 1 & SIM 2 |
---|---|---|
3G Network | HSDPA 2100 | |
SIM | Dual SIM (Mini-SIM) | |
Announced | 2012, October | |
Status | Available. Released 2012, November |
BODY | Dimensions | 147 x 76.5 x 9.7 mm (5.79 x 3.01 x 0.38 in) |
---|---|---|
Weight | - |
DISPLAY | Type | IPS LCD capacitive touchscreen, 16M colors |
---|---|---|
Size | 480 x 854 pixels, 5.0 inches (~196 ppi pixel density) | |
Multitouch | Yes | |
Protection | Yes |
SOUND | Alert types | Vibration, MP3, WAV ringtones |
---|---|---|
Loudspeaker | Yes | |
3.5mm jack | Yes |
MEMORY | Card slot | microSD, up to 32 GB |
---|---|---|
Internal | 4 GB (2 GB user available) storage, 512 MB |
DATA | GPRS | Yes |
---|---|---|
EDGE | Yes | |
Speed | HSDPA, HSUPA | |
WLAN | Wi-Fi 802.11 b/g/n, Wi-Fi hotspot | |
Bluetooth | Yes, v3.0 with A2DP | |
USB | Yes, microUSB v2.0 |
CAMERA | Primary | 8 MP, 3264 x 2448 pixels, autofocus, dual-LED flash |
---|---|---|
Features | Geo-tagging, touch focus, face detection | |
Video | Yes | |
Secondary | Yes, VGA |
FEATURES | OS | Android OS, v4.0.4 (Ice Cream Sandwich) |
---|---|---|
Chipset | MediaTek MT6577 | |
CPU | Dual-core 1 GHz | |
GPU | PowerVR SGX531 | |
Sensors | Accelerometer, proximity | |
Messaging | SMS(threaded view), MMS, Email, Push Email, IM | |
Browser | HTML5 | |
Radio | FM radio | |
GPS | Yes, with A-GPS support |
BATTERY | Standard battery, Li-Ion 2000 mAh | |
---|---|---|
Stand-by | Up to 180 h | |
Talk time | Up to 5 h |
এবার ব্যাক্তিগত অভিজ্ঞতা থেকে কিছু বলি।
ভালো দিকঃ
মন্দ দিকঃ
AnTuTu Benchmark –এ এর স্কোর দেখায় ৫৯৬৬।
সবশেষে আসি দামের কথায়,
Symphony T-8:
কেবলমাত্র GP centre থেকে ১২৮০০ টাকায় কেনা যাবে। ১ বছর warranty+8GB MicroSD card+ 5 মাস ধরে 1GB GP-Data@99 Taka.(এজন্য জিপি সিম ট্যাব থেকে খোলা যাবে না !)
Micromax A110:
বর্তমানে এর দাম ১৪৯৯০ টাকা। তবে সাপ্লাই কম থাকার কারনে কিছু বেশী দামে বিক্রি হচ্ছে।
২ টি ডিভাইসই বর্তমানে আমি ব্যাবহার করছি। কারো কিছু জানার থাকলে কমেন্টে লিখতে পারেন।
আমি রনি০৬০০০৭। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 356 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
@রাহুল এ্যাশ: T8-এর ক্যামেরা তেমন ভাল না। Flash/Autofocus নাই। নরমাল চায়না ফোনের ক্যামেরার মত।
T-8 ট্যাবে রিদ্মিক কীবোর্ড ( https://play.google.com/store/apps/details?id=net.hasnath.android.keyboard&hl=en ) ব্যবহার করে দেখতে পারেন। কেমন কাজ দিচ্ছে, আপডেট দিয়েন।
সিমফোনি ( http://symphony-mobile.com/index.php?route=product/category&path=63 ) Xplorer W100 অথবা Xplorer W60 অথবা Xplorer W25 ছেড়ে কেন আপনি Micromax A110 সাজেস্ট করবেন? জানাবেন।
@শাহরিয়ার: A110 vs W100: Price 15000 vs 20000, Battery 2000mAH vs 1600mAH, Resolution 480×854 vs 480×728, Display 5″ vs 4.3″ & also I think MMX A110(White) has a much better look !
A110 vs W60: 5″ vs 4″, 3G vs No 3G, 8MP vs 5MP, 2000mAH vs 1600mAH.
