আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভাল আছেন। প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি "মুকুট" ভাইকে। কেননা তার পোষ্ট থেকেই জানতে পেরেছিলাম যে বর্তমান প্রিমোর ফার্ম ওয়্যার ইন্সটল করলে রম মেমরি বাড়ে। যাই হোক আমিও তাই দেরি না করেই আমার হ্যান্ডসেট নিয়ে হাজির হয়েছিলাম ওয়ালটন সার্ভিস সেন্টারে। আমার ফোনের রম আগে ১৫১ মেগা বাইট থাকলেও এখন ২০১ মেগা বাইট।
যাই হোক আপনারা যদি সরাসরি ওয়ালটন সার্ভিস সেন্টারে যান তবে আপনাদের সর্বনিম্ন ৩০ মিনিট থেকে সর্বোচ্চ ১ দিন সময় নিয়ে আপনার মোবাইলে নতুন ফার্মওয়্যার সেটআপ করে দেবে। তাহলে এখনি চলে যান ৩৮৬/বি, চৌধুরীপাড়া খিলগাঁও। কিভাবে যাবেন?
প্রথমে মালিবাগ চৌধুরী পাড়া আবুল হোটেলের সামনে নামবেন এর পর ঠিক বিপরীত দিক বরাবর একটি রিক্সা নিয়ে অগ্রসর হবেন। সোজা যতদুর যাওয়া যায় গিয়ে হাতের বামে যাবেন, রাস্তার পাশেই চোখে পড়বে ওয়ালটনের সার্ভিস সেন্টার (একটু মজা নিচ্ছি)। অবশ্য রিক্সাওয়ালাকে পল্লীমা স্কুল/ ভুতের আড্ডা রেস্তোরার কথা বললেও নিয়ে যাবে। ভাড়া ১০ টাকাই যথেষ্ঠ।
যাই হোক অনেক খুচড়া আলাপ হয়ে গেছে। কষ্ট করে টাকা অপচয় আর সময় খরচ করার কোন দরকার নেই। আমি দিয়ে দিচ্ছি প্রিমোর বর্তমান স্টক রম।
এর আগে আপনি একটি কাজ করুন যদি আপনার আগে এই কাজ করার অভিজ্ঞতা না থেকে থাকে তবে "হিমু" ভাইয়ের এই টিউনটি দেখে আসুন এখানে ক্লিক করে প্রসেস দেখে নিন আর যদি আপনার প্রিমোর ড্রাইভার না থেকে থাকে তবে "হিমু" ভাইয়ের এই টিউনটি দেখুন। "হিমু" ভাই তার টিউনে চাইনিজ CWM নিয়ে টিউন করেছেন। তাই সহজে কাজ করার জন্য ইংরেজী ভাষার CWM ব্যবহার করতে "Fahim Shariar" ভাইয়ের এই টিউনটি দেখুন।
আশা করছি যারা আগে করেননি তারা টিউন গুলো ভালভাবে দেখে বুঝে নিয়েছেন। আর যারা আগে করেছেন তাদের না দেখলেও চলবে। তাহলে এবার আসুন ডাউনলোড করে নিন। নতুন স্টক রম।
এই ফার্মওয়্যারে যে যে সুবিধা পাচ্ছি তা হলঃ এখন বুটিং টাইম আরও কম । আমার ক্ষেত্রে ১৯ সেকেন্ড। ফোন মেমরি ২০১ মেগাবাইট যার মধ্যে ১২৫ খালি (অন্যান্য সফট্ওয়্যার দেওয়ার পরেও)। ইন্সটল্ড সফটওয়্যার হিসেবে পাচ্ছেনঃ আগের সব গুলোই সঙ্গে যোগ হয়েছে Viber , MultiLing keyboard, BSplayer,Go Themes । বাদ পড়েছে mobo player, Touchpal keyboard. বাকী প্রায় সব কিছুই অপরিবর্তিত আছে। আর যোগ হয়েছে নতুন অপশন Preffered Install Location তাই এখন আর বারবার Apps2SD pro ব্যবহারের ঝামেলা নেই। রিমুভেবল এসডি কার্ড সিলেক্ট করে দিলেই সব এপ্লিকেশন মেমরি কার্ডেই সরাসরি ইন্সটল হবে।
যতদূর জানতে পারলাম, দ্বিতীয় ধাপে বাজারে আসা ওয়ালটন প্রিমোতে ওএস হিসেবে ICS 4.0 দেওয়া হয়েছে। তাই আশা করব। কারও পক্ষে সম্ভব হলে স্টক রম টা শেয়ার করবেন।
আজ এ পর্যন্তই। সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় বিদায় নিচ্ছি। আর সকল খ্রীষ্টান ধর্মাবলম্বীদের জানাই বড়দিনের শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।
ডাউনলোড লিংক আপডেট করা হল। সময়ঃ রাত ১০.৪০, ২৭/১২/২০১২
আমি রহস্যময় অভিযাত্রী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 74 টি টিউন ও 451 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ ভাই শেয়ার করার জন্য। তবে একটা প্রশ্ন না করে পারছি না। কিছু মনে করবেন না প্লিজ-
আপনার দেয়া স্টক রমের সাইজ এত বেশী কেন??!! ৩৬০মেগারও উপরে!! যেটা কোনভাবেই ১৫০মেগার উপরে যাওয়ার কথা না।
আপনি কি ব্যাকাপ করার আগে ফ্যাক্টরি সেটিং/পার্টিশন ক্যাশ/ডেলভিক ক্যাশ ক্লিয়ার করে নিয়েছেন?? তা না হলে আপনার পার্সনাল ডাটা (মেসেজ, ফোনবুক, আননেসেসারি অ্যাপ্লিকেশন ফাইল, এমনকি গুগল অ্যাকাউন্ট) এই রমের সাথে চলে আসতে পারে।
তবে নতুন রমের ব্যপারে জানিনা। আমার ভুলও হতে পারে। জানাবেন আশা করি 🙂