A110 vs W25: Gingerbread vs ICS, 5″ IPS vs 3.5″ TFT, 3G vs No 3G, 8MP vs 5MP, 2000mAH vs 1600mAH.
@রনি০৬০০০৭: এই নিন রিদ্মিক কী-বোর্ডের মিডিয়াফায়ার লিঙ্ক: http://www.mediafire.com/download.php?uk7u71rzba065d5
ব্যবহার করে অবশ্যই মতামত জানাবেন!!
@ganibd: OfficeSuite Pro 6 + (PDF & HD) v6.5.1003 ভার্সন ডাউনলোড করে ইনস্টল করে নিন এইখান থেকে…
http://www.mediafire.com/?27qfxc4i1rve457
@বোকা মানুষ: Sound quality খুবই ভালো, তবে Symphony-এর মত loud না। তবে হেডফোনে জটিল সাউন্ড আসে।
@মুকুট: প্লিজ, মুকুট ভাই। কিভাবে করলেন? কোথা থেকে – মানে কোন লিংক দেখে একটু দ্রুত জানান প্লিজ। অপেক্ষায় থাকলাম।
@Tanveer Ahmed: Of course. Tobe ejonno apnake 3rd party application install korte hobe. Ami “Kingsoft Office” use kori.
@অভিশপ্ত বালক: T8/T7 বর্তমানে কেবলমাত্র গ্রামীণফোন সেন্টার-এই পাওয়া যাবে। সিম কিনতে হবে না। যে দামটা বলা হচ্ছে সেটা সিম ছাড়াই বলা হচ্ছে। Jelly Bean আপডেট সম্ভবত করা যাবে না। তবে আনঅফিসিয়ালি বোধহয় সম্ভব (by XDA developers).
@VhorerShishir: T7-e ram 512 & resolution kisuta kon. R sob same. ami 5minit brows koresilam. valoi mone hoisilo. GPU: PowerVR SGX 531.
রনি০৬০০০৭ ভাই, এই নিন রিদ্মিক কী-বোর্ডের মিডিয়াফায়ার লিঙ্ক: http://www.mediafire.com/download.php?uk7u71rzba065d5
ব্যবহার করে অবশ্যই মতামত জানাবেন!!
Vhai Only Wifi Tablet gula te ki Modem use kora internet chalano jabe OTG cable use kore……jetai micro usb support kora………Example: Blackberry Playbook( Wifi ) http://www.gsmarena.com/blackberry_playbook-3830.php
Vhai Only Wifi Tablet gula te ki Modem use kora internet chalano jabe OTG cable use kore……jetai micro usb support kora………Example: Blackberry Playbook( Wifi ) http://www.gsmarena.com/blackberry_playbook-3830.php………Please Janaben……….
Vhai Only Wifi Tablet gula te ki Modem use kora internet chalano jabe OTG cable use kore……jetai micro usb support kora………Example: Blackberry Playbook( Wifi ) http://www.gsmarena.com/blackberry_playbook-3830.php Please Janaben……….
@Shopner_feriwala: এটা ট্যাবের সমস্যা না। YouTube বন্ধ হবার পর থেকে এই সমস্যা সব ডিভাইসেই হচ্ছে। আপনি http://www.papktop.com/ লিঙ্ক থেকে দরকারি প্রায় সব apps ডাউনলোড করতে পারবেন .apk ফরম্যাটে। অথবা Google Search থেকেও ডাউনলোড করতে পারেন। ধরুন আপনি Zarchiver (Winrar) খুজছেন, Google-e “Zarchiver apktop” লিখে সার্চ দিন। পেয়ে যাবেন।
@সিরাজুল ইসলাম শেখ: আরবি reading সাপোর্ট আছে। লিখার জন্য হয়তো কোন 3rd Party এপ্লিকেশন ব্যাবহার করতে হবে।
@masbhanoman: আপনার জ়ন্য T8. বেস্ট হবে। না, এই মুহূর্তে এই দামে এর চেয়ে ভালো ডিভাইস সম্ভবত হবে না।
@masbhanoman: OTG- এর ব্যাপারে আমি সিউর না। ৯০% সম্ভাবনা সাপোর্ট করবে।আমি ইউজ করে জানাব। Root নিশ্চয় করা যাবে।
@VhorerShishir: আমি T8 ২০দিন ধরে এবং A110 ৮দিন ধরে ইউজ করছি। সার্ভিস কেনার সময় যেরকম ছিল সেরকম-ই আছে। আমি Satisfied.
@antor ahmed: ব্যাটারি ব্যাকাপ ভালোই,আমি অবশ্য highway rider & temple run ছাড়া অন্য কোন গেম তেমন খেলি না।এগুলো কল করার মতই চার্জ খায়।সেকেন্ডারি ক্যামেরা ভালোই,বরং প্রাইমারী ক্যামেরার ফ্ল্যাশ তেমন পাওয়ারফুল না।
রনি০৬০০০৭ ভাই, এত সুন্দর একটি পোস্ট দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ । আমি T8 ব্যবহার করছি ৩১/১২/১২ থেকে। ভাল লাগছে।তবে ১টা বিষয় বুঝতে পারছি না। ধরুন আপনার লেখাটি খুবই পছন্দ হয়েছে।এখন এটা সেভ করে রাখব অথবা জেএসসি পরীক্ষার রেজাল্ট বের করে সেভ করে রাখব কিন্তু কিভাবে এবং এটা ব্লুটুথ দিয়ে অন্য ডিভাইসে ট্রান্সফার করার সিস্টেমটা বলবেন কি? তাছাড়া কোথায় সেভ হচ্ছে বুঝব / খুজব কোথায়?
আর রিদ্মিক কী-বোর্ড install করেছি কিন্তু কাজ করব ফাইল খুঁজে পাচ্ছিনা। আর blog এ বাংলা লিখব কিভাবে/ T8 এ বাংলা লেখার সিস্টেমটা বলবেন কি? আপনার ইমেইলটা দিবেন কি? আমারটা[email protected]
আপন ভেবে আপন মনে অনেক প্রশ্ন করে বসলাম। আশা করি নিরাশ হবোনা। ধন্যবাদ।
যে পেজটা সেভ করবেন সেই পেজে গিয়ে top left corner -এ অপশন বাটনে টাচ করলে pop-down মেনু আসবে। সেখান থেকে save for offline reading টাচ করুন।ব্যাস সেভ হয়ে গেল।পরবর্তীতে দেখার জন্য ব্রাউজারে একটি নতুন ট্যাব খুলুন।Address bar -এর একেবারে বামে কোনায় একটা আইকন আছে(স্টার এবং সার্চ আইকনের পর)। অইটাতে টাচ করুন। Saved pages -এর লিস্ট পাবেন।
আর আমি এখন T8 থেকে বাংলা লিখছি রিদ্মিক কিবোর্ড দিয়ে। Spacebar swipe করে বাংলা করে নিন।
@masbhanoman: হটস্পট আছে।আপনি আউটডোর এ ব্যাবহার করতে চাইলে ব্রাইটনেস বড় প্রব্লেম হবে। আর এর দাম 12800/=
@rajib chowdhury: ওই কেবল দিয়ে শুধু 3G মডেম কানেক্ট করতে পারবেন, banglalion যেহেতু 4G তাই এটা কানেক্ট করা যাবে না।
@rajib chowdhury: ভাই আমি কোন মডেমই টেস্ট করতে পারি নি ওটিজি কেবলের অভাবে। আপনি বরং মডেম পকেটে নিয়ে যান,একেবারে চেক করে তারপর কিনবেন
@masbhanoman: ওজন ঠিক কতখানি জানি না, তবে একটু ভারি-ই মনে হয় (Ainol Novo Aurora-এর তুলনায়)। হেডফোন মিউজিক কোয়ালিটি নরম্যাল, স্পেশাল কিছু না। আমার মনে হয় একটু অপেক্ষা করে ১২৮০০ টাকায় কেনাই ভালো।
vai ami a110 er bepare aktu jante cai..apni to use kortesen kamon mone hoitese? ar kisu problem er kotha sunlam asolei ki sotti eigula???
“”Sonsi camera naki mamory khali thakleo mamory full dakhay? Games naki internal mamory ta install hoy jar karone hd games 2 tar basi khala jay na? Ar gps naki problem kore? Agola ki sathik?””
micromax er fb page akta chele eigula bollo asolei ki sotti eigula??? kindly reply diben
@ziajuel: আমার কাছে তো ভালোই মনে হচ্ছে (১৫০০০ টাকার দিকে তাকিয়ে)। ক্যামেরার এই সমস্যা আমি দেখি নি।কিছু গেম কেবলমাত্র ইন্টারনাল মেমোরীতে ইন্সটল হয় এটা সত্য। তবে সবগুলো না, আমি Highway Rider, Temple Run এগুলো তো SD-card এ Move করেছি; সমস্যাটা সম্ভবত কিছু নির্দিষ্ট গেমের জন্য। আমার GPS ঠিকই আছে, মোটামুটি ১৫মিটার-এর মধ্যে Accuracy পাই। Samsung Omnia-তে ১০মিটার Accuracy পাইতাম।
@নীল আশিক আকাশ: sob format-er movie chole. no need to convert. kobe j abar market-e asbe eta symphony bolte parbe.
Vai, Smartphone expo te giychilam. Symphony w80 & w90 dekhlam. W90 dekhe khubi valo laglo! Ekdom galaxy note 2 er moto koreche. Micromax canvas 2 (a110) o dekhlam. Darun ekta handset. Oshadharon design. Symphony t8-o dekhlam. Ekhon khub confusion er moddhe achi! Kon set ta kinbo? Plz help koren.@roni
@masbhanoman: lenovo এর দাম আমাদের বাজারে কত জানি না। বসুন্ধরাতে দেখতে পারেন। T8 ইউজার এভেইলেবল র্যাম 971mb
@ronyipe: কোনটার কথা জানতে চান? T8-এ আমি গতকাল সারারাত ডাউনলোড করেছি (৯টা-৭টা, Turbo Download manager দিয়ে ৭৬০মেগা ডাউনলোড করেছি, ডিসপ্লে লাইট বন্ধ ছিলো) সকালে দেখি ৪৮% চার্জ আছে। তবে টানা ব্রাউজ করলে ৫-৬ ঘন্টা চলবে মনে হয়। আর A110-তে ভালোই চার্জ থাকে। আগে Samsung Omnia-তে প্রতিদিন সকালে ফুলচার্জ করলে সন্ধ্যার আগেই শেষ হত, এখন A110 এক চার্জে টেনেটুনে ২দিন পর্যন্ত চলে। আমি ২৪ঘন্টা আউটলুকে Logged in থাকি+ মোটামুটি রেগুলার TT brows করি+FB brows করি+ Avg. ২-৩ ঘন্টা কথা বলি।
@VhorerShishir: এখনো পজিটিভ কিছু বলা যাচ্ছে না। XDA-Developer-দের সুনজর পরলে করা যেতে পারে।
@k@mrul: T8-এর Internal Memory দুইভাগে ভাগ করা আছে। 1.5GB dedicated for apps installation + 1.09GB as internal SD card. আপনি যদি App to SD জাতীয় এপ্লিকেশন দিয়ে app “Move to SD” দেন তাহলে এটা 1.5GB থেকে 1.09GB-তে Move হবে। সোজা কথায় আপনি Apps ইন্সটলেশনের জন্য 2.59GB space পাবেন (যদিও সব app movable না।) আর একটি কথা HD game-এর SD-files অবশ্যই Internal SD card-এ রাখতে হবে। অর্থাৎ internal 1.09GB full হলে অথবা SD-file এর সাইজ 1.09GB এর বেশী হলে সেই গেম আপনি খেলতে পারবেন না। Root করলে অবশ্য এই সমস্যা আর থাকবে না। ভাবছি এবার root করেই ফেলব। আর GP employee হিসেবে আপনার কোন উপকারে আসতে পারবো বলে মনে হয় না, কারন আমার অনেক কলিগ বুকিং দিয়ে এখন ট্যাব পান নি; সাপ্লাই নাই।
@ফিহাদ হাসান (গাঞ্জা আলি): @রনি০৬০০০৭: এখানে দেখতে পারেন http://www.androidpit.com/super-amoled-vs-retina-display
@ফিহাদ হাসান (গাঞ্জা আলি): কাহিনী হলো Symphony Tab এর lot শেষ হয়ে গেছে।জানুয়ারি মাসে চাইনিজ মার্কেট বন্ধ থাকায় import করতে পারছে না। সামনে মাসে পাবেন আশা করা যায়।
@রনি ভাই আপনার skype or facebook or google talk amar ( [email protected]) দয়া করে সেন্ড করবেন কি… আসাই থাকলাম…
@ফিহাদ হাসান (গাঞ্জা আলি): একটা PM দিয়েন request দেয়ার আগে। http://www.facebook.com/roni.ruet/
@vampairking: এখন পর্যন্ত আসে নি।তবে বেশ কজন ডেভেলপার কাজ করছে, ভবিষ্যতে হবে আশা করি
Dear @রনি০৬০০০৭: T8 এ TV দেখার উপায় কি? বিশেষ করে star jalsa সহ বাংলা টিভি (দেশী ও ভারতী) । আমি আমার ল্যাপটপে এই ওয়েব সাইটে smoothly দেখি- http://www.jagobd.com /www.newtvworld.com /www.taudio.net
/http://www.newtvworld.com/India-Live-Tv-Channels/star-jalsa-live-streaming.html। কিন্তু T8 এ হচ্ছে না।
@ganibd: http://www.papktop.com/adobe-flash-player-11-1-115-17-android-4-x.html এখান থেকে ডাউনলোডান। TV app ইন্সটল করাই বোধহয় ভালো হবে।তবে ব্রাউজারেও স্মুথলি চলে।
রনি ভাই আমার t8 এর china display (এক দিক থেকে দেখলে কাল দেখায়) ভাল লাগে না । আবার t7 এর ৫১২ ram and ৩০০০mAMP battery ভাল লাগে না আমি HD গেম খেলব না শুধু নেট Brows করব । নেট থাকা pictue গুলু quallity দুটি tab এ কি একই রকম আসবে? নাকি t7 এ low quallity picture দেখাবে? kindly যদি t7 টা একদিন ৫মিনিত ব্যাবহার করে বলতেন ।
আসসালামু আলাইকুম।
রনি ভাই,আমি সিম্ফনি টিএইট ইউজ করছি। আলহামদুলিল্লাহ,আমি স্যাটিসফাইড। কম দামে যা দিয়েছে যথেষ্ট।
যাই হোক,রনি ভাই,একটা প্রশ্ন।
এনএফএস মোস্ট ওয়ান্টেড খেলতে চাই। কিন্ত Offline File Size 1.9 GB। ইন্টারনাল কার্ড সাপোর্ট করে 1.5 GB।
আমি রুট করেছি,কিন্ত ইন্টারনাল এসডি কার্ডের সাইজ একই আছে।
কী করা যায় একটু details ভাবে বললে খুব উপকার হত।
জাযাক-আল্লাহু খাইরান (আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন)।
@Sami.584.DX: ওয়ালাইকুম আস সালাম। রুট করেই ফেললেন ! আপনি সাহসী মানুষ। যাইহোক এব্যাপারে আমার বাস্তব জ্ঞান নাই। এটা দেখতে পারেন http://forum.xda-developers.com/showthread.php?t=1932480
আসসালামু আলাইকুম রনি ভাই।
ভাই,জাযাক-আল্লাহু খাইরান লিংকটা দেওয়ার জন্য। প্রচণ্ড পরীক্ষার প্রেসার থাকার কারণে এখনো ভালমত চেক করতে পারি নাই। ইনশাআল্লাহ যত দ্রুত সম্ভব চেক করব।
ভাই,এখন নতুন একটা প্রশ্ন।
ইদানীং ট্যাবটায় একেবারেই চার্জ থাকছে না। এমনিতেই নরমালি সারা রাত চার্জ দিয়ে রাখতাম,সারাদিন চালাতাম,আবার সারা রাত চার্জ দিতাম। কিন্ত কয়েক দিন হল সারা রাত চার্জ দেওয়ার পর আবার দেখা যায় দুপুরেই চার্জ দিতে হচ্ছে!
আবার আরেকটা জিনিস লক্ষ্য করলাম,যে ট্যাবটার পিছনটা,অর্থ্যাৎ,ব্যাটারিটা,বেশিক্ষণ চালালে গরম হয়ে যায়। আগে এত গরম হত বলে মনে হয় না।
তবে একটা কথা বলে নিই। আগে অতটা গেম খেলতাম না,কিন্ত এখন টেম্পল রান টু খেলি। ট্যাবটা হাতে নিলেই মোটামুটিভাবে আধা ঘণ্টার মত খেলি। কিন্ত তারপরেও কি চার্জ এই পরিমাণ খাবে?
যাই হোক,ভাই,আমার মূল প্রশ্ন,ব্যাটারি কি নষ্ট হয়ে গেছে???
আর ভাই,যেহেতু রুট করে ফেলেছি,ব্যাটারি ওয়ারেন্টিও কি পাব না???
@Sami.584.DX: “Easy Battery Saver” ইউজ করে দেখুন @”super power saver” mode. আর ব্যাটারির ওয়ারান্টি সম্ভবত পাবেন না, কারন ওরা চেষ্টায় থাকবে ওয়ারান্টি না দেয়ার। শুনেছি unroot-ও করা যায়, ট্রাই করে দেখতে পারেন।
Theoretically, PPI can be calculated from knowing the diagonal size of the screen in inches and the resolution in pixels (width and height). This can be done in two steps:
1. Calculate diagonal resolution in pixels using the Pythagorean theorem:
d_p = \sqrt{w_p^2 + h_p^2}
2. Calculate PPI:
PPI = \frac{d_p}{d_i}
where
d_p is diagonal resolution in pixels
w_p is width resolution in pixels
h_p is height resolution in pixels
d_i is diagonal size in inches (this is the number advertised as the size of the display).
For example, for a 21.5 inch (54.61 cm) screen with a 1920×1080 resolution (in which w_p = 1920, h_p = 1080 and d_i = 21.5), we get 102.46 PPI; for a typical 10.1 inch netbook screen with a 1024×600 resolution (in which w_p = 1024, h_p = 600 and d_i = 10.1), we get 117.5
রনি ভাই ppi লিখে সার্চ দিয়ে wikipaediae থেকে আরও details দেখে নিতে পারেন
Roni Vai, ami amar sym w10 er jonno ekti Bluetooth Keyboard purchases korechilam ja pair hoi but connect hoina. er por w60 te try korechi, same probs. amar dharona chilo Gb 2.3.6 er jonno eti compatible noi kintu pore deklam ICS’o same thing. amar keyboard tir model: HS-PBMINIKYBD, Manufacture: HIP STREET. China Origin. but If it work with t8 then i can minimize my Tense. Thanks
@Habibur333: না, রুট করি নি। সত্যি কথা বলতে কি ভাই, আমি আমার ট্যাবটা বিক্রি করে দিয়েছি কিছুদিন আগে। কোন সমস্যা ছিল না, শুধু ৮” সাইজটা ক্যারি করা সমস্যা হয়ে দাড়িয়েছিল। এখন ৭” আইনল ইউজ করছি, পকেটে নিয়ে চলতে পারি।
@Habibur333: আমি Aurora1 ইউজ করি। ৮ মাস আগে নিয়েছিলাম, এখন আরো আপডেট ভার্সন এসেছে।
Dhora khailen mane??? Kono problem hoisilo?? Amar ekta second hand kenar iccha ase.
By the way, t7 ar t8 er moddhe konta valo hobe? Etai hobe amar first tablet. So, ei bishoye ami oggo. Ami mainly net use korbo ar movie dekhbo. So, modem sprt na korle problem. Kisu modem dekhlam, jegula tablet e sprt kore. Qb ki support korbe? Eta to 4g na. Ar brightness ki t8 er khub beshi kom?? Note: ami majhe majhei charge dite vule jai.
*please dont mind for the disturb!*the post was really awesome!
Then, konta kinbo?
@Meshkat: আপনি যদি সব সময় ট্যাব সাথে ক্যারি করতে চান তাহলে T8 একটু সমস্যা হবে যেহেতু এটা ৮”… T7 এর ব্রাইটনেস T8 এর চেয়ে ভাল। আর T7/T8 বা অন্য কোন এ ধরনের ট্যাব 4G সাপোর্ট করে না। তবে আপনি যদি T7/T8 কিনেন তাহলে মডেম নিয়ে ভাবতে হবে না, কারন এগুলোতে আপনি ডাইরেক্টলি সিম ইউজ করতে পারবেন just like a স্মার্টফোন।
ভাইয়া, আমি ফেব্রুয়ারি থেকে T7 ইউজ করছি, এখন রুট করতে চাচ্ছি ।রুট করতে কাজে লাগবে এমন কোন লিঙ্ক/ টিউটোরিয়াল দিলে কৃতজ্ঞ থাকব। ধন্যবাদ।আমার মেইল আইডি [email protected] @Sami.584.DX
ভাল লাগল ধন্যবাদ